নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
তোমার ছোঁয়া যেন অবারিত সুখ
দেহের প্রতিটি কোণে অথৈ শান্তি
ঢেউ খেলে বয়ে চলে উম্মাদনা
তপ্ত শ্বাসের তলে চাপা পড়ে স্বত্ত্বা।
ঘর্মাক্ত দেহ দোলা দেয় নিরন্ত
নব অস্তিত্ব প্রকাশ নৃত্যে তারপর
নিষাড় ঘুমের দেশে হারিয়ে যায়
এলিয়ে পড়া দেহ যুগল আনন্দে।
জেগে উঠে সাথীর ঘুমন্ত দেহে দৃষ্টি
দৈন্যতা হারিয়ে রাজসিক চিন্তার উদ্ভব
‘সে আমার সম্পদ’ ভাবনার নির্মোহ
স্রোত বয়ে চলে ধীর লয়ে- এটাই জীবন।
১৮ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৩৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: যাকে কবিতাটি প্রথম পড়তে দিয়েছি সেও সুন্দর বলেছে।
২| ১৮ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৪:২৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।
১৮ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৪৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: উৎসাহ প্রদানের জন্য ধন্যবাদ।
৩| ১৮ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা
১৮ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৪৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: হঠাৎ একটু ভাবের মধ্যে ছিলাম, তখন কবিতা এসে গেল।
৪| ১৮ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৪৩
প্রামানিক বলেছেন: ভালো লাগল
১৮ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৫০
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার ভালোলাগলো বিধায় শান্তি পেলাম।
৫| ১৮ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৫১
এম ডি মুসা বলেছেন: আপনি কিছুদিন ব্লগ লিখেন। আমি ব্লগ কম পড়ি। আমি আলিস্যা। কিন্তু আপনি আবার সনেট লেখা শুরু করেন। আমি খুশি পাঠক হিসেবে
১৮ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:২৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: সনেট লেখা সবচেয়ে বেশী কষ্ট।
৬| ১৮ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৫২
এম ডি মুসা বলেছেন: সুন্দর পাঠক চক্র তৈরি করি চলুন বিভেদ বিবাদ বিভাগ ভেঙে গালাগালি কে গলাগলি তৈরি করি।
১৮ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:২৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: উত্তম প্রস্তাব।
৭| ১৮ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৬
নজসু বলেছেন:
আস সালামু আলাইকুম।
সত্যি অনেক সুন্দর।
১৮ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৩৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: ওয়ালাইকুমুস সালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার মন্তব্যে অতীব খুশী হলাম।
৮| ১৮ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:২০
সোনাগাজী বলেছেন:
দেখছেন, ব্লগারেরা কি ভালোবাসে? আপনার কথা ভালোবাসে!
১৮ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৪২
মহাজাগতিক চিন্তা বলেছেন: তবে সেই ভালোবাসা আপনার চেয়ে কম।
৯| ১৮ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:৩৪
আজব লিংকন বলেছেন: ওএমজি
কতকাল পদ্য লিখলেন.... বেশ বেশ. . . দারুণ।
অস্থির হয়েছে ভাইজান।
লোকে কি ভাববে? এমন চিন্তা আবার আসেনি তো?
হা হা হা
১৮ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:০৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: লোককে ভাবতে হবে রিলেশন কিভাবে উপভোগ করতে হয়। সাথী যেন মনে করে সে অনেক দামী।
১০| ১৮ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:৫৫
জুল ভার্ন বলেছেন: বাহ চমৎকার লিখেছেন!
১৮ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:০৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: উৎসাহ প্রদানের জন্য কৃতজ্ঞতা।
১১| ১৯ শে নভেম্বর, ২০২৪ রাত ১২:২৪
এসো চিন্তা করি বলেছেন: অনেক সুন্দর লিখেছেন ভাই । আমি নতুন আমার লেখাগুলো পড়বেন আর উৎসাহ দিবেন ।
১৯ শে নভেম্বর, ২০২৪ সকাল ৯:৩৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: ঠিক আছে।
১২| ১৯ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:১১
নান্দাইলের ইউনুছ বলেছেন: কবিতা সুন্দর হৈচে।
হাদিছ মাদিছ বাদ দিয়ে কবিতা লিখুন।
আপনার কবিতা লেখার হাত ভালো।
হাদিছ মাদিছ বলার জন্য হুজুররা আছে।
২৫ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমি আবার ব্লগার হইছি কিনা সেজন্য সবটাতেই একটু ঢুঁ মারি।
©somewhere in net ltd.
১| ১৮ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৩২
সৈয়দ কুতুব বলেছেন: ভালো মুডে আছেন তাই কবিতা সুন্দর হয়েছে।