নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের বর্তমান পরিস্থিতির দায় কার?

২৮ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১২:৪১



আওয়ামী লীগ এন্টি আওয়ামী লীগকে কঠিনভাবে চেপে ধরেছিলো। এন্টি আওয়ামী লীগ কঠিনভাবে গা ঝাড়া দেওয়ায় আওয়ামী লীগ ছিঁটকে ভারতে গিয়ে পড়ে। এতে ভারতের কিচির মিচির শুরু হয়। কেউ বলে ভারত এক ঘন্টায় বাংলাদেশ নিবে, কেউ বলে ভারত এক দিনে বাংলাদেশ নিবে। পাকিস্তান বলছে তারা ভারতকে বাংলাদেশ নিতে দিবে না। কেউ বলছে ভারত বাংলাদেশ নিতে আসলে চীন তাতে বাধা দিবে। বাংলাদেশ চীনের পণ্য বিক্রির একটা বাজার। সেটা নষ্ট হোক তারা সেটা চাইবে না। সেজন্য বাংলাদেশের বিপদে তারা বাংলাদেশের পক্ষে থাকলেও থাকতে পারে।

আওয়ামী লীগই বলেছে ভারত তাদেরকে ক্ষমতায় রাখছে। আওয়ামী লীগের পতনের পর ভারত বাংলাদেশ দখল করে বাংলাদেশে আওয়ামী লীগের তাবেদার সরকার বসাবে কি? এমতাবস্থায় এন্টি আওয়ামী লীগ কি করবে? জনগণ তখন কোন পক্ষে যাবে? তারা দেশে ভারতের তাবেদার সরকার মানবে কি? বাংলাদেশ কি তবে স্বাধীণতা হারাচ্ছে? অনেকে বলছে ভারত বাংলাদেশ গিলে খেলেও হজম করতে পারবে না।

অনেকে বলছে ভারত বাংলাদেশ দখল করবে না। আমরা সেটাই চাই। তবে আমরা ভারতের তবেদারী চাই না। ভারত বাংলাদেশের কোন সরকারকে ক্ষমতায় রাখছে, এমণ কথা শুনলে ঘৃণা লাগতো।বাংলাদেশ থেকে অনেক ছোট রাষ্ট্র ইসরাইল অনেক শক্তিশালী। বাংলাদেশের শক্তি কতটা আছে? শক্তি যাই থাকুক এ জাতি চির স্বাধীনতা প্রিয়। সুতরাং স্বাধীনতা হারালে তারা স্বাধীনতার জন্য লড়বেই।সোনাগাজী বলছে যুদ্ধ হলে আমি যুদ্ধ করতে পারব না। আমার যুদ্ধ করা আসলে কোন বিষয় না। যুদ্ধ সবাই করেও না। তবে অনেকেই যুদ্ধ করে। যুদ্ধ করার মত এমন অনেকেই আমাদের দেশে আছে। তাদেরকে হয়তা পাকিস্তান ও চীন সহায়তা করবে।সিরিয়ার যুদ্ধে অনেক দেশ যুদ্ধ করতে গিয়েছে। আমাদের দেশে অন্য দেশ যুদ্ধ করতে আসবে না সেটা কেমন করে বলি? আমাদের দেশে তালেবানরাও আছে। এরা বছরের পর বছর যুদ্ধ চালিয়ে যাওয়া গুষ্ঠি। আফগানিস্তানে অবশেষে আমেরিকা বিরক্ত হয়ে এদের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে বিদায় গ্রহণ করেছে।

বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে খুব একটা ভালো বলা যাবে না। এর জন্য আওয়ামী লীগের দায় কম নয়।তাদের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্যই এন্টি আওয়ামী লীগ কঠিনভাবে গা ঝাড়া দিয়েছে। আর তাতে আওয়ামী লীগ ছিঁটকে ভারত গিয়ে পড়েছে। তাতে ভারকের জ্বালা বেঝেছে। তারা হুঁসে-বেহুঁসে নানান কথা বলছে। বাংলাদেশীরাও নানান কথায় তাদের কথার জবাব দিচ্ছে।সোনাগাজী বলছেন দেশটা ইয়েমেন হয়ে যাচ্ছে।আমাদের অবস্থা কি? চেয়ে চেয়ে দেখছি। আমাদের করার কিছু নাই।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১:০৩

কামাল১৮ বলেছেন: আর্মির।আর্মিকে নির্দেশ দিয়েছে আমেরিকা।

২৮ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১:০৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: ট্রাম্প ক্ষমতায় বসলে কি তবে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরবে?

২| ২৮ শে ডিসেম্বর, ২০২৪ ভোর ৪:৪৪

জিকোব্লগ বলেছেন:



সোনাগাজীর মত মিথ্যাবাদীর কথা আপনার মত লোক ক্যান যে গুরুত্ব দেন, বুঝি না !
এই ধরণের গুরুত্বও আপনার বিশ্লেষণ ভুল হওয়ার দিকে সহজেই নিয়ে যাবে।

২৮ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ৮:০৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: মিথ্যাবাদীও সব কথা মিথ্যা বলে না। সেখানেই টেনশন।

৩| ২৮ শে ডিসেম্বর, ২০২৪ ভোর ৫:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




এর জন্য দায়ী লোভী দালালরা ।
যারা সরকারী চাকরিতে মুক্তিযোদ্ধা পরিবারকে বাদ দেয়ার ষড়যন্ত্রমূলক আন্দোলনের নামে দেশটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে।

ভয়ানক মিথ্যাবাদীও জানে শেখ হাসিনার সময়ে দেশেরা উন্নতি হয়েছে। আজ যে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করেন এটা তারই অবদান।

মেট্ররেল, পদ্মা সেতু, ফ্লাইওভার, এক্সপ্রেস ওয়ে এমন হাজারো উন্নয়নমূলক কাজের সাথে তিনি মিশে আছেন।

২৮ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ৮:১০

মহাজাগতিক চিন্তা বলেছেন: তবে আওয়ামী লীগও জনগণের কিছু অপছন্দের কাজ করেছে।

৪| ২৮ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৪৪

রাসেল বলেছেন: শুধুমাত্র একটি রাজনৈতিক দলকে অপরাধী করার লক্ষ্য হইতেছে; অরাজকতার কারণ খোঁজে বের না করা, অরাজকতা বিরামহীন ভাবে চলা, অপরাধীকে শাস্তির আওতায় না আনা, সর্বোপরি দেশের উন্নয়ন না হওয়া।

২৮ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৫২

মহাজাগতিক চিন্তা বলেছেন: ভালো বলেছেন।

৫| ২৮ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:২১

শিশির খান ১৪ বলেছেন:

২৮ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:২৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: যে কান্ড ঘটেছে তাতে এটা ঠিক আছে।

৬| ২৮ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:২৩

শিশির খান ১৪ বলেছেন: উপরের ছবিটা বদলায়া এটা দেন গদি মিডিয়ার ছবি দিয়েছেন কেন ? নাকি আপনি আগেই ভালো ছিলাম গ্রূপের লোক ?

২৮ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:৩১

মহাজাগতিক চিন্তা বলেছেন: এখনো ঘটনা একটাই সেটা হলো শেখ হাসিনাকে তাড়ানো গেছে। তবে পট পরিবর্তনের অরাজক পরিস্থিতি এখনো রয়ে গেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.