নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

আগামী পনের বছরে বিএনপিকে বিলুপ্ত করা যাবে কি?

১২ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১২:৪৪




সজিব ওয়াজেদ জয় বলেছেন আগামী পনের বছর পর বিএনপি নামে কোন দল থাকবে না। কিন্তু পনের বছরে বিএনপির কতটা বিলুপ্ত করা গেছে? এখনো অনেককে বলতে শুনি বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ রাজ নৈতিক দল। তো পনের বছরে যে দলকে সর্ববৃহৎ রাজ নৈতিক দলের আসন থেকেই নামানো যায়নি সে দলকে পনের বছরে কিভাবে বিলুপ্ত করা যাবে? আওয়ামী লীগ প্রথম জয় পেয়েছে মহাজোট করে। তাদের তারপরের জয় সমূহ নিয়ে অনেক কথা আছে।

অনেকে মনে করছে বিএনপির মেরুদন্ড ভেঙ্গে দেওয়া হয়েছে। তাহলে আর তাদের নিয়ে ভাবনা কিসের? অন্য দিকে বিএনপি বলছে নিরপেক্ষ নির্বাচন হলে সরকারী দল দশ সিটও পাবে না। যেমন গতবার তারা সাত সীট পেয়েছিলো।

বিএনপির বিলুপ্তির বিষয়ে আমার একটু সন্দেহ আছে। কারণ সরকার তাদের নেতা-কর্মীদের নির্যাতন করছে। কিন্তু তাদের ভোটারগণ নিরাপদ আছে। কোন ভাবে বিএনপি সুযোগ পেয়ে গেলে তাদের কলা গাছও ভোটে পাস করে আসবে। অতীতে এমন হয়েছে।

বিএনপির মূল নেতা নিরাপদ আছে এবং সুযোগের অপেক্ষায় আছে। অতীতে তারা সুযোগ পেয়েছে এবং ভবিষ্যতে তারা সুযোগ পাবে না সেটাইবা কেমন করে বলি? তবে যিন বিএনপির বিলুপ্তির কথা বলেছেন তিনি একজন বিজ্ঞানীর ছেলে। তিনি কোন গবেষণা থেকে বিএনপির বিলুপ্তির কথা বলেছেন, সেটা বোধগম্য নয়।

আওয়ামী লীগের ভিড় ঠেলাঠেলি করে অনেক আওয়ামী লীগই খেতে পারছে না। সেখানে বিএনপির বিশাল নেতা কর্মীর ঠাঁই হবে না। সুতরাং তারা বিএনপিতেই থাকছে। বিশাল দল ধেকে কতিপয় আওয়ামী লীগে যোগদান করা খুব একটা বড় বিষয় নয়। বড় দলে এমন কত আসে কত যায়। বড় দলের ক্ষেত্রে এসব হিসাবযোগ্য বিষয় নয়।

তারেকের মা গৃহিনী থেকে প্রধানমন্ত্রী থাকলেন দশ বছর। তারেক তো পুরুষ মানুষ। সুতরাং সেও একদা প্রধানমন্ত্রী হলেও হতে পারে। তবে সেটা ঠিক কবে হবে সেটা এখনই বলা যাচ্ছে না।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১২:৫৮

রিফাত হোসেন বলেছেন: শেখ হাসিনার যোগ্যতার ধারে কাছেও খালেদা জিয়াকে পাওয়া যাবে না। এখন রাজনৈতিক দলের কথা বলেন তাহলে বলব এখানে একটি দল মন্দের ভাল৷ বাকিটা বুঝে নেন। এদের থেকে নিস্তার পাওয়া যাবে না। যেমন দেশের মানুষ তেমনই তার শাসক!

১২ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১:০৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার কথা সবটাই সঠিক। তবে রাজনীতিতে দূর্বিপাক বলেও একটা কথা আছে। আর আওয়ামী লীগকে এমন দূর্বিপাকে পড়তে হয়েছে। এখন সময় পাল্টেছে। তবে এ সময়ে কখন যে কি হয় বলা যায় না। সেজন্যই কথায় বলে সকালবেলা আমির রে ভাই ফকির সন্ধ্যা বেলা।

২| ১২ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১:৫১

কামাল১৮ বলেছেন: বিলুপ্ত কেউ করবে না নিজে নিজেই বিলুপ্ত হয়ে যাবে।যেমন হয়েছে অনেক দল।

১২ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: বিএনপি বিলুপ্ত হওয়া বিষয়ে আমার খানিকটা সন্দেহ আছে।

৩| ১২ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৩৩

আলমগীর সরকার লিটন বলেছেন: আমরা সবই দেখছি কিন্তু বলার কিছু নেই
প্রতিবাদের মাও মরে গেছে মারে ফেলেছে-----

১২ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমারও কিছু বলার নেই। কিছুটা অনুমান করছি মাত্র।

৪| ১২ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৩৮

হাসান কালবৈশাখী বলেছেন:
বিএনপি বিপুপ্ত হলেও বিএনপির সমর্থকরা ১টাও বিলুপ্ত হবে না।
৭০ এর নির্বাচনেও ২০-২৫ ভাগ মানুষ আওয়ামীলীগ কে ভোট দেয় নি, এরা থাকবেই। একসময় ভিন্ন নামে আসবে।

১২ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: তাদের অনেকে বিএনপি নামে থেকে যাওয়ার সম্ভাবনাই বেশী।

৫| ১২ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:০৪

নাহল তরকারি বলেছেন: শেখ মুুজিবুর রহমান এর হত্যাকারীদের বিচার করতে বিএনপি পারে নাই। এটা তাদের পাপ ছিলো। এই পাপের মাশুল এখন দিচ্ছেন। শেখ মুজিবুর রহমান একজন রাষ্ট্রপতি হবার আগে সে একজন নাগরিক। সব নাগরিকদের বিচার পাওয়ার অধিকার আছে। বিএনপি শেখ মুজিবুর রহমান কে ন্যয় বিচার দিতে পারেন নি। এই পাপের বোঝা তারা বহন করছেন।

১২ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: তাদের পাপের বিষয় অস্বীকার করার সুযোগ নাই।

৬| ১২ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৪১

রাজীব নুর বলেছেন: যতদিন আওয়ামীলীগ ক্ষমতায় থাকবে, ততদিন বিএনপি কোমর সোজা করে দাঁড়াতে পারবে না।

১২ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: আওয়ামী লীগ চিরজীবি হোক।

৭| ১২ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৪২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বিএনপি নিশ্চিহ্ন হয়ে গেলেও আওয়ামীলীগের মন থেকে বিএনপির ভয় যাবেনা।

১২ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: সেই ভয় হঠাৎ বিএনপি গজিয়ে উঠার ভয়।

৮| ১২ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:২৭

বাকপ্রবাস বলেছেন: বিলুপ্ত হবেনা। তবে দলটা গোছগাছ করতে হবে, আগে যা হবার হয়েছে, যা করার করেছে। তওবা তিল্লা পড়ে গণমানুষের রাজনীতি করতে হবে, সুবাধাবাদি ধরে এনেএনে নিজেই বিপদে। তারেকরে অনেকেই সহ্য করতে পারেনা, ভাল ভাবমূর্তি আনতে হলে ভাল কাজ ও কর্মসূচি দিতে হবে, সুবিধাবাদিরা চলে যাবে যাক, অল্প নেতা দিয়ে হলেও নতুন করে শুরু করতে হবে, সাথে লীগের নির্যাতন থাকবে সেটাও মাথায় রাখতে হবে।

১২ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৩১

মহাজাগতিক চিন্তা বলেছেন: দলটি জঘণ্যতম দূর্দশার মধ্যে রয়েছে।

৯| ১৩ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:০৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আওয়ামী লীগ চিরজীবি হোক।

চিরজীবি আসলে কেউই হয় না।
সব কিছু মুছে যাবে। থেকে যাবে শুধু আল্লাহর নাম।

১৩ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: বলেছিলেন, ‘ইসলাম থেকে দূরে আছি’- তবে আর আল্লাহর নাম থাকায় ও না থাকায় আপনার কি আসে যায়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.