নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

স্টুডেন্ট লীগ ৫ তারিখের ইতিহাস আটকাতে পারেনি কেন?

১৪ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৩২




সাধারণ ছাত্ররা ইতিহাস তৈরী করলো ৫ তারিখে, আর স্টুডেন্ট লীগ ইতিহাস তৈরী করবে ১৫ তারিখে। দশদিন কি তারা তবে গাঁজা খেয়ে পড়ে ছিলো? দরবেশের দাড়ির কাফফারা এখন কে দেবে? এদিকে বহু বাড়িতে দেওয়া হয়েছে আগুন। ৫ তারিখের ইতিহাস আটকে দিলে তো এমন কান্ড ঘটতো না।৫ তারিখেও তাদের অনেক হুংকার শুনেছি। সাত মিনিটে ঢাকা ক্লিয়ারের কথা শুনেছি। অবশেষে কি দেখলাম? অন্যদেরকে ক্লিয়ার করতে গিয়ে তারা নিজেরাই ক্লিয়ার হয়ে গেল। অমুক তমুক পরাজিত শক্তি বলতে বলতে অবশেষে তারা নিজেরাই পরাজিত শক্তির খাতায় নাম লিখিয়ে ফেলল। গোয়ালাল গঞ্জের পর তবে কি গোয়ালাল ঢাকা হতে চলল? আপনাদের নিয়ে লেখালেখি করতে করতে কী বোর্ডের কী সমূহের লেখা মুচ্ছে যাচ্ছে। আর কতটা হাসির পাত্র হলে আপনাদের আশা পূরণ হবে? ইন্টারনেট বন্ধ করে লড়াই করেও আপনারা জয়ী হতে পারলেন না। আর এখন তো ইন্টারনেট খোলা। সংগত কারণে শোকের দিনে আপনাদের শোকের মাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে।

আপনারা চেতনা বিক্রি করে অনেক খেয়েছেন। এখন সে চেতনা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। সেই চেতনার বদলে পাবলিকের মাঝে ৫ আগস্টের নতুন চেতনা বিস্তার লাভ করছে। যে তেনায় আপনারা হলেন হানাদার। এদিকে আপনাদের বিরোধীরা রাজাকার হয়ে স্বেচ্ছাসেবী হয়েছে। আপনাদের আয়না ঘরের আয়নায় এখন আপনাদের চেহারা দেখা যাবে কিনা সেটাও অনেকে বলছে। দ্বিতীয় স্বাধীনতার পর আপনারা নাকি তৃতীয় স্বাধীনতা আনবেন। তো প্রথম স্বাধীনতা বজায় রাখতে আপনাদেরকে কে মানা করেছে। এখন একাত্তরের মুক্তিযোদ্ধা তালিকা বাতিল হয়ে চব্বিশের মুক্তিযোদ্ধা তালিকা তৈরী হতে পারে। গনেশ উল্টেগেলে এমন হয়। এতে মন খারাপের কিছু নাই। আপনাদের রুজি-রোজগারের দেশ এখন আর আপনাদের নেই। সমস্যা নাই আপনারা পকেটে যা ভরেছেন তাতে আপনাদের বহুকাল চলে যাবে।

মন্তব্য ১৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৪১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




মুজিব আমার স্বাধীনতার অমর কাব্যের কবি।
বিনম্র শ্রদ্ধা।

১৫ ই আগস্ট, ২০২৪ রাত ১:৩৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: ঠিক আছে।

২| ১৪ ই আগস্ট, ২০২৪ রাত ৯:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:





*১৫ই আগস্ট জাতীয় শোক দিবস*

*মুজিব আমার স্বাধীনতার অমর কাব্যের কবি।*


*বিনম্র শ্রদ্ধা।*

১৫ ই আগস্ট, ২০২৪ রাত ১:৩৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: অসময়ে পাশে থাকা প্রকৃত বন্ধুর পরিচয়।

৩| ১৪ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৩২

আদিত্য ০১ বলেছেন: আজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আর সাধারন ছাত্রে নেই, তারা জামাত শিবির ও ছাত্রদলের সাথে মিশে গেছে, তাদেরকে নিয়ে শাহবাগে দ্বম্ভ নিয়ে যেভাবে কথা বলছে, তাতে মনে হচ্ছে ক্ষমতা চিরদিনের পেয়ে গেছে, আজকের শাহবাগের সমাবেশে তাদের সাথে শুধুই জামাত শিবির ও ছাত্রদল নেতা কর্মী ছিলো (প্রথম আলো নিউজে)

আওয়ামীলীগ সরকারে অনেক ভুল ও দুর্নীতি ছিলো, তাই তারা প্রায়শ্চিত্ত পাচ্ছে, কিন্তু এটা চিরদিনের না, ভাঙ্গা গড়ার খেলা এই পৃথিবী, আবার সুসংগঠিত হয়ে নিশ্চিত আসবে আওয়ামীলীগ ক্ষমতায়, তখন এদের কি হবে, ওরা যে আজকে যেভাবে আওয়ামীলীগকে পিশতে চাইছে, তখন আওয়ামীলীগ তাদেরকে পিশতে চাইবে, এভাবেই প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি আমাদের দক্ষিন এশিয়ার দেশগুলোতে, বাংলাদেশে একটু বেশিই, আমরা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুকে সম্মান দিতে জানিনা, আমরা স্বাধিনতা যুদ্ধের সব বীরদের সম্মন দিতে জানিনা শুধু রাজনৈতিক প্রতিহিংসা ও প্রতিশোধের কারনে, এই বাংলাদেশে প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি কোনদিন যাবে না, আমরা সাধারন জনগনের জিবন মান উন্নতি হবে না কোনদিন

১৫ ই আগস্ট, ২০২৪ রাত ১:৩৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: সবার শুভবোধের উদয় হোক।

৪| ১৫ ই আগস্ট, ২০২৪ রাত ১২:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: *১৫ই আগস্ট জাতীয় শোক দিবস*

*মুজিব আমার স্বাধীনতার অমর কাব্যের কবি।*


*বিনম্র শ্রদ্ধা।*

১৫ ই আগস্ট, ২০২৪ রাত ১:৪২

মহাজাগতিক চিন্তা বলেছেন: অনেকেই তাঁকে আর মনে রাখতে চায় না। কারণ তারা তাঁর ভক্তদের দ্বারা নির্যাতিত।

৫| ১৫ ই আগস্ট, ২০২৪ রাত ২:০৬

এক্সম্যান বলেছেন: গোয়ালাল গঞ্জ =p~ =p~

১৫ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:০১

মহাজাগতিক চিন্তা বলেছেন: লোকে বলে।

৬| ১৫ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:৫৫

ধুলো মেঘ বলেছেন: গতকালকে নাকি মোমবাতি জ্বালাতে গিয়ে রোকেয়া প্রাচী হামলার শিকার হয়েছেন। অথচ একটা ফেসবুক পোস্ট ছাড়া এই ঘটনার সত্যতা কেউ নিশ্চিত করতে পারেনি।

রোকেয়া প্রাচীকে এতদিন কেউ পোছেনাই। এখন লীগের দুর্দিনে একটু হিরো হতে চাইছে। আশা করে বসে আছে, আওয়ামী লীগ একদিন পালটা অভ্যত্থান করে ক্ষমতা নেবে - আর সেদিন তাকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বানাবে!

১৫ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:০২

মহাজাগতিক চিন্তা বলেছেন: তাঁর আন্তরিকতায় আমরা সন্দেহ পোষন করতে চাই না।

৭| ১৫ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:৩৭

আহলান বলেছেন: খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়িটা আজ আর নেই, তার শোক দিবস কোথায় পালিত হবে? আমি মানুষের বাড়িতে ঘুঘু চরাবো,আর মানুষ আমার বাড়িতে ফুল দেবে .... হাস্যকর কামনা বাসনা .. .. ..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.