নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

বিজয় দিবস জাতীয় দিবসের বদলে সরকারী দিবস হয়ে গেছে

১৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:২৭



বিজয় দিবসের প্রোগামে গিয়ে আমার এটিকে সরকারী দিবস মনে হয়েছে। এটা হয়তো সরকারের দোষ নয়, বরং আমাদের জাতির দোষ। সে এক লম্বা ইতিহাস। যা বলতে আমার ভালো লাগছে না বলে বলছি না।শিক্ষার্থীদেরকে আমার সাথে বিজয় দিবসের প্রোগ্রামে যোগ দিতে বলে ছিলাম। বলে ছিলাম তাতে প্রাকটিক্যাল পরীক্ষায় দশ নম্বর থাকবে। তাতে শিক্ষার্থীরা তাদের বিভিন্ন অসুবিধার কথা বলে প্রোগ্রামে উপস্থিত না থেকেই দশ নম্বর নিতে চেয়েছে। ষাট জনে সময়মত প্রোগ্রাম স্থলে এসেছে একজন। সে হাসি মুখে বলল, সে এ প্রথম বিজয় দিবসের প্রোগ্রামে এসেছে। এদিন আমরা একটি স্বাধীনদেশ পেয়েছি তাতেও কি এদিন আমাদের মনে আনন্দ হবে না? ডিসি মহোদয় ফিলিস্তিনের কথা বললেন। স্বাধীণতা হীনতায় তাদের দূরবস্থার শেষ নেই। দখলদাররা তাদেরকে যখন যেভাবে খুশী হত্যা করছে।ডিসি মোহোদয় হাজিরা সীট করেছেন। শেষকত আমার দশজন শিক্ষার্থী এসেছে। সরকারী হাজিরা সীটে স্বাক্ষর করেই তারা চলে যেতে চেয়েছে। আমি বললাম চলে গেলে নম্বর নাই। তাদের কষ্ট দেখে অবশেষে আমি তাদেরকে ছুটি দিলাম এবং তারা মুক্তির আনন্দে লাফাতে লাফাতে প্রোগ্রাম ছেড়ে চলে গেলো।ষাট জনের দশ জন ছাড়া যারা আসেনি তাদের যারা প্রভাবশালী তাদেরকে আমাকে এমনিতেই নম্বর দিতে হবে। নতুবা আমার চাকুরী থাকবে না। এটা হলো ধরেবেঁধে দেশ প্রেম।

বড় দেশপ্রেমিক যারা তারা দেশের টাকা বিদেশে নিয়ে সুখে শান্তিতে জীবন যাপন করে। ন্যূনতম এইচ এস সি পাশ ষাট জন শিক্ষার্থীকে বাংলা পঞ্চাশটি বর্ণ বাসা থেকে লিখে আনতে বলে ছিলাম।তা’ একজন সঠিকভাবে লিখতে পেরেছে। বিজয় দিবসের প্রোগ্রামে সে সময়মত এসেছে। অন্যদের কেউ কেউ কর্তৃপক্ষের নিকট নালিশ করায় কর্তৃপক্ষ আমাকে তিরস্কার করেছে। শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ এখন অপরাধ হিসাবে বিবেচিত হচ্ছে। সেজন্য শিক্ষা ব্যবস্থা থেকে পরীক্ষা পদ্ধতি উঠে যাচ্ছে। মনে করা হচ্ছে তাতে শিক্ষার মান বাড়বে। দেখা যাক চাপ মুক্ত অবস্থায় আমাদের শিক্ষার্থীরা কতটা শিক্ষিত হয়ে উঠে। তবে আমাদের শিক্ষার্থীরা যেভাবে পরীক্ষা দেয় তাতে পরীক্ষা না নেওয়াই ভালো। শিক্ষা প্রতিষ্ঠান থাকবে, শিক্ষক থাকবে। যার প্রয়োজন সে শিক্ষা হাসিল করবে, যার প্রয়োজন নেই সে শিক্ষা হাসিল করবে না। কে কত ক্লাশ পড়েছে সেকথার সার্টিফিকেট থাকবে। তারপর উচ্চ শ্রেণীতে ভর্তি হবে লটারীতে। লটারী ভাগ্য ভালো হলে ভালো প্রতিষ্ঠানে পড়বে এবং লটারী ভাগ্য ভালো না হলে ভালো প্রতিষ্ঠানে পড়বে না।

সরকারী চাকুরী যেভাবে হচ্ছে সেভাবেই হবে। আর বেসরকারী চাকুরী দাতা পরীক্ষা করে চাকুরী দিবে।আর দেশ নিয়ে কারো চিন্তার দরকার নেই। যারা ক্ষমতায় থাকবে তারা যেভাবে দেশ চলায় দেশ সেভাবেই চলবে। যাদের দেশে থাকতে মন চাইবে না তারা অন্য দেশে যাবে। সরকার তো তাদেরকে মানা করছে না। দেশের অবস্থা যাই হোক বিজয়ের আনন্দ অম্লান থাকুক। জনগণ স্বাধীনতা এনেছে তাদেরকে স্বাধীনতা রক্ষা করতে হবে। এ দায়িত্বের কথা তাদেরকে কোন দিন ভুলে গেলে চলবে না।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৩৬

প্রামানিক বলেছেন: লটারীর ঠেলায় ভালো ভালো শিক্ষার্থীরা ভালো স্কুলে ভর্তি হতে পারে নাই যেগুলা ভর্তি হয়েছে তাদের মেধার দৌড় অনেকেরই জানা

১৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৩৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: পরীক্ষাই যদি উঠে যায় তবে আর লটারী ছাড়া উপায় কি?

২| ১৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
শুভ বিজয় দিবস -২০২৩!

১৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৫২

মহাজাগতিক চিন্তা বলেছেন: এ বিজয় হোক অক্ষয়। এর জন্য লড়াই করবে কামলা এবং এর ফল ভোগ করবে আমলা।

৩| ১৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৫০

বিজন রয় বলেছেন: বিজয় দিবস জাতীয় দিবসের বদলে সরকারী দিবস হয়ে গেছে....... একদন ঠিক কথা বলেছেন। সামনে ভোট তাই এগুলো আরো বেশি বেশি করছে।

১৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৫৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: জাতি হিসাবে আমরা এখনো বয়:প্রাপ্ত হইনি।

৪| ১৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৫৬

বিজন রয় বলেছেন: জাতি হিসাবে আমরা এখনো বয়:প্রাপ্ত হইনি।............ কখনো হবে না।

তার কারণ বলবো না।

১৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:০৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: কারণ না বলাই ভালো। বোবার শ্রত্রু নাই। ৭৪ এ ছেলেরা বলতো বঙ্গবন্ধু বাসন দেন ভাত দেন না। তখন আমাদের মায়েরা বলতেন এসব বলে না বাবা। সিউডি শুনলে বিপদ হবে। আমরা পাকিদেরকে ভয় না পেলেও দেশীদেরকে ভয় পাই। কারণ দেশীরাই তো পাকিদেরকে হারিয়ে দিয়েছে। আর তারা এরমধ্যে ভয় পাওয়ার মত অনেক কান্ড করেছে। সুতরাং কবি কিছুতেই কারণ বলবেন না। সিউডি শুনে ফেললে বিপদ হবে।

৫| ১৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:২৬

কামাল১৮ বলেছেন: দেশ রাজাকারে ভরে গেছে।

১৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:২৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: দেশের জনগণের চেতনা কমে গেছে।

৬| ১৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:১৫

ভার্চুয়াল তাসনিম বলেছেন: কাল রাত বারটার পর থেকে হিন্দি গান চালিয়ে বিজয় দিবস উয্যাপন বড়ই হতাশার সাথে লজ্জারও বটে।

১৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:২৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমিও গত রাতে বঙ্গন্ধুর ভাষণ শুনিনি। আগে এটা সচরাচর শুনতাম।

৭| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:২৩

রাজীব নুর বলেছেন: চাচাজ্বী আসসালামু আলাইকুম।
সোনাগাজী/চাদগাজীর ব্যান মুক্তি নিয়ে পোষ্ট দেন। এটা জরুরী।

২০ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৩০

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার অনুরোধ রেখে পোষ্ট দিয়েছিলাম। মডু আমার পোষ্ট প্রথম পাতা থেকে সরিয়ে দিয়েছে এবং জনাব সোনাগাজীর ফ্রন্ট পেজ ব্যান তুলে নিয়েছে।

৮| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০০

বিজন রয় বলেছেন: কোথায় গেলেন?

৯| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:০৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


বিজয় দিবসে দেশের আনাচে কানাচে বিজয় মেলার আয়োজন করা উচিত।
উৎসবমুখর করে রাখা
উচিত পুরো দেশটাকে।
বিজয় আমাদের সকলের।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.