নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

অফুরন্ত জোছনা

০৯ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:০০



বিবর্ণ বিকেল আশাহত তোমায় ছাড়া
ঝলমলিয়ে হাসনাতো?
কলকলিয়ে কথা বল না এবেলা
তোমার কথার নদী এখন কোথায়?
গত রাতের কেনা পোশাক তুলে তুলে
হেঁটে আসবে ভেবেছি
জীবনটা বেদরকারী মনে হচ্ছে
অযথা সময় কাটে।

বালিকা এক
এসে বলে দিদি মনি আসবেন না
একলা বসে বসে দিঘির হাঁস গণ তাহলে
আসবেন না? এ যেন বজ্রাঘাত
কি হলো আবার? –কাকু বকেছেন
তোমার সাথে মিলামিশা বন্ধ
কবিতার ছন্দের তবে কি হবে?
আমায় শুনাতে পার যদি ইচ্ছে হয়
দারুণ লিখ তুমি
বইমেলা থেকে তোমার সব কবিতার বই
কিনেছি একে একে
তোমার মত আমি কি আর পড়তে পারি বল?
দিদিমনি আসবেন না জেনে ভাবলাম
আমি তবে সুযোগটা নিয়ে নেই আজ
কবি কন্ঠে কবিতা অনেক ভালো লাগবে।

কবিতার মতকরে কথা বলে মেয়েটি
ওরদিকে তাকালে চোখ ফিরে না
তথাপি ভেবেছি ওকে দেখব না
দৃষ্টি সঞ্চয় থাক প্রিয়ার জন্য সে চাঁদ আমার!
ওকে বললাম আজ কবিতা হবে না
মনভালো নেই।

এতো ভালোবাস?
সে আসলে কি তোমার মন ভালো হবে?
তাহলে বস ডেকে আনি!
বিষন্ন সন্ধায় ঝলমলিয়ে উঠে চাঁদ
মনের মেঘ কেটে গিয়ে অফুরন্ত জোছনা
ছড়িয়ে পড়ে চৌদিকে
সে আসছে গত রাতের কেনা পোশাক তুলে তুলে
যাহ! স্বর্গটা মরার আগেই পেয়ে গেলাম!

মন্তব্য ১৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:০২

অরণি বলেছেন: আপনি তো দারুণ কবিতা লেখেন।

০৯ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:১৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: সেকালে সুন্দরী ললনারা থাকতো আসে পাসে
তারা মিষ্টি করে হাসতো
তাদের দাঁতগুলো দেখতাম
যেন সেঁটে দেওয়া কতগুলো মুক্তা
তার থেকে মনে হতো এটা কোন শিল্পির কাজ
নিখুঁত কারুকাজে গড়া শিল্প
একেবারে জীবন্ত শিল্প
ওরা মিস্টি করে কথা বল্
অবিরত শুনি
বিকেল গড়িয়ে সন্ধা নামে
ভাবতাম আরো কিছুটা সময় হাতে থাকলে
দারুণ হতো বিষয়টা
তার থেকে একটি নিয়ে যত্ন করে রেখেছি
ছাব্বিশটি বছর ধরে দেখছিিি
এখনো দেখি সময় পেলে
বিধাতার সৃষ্টি অফুরন্ত সুন্দর।

- অতীত স্মরণ হলে মনে কবিতা আসে। ওরা জড়িয়েই থাকে যত্ন পেলে। অযত্ন হলে বিচ্ছেদের কালো মেঘ জমে। উৎসাহ প্রদানের জন্য আপনাকে ধন্যবাদ।

২| ০৯ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:১৯

অরণি বলেছেন: তাহলে ওখান থেকে একটা এখনো ধরে রেখেছেন? আপনাদের জন্য শুভকামনা।

০৯ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:২৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: ওরা স্কুল থেকে ফিরছিল
ইমাম সাহেব বললেন
যেটা আপনার পছন্দ
সেটাই আপনার হবে।
একটা বেছে নিলাম
তারপর থেকে সে আমার।
সংসারের প্রয়োজনে সে এখন দূরে
তথাপি সব ছেড়ে-ছুড়ে কাছে চলে আসতে চায়
কিন্তু শাশুড়ী মা হলে কি আর এমন আসা যায়?
মেয়েরা বলে আর কিছু দিন থাক আমাদের কাছে
সেজন্য দূরে থাকা।
তবে কাজের অবসরে দেখা হয় কথা হয়
ভিডিও কলে। আমি কথা কম বলে চেয়ে থাকি
সে যা বলার বলে
সেজন্যই চাই অন্তহীন জীবন
তার সাথে থাকা সময় যেন কোন দিন আর শেষ না হয়।

-আপনার শুভ কামনায় প্রীত হলাম।

৩| ০৯ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:৩৩

অরণি বলেছেন: আপনার জন্য আবারো শুভকামনা।

০৯ ই আগস্ট, ২০২৩ বিকাল ৪:০০

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার ব্লগ ঘুরে আসলাম। অন্তত একটা পোষ্ট দিন। নয় বছর তো কেটে গেলো।

৪| ০৯ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:৪০

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ প্রেমময় ভাবনার রঙ তুলির ছবি কবি দা
ভাল থাকবেন--------

০৯ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:৫২

মহাজাগতিক চিন্তা বলেছেন: লোকে বলে নারী কিসে আটকায়?
তাদের সবাই জানে যতনে রতন মিলে
তাহলে যতনেই আটকে থাকবে নারী রত্ন
এ সহজ সত্য লোকে কেন বুঝে না?

সাজু-গুজু করতে হেল্প কর
গোছলে গা মেজে দাও
গামাছি খুঁটে দাও
পিটটা চুলকে দাও
বাদামের খোসা ছড়িয়ে দাও
বিকেলে সাথে নিয়ে বেড়াতে বের হও
মাছ কুটতে সাথে বসে যাও
তারমানে সে বুঝতে হবে তুমি তাকে ভালো বাস।
এরা প্রেমের কাঙ্গাল চিরকাল
তুমি তাকে প্রেমদিয়ে তার মনটা ভরিয়ে দাও
সে আর যাবে না তোমায় ছেড়ে।

- কবি সাহেব কবিতা লিখতে এবং সংসার টিকাতে প্রেম লাগে।

৫| ০৯ ই আগস্ট, ২০২৩ বিকাল ৪:৪৯

রানার ব্লগ বলেছেন: যাক গবেষণা করতে করতে ক্লান্ত হয়ে কবিতায় আশ্রয় নিলেন আর তাতেই বেড়িয়ে এলো সুন্দর এক কাব্য মালা ।

০৯ ই আগস্ট, ২০২৩ রাত ১০:২৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: সুন্দর স্নিগ্ধতায় মন প্রলুব্ধ হয়
এসময় দীর্ঘায়িত হোক এটা সবাই চায়
এরজন্য কোন ব্যবস্থ্যা আছে কি?
গবেষণা সেজন্য। তবে তারপর
মন আবার ছুচে চলে সুন্দরের মহিমায়
আকৃষ্ট হয়ে সে দিকেই বারে বার
এ যেন এক অপ্রতিরোদ্ধ অগ্রযাত্রা।

৬| ০৯ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:৩৮

নজসু বলেছেন:



কবিতাটা মাদকতায় ভরা।
মুগ্ধতা চলে আসে।

০৯ ই আগস্ট, ২০২৩ রাত ১০:৩২

মহাজাগতিক চিন্তা বলেছেন: কবিতা ঠিক কবিতার মত হলে
তাতে আবদ্ধ মন ঘুরপাক খায় তাতে
এদিক সেদিক ছুটাছুটি করে কবিতার
চক্র ছেদ করতে না পেরে তাতেই নিজেকে
বিলিন করে অবিরত শান্তি পায় অমলিন।

৭| ০৯ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:৫৪

কামাল১৮ বলেছেন: কবিতা ভালো হয়েছে।

০৯ ই আগস্ট, ২০২৩ রাত ১০:৩৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: কবিতার রূপময়তায় আটকে গেলে
তখন এর রূপের বাহার ছন্দের রূপ নেয়
এরপর তারা একে একে প্রকাশ পেতে
থাকে রূপের ছটায় কাব্য সুন্দরী হয়ে
আজ হয়ত তেমন কিছু ঘটে গেল।

৮| ০৯ ই আগস্ট, ২০২৩ রাত ৮:১৬

শায়মা বলেছেন: বুঝেছি এটা সেই পালোয়ানকালের কবিতা। :)

০৯ ই আগস্ট, ২০২৩ রাত ১০:৩৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: ঘটনা তার পরের
তখন সুন্দরীগণ কাছে আসতে
আগ্রহবোধ করতেন অনেক।
মন তখন বলতো বেছে না বেছে নাও
তারপর বেছে নিলাম
তারপর ঘটনার যবনিকা পাত ঘটলো
যে আসলো সে বলল, খবরদার
এখন থেকে এদিক সেদিক তাকানো বন্ধ
নিরুপায়ে বললাম তথাস্ত।

৯| ০৯ ই আগস্ট, ২০২৩ রাত ৯:৪৪

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
আপনার রাজনীতিক পোস্ট থেকে আজকের পোস্ট অনেক সুন্দর হয়েছে।

০৯ ই আগস্ট, ২০২৩ রাত ১০:৪২

মহাজাগতিক চিন্তা বলেছেন: শ্রাবণ ধারায় ধুয়ে ধুয়ে মন
কিছু কথা গুঁছিয়ে এলো বালে
তাদেরকে শব্দ মালায় গেঁথে দিয়ে
অতঃপর ছেড়ে দিলাম জনতার জটে
তারপর তারাই বলছে সব কিছু
আমি শুধু শুনে যাচ্ছি সবার কথা।

১০| ১০ ই আগস্ট, ২০২৩ রাত ৩:২০

জ্যাক স্মিথ বলেছেন: বাহ! ভালো লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.