নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
চার দিকে রক্ত ঝরছে।বাচ্চারা প্রফাইল পিকচার লাল করে বসে আছে। গার্জেনগিরি ফলাতে যাইনি। কারণ তারা এখন অন্যের ঘরনী। তারা এখন আর আমার পোষ্য নয়। এখন তারা নাইওরী। সময়ে বাপের বাড়ী বেড়াতে আসে।বেশী গার্জেনগিরি ফলাতে গেলে তাদের দ্রোহ আমার দিকে এসেগেলে সমস্যা।বাচ্চাদের স্বামীরাও প্রফাইল পিকচার লাল করেছে। কালো এর স্থানে লাল। বিষয়টা বেমানান। ওরা নাকি জুলাই মাসটাকে বাড়িয়ে দিয়েছে। যে বাবা দ্রোহ ঠেঁকাতে যায় তার সন্তান দ্রোহে সামিল। কোন ভাবেই এ দ্রোহকে ভিন্নখাতে প্রবাহিত করা যাচ্ছে না। বাচ্চারা ভয়হীন হয়ে উঠেছে। বড়রা এসব দেখছে। তারা বাচ্চাদেরকে কি বলবে বুঝতে পারছে না।
পুরোনো চেতনা মরে গেছে। সেথায় নতুন চেতনার চারাগাছ জন্মাচ্ছে। যেসব অপশক্তির কারণে বাচ্চারা অধিকার হারা তাদের বিরুদ্ধে বাচ্চারা একযোগে জেগে উঠেছে। কয়জনকে কি বলব? ওরা এখন তাদের কথা বড়দেরকে শুনায়। কারণ বড়রা তাদেরকে অপশক্তির হাত থেকে রক্ষা করতে পারেনি। বাচ্চারা নিজেরাই যদি থেমে যায় তবে সেটা হতে পারে নতুবা তাদের থামানোর সাধ্য কারো হবে কি? দ্রোহের আগুনে যারা পুড়ছে তারা দ্রোহ থামাতে সাধ্যমত চেষ্টা করছে। শেষকত কি হয় সেটা সময় বলে দিবে।
০৪ ঠা আগস্ট, ২০২৪ রাত ১২:৩৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: কিন্তু কালো রঙ পছন্দের সময় লাল রঙ পছন্দ করতে নেই- বাচ্চাদেরকে সে কথা বলার সময় এখন নয়। তারা বলে জুলাই মাস নাকি বড় হয়ে গেছে। আগষ্ট নাকি এখনো আসেনি।
২| ০৪ ঠা আগস্ট, ২০২৪ রাত ১২:৪৩
সোনাগাজী বলেছেন:
লাল দিয়ে শুরু করুক, পরে নীল মিশায়ে নিলে চলবে; বসে বসে লালনীল সুতা বের করবে।
০৪ ঠা আগস্ট, ২০২৪ রাত ১:০১
মহাজাগতিক চিন্তা বলেছেন: বাচ্চারাই ঠিক করবে, তারা কি করবে অথবা করবে না।
৩| ০৪ ঠা আগস্ট, ২০২৪ রাত ১২:৪৫
জটিল ভাই বলেছেন:
বাচ্চাদের তাদের মতো থাকতে আর ভাবতে দিন। আর নিজেও নিজের মতো ভাবতে থাকুন। এ বয়সে এটাই আপনার জন্য উত্তম।
০৪ ঠা আগস্ট, ২০২৪ রাত ১:০৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমাদের সময় শেষ। আমরা চলে যাওয়ার অপেক্ষায় আছি। কিন্তু বাচ্চারা তাদের ভবিষ্যৎ নিয়ে হয়ত বেশীই ভাবছে।
৪| ০৪ ঠা আগস্ট, ২০২৪ রাত ১২:৪৯
জি এইস মেহেদী বলেছেন: বাচ্চারা আগামী প্রজন্মের কান্ডারী, তারা আজকে এই লাল কে লালন করলে তবেই পরিবর্তন হবে এই কলুষিত সমাজ, নস্ট দেশ। তাদের উৎসাহ দিতে হবে এভাবে আন্দোলনে পাশে থাকার জন্য বাচ্চাদের ধন্যবাদ। তারাও একদিন পিতা মাতা হবে তারাও মানুষ কিন্তু নাস্তিক রা মানুষ হবে কবে?
০৪ ঠা আগস্ট, ২০২৪ রাত ১:০৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: বঞ্চনা দেখতে দেখতে বাচ্চারা জেগে উঠেছে। যারা তাদের ভালোভাবে বাঁচার পরিবেশ তৈরী করতে পারেনি, তাদেরকে এর দায় স্বীকার করা উচিৎ।
৫| ০৪ ঠা আগস্ট, ২০২৪ রাত ১:০৬
সোনাগাজী বলেছেন:
আপনি যখন বাচচা ছিলেন ( তখনকার সময়ের জন্য আগামীদিনের নাগরিক ) তখন কোন কোন রং আপনার পছন্দ ছিলো?
০৪ ঠা আগস্ট, ২০২৪ রাত ১:১২
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমরা এরশাদকে তাড়িয়ে ছিলাম। এরশাদ এত লোক মারেনি। সেজন্য এখনকার প্রেক্ষাপট ভিন্ন মনে হচ্ছে। এখন এত্ত রক্ত ঝারা দেখেই মনে হয় বাচ্চারা লাল রঙের দিকে ছুটছে।
৬| ০৪ ঠা আগস্ট, ২০২৪ রাত ১:৪১
কামাল১৮ বলেছেন: লাল রং বিপ্লবের প্রতিক।যে বিপ্লব সমাজকে এগিয়ে নিয় যায় প্রগতির পথে।
০৪ ঠা আগস্ট, ২০২৪ সকাল ৯:৪৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার কথা ঠিক আছে। তবে এখন এটা সরকারের প্রতিপক্ষ ইউজ করছে।
৭| ০৪ ঠা আগস্ট, ২০২৪ রাত ২:৩৮
নূর আলম হিরণ বলেছেন: আপনার কি শিউর সব মানুষ সরকারে মেরেছে, স্নাইপার বা কোনো গুপ্তঘাতক ছিল না?
০৪ ঠা আগস্ট, ২০২৪ সকাল ৯:৪৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: যারাই মেরেছে তারা কাজটা ঠিক করেনি।
৮| ০৪ ঠা আগস্ট, ২০২৪ সকাল ৯:০২
শূন্য সারমর্ম বলেছেন:
বাচ্চাদের খেলতে দিন,আযান দিলেই বাসায় ফিরে আসবে ভয়ে।
০৪ ঠা আগস্ট, ২০২৪ সকাল ৯:৫০
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার কথা সঠিক হলে সরকারের জন্য ভালো। তারপর তারা ভালো কাজ করুক, দেশ এগিয়ে যাক।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা আগস্ট, ২০২৪ রাত ১২:৩৪
রানার ব্লগ বলেছেন: কারন লাল রঙ বাচ্চাদের পছন্দ !