নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
হে অনন্ত দিবা-নিশি ভাবনা আমার
প্রাণ-মন এক করে অবিরত চলে
অন্তহীন হে অসীম কার কথা বলে,
সিক্তচোখ, প্রতিক্ষণে নিত্য সাধনায়?
দৃষ্টি চলে অবিরত ছড়ানো অপার
রূপরাশি মুগ্ধতায়, তাতে মন দোলে
আনন্দে অনিন্দ চিত্তে মহাকৌতুহলে
প্রতিটি সময় জুড়ে স্নিগ্ধ মুগ্ধতায়।
হে অনন্ত হে অসীম অন্ধের নয়ন
যে দিকে তাকায় দেখে অব্যক্ত শূণ্যতা
গ্রাসে তারে, অবিশ্বাসে সে করে চয়ন
তুমিহীন মহাস্থান সর্বত্রে পূর্ণতা।
দৃষ্টিদল স্বচ্চ যার কৃতজ্ঞ সে চোখ
তোমার দানেতে পায় অবারিত সুখ।
# অন্তমিল সনেট # অন্তমিল: কখখগকখখগ ঘঙঘঙচচ
০৫ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৩৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: লিখতে ভালো লাগলে একটু লিখি।
২| ০৫ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:০৫
আলমগীর সরকার লিটন বলেছেন: সনেট সুন্দর কবি দা
ভাল থাকবেন
০৫ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৪০
মহাজাগতিক চিন্তা বলেছেন: চেষ্টা করলে সনেটও সুন্দর করা যায়।
৩| ০৫ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:১৭
রূপক বিধৌত সাধু বলেছেন: সুন্দর হয়েছে। পড়ে শান্তি পেলাম।
০৫ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:১৪
মহাজাগতিক চিন্তা বলেছেন:
আপনাকে নিয়ে আগে সনেট লিখেছি কিনা মনে নেই। তবে এখন একটা লিখলাম। সংশোধন থাকলে বলবেন।
রূপক বিধৌত সাধু
রূপক বিধৌত সাধু রূপের নেশায়
নিমজ্জিত, মহাএক জীবন পাঠক
আড়ালে দাঁড়িয়ে দেখে জীবন নাটক
সেসব লেখেন তিনি চারু কারুকাজে।
সকল চরিত্রে তাঁর অন্তরের সায়
নির্দিধায় হয়ে যায় সহসা আটক
থাকে তাতে সব সাধ ঝাল মিষ্টি টক
সেতারের বাদ্যে সেটা হৃদয়েতে বাজে।
শিক্ষকতা সখ তাঁর অন্তলোকে দৃষ্টি
ইচ্ছেগুলো আকাশেতে ঘুড়ি হয়ে উড়ে
শিক্ষায় করতে চান জ্ঞান রাজ্য সৃষ্টি
অগ্রসর দেখি তাঁরে মানবিক দৌড়ে।
সাহিত্যের সর্ব শাখে মহিরুহ তিনি
আপাদমস্তকে তাঁকে ভদ্র বলে চিনি।
৪| ০৫ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৫৩
রাজীব নুর বলেছেন: সুন্দর হয়েছে।
দশে সাত দিয়ে দিলাম।
০৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১:০৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: হিউজ নম্বর!
৫| ০৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:১৬
বিজন রয় বলেছেন: সনেট লেখা শুরু হলো আবার!!
আপনার আগের নিক থেকে অনেক সনেট লিখতেন।
আমার মনে আছে।
এমনকি আমাকেও নিয়ে সনেট লিখেছিলেন।
চলুক আবার......................!!
০৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১:১১
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমি চেয়েছি আপনারা ব্লগটাকে আরো জমিয়ে তুলুন। কিন্তু মাঝপথে ব্লগে যেন ছন্দ পতন ঘটে গেল।
©somewhere in net ltd.
১| ০৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১:০৪
বাকপ্রবাস বলেছেন: খুুব কঠিন একটা কাজ, আপনি সাবলিল লিখে চলেছেন