নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

আমাদের সভ্যতা কতটা উন্নত

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:২১



সভ্যতা হলো জীবন যাপনের উপায় ও উপকরন। জীবন যাপনের উপকরণে সভ্যতা যথেষ্ট উন্নতি করলেও এর কিছু উপকরণ মানব জাতির মহাবিনাশ সাধন করছে। যেমন এটম বম্ব। কিছু উপকরণ খুনকে সহজ করছে। এসব উপকরণকে সভ্যতা না বলে অসভ্যতা বলা যায়।জীবন যাপনের যে সব উপায় অনৈতিক সেগুলো মূলত অস্যতা। যেমন প্রতারণা। প্রতারণা এখন আগের চেয়ে যথেষ্ট উন্নত। ভেজাল মাল বিক্রিও অসভ্যতা। এটাও আগের চেয়ে উন্নত হয়েছে। লোক ঠকানো এটাও অসভ্যতা। এটাও আগের থেকে উন্নত হয়েছে। সমষ্টির সিদ্ধান্তকে উড়িয়ে দেওয়ার জন্য ভেটো প্রয়োগের ক্ষমতাও বড় রকমের অসভ্যতা।এভাবে হাজারো উন্নত অসভ্যতাকেই লোকে উন্নত সভ্যতা বলছে।

জীবন যাপনের কিছু উপকরণে যথেষ্ট উন্নতি ঘটলেও যেসব ক্ষেত্রে অবনতি ঘটেছে তা’ উন্নতিকে ঢেকে দেয়। পূর্বে যুদ্ধে বাবারা মরে শিশুদেরকে এতিম বানাতো। এখন যুদ্ধ শিশুদেরকেই বেশী মারছে। আগে যুদ্ধে মানুষ মরতো। এখন যুদ্ধে তাদের বাসস্থানকেও মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়। সুতরাং বীজগণিতের সূত্রে মাইনাস ও প্লাস করলে ব্যালেন্সে প্লাস ফিগার পাওয়া যাচ্ছে না। তাহলে সভ্যতার উন্নতি কোথায় ঘটলো?

যুদ্ধ ছাড়া কি এখনো সমস্যার সমাধান হচ্ছে। তাই যদি হয় তবে যুদ্ধ চলছে কোন কারণে? বিশ্ব থেকে স্বৈরাচার কি বিদায় নিয়েছে? কোন কোন জাতিকে দাস বানানো কি বন্ধ হয়েছে? ব্যক্তিকে দাস বানানো বন্ধ করে জাতিকে দাস বানিয়ে রাখা হলে আর সভ্যতার ক্যামন উন্নতি হলো?

একালে সভ্যতার উন্নতি যেমন হোক তবে অসভ্যতার উন্নতি হয়েছে চোখে পড়ার মত। ভেজাল খাবারে দেহে শান্তি নাই। প্রতারক চক্রের চক্করে পড়ে মনে শান্তি নাই। সবদিকে অশান্তির দাবদাহে জ্বলে সভ্যতার যথেষ্ট উন্নতি হয়েছে সেজন্য এখনে এখন মোহাম্মদের (সা.) কথা অচল বলে কেউ কেউ বলে। তো তাদের সচল বুদ্ধিতে তারা সভ্যতার কতটা উন্নতি করেছে? সবটাইতো দেখি অসভ্যতা।

এক মহাসভ্য আমাকে তাদের সভ্যতার দাওয়াত দিলে আমি বললাম, ওকে কেরআনের মত তোমরাও কিতাব রচনা কর। তোমাদের কিতাব মোহাম্মদের (সা.) প্রচারিত কেরআনের চেয়ে কার্যকর মনে হলে না হয় তোমাদের কথা মানা যাবে। তো তোমরা প্রতরণার কি উন্নতি করেছ? তোমরা পরকিয়া বন্ধ করেছ কি? তখনকার চেয়ে ডিভোর্স বেশী হচ্ছে না কম হচ্ছে? তারমানে তোমরা বলছো তোমরা উন্নত সেজন্য তোমরা উন্নত? তবে এটা ঠিক তোমরা সভ্যতার চেয়ে অসভ্যতায় উন্নতি করেছো বেশী। আর এ অসভ্যতাকেই তোমরা সভ্যতা বলে মানুষের সাথে প্রতারণা করছো। আর সেজন্যই আমি কোরআন পাঠ ছাড়ছি না।

মন্তব্য ২৮ টি রেটিং +০/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ২:১৮

সোনাগাজী বলেছেন:


সভ্যতা হচ্ছে, মানব সমাজের সাংস্কৃতিক, সামাজিক, বৈষয়িক ও জীবনযাত্রার একটি স্তর।

পাথরের যুগে ঠান্ডা ইউরোপে মানুষের জীবন ছিল ভয়ংকর কষ্টকর। আজকে ওরা সুখে আছে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ২:২৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: সভ্যতা হচ্ছে জীবন যাপনের উপায় ও উপকরণ। আর সাংস্কৃতি হচ্ছে সভ্যতার অঞ্চল ভিত্তিক বিভাজন। ইউরোপ সারা পৃথিবী লুট করে সুখে আছে। তারা যাদেরকে লুট করেছে তারা সুখে নেই। এখন ইউরোপের দেশ রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ করে সুখে আছে। আপনি এমন অনেক কিছু মনে করেন যা আসলে সঠিক না।

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ২:১৮

সোনাগাজী বলেছেন:



যুদ্ধ বিগ্রহ সব সময় ছিলো।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ২:২৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: কিছু সূখী লোকও সব সময় ছিলো।

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ২:৩১

সোনাগাজী বলেছেন:



মানুষের জ্ঞান, দক্ষতা, উন্নয়নকে অনুধাবন করতে হলে, সভ্যতার অবদানকে মাপতে হবে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ২:৩৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: সভ্যতার ইতির চেয়ে নেতির প্রভাব নেহায়েত কম নয়। সেজন্য জুলুম না কমে বাড়ছে।

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ২:৪৫

সোনাগাজী বলেছেন:



জুলুম অন্যায়ের বিপক্ষে মানুষ সংগ্রাম করছে, যুদ্ধ হচ্ছে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ২:৫৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: দূর্বলকে দাবায়ে তার সর্বস্ব লুট করতে যুদ্ধ হচ্ছে। এটা সামন্ত যুগ থেকেও জঘণ্য।

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৩:০০

অহরহ বলেছেন: জাগতিক ভাইয়া, আপনারা এত এত কোরাণ পড়েও কেন সৎ হতে পারেন্না? বাংলাদেশে বিকট শব্দে এতো আজান, এতো নামাজ, এতো কোরাণ ভক্ত..... অথচ শতকরা ৯৫ ভাগ মানুষ চোর, বদমাস, ঘুষখোর। একটু বলবেন কী??

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৩:০৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনারা ভালো পুস্তক পড়ে কি ছিঁড়ে উদ্ধার করেছেন? কোরআনের পাঠ আমার ভালোলাগে সেজন্য পড়ি।

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৪:০৩

জ্যাক স্মিথ বলেছেন: মানব সভ্যতা এখন পর্যন্ত অন্ধকারেই হাবুডুবু খাচ্ছে, ধর্মের নামে এই সব যুদ্ধ বন্ধ হোক। আমেরিকাতে বাইবেলের মাধ্যমে মধ্যপ্রাচ্যে যা যা ঘটাছে তা বিশ্লেষণ করা হচ্ছে, বাইবেলে যা যা বলা হয়েছে ঠিক তাই তাই নাকি ঘটছে, এবং ভবিষ্যতেও ঘটাবে। নেতানিয়াহু নিজেই বক্তব্যের সময় বাইবেলের বাণী তুলে ধরেন। এসব ঘটনা যখন আমি দেখি তখন আমার বার বার বাংলাদেশের মোল্লা মৌলভীদের কথা মনে পড়ে।



একটা বই'ও যে কথটা ভয়ঙ্কর হতে পারে, বাইবেল আর কুরআনই তার প্রমাণ।

মানব কল্যাণে এসব ধর্মগ্রন্থ সব পুড়িয়ে ফেলতে হবে তা না হলে এই পৃথিবীতে শ্বান্তি প্রতিষ্ঠিত হবে না।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:২০

মহাজাগতিক চিন্তা বলেছেন: তাহলে এমন বই তৈরী করা হোক যা পৃথিবী শান্তিময় করে দিবে। যারা কোরআনের দোষ ধরে তারা কার কি ছিঁড়ে? তাদেরকে অতি উত্তম বই বানাতে মানা করেছে কে?

৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৮:৪২

সামরিন হক বলেছেন: কোরআন পাঠের স্বাদ একবার যে পেয়েছে সে-ই জানে সে কি পেয়েছে।
আপনাকে আমার সালাম।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:২১

মহাজাগতিক চিন্তা বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ।

৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৮:৫৩

শ্রাবণধারা বলেছেন: সভ্যতাকে বিভিন্ন ভাবে সংজ্ঞায়িত করা যায় নিশ্চয়ই। আমার কাছে সভ্যতা মানে হলো লাইব্রেরি যা মানুষের চিন্তার ইতিহাস সংগ্রহ করে। যারা গ্রন্থাগার ধ্বংস করে বা বই-পুস্তক সন্দেহের চোখে দেখে এরা অসভ্য আর যারা মানুষের চিন্তার ইতিহাস সংরক্ষন করে তারা সভ্য।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:২২

মহাজাগতিক চিন্তা বলেছেন: বই ঠিক আছে। কিন্তু এর প্রয়োগ ঠিক নাই বলেই সমস্যা।

৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:০৩

এম ডি মুসা বলেছেন: বাঙালি বইতে পড়ে সৎ পথে চলবো, কাজের সময় শয়তানি করে। মানে দুর্নীতি করে অন্যায় করে , জুলুম করে । বইতে পড়ে সঠিক কাজে সময় বেটিক। তাহলে যুদ্ধ করে সভ্যতার পায়নি বাঙালি। বাঙালি হলো পৃথিবীর একমাত্র সংকর জাতি এদের বোঝা এত সহজ নয়।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:২৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: কাজীর গরু কিতাবে আছে গোয়ালে নাই। বাঙ্গালীর নীতি-নৈতিকতা কিতাবে থাকে, এ সবের কিছু তারা তাদের ভিতরে ধারণ করে না।

১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:১৯

বাউন্ডেলে বলেছেন: মানুষের জীবনযাত্রার মান অন্য প্রানীদের চেয়ে উন্নত হয়েছে, কিন্তুু স্বভাব পশুদের মতোই আছে। খাদ্য,বাসষ্থান ও যৌনতা নিয়ে পশুও বিশৃংখলা ঘটায়, মানুষও তাই করে এবং করছে। সুতরাং মানুষ এখনো জানোয়ার।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: তবে জানোয়ার থেকে মানুষের বুদ্ধি একটু বেশী।

১১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৮

বাউন্ডেলে বলেছেন: লেখক বলেছেন: তবে জানোয়ার থেকে মানুষের বুদ্ধি একটু বেশী
পশুর চেয়ে বুদ্ধি বেশী হওয়ার কারনে জীবনযাত্রার মান পশুর চেয়ে অনেক সুবিধা সম্পন্ন করেছে। কিন্তু পশুর মতোও সুখী হতে পারছে না। অতিরিক্ত লোভী ও সেনসেটিভ হওয়ার কারনে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: পশুরা বেশী সুখী এটা কেমন করে বুঝলেন?

১২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০১

অহরহ বলেছেন: লেখক বলেছেন: আপনারা ভালো পুস্তক পড়ে কি ছিঁড়ে উদ্ধার করেছেন? কোরআনের পাঠ আমার ভালোলাগে সেজন্য পড়ি।

ভাইয়া, আমরা বই পড়ে, বই লিখে আপনার হাতের মোবাইল ডিভাইস থেকে শুরু করে সব বানিয়েছি। এই যে অনলাইন ব্লগ? এটাও আমারই করেছি। আপনার চিকিৎসা, স্বাস্থ, বেঁচে থাকা সবই আমাদের করুণা। এবার বলেন, ঘোড়ার ডিমের কোরাণ পরে আপনারা কী করতে পেরেছেন?? ভাইয়া??

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনারা যা করেছেন তার সাথে আর যা করেছেন তার একটা আরেকটাকে অন্ধকারে তলিয়ে দিচ্ছে। আপনারা শেষমেস পুরুষের ইয়ে মারার ব্যবস্থাও করছেন। কোরআন অন্তত পুরুষের ইয়ে মারার বিরোধীতা করছে। আপনাদের কা্রণে এখন নরদেরকেও ধর্ষণের ভয়ে থাকতে হয়।

১৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০৯

রাজীব নুর বলেছেন: আমাদের সভ্যতা উন্নত বলেই আপনাকে গাধা এবং উটের পিঠে চড়তে হচ্ছে না।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: একদিকে উন্নতি তো অন্য দিকে অবনতি। সাকুল্যে অধিকাংশ মানুষ কষ্টেই থাকছে।

১৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:৪১

নিবারণ বলেছেন: যুদ্ধ, ক্ষমতা, ধর্ম রাজনীতি নিয়া ক্যাচাল সব শ্যাষ কইরা দিতাছে। এইগলার সমাধান কিত?

১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:৫২

মহাজাগতিক চিন্তা বলেছেন: সবাই মিল্লা আল্লাহর হুকুম মানলেই শান্তি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.