নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
অনেকেই বলেছে শেখ হাসিনার পায়ের তলে মাটি নাই, শেখ হাসিনা সেটা বিশ্বাস করেন নাই।তাঁর পায়ের তলায় মাটি না থাকার বিষয়টি সেনা প্রধান যখন তাঁকে বিশ্বাস করাতে সক্ষম হলেন তখন তিনি ভারতে চলে গেলেন। সেখান থেকেই তিনি রিমোটকন্ট্রলের মাধ্যমে তাঁর পায়ের তলার মাটি ভরাটের কাজ করছেন। পায়ের তলার মাটি ভরাটের কাজ হয়ে গেলে তিনি দেশে ফিরবেন। তখন রাষ্ট্রপতি বলবেন তিনি যে পদত্যাগ পত্র দিয়েছেন তাতে আসলে তাঁর স্বাক্ষর নাই। বিষয়টি তিনি খেয়াল করেননি। সংগত কারণে তিনি এখনো রাষ্ট্রের প্রধানমন্ত্রী। তারপর রাষ্ট্রপতি সংসদ ভেঙ্গে দেওয়া সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিল করবেন। আর তখন আবার শেখ হাসিনার নেতৃত্বে দেশ চলতে থাকবে। যারা চায় না শেখ হাসিনা আবার ক্ষমতায় ফিরুক, তাদের কাজ হলো শেখ হাসিনার পায়ের তলার মাটি ভরাটের কাজ বাধাগ্রস্থ্য করা।নতুবা শেখ হাসিনা আবার ক্ষমতায় ফিরতে পারলে তাদের জন্য আয়না ঘর আছে।
শেখ হাসিনাকে বিদায় করে বাচ্চারা মনে করেছে তারা স্বাধীন হয়েছে। কিন্তু শেখ হাসিনা তাদেরকে তাঁর অধীন করে রাখার জন্য যে ব্যবস্থা গড়ে তুলেছেন সে ব্যবস্থা এখনো প্রায় পুরোটাই বহাল রয়েছে। এমতাবস্থায় তারা কেমন কি স্বাধীন হলো সেটা ঠিক বোধগম্য নয়। আবার যদি শেখ হাসিনা স্বরূপে ফিরতে পারেন তাহলে বাচ্চাদের খবর আছে। বাচ্চারা তাদের লড়াইয়ে ড. ইউনুছকে সাথে নিয়েছে এটা ভালো দিক। ড. ইউনুছের সাথে আমেরিকা ও জাতি সংঘ আছে এটাও ভালো দিক। তবে এ অঞ্চলে আমেরিকা ও জাতি সংঘের সাফল্য চোখে পড়ার মত নয়। এ অঞ্চলে ভারতের সাফল্য আমেরিকা ও জাতি সংঘের সাফল্যের চেয়ে বেশী। সেই ভারত শেখ হাসিনার সাথে থাকলে তাঁর শক্তিকে হেয় করা যাবে না। আর আমাদের দেশে ভারতের বহু সমর্থক রয়েছে এটা অস্বীকারের উপায় নাই। সুতরাং বাচ্চাদের স্বাধীনতা এখনো ঝুঁকির মধ্যে রয়েছে। এ ক্ষেত্রে আমার সাজেশন হলো তাদেরকে অতি ভারত বিরোধীতা ছাড়তে হবে।
বাচ্চারা ভারতকে তাদের সাথে রাখতে পারলে তাদের স্বাধীনতা টেকসই হতে পারে। নতুবা শেখ হাসিনা আবার জয়ী হতে পারলে তাদের নেতাদের জন্য আয়না ঘর বরাদ্ধ হতে পারে।
২৯ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:০৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: লাল কাগজের লেখাটা আসিফ মাহমুদের।
২| ২৯ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:০৪
ঋণাত্মক শূণ্য বলেছেন: আপনার কথা গুলির সাথে মোটামুটি একমত। হাসিনা তার পায়ের তলার মাটি এখনও পুরাপুরি হারান নি। দেশের প্রতিটা সেক্টরে তার পা-চাটবে লোক এমন ভাবে বসিয়ে গেছে যে তা থেকে মুক্তি পাওয়া সহসাই সম্ভব না। তাছাড়া ল্যঞ্জা হাইড করে রাখা লোকের সংখ্যাও কম হবে না একেবারে।
তবে এবার একটা বিষয় ঘটেছে। গুলি করলে একটাই মরে, একটাই পড়ে; বাকিডি সরে না।
হাসিনা যদি দ্রুতই দেশে ফিরে, দেশ অনিবার্য গৃহযুদ্ধের দিকে যাবে। সব থেকে ভয়ের বিষয় হচ্ছে, হাসিনা তার বাবার মত শুধুমাত্র এবং শুধুমাত্রই ক্ষমতা চায়, মানুষের শান্তি কিসে তা দেখার সময় তার নাই।
২৯ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:০৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: শেখ হাসিনা ক্ষমতায় ফিরতে চেষ্টা করছেন বলেই মনে হয়।
৩| ২৯ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:৩৯
কিরকুট বলেছেন: হাসিনা কে নিয়ে আপনার ভয় দেখছি এখনো কাটে নাই ।
২৯ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:১০
মহাজাগতিক চিন্তা বলেছেন: তাঁর লোকদের বালা-মছিবত থেকে মুক্তির জন্য তাঁর ফেরার দরকার আছে। পলককে কিছু জিজ্ঞাস করলেই সে নাকি শুধু কাঁদে।
৪| ২৯ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:৫২
নাহল তরকারি বলেছেন: আওয়ামীলীগের বুদ্ধি আছে।
২৯ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:১১
মহাজাগতিক চিন্তা বলেছেন: সেইটা না থাকলে কি এত্ত বছর একাধারে ক্ষমতায় থাকতে পারে?
৫| ২৯ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:১৮
খাঁজা বাবা বলেছেন: প্রশাসনে রদ বদল চলছে কিন্তু তা খুব ধীর।
রাষ্ট্রপতি পরিবর্তন করা প্রয়োজন।
২৯ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:১৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: দলের হাল ধরতে শেখ হাসিনারও ফিরে আসা প্রয়োজন। জনগণ একটু বেশী বাড়াবড়ি করছে বলে মনে হয়।
৬| ২৯ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৩৩
ঊণকৌটী বলেছেন: কোন সময়ে স্বাধীন ছিলেন বলে মনে হয় না, কারণ প্রকৃত গণতন্ত্র এর বিকাশ কোন দিনও হয়নি বাংলাদেশে, স্বাধীনতার পরে কোনও না কোন বিদেশী শক্তির কাছে আত্মসমর্পণ করেছেন আপনারা, এর ফলে প্রকৃত স্বাধীনতা কাকে বলে তা ভুলেই গেছেন, আর যদিবা শেখ হাসিনা কোনদিন ফিরে আসেন, তা আপনাদের নীতির জন্যই আসবে আর পররাষ্ট্র নীতিতে বন্ধু বলে কিছুই হয়না, হয় give & take সম্পূর্ণ যার যার স্বার্থের সম্পর্ক
২৯ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:১৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: পাঁচ কথার এক কথা।
৭| ২৯ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:১৬
কিরকুট বলেছেন: বানরের হাতে পিঠা ভাগ করতে দিলে এমনটাই হবে ।
২৯ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:১৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: জাতির জন্য এখনো আতংকিত হওয়ার মত অবস্থা আছে।
৮| ২৯ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:৫৩
ঊণকৌটী বলেছেন: আপাততঃ দরকার একটা জাতীয়তাবাদী সরকারের, যে সকলের জন্য সমান ভাবে এবং প্রতিহিংসার রাজনীতি না করে সকলের প্রতি সাম্যবাদী নীতি নিলে সকলের সমস্যা দূর হবে
৯| ২৯ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:০৬
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
আপনি বলেছেন, বাংলাদেশে ভারতের কিছু সমর্থক আছে, এটা ভুল। বলুন বাংলাদেশে কিছু ভারতীয় রাজাকার আছে,যারা ভারতের দালাল
১০| ২৯ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৩৬
লাল সন্ত্রাস বলেছেন: মাটি ভরাট কার্য রুখে দিতে হলে দালাল নির্মুল কমিটি গঠন করা জরুরী।
©somewhere in net ltd.
১| ২৯ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:৩৯
প্রহররাজা বলেছেন: ১৫ বছরের আগে কোন আমলে স্বাধীন ছিলেন?