নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

নতুনের ডানা

১৫ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:১৪



ধিরে ধিরে বড় হোক নতুনের ডানা
জ্ঞানে-গুনে সর্বক্ষেত্রে উন্নত সে হোক
তার গুণে মানুষেরা শান্তিতে থাকুক
নিরুপমা হয় যেন শারমিনের মা।
হে জান্নাতুন নাইম খুব হোক জানা
তোমার সকল কিছু, পাইন ও ওক
সুন্দর বৃক্ষের মত। আর তো ভাবুক
হও তুমি বিশ্বসেরা প্রাণের প্রতিমা।

কন্যাগণ পিতৃহৃদে স্বপ্নের প্রদীপ
নতুনের আছে দু’টি অন্তরেতে জ্বলে
সুখের সাগরে তারা স্বপ্নময় দ্বীপ
এরকম কন্যা ক্ষেত্রে পিতৃমন বলে।
গুণে-জ্ঞানে চিরকাল ডানা দিয়ে ডুব
সুখেথাক ডানামনি দোয়াকরি খুব।

মন্তব্য ৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:২৫

নতুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ফরিদ ভাই।

দোয়া করবেন আমার ডানা যেন থাকে দুধে ভাতে

১৫ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:৩২

মহাজাগতিক চিন্তা বলেছেন: দোয়া করি ডানা যেন ডানা মেলে উন্নতির আকাশে উড়ে।

২| ১৬ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর । ধন্যবাদ।
ডানার জন্য শুভকামনা।

১৬ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৩১

মহাজাগতিক চিন্তা বলেছেন: নতুনের সন্তান যেন থাকে দুধেভাতে।

৩| ১৬ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:০৮

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা লিখেছেন।

১৬ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:১০

মহাজাগতিক চিন্তা বলেছেন: পিতৃ স্নেহকে কবিতায় রূপায়ন করার চেষ্টা করলাম আর কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.