নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

গ্রামের পিচ্ছিরা বলছে তারা নাকি রাজাকার!

০২ রা আগস্ট, ২০২৪ রাত ১১:০৫



সরকার প্রধান যখন বললেন মুক্তিযোদ্ধার নাতি-পুতি চাকুরী পাবে না তো কি রাজাকারের নাতি-পুতিরা চাকুরী পাবে? তখনই সবাই বুঝেফেলেছে মুক্তিযোদ্ধা ছাড়া অবশিষ্ট জনগণ আসলে রাজাকার। তারপর শ্রোগান হলো আমি কে রাজাকার, তুমি কে রাজাকার, কে বলেছে সরকার।বাচ্চারা শেষাংশ বাদ দিয়ে, আমি কে রাজাকার, তুমি কে রাজাকার, গলাচড়িয়ে এটুকুই বলে যাচ্ছে। তো মুত্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি পনের বছর ক্ষমতায় থাকার পর তাহলে আমরা কি একটা রাজাকার জাতি উপহার পেলাম?

জামায়াত-শিবির নিষিদ্ধ হলো। তারপর শিবির হলো সাধারণ ছাত্র এবং জামায়াত হলো মুছল্লী। অত:পর জামায়াত-শিবির মারার পর দেখা যাচ্ছে ও গুলো আসলে সাধারণ মানুষের লাশ। তারা বলছে লাশের দেহে জীবন দে, নইলে গদি ছেড়ে দে। ঘটনাচক্রে মনে হচ্ছে সরকার পতনের আন্দোলন শুরু হয়েছে। এদিকে লাশের সংখ্যাও বাড়ছে। তবে আন্দোলনকারীরা পিছু হটছে না। নব্বইয়ের আন্দোলনে আমরা ছিলাম, এখন বাচ্চারা আছে। এদিকে ব্লগেও সরকার পক্ষের লোক সংখ্যা কম বলে মনে হচ্ছে।অনেক মেরে কেটেও উত্তেজিত জনতাকে পিছু হটানো না গেলে হয়ত সরকারকেই পিছু হটতে হবে। তারপর অন্য সরকার আসলে জামায়াত-শিবির নিষিদ্ধ থাকবে কি? আপাতত সরকার তাদেরকে আন্দোলনে নিবিদিত প্রাণ করে দিলো। সরকার বিরোধী যে পতাকাই দেখবে সে পতাকার পিছনেই তারা সমবেত হবে। মূলত এটাই এখন তাদের মূল কাজ।আর সরকার জামায়াত-শিবির লেবেল এঁটে সাধারণ জনতা মারলে সরকারের জন্য এর পরিণাম ভালো হবে না।জনগণ সব রাস্তায় নেমে গেলে সরকারের না পালিয়ে উপায় থাকবে কি? এ বয়সে আমাদে দেহ সেই ত্যাজ নেই। সেজন্য এখন আমরা দেখছি। সরকারকে আপতত জ্ঞান দেওয়ার কিছু নাই। কারণ সরকার সে স্টেজ অতিক্রম করেছে। এখন খেলা হবে। সেই খেলায় যে পক্ষ জিতবে সেপক্ষকে স্বাগত জানাতে অন্যরা মুখিয়ে আছে। সরকারী চুকুরী জীবিরাতো যারা সরকারে থাকবে বা যারা সরকার হবে তাদের গান গাইবে।

মন্তব্য ২৯ টি রেটিং +০/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০২৪ রাত ১১:১৩

ভুয়া মফিজ বলেছেন: সরকার প্রধান যখন বললেন মুক্তিযোদ্ধার নাতি-পুতি চাকুরী পাবে না তো কি রাজাকারের নাতি-পুতিরা চাকুরী পাবে? তখনই সবাই বুঝেফেলেছে মুক্তিযোদ্ধা ছাড়া অবশিষ্ট জনগণ আসলে রাজাকার। এটা বাচ্চারা বুঝেছে, আপনি-আমি বুঝেছি; কিন্তু ব্লগের আর সমাজের আবাল বুদ্ধিজীবীরা বুঝতে পারছে না। এর কারন কি বলে মনে হচ্ছে আপনার কাছে?

হালুয়া-রুটিই কি একমাত্র কারন?

০২ রা আগস্ট, ২০২৪ রাত ১১:২৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: ফেসবুকের প্রফাইল পিকচার সব লাল হয়ে যাচ্ছে। শোকের মাসে কালোর বদলে লাল। আমি অবাক হয়ে দেখছি এদের বয়স খুব কম। সময়ের কথা সময়ে বুঝতে না পারা বোকামী।

২| ০২ রা আগস্ট, ২০২৪ রাত ১১:১৫

কাঁউটাল বলেছেন:

০২ রা আগস্ট, ২০২৪ রাত ১১:২৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: শাসকেরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। অথচ ইতিহাসের শিক্ষা তাদের জন্যই জরুরী। আপনার মতই ফেসবুকের প্রফাইল পিকচার গুলো খুব বেশী পরিমাণে লাল দেখতে পাচ্ছি। এদের বয়স কম দেখতে পাচ্ছি। আপনার বয়স কেমন?

৩| ০২ রা আগস্ট, ২০২৪ রাত ১১:২৪

সামরিন হক বলেছেন: এখনো প্রাণ নিচ্ছে রাজপথে
আবারো আকাশে হেলিকপ্টার
দুটি মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে
রাক্ষসী রানীর আরো রক্ত চাই।

০২ রা আগস্ট, ২০২৪ রাত ১১:৩২

মহাজাগতিক চিন্তা বলেছেন: দেখছে কোন রকমে টিকে থাকতে পারে কিনা।

৪| ০২ রা আগস্ট, ২০২৪ রাত ১১:২৫

ভুয়া মফিজ বলেছেন: দেশের মিডিয়া বাদ, ভারতীয় ইউটিউবার কি বলে শোনেন..........view this link

০২ রা আগস্ট, ২০২৪ রাত ১১:৩৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: বাইরের মিডিয়াতো আর চুপ থাকবে না।

৫| ০৩ রা আগস্ট, ২০২৪ রাত ১২:০৬

সোনাগাজী বলেছেন:




শিশুদের যদি জাতির ইতিাস না'শেখানো হয়, ওরা কি করে বুঝবে, রাজাকারেরা এই দেশে পাকি বাহিনীর হয়ে গণহত্যা চালিয়েছিলো?

০৩ রা আগস্ট, ২০২৪ রাত ১২:১১

মহাজাগতিক চিন্তা বলেছেন: শিশুদেরকে কিছুই শিখানো হয় কিনা সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। ঝালকাঠিতে কয়টি উপজেলা জিজ্ঞাস করায় এক শিক্ষিত শিশু বলছে একটি। এক শিক্ষিত শিশু বলছে বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম শেখ হাসিনা। আরেক শিক্ষিত শিশু বলছে তাঁর পুত্র হলো জয় রহমান।

৬| ০৩ রা আগস্ট, ২০২৪ রাত ১২:০৯

সোনাগাজী বলেছেন:


বাংলাদেশের সেনাবাহিনী যাতে জাতিসংঘের শান্তিবাহিনীতে চাকুরী না'পায়, সেটার পিটিশন সাইন করেছেন নাকি? সাইন না'করে থাকলে ভুয়া থেকে জেনে নেন, উনার কোন পোষ্টে গিয়ে সাইন করতে হবে?

০৩ রা আগস্ট, ২০২৪ রাত ১২:১৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: তিনি যা করছেন সেটা তাঁর মত। যে সাইন করছে সেটা তার মত। যে সাইন করছে না সেটাও তার মত। এ বিষয়ে আমার আগ্রহ নেই। আমি সরকারী চাকুরী করি, এখন জয় বাংলা বলছি। অন্য সরকার আসলে যদি বাংলাদেশ জিন্দাবাদ বলতে বলে তখন চাকুরী করতে হলে সেটাই বলতে হবে। এখন সরকার যা বলছে বলতে হচ্ছে আপনারা যারা বলছেন এটাই ঠিক, অন্য সরকার আসলে তারা যা বলবে তখন বলতে হবে আপনারা যা বলছেন এটাই ঠিক। নতুবা চাকুরী ছেড়ে দিতে হবে।

৭| ০৩ রা আগস্ট, ২০২৪ রাত ১২:১২

কাঁউটাল বলেছেন:
গুলাগুলির সময় পুলিশ হিন্দিতে কথা বলছে - এইটা তাইলে গুজব না।

০৩ রা আগস্ট, ২০২৪ রাত ১২:১৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: এটা আজব।

৮| ০৩ রা আগস্ট, ২০২৪ রাত ১২:১৫

সামিউল ইসলাম বাবু বলেছেন:

০৩ রা আগস্ট, ২০২৪ রাত ১২:১৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: এটা দ্বারা কি বুঝালেন?

৯| ০৩ রা আগস্ট, ২০২৪ রাত ১২:৩২

কামাল১৮ বলেছেন: তারা ভুল বলছে।আর কারো রাজাকার বা মুক্তিযোদ্ধা হবা সুযোগ নাই।তারা রাজাকারের নাতি পুতি হতে পারে।

০৩ রা আগস্ট, ২০২৪ ভোর ৫:৩৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: শিশুরা অত কিছু জানে না, তারা যেটা শুনে সেটাই বলে। বড়রা বলছে, আমি কে রাজাকার, তুমি কে রাজাকার। সেজন্য তারাও সেরকম বলছে। অবশেষে গোটা জাতি রাজাকার হয়ে গেলো। আফসুস!

১০| ০৩ রা আগস্ট, ২০২৪ রাত ১২:৪৪

কাঁউটাল বলেছেন:

০৩ রা আগস্ট, ২০২৪ ভোর ৫:৩৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: কেউ স্বাধীনভাবে বিভিন্ন কথা বলছে, কেউ স্বাধীনাবে গুলি করছে। কেউ খুলি উড়ায় এবং কারো খুলি উড়ে। একটা বিচ্ছিরি অবস্থা চলছে।

১১| ০৩ রা আগস্ট, ২০২৪ রাত ১২:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: রাজাকার ক্ষোভের বহিঃপ্রকাশ।

০৩ রা আগস্ট, ২০২৪ ভোর ৫:৪২

মহাজাগতিক চিন্তা বলেছেন: সরল স্বীকারোক্তি। তারমানে এরপর কি বলবি বল? তারপর কথা হতে পারে আমরা সবাই রাজাকার, তোরা এবার বাংলা ছাড়। সব কিছু কেমন যেন আউলায়ে যাচ্ছে।

১২| ০৩ রা আগস্ট, ২০২৪ সকাল ৭:৪৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



তবে এটা ঠিক কোটা আন্দোলনের আড়ালে সরকার বিরোধীরা সরকার পতনের জন্য প্রচুর পরিমাণে বিনিয়োগ করেছে এবং দল নিরপেক্ষ ছাত্র আন্দোলনের নামের আড়ালে মূলত তাদের লোকজনেরাই আন্দোলন করছে।

দুর্ভাগ্যের সাধারণ জনগণ।

সরকার পক্ষ এটা সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারেনি।
পারলে এটাকে 2018 সালেই শেষ করে দেওয়া যতো এবং এবছরও প্রথমদিকে শেষ করে দেওয়া সম্ভব ছিল।

০৩ রা আগস্ট, ২০২৪ দুপুর ২:০৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: বোঝার উপর শাকের আটি হয়ে দাঁড়িয়েছে আন্দোলন। সেই শাকের আটি হচ্ছে বিম্পি-জামাত। সাকুল্যে সরকারের উপর বোঝাটা ভারি মনে হচ্ছে।

১৩| ০৩ রা আগস্ট, ২০২৪ সকাল ৯:৪০

ধুলো মেঘ বলেছেন: এপ্রোন গায়ের এক মেডিকেল স্টুডেন্ট তো বলেই ফেলেছে, "আমরা চার কোটি রাজাকার যদি অস্ত্র নিয়ে নামি, আপনারা কি বাঁচবেন? " চার কোটি রাজাকার

০৩ রা আগস্ট, ২০২৪ দুপুর ২:১০

মহাজাগতিক চিন্তা বলেছেন: সরকার রাজাকারের সংখ্যা বাড়িয়ে ফেলেছে। রাজাকার শব্দটি দেশে জনপ্রিয় হয়ে উঠার সম্ভাবনা রয়েছে।

১৪| ০৩ রা আগস্ট, ২০২৪ দুপুর ১:৫২

জটিল ভাই বলেছেন:
আপনি চাইলে পুরোটা শেখাতে পারেন।

০৩ রা আগস্ট, ২০২৪ দুপুর ২:১২

মহাজাগতিক চিন্তা বলেছেন: যে বাচ্চাদেরকে আমি দেখলাম তারা শেখানোর পরোয়া করে না। ওরা নিজেরা যা ভালো মনে করে সেটাই বলে।

১৫| ০৩ রা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৪৩

রাােসল বলেছেন: রাজাকারের নাতি পুতির অপরাধ কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.