নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
জোছনা কোথায় আছে? আলোর ফোয়ারা
সেথা চল হাত ধরে হাঁটি। রোমাঞ্চ পরশ
মিশে মিশে গুন গুন গানে গানে মুঠি মুঠি
হীরেকণা প্রেমদের ডেকে ডেকে আনি।
ওদিকে কেমন দেখ সাগরের জল ঢেউয়ে
বাতাসের সাথে সাথে? বসন্তে ফুলের ঘ্রা্ণ
মনোরমা প্রকৃতির কোলে, মধু চন্দ্রিমায়
বিমূর্ত সকল দিকে অফুরান ছড়ায় উল্লাস।
তুমি-আমি নিরালায় আর কেউ নেই
চেয়ে থাকি অপলক চাঁদ মুখ পানে
ছাড়ে না রূপের নেশা। সুরেলা কথায়
পরস্পর পার করি নির্ঘুম সময়।
০৯ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৫:৩৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: স্বাধীনতা যুদ্ধে আমাদের ত্রিশ লক্ষ মরেছে। ওদের মনে হয় মরার মত এত লোক নাই। কোন কবি যেন বলে ছিলো স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়? ওরা মরে গিয়ে পরধীনতার যন্ত্রণাথেকে মুক্তি পাক। ফিলিস্তিনীরা যেভাবে বেঁচে ছিলো এটাকে বেঁচে থাকা বলে না।
২| ০৯ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৫:৪৭
সোনাগাজী বলেছেন:
ফিলিস্তিনের নেতাদের ও আরব নেতাদের ( মিশর, সিরিয়া, লেবানন ও জর্ডান ও ইসলামিক অর্গেনাইজেশন ) বেকুবীর জন্য ১৯৪৮ সালের মে মাসে ফিলিস্তিন স্বাধীন হয়নি, ইহা কি আপনি বুঝেন? ৯৯ ভাগ বাংগালীকে বুঝালেও তারা বুঝবে না; কারণ, পরীক্ষায় ১০ লাইন নজরুল ইসলামের কবিতা লিখতে নকল করেছে ৬০ ভাগ ছাত্র।
০৯ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৫:৫৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: ফিলিস্তিনিদের ভাবনা তাদেরকেই ভাবতে দিন। তারা তাদের মাটির এক ইঞ্চিও ইসরায়েলকে ছেড়ে দিতে চায় না, তাতে আমাদের কি করার আছে? আমরা কি আমাদের মাটি কুকি চীনদেরকে ছেড়ে দেব? ভারত কি তাদের মাটি শিখদেরকে ছেড়ে দিয়েছে? তারা মরতে রাজি তথাপি লড়তে রাজি। তাদের এ মরণ বীরত্বের। কাপুরুষের মত বেঁচে না থেকে সম্মানের সাথে মরে যাওয়া অনেক উত্তম। সেটা আপনি না বুঝলেও যারা মরছে তারা ঠিক বুঝতে পারছে।
৩| ০৯ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:২২
কামাল১৮ বলেছেন: কতো বছর আগে লেখা?
০৯ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:২৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: লিখেই পোষ্ট করেছি। আগে তো আমি সনেট লিখতাম।
৪| ০৯ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৩০
পদাতিক চৌধুরি বলেছেন: মনে হচ্ছে আপনি মনোরমা প্রকৃতি করে লিখতে চেয়েছিলেন যেটা 'মনরামা' হয়ে আছে
। কবিতায় ভালো লাগা রইল।
শুভেচ্ছা জানবেন কবি ভাই।
০৯ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: ধন্যবাদ চৌধুরী ভাই। ঠিক করে দিয়েছি।
৫| ০৯ ই অক্টোবর, ২০২৩ রাত ৯:০৭
স্প্যানকড বলেছেন: তেড়ে আসছে আঁধার
কান্ডারি থেকো হুশিয়ার ।
এহন আর ঘুরতে যাওয়ার মতো পরিবেশ নাই। সব তলিয়ে যাচ্ছে। ভালো থাকবেন।
১০ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৪২
মহাজাগতিক চিন্তা বলেছেন: সমস্যা ছিলো, আছে এবং থাকবে। তার মধ্যেও একটু ভালো থাকার চেষ্টা তো করতে হবে!
৬| ১০ ই অক্টোবর, ২০২৩ রাত ১২:৪৫
কামাল১৮ বলেছেন: বয়স হয়ে গেছে।ঠিকমতো না ঘুমালে স্বাস্থের ক্ষতি হবে।
১০ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৪৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: ঘুমানোর চেষ্টা করি। ঘুম না আসলে কিছু একটা করি।
৭| ১০ ই অক্টোবর, ২০২৩ রাত ১:১৮
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
১০ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৪৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: উৎসাহ প্রদানের জন্য ধন্যবাদ জনাব রাজীব নুর।
৮| ১০ ই অক্টোবর, ২০২৩ সকাল ৮:৪০
আহমেদ জী এস বলেছেন: মহাজাগতিক চিন্তা,
জোছনা এখন কোথাও নেই। চারিদিক অন্ধকার। এ অন্ধকারে হিরেকণা প্রেমদের দেখা যায়না। সর্বত্র অপ্রেমের দামামা বাজছে।
কবিতা ভালো হয়েছে বিশেষ করে শেষের স্তবক চমৎকার।
১০ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৪৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: পৃথিবীতে আলো আঁধারের খেলা চিরকাল চলে। আঁধার সামলে আলোকে উপভোগ করতে হবে। কারণ আমাদের জীবনটা সংক্ষিপ্ত।
৯| ১০ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:৪২
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
১০ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৪৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: উৎসাহ প্রদানের জন্য ধন্যবাদ প্রিয় কবি।
১০| ১০ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৪৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনার আগের নিক দুটো নিয়ে আসুন।
১০ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৪৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: মডারেশনের নিকট আবেদন করে ছিলাম। কোন লাভ হয়নি।
©somewhere in net ltd.
১| ০৯ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৫:৩৪
সোনাগাজী বলেছেন:
গাজার সমুদ্রতীর আজ জনমানবহীন, সেখানে নির্জনে হাঁটা যাাবে।