নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
সরকারের প্রতিপক্ষে পাল্লাভারি মনে হচ্ছে। আমার জরিপের ১৪ জনের ৯জনের প্রফাইল পিকচার লাল। অবশিষ্ট ৫ জনের ১জন মুরুব্বী ১ জন নিরিহ ৩ জন আওয়ামী লীগ। যাদের প্রফাইল পিকচার লাল তাদেরকে দেখে নেওয়ার হুমকী দেওয়া হয়েছে। তবে আমার জানামতে তাদের কেউ রাজনীতির লোক নয়। হামাস-ইসরাইল অবস্থা আমাদের দেশেও শুরু হয়ে গেল নাকি? ইসরাইলকে না হয় আমেরিকা চালিয়ে নিচ্ছে, আমাদের দেশ চালাবে কে? ভারতকে আমাদের জন্য আমেরিকার মত সহায়ক বলে মনে হয় না। গৃহযুদ্ধ বেঁধেগেলে ও এরে মারবে, এ ওরে মারবে, তখন জাতীয় ঐক্য বলতে আর কিছু থাকবে না। তখন মুরব্বী আসলে মুরব্বী সামলাবে কে?
কোন দেশের সরকার ভুল করলে সেটা বিরাট সমস্যা। যে যুদ্ধ শুরু হয়েছে সে যুদ্ধে সরকার হেরে গেলে তাদেরকে আর কিছু বলার থাকবে না। আর সরকার জয়ী হলে তাদেরকে ক্ষত সারাতে কাজ করতে হবে। কারণ তারা ক্ষত বাড়াতে থাকলে দেশের আর উন্নতি হবে না। কিন্তু যুদ্ধ শুরু হয়েছে তালেবানের (ছাত্র) সাথে। ওরা আফগানে কুড়ি বছর যুদ্ধ করে অবশেষে জয়ী হয়েছে। বাংলাদেশী তালেবান তথা ছাত্ররা যদি যুদ্ধ জারী রাখে তাহলে এক সময় হয়ত তারাও জয়ী হবে। তবে যুদ্ধ কালিন জনগণের দূরবস্থার শেষ থাকবে না। সুতরাং সরকারের বুদ্ধিমত্তা হবে জাতির জন্য মঙ্গল জনক।
০৪ ঠা আগস্ট, ২০২৪ সকাল ১১:১৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: এরমধ্যে লাশের সংখ্যা বেড়েই চলছে। আবার ত্রিশ লক্ষ মরার কায়দা হয় কিনা কে জানে?
২| ০৪ ঠা আগস্ট, ২০২৪ সকাল ১১:০২
আহলান বলেছেন: প্রোফাইল লাল দেখে কোন কিছু আন্দাজ করা বোকামী।
০৪ ঠা আগস্ট, ২০২৪ সকাল ১১:১৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: এরা অপরিচিত কেউ নয়। আমার ছাত্র-ছাত্রী, তাদের অভিভাবক, আত্মিয় ও বন্ধু এরাই। সুতরাং সঠিক আন্দাজ করা যাচ্ছে।মুরব্বী হচ্ছেন ছাত্রীর বাবা। আর অধিকাংশই আমার ছাত্র-ছাত্রী। এখানে একজনও আমার অপরিচিত নয়।
৩| ০৪ ঠা আগস্ট, ২০২৪ সকাল ১১:৪১
জ্যাক স্মিথ বলেছেন: আপনার বিশ্লেষণ ভালো হয়েছে।
বাংলার আকাশে আজ দূর্যোগের ঘনঘটা!
০৪ ঠা আগস্ট, ২০২৪ দুপুর ১২:০৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: ছাত্ররা মনে হয় রাজপথ ছেড়ে যাবে না। পিছু হটলেও মনে হয় ফিরে ফিরে আসবে।
৪| ০৪ ঠা আগস্ট, ২০২৪ দুপুর ১২:১০
রানার ব্লগ বলেছেন: সরকার টিকে যাবে।
০৪ ঠা আগস্ট, ২০২৪ দুপুর ১২:৩৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: ছাত্ররা কি রাজ পথ ছাড়বে? নাকি আফগানিস্তানের মত যুদ্ধ চালিয়ে যাবে?
৫| ০৪ ঠা আগস্ট, ২০২৪ দুপুর ১২:১৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কোটি টাকার গেম চলছে।
কোটা আন্দোলনকারীরা এবার কোটি টাকা কামাবে।
০৪ ঠা আগস্ট, ২০২৪ দুপুর ১২:৩৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: কে কত টাকা কামায় সেটা বিষয় না। বিষয় হলো সরকার বনাম ছাত্রদের খেলা চলছে। ছাত্ররা রাজপথ না ছাড়লে এ খেলা চলতে থাকবে। আর ছাত্ররাতো চলে গিয়ে আবার ফিরে আসে। আফগানিস্তানে মাদ্রাসার ছাত্ররা বিশ বছর যুদ্ধ করে জয়ী হয়েছে। আমাদের সব ছাত্র যুদ্ধে নেমেছে। সাথে অভিভাবকও আছেন।
৬| ০৪ ঠা আগস্ট, ২০২৪ দুপুর ১২:১৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
তবে এটা ঠিক কোটা আন্দোলনের আড়ালে সরকার বিরোধীরা সরকার পতনের জন্য প্রচুর পরিমাণে বিনিয়োগ করেছে এবং দল নিরপেক্ষ ছাত্র আন্দোলনের নামের আড়ালে মূলত তাদের লোকজনেরাই আন্দোলন করছে। সমন্বয়ক পদের নামে যে ছেলেগুলো নেতৃত্ব দিতেছে তাদের কথাবার্তা ঠিক বিএনপির কথাবার্তার মতই। মন্ত্রীদের পদত্যাগ চাওয়া তাদের কাজ না। তাদের কথাবার্তায় শুরু থেকেই মনে হয়েছে তারা রাজনৈতিক দল।
দুর্ভাগ্য সাধারণ জনগণের। এই সমস্ত আন্দোলন নামের নৈরাজ্যে দুর্ভোগ পোহাতে হয় তাদেরই। মারা যেতে হয় তাদেরই।
এটাও ঠিক যে সরকার পক্ষ এটা সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারেনি।
পারলে এটাকে ২০১৮ সালেই এই সব কোটা ইস্যু শেষ করে দেওয়া যতো । এবছরও প্রথমদিকে শেষ করে দেওয়া সম্ভব ছিল। কিন্তু উভয় পক্ষের বেশি বাড়াবাড়ির কারণে দেশের ও কোরআনে ক্ষতি হয়ে গেছে যেটার পূরণ হবার নয়
। মাঝখান থেকে দেশে কিছু নতুন নতুন নেতা পাওয়া যাচ্ছে ।
০৪ ঠা আগস্ট, ২০২৪ দুপুর ১২:৪০
মহাজাগতিক চিন্তা বলেছেন: জলটা সরকারই ঘোলা করেছে।
৭| ০৪ ঠা আগস্ট, ২০২৪ দুপুর ১২:৩৯
রানার ব্লগ বলেছেন: ছাত্ররাও শান্ত হবে তবে ইহা যদি যুদ্ধের রুপ নেয় বুঝে নিবেন উহাতে আসল ছাত্রের কোন অবদান নাই। উহারা আমার আপনার চেনা জানা ছাত্রকুল নহে। উহারা যাহাদের নিষিদ্ধ করা হয়েছে তাহাদের ছানা পোনা।
০৪ ঠা আগস্ট, ২০২৪ দুপুর ১২:৪৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমি যে ১৪ জনের লিস্ট দিলাম তাদের ১ জন নিষিদ্ধ দলের। তার প্রফাইল পিকচার লাল নয়। যাদের প্রফাইল পিকচার লাল তাদের কেউ কোন দলের নয়। নিষিদ্ধ দলের ১ জনকেই আমি নিরিহ বলেছি। সাধারণ ছাত্রদের লাশ পড়েছে এবং এখনো পড়ছে। ওরা ঘরে না ফিরার সিদ্ধান্ত নিলে কারো কিছু করার থাকবে না। আমি এ পর্যন্ত নিষিদ্ধ দলের যে কয়জনের প্রোফাইল পিকচার দেখলাম তাদের কারো প্রফাইল পিকচার লাল নয়। বিএনপির মাত্র একজনের প্রফাইলপিকচার লাল দেখেছি। আর সবাই সাধারণ ছাত্র জনতা। লিস্টের বেশিরভাগ লোক আমু ভাইয়ের এলাকার লোক। পরের পরিস্থিতি আগাম বুঝতে পারা দরকারী বিষয়। নিষিদ্ধ দলের সবাই যে উগ্র তা’ কিন্তু নয়।
৮| ০৪ ঠা আগস্ট, ২০২৪ দুপুর ২:৩৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
০৪ ঠা আগস্ট, ২০২৪ দুপুর ১২:৪০০
লেখক বলেছেন: জলটা সরকারই ঘোলা করেছে।
আপনি সরকারী চাকরি করেন। আপনিও সরকারের অংশ। এটা ভুলে যাবেন না।
০৪ ঠা আগস্ট, ২০২৪ বিকাল ৩:৩৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: তা’ ঠিক। যা করেছে আমাদের প্রধান করেছে। তবে ঠেঙ্গানী খেলে আমাদেরকেও খেতে হতে পারে।
৯| ০৫ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:৩৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কোটা আন্দোলনকারীরা ভয়াবহ সন্ত্রাসী ।
তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।
তারা যেভাবে দেশের ক্ষতি করছে সেই ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব হবে না সহজে।
তারা বিশেষ একটি রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য ভাড়াটিয়া হিসেবে কাজ করছে।
এবং প্রচুর পরিমাণে টাকা পাচ্ছে এতে কোন সন্দেহ নেই ।
কম বয়সে টাকা পেলে যা হয়।
দেশের সম্পদ ধ্বংস করতে তাদের বিবেকে একটু বাঁধছে না।
আফসোস।
০৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৪৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: অবেশেষে তারা বিজয় উল্লাস করছে।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা আগস্ট, ২০২৪ সকাল ১০:৫৬
কামাল১৮ বলেছেন: এবার সরকার ও আন্দোলনকারী সবাই সবার মনোভাব বুঝে অগ্রসর হবে।সবাই বুঝবে কতো ধানে কতো চাল।