নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

তোমার ইচ্ছা পূর্ণ হোক তবে সুরঞ্জনা

২০ শে আগস্ট, ২০২৩ রাত ৯:৩৩




দু’গালে অংকিত রঙ্গিন চুম্বন চিহ্ন
বাইরে বেরুব কি করে এ বেলা?
তা’এখন হচ্ছে না, বাহু লতায়
বন্দী থেকে চল ঘুরি স্বপ্ন লোকে।

দু’দেহের ঘ্রাণ সম্মিলনে ছড়ায়
অনন্য এক মাদকতার মায়াজাল
স্বপ্নলোকে দেখি চন্দ্রিমা অকাতরে
জোছনা বিলায় মুঠি মুঠি।

দু’জনে হাত ধরে ছুটে চলি প্রাণপন
ক্লান্তিহীন সে ছুটে চলায় বিরিতি নেই
তারপর মাড়িয়ে চলে ঝরাপাতা
দুর থেকে শুনি কেউ যেন বলে বাবা।

বাবা! সে ডাক সুমধুর হবে ভাবি একবার
তাকে বলি মা ডাক শুনতে ইচ্ছে করে কি?
শিশির ভেজা হাসির শিউলিরা তখন ঝরে
সবুজ ঘাসে এঁকে দেয় আনন্দের আলপনা।

তাদের কেউ আসবে সেজন্যই তো
তোমার গালে অংকিত রঙ্গিন চুম্বন চিহ্ন!
তবে আজ বন্দ থাকুক বাইরে বের হওয়া
তোমার ইচ্ছা পূর্ণ হোক তবে সুরঞ্জনা।

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০২৩ রাত ১০:১১

কামাল১৮ বলেছেন: এইতো লাইনে এসেছেন।এমন কবিতাই লিখুন।সৃষ্টিতত্ত্বে না গিয়ে।পৃথিবীতে কোন কিছুই সৃষ্টি হয় নাই যা হয়েছে তা হলো পরিবর্তন।সরল থেকে ঝটিল

২০ শে আগস্ট, ২০২৩ রাত ১০:২১

মহাজাগতিক চিন্তা বলেছেন: কি থেকে পরিবর্তন হয়ে কি হলো?

২| ২০ শে আগস্ট, ২০২৩ রাত ১০:২৫

বিষাদ সময় বলেছেন: সুরঞ্জনা মানে হারাম, মহাপাপ.......

২০ শে আগস্ট, ২০২৩ রাত ১১:২১

মহাজাগতিক চিন্তা বলেছেন: এটা আপনি কোথায় পেলেন?

৩| ২০ শে আগস্ট, ২০২৩ রাত ১১:৩৪

বিষাদ সময় বলেছেন: সুরঞ্জনা মানে প্রেমিকার প্রতিক। সুরঞ্জনা মানে বিবাহ পূর্ব নর নারীর কামনা বাসনা। আপনি আলেম মানুষ আপনাকে এত কিছু খুলে বলতে হয়!!! B:-)

২১ শে আগস্ট, ২০২৩ রাত ১২:০৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: সুরঞ্জনা- সৌন্দর্যজনক, হর্ষজনক। আমি তো এমনটাই জানি। আপনি যা বললেন, তা’ কোথায় পেলেন?

৪| ২১ শে আগস্ট, ২০২৩ সকাল ১১:৩৫

কামাল১৮ বলেছেন: গাছ থেকে ফার্নিচার,মাটি থেকে দালান কোঠা।আল্লাহর দাবী মাটি থেকে মানুষ।লোহা থেকে কল কবজা।যা কিছু দেখেন।সব কিছুই এক বস্তু থেকে অন্য বস্তুতে রূপান্তরিত হয়েছে।

২১ শে আগস্ট, ২০২৩ দুপুর ১২:৩৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: মাটি ও লোহা কি থেকে হলো?

৫| ২১ শে আগস্ট, ২০২৩ রাত ১১:৪২

কামাল১৮ বলেছেন: এই প্রশ্নের উত্তর স্কুলের বইতে পাবেন।আমনিতো আবার স্কুলে পড়েন নাই।

২২ শে আগস্ট, ২০২৩ রাত ১২:৩৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমি স্কুলেও পড়েছি এবং টিউশনি সূত্রে স্কুল ছাত্রদের সব ক্লাশের ছাত্র পড়িয়েছি।

৬| ২২ শে আগস্ট, ২০২৩ দুপুর ২:১৩

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.