নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
সূরাঃ ৬২ জুমুআ, ২ নং আয়াতের অনুবাদ।
২। তিনিই উম্মীদের মধ্যে একজন রাসুল পাঠিয়েছেন তাদের মধ্য হতে, যে তাদের নিকট আবৃত করে তাঁর আয়াত সমূহ; তাদেরকে পবিত্র করে এবং শিক্ষা দেয় কিতাব ও হিকমত; এর আগে তো এরা ছিল ঘোর বিভ্রান্তিতে।
সূরাঃ ৫৩ নাজম, ৩ নং ও ৪ নং আয়াতের অনুবাদ-
৩। আর সে মনগড়া কথা বলে না।
৪। এটাতো ওহি যা তারপ্রতি ওহি হিসেবেই পাঠানো হয়।
* আল্লাহর পক্ষ থেকে শুদ্ধতার সনদ প্রাপ্ত শিক্ষক রাসূল (সা.)। তাঁর ছাত্র তাঁর সাহাবায়ে কেরাম (রা.) আল্লাহর পক্ষ থেকে হেদায়াত প্রাপ্ত হওয়ার সনদ প্রাপ্ত। যারা তাঁদের ভুল ধরে তাদের শিক্ষকের শুদ্ধতার সনদ কে দিলো? আর তাদের হেদায়াত প্রাপ্ত হওয়ার সনদ কে দিলো? এর কেমন বেয়াদব যে এদের মহা সিনিয়রগণের ভুল ধরে? মহাবেকুব গুলো বলে সাহাবায়ে কেরাম (রা.) নিজেরা তাঁদের অন্যদের ভুল ধরেছেন। তো তাঁরা সহপাঠি। তাঁরা একে অপরের ভুল ধরতেই পারেন। তাঁদের সহপাঠি না হয়ে যারা তাঁদের ভুল ধরে তাদেরকে সাহাবায়ে কেরামের ভুল ধরার অধিকার কে দিল?
সূরাঃ ১০১ কারিয়া, ৬ নং ও ৭ নং আয়াতের অনুবাদ-
৬। তখন যার (নেকের)পাল্লা ভারী হবে
৭। সেতো লাভ করবে সন্তোষ জনক জীবন।
* মহাপন্ডিতরা বলে সাহাবায়ে কেরামের (রা.) ভুলের তবে কি হবে? পরীক্ষায় কেউ ভুল উত্তর লিখলে সে কি নম্বর পায়? কিন্তু পরীক্ষায় পাস করতে একশতে একশ নম্বরও পাওয়া লাগে না। আল্লাহ বলেছেন নেকের পাল্লা ভারী হলেই লাভ করবে সন্তোষ জনক জীবন। রাসূলের (সা.) সব সাহাবার নেকের পাল্লা ভারী হবে কি?
সূরাঃ ৪৮ ফাতহ, ২৯ নং আয়াতের অনুবাদ-
২৯। মোহাম্মাদ আল্লাহর রাসুল; তাঁর সহচরগণ কাফিরদের প্রতি কঠোর এবং নিজেদের মধ্যে পরস্পরের প্রতি সহানুভূতিশীল; আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনায় তুমি তাদেরকে রুকু ও সিজদায় অবনত দেখবে।তাদের লক্ষণ তাদের মুখমন্ডলে সিজদার প্রভাব পরিস্ফুট থাকবে: তওরাতে তাদের বর্ণনা এরূপ এবং ইঞ্জিলেও তাদের বর্ণনা এরূপই। তাদের দৃষ্টান্ত একটি চারা গাছ, যা থেকে নির্গত হয় নতুন পাতা, অতঃপর ইহা শক্ত ও পুষ্ট হয় এবং পরে কান্ডের উপর দাঁড়ায় দৃঢ়ভাবে যা চাষীদের জন্য আনন্দ দায়ক। এভাবে মুমিনদের সমৃদ্ধি দ্বারা আল্লাহ কাফিরদের অন্তর্জালা সৃষ্টি করেন। যারা ঈমান আনে ও সৎকর্ম করে আল্লাহ তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন ক্ষমা ও মহাপুরস্কারের।
* রাসূলের (সা.) সব সাহাবার নেকের পাল্লা ভারী হবে। কারণ আল্লাহ তাঁদেরকে ক্ষমা করায় তাঁদের পাপের পাল্লায় কিছুই থাকবে না।তাহলে আর তাঁদের নেকের পাল্লা ভারী না হয় কেমন করে? তাদের কেউ মোনাফেক হলে কি হবে?
সূরাঃ ৯ তাওবা, ১০১ নং আয়াতের অনুবাদ-
১০১। মরুবাসীদের মধ্যে যারা তোমাদের আশেপাশে আছে তাদের কেউ কেউ মুনাফিক। মদীনাবাসীদের মধ্যেও কেউ কেউ মোনাফেকী রোগে আক্রান্ত। তুমি তাদের সম্পর্কে জান না। আমরা তাদের সম্পর্কে জানি।আমারা সিগ্র তাদেরকে দু’বার শাস্তি দেব। এরপর তারা মহা শাস্তির দিকে যাত্রা করবে।
* যাদের মোনাফেকী আল্লাহ প্রকাশ করেছেন তারা ছাড়া কারা মোনাফেক সেটা রাসূল (সা.) নিজেই জানতেন না। আমরা সেটা জানব কেমন করে? সুতরাং রাসূলের (সা.) ছাত্রদেরকে মোনাফেক সাব্যস্ত করে তাঁরেদ ভুল ধরার কোন ব্যবস্থা ইসলামে নেই।
সূরাঃ ১১১ লাহাব, ১ নং আয়াতের অনুবাদ-
১। ধ্বংস হোক আবু লাহাবের দুই হস্ত এবং ধ্বংস হোক সে নিজেও।
* যারা রাসূলের (সা.) সাহাবায়ে কেরামের (রা.) ভুল ধরে তারা পথভ্রষ্ট। সে আহলে বাইত হলেও সে পথভ্রষ্ট। যেমন আবু লাহাব হযরত ইব্রাহীমের (আ.) আহলে বাইত হয়েও পথভ্রষ্ট ছিলো। মহানবির (সা.) আহলে বাইতের মধ্যে পাক পঞ্জাতন ছাড়া কারো হেদায়াতের গেরান্টি নেই। পাক পঞ্জাতন ছাড়া কোন আহলে বাইত হেদায়াত প্রাপ্ত সেটা কে বলবে?
সূরাঃ ২১ আম্বিয়া, ৭ নং আয়াতের অনুবাদ-
৭। তোমার পূর্বে আমি ওহীসহ পুরুষ পাঠিয়েছিলাম; তোমরা না জানলে আহলে যিকরকে জিজ্ঞাসা কর।
* পাকপঞ্জাতন ছাড়া কোন আহলে বাইত হেদায়াত প্রাপ্ত সেটা বলবেন আহলে যিকর। কারা আহলে যিকর?
সূরাঃ ৬২ জুমুআ, ২ নং আয়াতের অনুবাদ।
২। তিনিই উম্মীদের মধ্যে একজন রাসুল পাঠিয়েছেন তাদের মধ্য হতে, যে তাদের নিকট আবৃত করে তাঁর আয়াত সমূহ; তাদেরকে পবিত্র করে এবং শিক্ষা দেয় কিতাব ও হিকমত; এর আগে তো এরা ছিল ঘোর বিভ্রান্তিতে।
সহিহ সুনানে ইবনে মাজাহ, ৩৯৫০ নং হাদিসের (ফিতনা অধ্যায়) অনুবাদ-
৩৯৫০। আনাস ইবনে মালেক (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহকে (সা.)বলতে শুনেছি আমার উম্মত পথভ্রষ্টতার উপর একত্রিত হবে না। যখন তোমরা উম্মতের মাঝে মতপার্থক্য দেখতে পাবে, তখন সর্ববৃহৎ দলের সাথে সম্পৃক্ত থাকবে।
সূরাঃ ৬২ জুমুআ, ৯ নং আয়াতের অনুবাদ।
৯। হে মুমিনগণ! জুমুয়ার দিন যখন সালাতের জন্য আহবান করা হয় তখন তোমরা আল্লাহর যিকিরের দিকে দৌড়িয়ে যাও এবং ক্রয়-বিক্রয় বন্ধ কর। এটাই তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা বুঝ।
সূরাঃ ৯ তাওবা, ১০৭ নং আয়াতের অনুবাদ-
১০৭। আর যারা মসজিদ নির্মাণ করেছে ক্ষতি সাধন, কুফুরী ও মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে এবং ইতিপূর্বে আল্লাহ ও তাঁর রাসুলের বিরুদ্ধে যে সংগ্রাম করেছে তার গোপন ঘাঁটি হিসেবে ব্যবহারের জন্য, তারা শপথ করেই বলবে তারা ভাল কিছু করার জন্যই ওটা করেছে; আর আল্লাহ সাক্ষি দিচ্ছেন নিশ্চয়ই তারা মিথ্যাবাদী।
সহিহ সুনানে ইবনে মাজাহ, ৩৯৫০ নং হাদিসের (ফিতনা অধ্যায়) অনুবাদ-
৩৯৫০। আনাস ইবনে মালেক (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহকে (সা.)বলতে শুনেছি আমার উম্মত পথভ্রষ্টতার উপর একত্রিত হবে না। যখন তোমরা উম্মতের মাঝে মতপার্থক্য দেখতে পাবে, তখন সর্ববৃহৎ দলের সাথে সম্পৃক্ত থাকবে।
* যাদের দায়িত্বে সম্পন্ন যিকিরে সামিল হতে আল্লাহ দৌড়ে যেতে আদেশ করেছেন সেই সেই জুমুয়ার খতিবগণের সর্ববৃহৎ দল আহলে যিকর। কারণ মুসলিমদের মাঝে বিভেদ তৈরী করতে যেসব মসজিদ তৈরী করা হয়েছে সেসব মসজিদের জুমুয়ার খতিব আহলে যিকর নয়। সুতরাং জুমুয়ার খতিবগণের সর্ববৃহৎ দলের সাথে মতভেদকারী জুমুয়ার খতিব আহলে যিকর নয়। সুতরাং জুমুয়ার খতিব আহলে যিকরের সর্ববৃহৎ দল যে আহলে যিকরকে হেদায়াত প্রাপ্ত বলে মানবেন তিনি হবেন অনুসরনীয় আহলে বাইত। এ ছাড়া কোন আহলে বাইত মুসলিমদের অনুসরন করার দাবী জানালেও তার অনুসরনের কোন সুযোগ নাই।
১৬ ই মার্চ, ২০২৪ দুপুর ১:২০
মহাজাগতিক চিন্তা বলেছেন: ভাতিজার এ মন্তব্যের বিরোধীতা করা যায় না।
২| ১৬ ই মার্চ, ২০২৪ দুপুর ১:২৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
অবশ্যই বিরাট বিআদব।
তবে সম্পত্তি ভাগের ফরমুলায় যদি অংকে ভুল করে তাহলে তো নাতি ছাত্ররা বেয়াদব হয়ে যেতেই পারে।
আফসোস!
১৬ ই মার্চ, ২০২৪ দুপুর ১:৩৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: উহা ভুল নয় উহাই বিধান। রাসূল (সা) হযরত আলীর (রা) কাছে জানতে চেয়েছেন এ ক্ষেত্রে বিধান কি? তিনি বলেছেন আ্ওল। তার মানে হরকে লবের সমান করে নিতে হবে। তার মানে তখন চব্বিশ এর তিন সাতাশের তিন হবে, চব্বিশের ষোল সাতাশের ষোল হবে। চব্বিশের আট সাতাশের আট হবে। এরপর যোগ করলে সাতাশের সাতাশ হয়ে একাংশ হবে। এটা হলো জটিল অংকের সরলি করণ পদ্ধতি। এখানে রাসূলের (সা।) ছাত্র নয়, বরং আল্লাহর ভুল করা হয়েছে। এমন ভুল যারা ধরে তারা অবশেষে আর মুমিন থাকে না। মাদ্রাসায় আমরা এটা পড়েছি। আমরা এটা ভুল এমন বলিনি।
৩| ১৬ ই মার্চ, ২০২৪ দুপুর ২:৪৩
এক চালা টিনের ঘর বলেছেন: বেয়াদপ গুলা কি রোজা রাখে? নামাজ পড়ে?
১৬ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:৩৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমি সেটা জানি না।
৪| ১৬ ই মার্চ, ২০২৪ দুপুর ২:৪৭
মৌন পাঠক বলেছেন: সিরিয়াসলি?
ভুল ধরা বেয়াদবি!
কিছু তো কন, যা সেন্স মেক করে, ম্যান।
১৬ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:৪০
মহাজাগতিক চিন্তা বলেছেন: মুমিন হয়ে সাহাবায়ে কেরামের (রা) ভুল ধরা বেয়াদবী সাব্যস্ত হবে। যে মুমিন নয় তার হিসাব ভিন্ন।
৫| ১৬ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:১১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমরা বেয়াদব হতে পারি ।
তবে সাদাকে সাদা আর কালাকে কালা বলতে দ্বিধা করি না।
ভুল ভুলই। সেটা যেই করুক।
আল্লাহ সোবাহানা তায়ালা করলেও ভুল।
নবীজী করলেও ভুল।
অথচ মমিন মুসলমানরা ভুলের পক্ষে সাফাই গায়।
আফসোস!
বড়ই আফসোস!
১৬ ই মার্চ, ২০২৪ বিকাল ৫:০২
মহাজাগতিক চিন্তা বলেছেন: কেউ ভুল ধরতে ভুল করলে তার পক্ষ অবলম্বন করা যায় না।
৬| ১৬ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:৪৭
মৌন পাঠক বলেছেন: অ!
এই জন্যই আপনারা মুমিনগন ভুলরে মাইনা না নিয়া খালি প্যাচান
বেয়াদবির ভয়ে, যাক এত দিনে বুঝলাম
১৬ ই মার্চ, ২০২৪ বিকাল ৫:০২
মহাজাগতিক চিন্তা বলেছেন: বুঝার জন্য ধন্যবাদ।
৭| ১৬ ই মার্চ, ২০২৪ বিকাল ৫:২১
রাজীব নুর বলেছেন: আমি কিছু বলব না।
১৬ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:১৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: অনেক সময় চুপ থাকা বুদ্ধিমানের পরিচয়।
৮| ১৬ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:২১
বিষাদ সময় বলেছেন: চরম বেয়াদব। তবে কিছু কিছু বিষয় চেপে যান.......
১৬ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:১৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমিও তাই ভাবছি।
৯| ১৬ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৫০
সোনাগাজী বলেছেন:
কোরানে সব বলা হয়েছে, সব আছে; এরপর, দেশে সংবিধান ও পার্লামেন্টের দরকার কেন?
১৬ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:১৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: এটা মুমিনদের বিষয়। আপনি আবার এর মধ্যে সংবিধান ও পার্লামেন্ট ঢুকাচ্ছেন কেন?
১০| ১৬ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৩৭
সোনাগাজী বলেছেন:
আমি কোরানের বর্তমান ভুমিকা, সংবিধান ও পার্লামেন্ট নিয়ে পোষ্ট লিখবো; তার আগে আপনার ভাবনা পরীক্ষা করছে।
১৬ ই মার্চ, ২০২৪ রাত ৮:৪০
মহাজাগতিক চিন্তা বলেছেন: বাংলাদেশে কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর মত যোগ্য দল ও লোকের অভাব আছে।
১১| ১৬ ই মার্চ, ২০২৪ রাত ৮:৫৬
কামাল১৮ বলেছেন: আইএস কোরানের আলোকে ইরাক ও সিরিয়ার কিছু এলাকা চালিয়ে ছিলো।সেই এলাকাকে জাহান্নাম বানিয়ে ছেড়েছে।মানুষ আর সহজে সেই পথে যাবে না।
১৬ ই মার্চ, ২০২৪ রাত ৯:০০
মহাজাগতিক চিন্তা বলেছেন: ইসলামী নিয়মে রাষ্ট্র চালানোর যোগ্যতা আই এসের ছিলো না।
১২| ১৬ ই মার্চ, ২০২৪ রাত ৯:০০
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম।
কে কি মন্তব্য করেছেন সেটা দেখতে।
১৬ ই মার্চ, ২০২৪ রাত ৯:০২
মহাজাগতিক চিন্তা বলেছেন: ঠিক আছে।
১৩| ১৭ ই মার্চ, ২০২৪ রাত ১২:৪৫
জ্যাক স্মিথ বলেছেন: আপনার রাসূলেরই কোন হাদিস নাই আবার তার ছাত্র!!
রসুল সম্পর্কে সঠিক কোন তথ্য জানার কোন সুযোগ নেই, তবে টুকটাক যা জানা যায় তিনি একজন চরমপন্থি লোক ছিলেন। এমন চরমপন্থী একজন মানুষের ছাত্র হয়ে লাভ কি, তাও আবার যে কি না হাজার বছর আগেই মারা গিয়েছে?
আরব বেদূঈনদের কুরআনের আইন এই দেশে অচল এগুলো মানুষ পত্তা দেয় না।
১৭ ই মার্চ, ২০২৪ সকাল ৮:৫৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: কিন্তু এদেশের অধিকাংশ জনগণ কোরআনের পাঠক ও শ্রোতা।
১৪| ১৭ ই মার্চ, ২০২৪ সকাল ১০:১৩
ধুলো মেঘ বলেছেন: অগ্নিবেশ কিভাবে সাইজ হয়ে গেল - ব্যাপারটা মাথায় ঢুকছেনা। এরা তো সহজে থামেনা।
১৭ ই মার্চ, ২০২৪ দুপুর ২:২০
মহাজাগতিক চিন্তা বলেছেন: অগ্নি এবার মিত্রতার পথ বেছে নিয়েছে।
১৫| ১৮ ই মার্চ, ২০২৪ সকাল ১১:৫৪
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
১৮ ই মার্চ, ২০২৪ দুপুর ১২:৩৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: ঠিক আছে
©somewhere in net ltd.
১| ১৬ ই মার্চ, ২০২৪ দুপুর ১:০৮
অগ্নিবেশ বলেছেন: চরম বেয়াদপ