নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

খেলা শেষ

০৪ ঠা আগস্ট, ২০২৪ রাত ১০:১১




তৃতীয় মাত্রার জিল্লুর রহমান বললেন, খেলা শেষ। সরকার বনাম ছাত্রদের খেলায় ছাত্ররা জয়ী। এখন নাকি শুধু আনুষ্ঠানিকতা বাকী আছে। সারাদেশ থেকে যা খবর পেলাম তাতে কোথাও নাকি সরকার পক্ষ রাজ পথে দাঁড়াতেই পারেনি। তো সরকার গায়ে এত কাদা না মাখালেই পারতো। একবার তারা গায়ে কাদা মাখিয়ে তা’ পরিস্কার করতে ২১ বছর লেগেছে। এবার তো তারাই বলছে একশ বছরে তাদের গায়ের কাদা পরিস্কার হবে না। গায়ে কাদা মাখাবার বেশী সময় পেয়ে তারা বেশী করে কাদা মাখিয়েছে। সেজন্যই সেটা পরিস্কারে তাদের বেশী সময় লাগার কথা তারা বলছে।

আমার অফিস সহায়ক ঝালকাঠি শহরে গিয়েছিলো। সে এসে বলল, ঝালকাঠি শহর স্কুল ছাত্র-ছাত্রীদের দখলে। আর আমাদের লক্ষ্মীপুরে আট জন মারা গেছে। আমার ছাত্রী বলল, সেভেন, এইট, নাইন ও টেন রাস্তায় নেমেছে। যেসব বাবা-মা বাচ্চাদের রাস্তায় নামতে দেয়নি সে তাদেরবে বৎসনা করেছে। ছাত্রদের আন্দোলনে শরিক হওয়া নাকি বিবেকের দায়। আন্দোলন শেষ না হলে হয়ত আগামীতে প্রাইমারীর ছাত্র-ছাত্রীরাও রাস্তায় নামবে।সব আলোচনা শুনি। তবে সরকারের পক্ষে শাফাই গাওয়ার ভাষা খুঁজে না পেয়ে চুপ থাকি।ছাত্র-ছাত্রীদের সাথে তাদের অভিভাবকরাও রাস্তায় নেমেছে।সরকারের কারফিউ ছাত্র-ছাত্রীরা প্রত্যাখান করেছে। তারমানে কারফিউ ভঙ্গ করে আন্দোলন চলবে। কালকে তাদের মার্চ টু ঢাকা।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০২৪ রাত ১১:০২

জ্যাক স্মিথ বলেছেন: না খেলা এখনো শেষ হয় নি, কালকে রাজপথ দখলে নিতে আওয়ামীলীগ সর্বাত্নক চেষ্টা চলাবে, বলতে পারেন আগামী কাল ফাইনাল খেলা।

০৪ ঠা আগস্ট, ২০২৪ রাত ১১:৫৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: তৃতীয় মাত্রার জিল্লুর রহমান অভিজ্ঞ রাজনীতি বিশ্লেষক। তাঁর কথাইবা ফেলি কেমন করে?

২| ০৪ ঠা আগস্ট, ২০২৪ রাত ১১:০৬

মোহাম্মদ গোফরান বলেছেন: চব্বিশঘণ্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে - সেনা প্রধান। (সূত্র - দেশের সব মিডিয়া)।


অথচ ব্লগের সেনা বাহিনীর পদলেহনকারীরা দিবাস্বপ্ন দেখছে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নির্বাচন দিয়ে আবার ওগো ক্ষমতায় নিয়ে দেশে মৌলবাদ ও জঙ্গিবাদ কায়েমে সাহায্য করবে। রাজাকারের গাড়িতে উড়াবে স্বাধীন বাংলার পবিত্র পতাকা।

০৫ ই আগস্ট, ২০২৪ রাত ১২:০১

মহাজাগতিক চিন্তা বলেছেন: তিন মাসের জন্য তারা রাজত্ব পাবে, এ টোপ কেন তারা গিলবে না। তিন দিনের জন্য রাজত্ব পেলেও মহাশান্তি। আর আপনার মতামত গ্রহণের ক্ষেত্রে দেশবাসীর কোন দায়বদ্ধতা আছে কি?

৩| ০৪ ঠা আগস্ট, ২০২৪ রাত ১১:০৮

সেলিম আনোয়ার বলেছেন: এই সরকার গণহত্যা করেছে। এই সরকার গণতন্ত্র হত্যা করেছে। এরা দূর্নীতির রেকর্ড গড়েছে।

০৫ ই আগস্ট, ২০২৪ রাত ১২:০২

মহাজাগতিক চিন্তা বলেছেন: তাদের উপর যে জনগণ বিরক্ত সেটা ‍বুঝা যাচ্ছে।

৪| ০৫ ই আগস্ট, ২০২৪ রাত ১২:১৪

কামাল১৮ বলেছেন: যারা আন্দোলন করছে তারা কি গনতন্ত্রের পুজারী।তারা খিলাফত চায়।দেশ হবে আফগান।আলামত স্পস্ট।আপনার জন্য ভালোই হবে।লেগে যান কাছা দিয়ে।জিল্লুর জামাতের সমর্থক।

০৫ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৪৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমি তাদের আন্দোলনে সামিল নই। আমরা প্রজাতন্ত্রের কর্মচারী। আমরা সরকারের অনুগত। এখন জয় বাংলা বলি। আরেক সরকার এসে বাংলাদেশ জিন্দাবাদ বলতে বললে সেটাও বলতে হবে। নতুবা চাকুরী ছেড়ে দিতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.