নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

নিরপেক্ষ ভোটে সরকারের তবে ভয় কেন?

১৪ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:১৮




নিরপেক্ষ জরিফে সরকারের প্রতি জনগণের সমর্থন প্রতিফলিত হয়েছে। তাহলে তো নিরপেক্ষ ভোটেও তাদের জয়ী হওয়ার কথা। ব্লাগার শাহ আজিজও সে কথাই বলে আসছেন। তাতে দেশের লাভ একটি শক্তিশালী বিরোধী দল পাওয়া। তাহলে সরকার নিরপেক্ষ ভোটে অমত করছে কেন? সব আসনে তাদের এমপি থাকতে হবে, এটাই কি তবে এখন সমস্যা? এত লোভ করা তো ঠিক নয়।

ফখরুল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা হওয়াতে সরকারের সমস্যা কি? সরকার যদি বলে তোদেরকে বিরোধী দলও হতে দেব না, সেটা তো সমস্যা। বাড়াবাড়িরও তো একটা সীমা থাকা দরকার। এদিকে যারা বহুকাল ভোট দিতে পারছে না তারা অধৈর্য হয়ে পড়েছে। তাদের বিষয়টা সরকারের বিবেচনায় নেওয়া দরকার। সরকার এবার তাদেরকে ভোট দেওয়ার সুযোগ করে দেক।

ইতিহাসে শেখ হাসিনার নাম যদি লেখা থাকে তাহলে সেখানে এটাও লেখা থাকবে তাঁর সময়ে অনেকের ভোট প্রদান করতে না পারার অভিযোগ ছিলো। যা তাঁর নামের উজ্জ্বল্যকে কিছুটা হলেও ম্লান করবে। তথাপি তিনি যদি এবার জনগণকে ভোট প্রদানের সুযোগ করে দেন তাহলে ইতিহাসে লেখা থাকবে অবশেষে তিনি গণতন্ত্রকে শক্তিশালী করেছেন।

ক্ষমতায় থাকা ছাড়াও মানুষ সুন্দর জীবন যাপন করতে পারে। নামের জন্য যদি ক্ষমতার দরকার হয় তবে তো বদনাম থেকে দূরে থাকা জরুরী। শেখহাসিনা যদি তাঁর সুনাম বৃদ্ধি চান তাহলে এবার তিনি একটা সুন্দর নির্বাচনের ব্যবস্থা করতে পারেন।

দল টিকিয়ে রাখার জন্য বিএনপি নিয়ম রক্ষার আন্দোলন করছে। তবে মনে মনে আশা করছে নিরপেক্ষ ভোট হলে যদি বুঝিয়ে-সুজিয়ে জনগণকে পক্ষে টানা যায়। জয়ের সম্ভাবনায় জোর না থাকায় বিএনপির আন্দোলনে জোর নাই। বিএনপির এখন কৌশল হলো সরকারের দোষ বাড়ানো। তারা নিরপেক্ষ নির্বাচনের দাবী তুলছে। তারপর তারা নির্বাচন বর্জন করবে। বিনাভোটে নির্বিাচিত এমপি দ্বারা সরকার গঠিত হবে। তখন একটা হাস্যকর সরকার হবে। বিদেশীরা সরকারকে স্বীকৃতি দিবে না। এভাবে সরকার একটা জ্বালাতনের মধ্যে থাকবে। বিরোধী দল হিসাবে ভবিষ্যতের সম্ভাবনা হিসাবে বিএনপি কোন রকমে তাদের দলটাকে অক্সিজেন দিয়ে রাখছে। যেন দলটা কোনভাবে মৃত্যু বরণ না করে।

এমনিতেই যদি জয়ের সম্ভাবনা কম থাকে। তারপর যদি সে নির্বাচন সরকারের অধীনে হয় তবে সে নির্বাচনে বিএনপি কেমন করে অংশগ্রহণ করে। সুতরাং নিরপেক্ষ নির্বাচন না হলে নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না করা ঠিক আছে। আর নিরপেক্ষ নির্বাচনের আয়োজন সরকারের না করা ঠিক কাজ নয়। এখন বিষয়টা ঠিক-বেঠিকের সমীরণে দাঁড়িয়ে থাকে। এখন দেখার বিষয় শেষতক সরকার ঠিক কাজ করে না বেঠিক কাজ করে।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:৩৮

আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর লেখেছেন তবে ঠিক বেঠিক করবে জনগণ
এতদিনে বুঝলাম জনগণকে কিছু মনে করে
তারপর জনগণ জনগণ হায় রে জনগণ----------------
তুই ঠিক করলেও কি বেঠিক করলেও কি?

১৪ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:৫২

মহাজাগতিক চিন্তা বলেছেন: এদেশে সবচেয়ে কম গুরুত্বের হলো জনগণ।

২| ১৪ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:৪২

মোস্তফা সোহেল বলেছেন: দেশের বর্তমান সকরার ভোট নিয়ে যা করেছে তা ইতিহাসে লেখা থাকবে কালো অধ্যায় হয়ে।

১৪ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:৫২

মহাজাগতিক চিন্তা বলেছেন: ইতিহাসে ভালো-মন্দ সবাই লিখা থাকে।

৩| ১৪ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:৪২

রানার ব্লগ বলেছেন: কালের কন্ঠ বসুন্ধরার । এরা মৌসুমি ধান্দাবাজ !!

১৪ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:৫৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: কিন্তু জরিফতো তারা করেনি। তারা জরিফের ফল প্রকাশ করেছে মাত্র।

৪| ১৪ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:৩০

রাজীব নুর বলেছেন: পত্রিকাতে সত্য কথা লিখে না। প্রথম আলো মোটামোটি সত্য বলে। এছাড়া সবাই হিজড়া পত্রিকা।

১৪ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:৩৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: কিন্তু জরিফতো তারা করেনি। তারা জরিফের ফল প্রকাশ করেছে মাত্র।

৫| ১৪ ই আগস্ট, ২০২৩ দুপুর ২:০৩

তানভির জুমার বলেছেন: উন্নয়নের মূলা দেখিয়েছে দেশের জনগণ কে , জঙ্গির ভয় দেখিয়েছে অন্যদেশগুলো কে। কিন্তু উন্নয়নের মূলা আর জঙ্গি নাটক এবার আর কেউ খাবে না। পৃথিবীতে ফ্যাসিবাদ আর স্বৈরাচারদের ভাগ্য যা হয়েছে আওয়ামীলিগের ভাগ্য তাই হবে। ভবিষৎতে জাতি তাদেরকে সবসময় ঘৃণার চোখেই দেখবে। মিনি স্বৈরাচার এরশাদের কি অবস্থা হয়েছে জাতি তার চাক্ষুষ সাক্ষী।

১৪ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:০০

মহাজাগতিক চিন্তা বলেছেন: তাদের প্রতিপক্ষ এখনো গোছানো নয়। তারা সেই সুবিধাটাও নিচ্ছে।

৬| ১৪ ই আগস্ট, ২০২৩ বিকাল ৪:২৪

আমি নই বলেছেন: ভাই, ভয়টা মনে হয় এই জায়গা গুলোয়। সারা দেশটাইতো এমন হয়ে গেছে।

১৪ ই আগস্ট, ২০২৩ বিকাল ৫:৫৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: জনগণ এসব বুঝলে তাদের ৭০% জনসমর্থন থাকে কেমন করে?

৭| ১৪ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:৫১

অপু দ্যা গ্রেট বলেছেন:

এই ৭০ শতাংশ কারা তাদের চেহারা গুলো জানা দরকার। তবে যেটা মনে হচ্ছে এটা বায়াসড ছাড়া আর কিছুই না। এরা দেখেন গিয়ে কোন ভাবে দলের সাথেই জড়িত।

সাধারণ মানুষ কত বিরক্ত সেটা যদি তারা জানার চেষ্টা করত লজ্জা থাকলে এত দিন দেশ ক্ষমতা ছেড়ে দিত।

১৫ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:৩৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: ঝালকাঠির পুলিশ সুপার বললেন, খন্দকার মোসতাকের মত বিশ্বাস ঘাতকে আওয়ামী লীগ ভরে গেছে- কথাটা কতটা সঠিক?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.