নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

ছোট বাংলাদেশ দখল করে ছেড়ে যেতে হবে বড় বাংলাদেশ

২৯ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৫




মিঠুন বলেছেন বাংলাদেশ দখল করতে ভারতের এক দিন লাগবে না। মিঠুনের কথা সিনেমায় সম্ভব, বাস্তবে সম্ভব না। কাদের সিদ্দিকী বলেছেন, ভারত একদিনে বাংলাদেশ দখল করতে পারলেও একশ বছরে বাংলাদেশ হজম করতে পারবে না। এদিকে পাকিস্তান তাদের দেশের প্রাক্তন অংশের পক্ষে থাকার কথা বলেছে। পাকিস্তানের কথা হলো, তারা যখন বাংলাদেশ তাদের দখলে রাখতে পারেনি তখন তারা বাংলাদেশ ভারতের দখলে যেতে দিবে না। এদিকে চীন ও রাশিয়া বাংলাদেশের বড় পাওনাদার। বাংলাদেশ বেহাত হলে তারা পাওনা আদায় করবে কোথা থেকে? সুতরাং তারাও তাদের দেনাদারের পক্ষে থাকার কথা।সুতরাং মিঠুনের কথা অবাস্তব হওয়ার কথা। পাকিস্তান বলেছে তারা বাংলাদেশকে এটমবোমা দিয়ে হেল্প করবে। এক ব্লগারের সেটা বুঝে আসেনি। বাস্তবে বিষয়টা কঠিন নয়। কারণ পাকিস্তান তাদের দেশ থেকেই ভারতের টার্গেটে বোমা মারতে পারবে।তারপর একান্তই যদি যুদ্ধ হয় তবে বাংলাদেশ তাদের মানচিত্র বাড়িয়ে নিবে।এটা আমার অনুমান।আর বাংলাদেশ ভারতের চিকেন নেক দখলে নিতে পারলে তাদের সেভেন সিস্টার তাদের থেকে আলাদা হয়ে যাবে। তবে বাংলাদেশের সাথে ভারতের শত্রুতা তাদের একটি বড় বাজার হারানোর কারণ।

ভারতের লোকেরা আমাদেরকে অসম্মান করে কথা বলে এটা আমাদের কষ্টের কারণ।আমরা অন্যতম একটি প্রধান ভাষার বড় প্রতিনিধি। সেই হিসাবে ভারত আমাদেরকে সম্মান করতে পারে। গায়ে বড় হলেই কেউ সম্মানের পাত্র হয় না। গায়ে ছোট হলেও হীরা অনেক দামী। ছোট হলেও আমরা সেই কহিনূরের মতই দামী। নিজেদেরকে দামী ভাবতে আমাদের অনেক ভালো লাগে। সেইস্থানে ব্যাঘাত সৃষ্টি করায় আমাদের দেশে ভারত বিদ্বেষ আছে।উম্মুক্ত স্থানে ত্যাগকরা জাতি বড় হলেও সভ্যতায় তারা বড় নয়।

আমি যুদ্ধের কথা বলি না। আমি যদি যুদ্ধ হয় সেই কথা বলি। যা হবার নয় সেটাও অনেক সময় হয়। সেজন্য আত্মরক্ষার প্রস্ততি থাকা ভালো। আমি ভারতকে ট্রানজিট দেওয়ার পক্ষে। তাতে আমরাও যদি ট্রানজিট পাই তবে ক্ষতি কি। আমরা নেপাল ও ভুটানের ট্রানজিট নিয়ে তাদের সাথে বানিজ্য বাড়াতে পারি। আমাদের একটি দরকারী পণ্য বিদ্যুৎ। ভারতের ট্রানজিটে আমরা সেটা সহজে পেতে পারি। ভারতকে বন্দর সুবিধা দিয়ে আমাদের রাষ্ট্রীয় আয় বাড়লে সমস্যা কোথায়?

মোটের উপর গুতাগুতি জিনিসটা ভালো না।ভারত আমাদের সুপ্রতিবেশী হয়ে থাকুক। তবে আমাদের থেকে তারা প্রভুত্ব কামনা করলে সেটা মানা যায় না। ভারত আমাদের নিকট পণ্য বিক্রি করে আমাদেরকে খোঁটা দেয়। এটা একটি অযৌক্তিক কান্ড। দাম দিয়ে মাল কিনে খোঁটা শুনতে হবে কেন? ইত্যাদি বিবিধ কারণে আমার তাদেরকে নিম্নমানের মানসিকতার জাতি মনে হয়। জানি না এরপর উনকোটি আমাকে কি কথা শুনাবে? এরা সব সময় এদের ভাগের কথাই বলে থাকে।

মন্তব্য ৪৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৮:০২

শাহ আজিজ বলেছেন: উচিত কথা বলেছেন , স্বার্থের বদলে স্বার্থ ।

২৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৮:১০

মহাজাগতিক চিন্তা বলেছেন: গিলে খাওয়ার চিন্তা বাদ দিয়ে লেনা-দেনা চলুক অবিরাম। গিলে লেখে পেট ফুকো করে বেরিয়ে যাওয়ার মত জাতি আমরা।

২| ২৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৮:০৮

শাহ আজিজ বলেছেন: মিঠুন কি বাংলা মদ ছাইড়া গাঞ্জা ধরছে ?

২৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৮:১৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: সে সিনেমার সাথে বাস্তবতাকে গুলিয়ে ফেলেছে।

৩| ২৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৮:১২

মেঘনা বলেছেন: রবি ঠাকুরের একটা গান আছে - জনগণমন - এই গানের একটা লাইনে এইরকম - পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ -,
আসলে পাঞ্জাব থেকে বঙ্গ এবং হিমালয় থেকে ভারত মহাসাগর এই ভুভাগি হচ্ছে ভারতীয় সভ্যতা। আধুনিক যুগের ভারত পাকিস্তান নেপাল ভুটান বাংলাদেশ শ্রীলংকা এই ভারতীয় সভ্যতারই অংশ এবং তা সেই মহাভারতের যুগ থেকে।

কাজেই একজন বাঙালি হিসেবে আমি ভারতীয় সভ্যতাকে গালিগালাজ করতে পারি না। ঐতিহাসিক সাংস্কৃতিক এবং নৃতাত্ত্বিক ভাবে বাংলা বৃহত্তর ভারতীয়ই অংশ। যেমন বাংলা ভাষার উৎপত্তি ভারতীয় ভাষা পরিবার থেকেই। ফলে একজন বাঙালি হিসেবে আমি ভারতীয় সভ্যতার অংশ, আরবি সভ্যতার অংশ না।

২৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৮:১৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: কিন্তু উম্মুক্ত স্থানে নদীর পাড়ে ত্যাগ করা সভ্যতা না। আমার ছাত্রী প্রিয়াংকা তার শ্বশুরের পিন্ডি দিতে ভারত গিয়ে সেখান থেকে দেশে ফিরে নাক সিঁটকাতে সিঁটকাতে শেষ।

৪| ২৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৮:১৪

সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশ বিষয় নিয়ে সবাই এমন উত্তেজনা ছড়াচ্ছে বলার বাইরে। সবাই ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে।

২৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৮:২১

মহাজাগতিক চিন্তা বলেছেন: একজন টয়লেটে ঢুকে দেখে সামনে লেখা ডানে তাকান, ডানে লেখা বামে তাকান, বামে লেখা পিছনে তাকান, পিছনে লেখা উপরে তাকান, উপরে লেখা এমন চুদর বুদুর করেন ক্যান। বুবু ভারত যাওয়ার পর থেকে সেই চুদুর বুদুর চলছে। আপনার মন্তব্য সাধারণত আমার পছন্দ হয় না। এ মন্তব্য কোন রকম চালিয়ে দেওয়ার মত হওয়ায় না মুছে রেখে দিলাম।

৫| ২৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৮:১৬

সাইফুলসাইফসাই বলেছেন: সঠিক কথা

২৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৮:২৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: মিঠুন বা ভারতের কিছু লোক যা ভাবছে তা আমার নিতান্তই অবান্তর ভাবনা বলে মনে হয়।

৬| ২৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৪২

সাড়ে চুয়াত্তর বলেছেন: বরিশালের বাঙ্গাল মিঠুন পাক্কা ভারতীয় হয়ে গেছে। মাতৃভূমির প্রতি বিন্দুমাত্র ভালোবাসা নেই। রাজনীতিতে গেলে সবার আগে বিবেক বেচতে হয়।

২৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৩১

মহাজাগতিক চিন্তা বলেছেন: বাংলাদেশের সক্ষমতা বিষয়ে মিঠুনের মধ্যে ভুল ধারণা বিদ্যমান।

৭| ২৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:২৩

শায়মা বলেছেন: মিঠুন যে এত বড় বেঈমান জানতাম না। :(

২৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৩৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: সেই বাংলা যখন পরাধীন তবে এই বাংলা কেন স্বাধীন থাকবে- মিঠুনের মাঝে সেই ভাব না বিদ্যমাণ।

৮| ২৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৩৮

শায়মা বলেছেন: সে নিজেই ঐ বাংলায় পরাধীন! থাকুক সেখানেই......

২৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৪২

মহাজাগতিক চিন্তা বলেছেন: কিন্তু সে চায় এ বাংলার গলাতেও দিল্লির জিঞ্জির পরানো হোক। তারপর আমাদের দেশ শাসন করুক মদীর মত কোন চা বিক্রেতা।

৯| ২৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৪৪

ঊণকৌটী বলেছেন: মিঠুন কি ভারত সরকারের কেউ ? আপ্নের মতই একজন আম আদমি ,আপনিও তো বলছেন হ্যাঁন করবেন তেন করবেন ভারতের সাথে তো দোষের কি ? আর ভারত কে কি ভুতে কিলইছে ? বাংলাদেশ দখল করে 500 বছর পিছিয়ে যেতে, আরে না না নিশ্চিন্ত থাকেন ভারত তার তিন দিকের বর্ডার আর একদিকের সমুদ্র পুরোপুরিই লক করে দিতে চলেছে, শুধুমাত্র বাংলাদেশি দের হাত থেকে বাঁচার জন্য |

২৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১১:২৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: বাংলাদেশীদের হাত থেকে ভারতের আত্মরক্ষার দরকার নাই। তারা শুধু বাংলাদেশীদের সুপ্রতিবেশী হলেই চলবে। তারা শুধু এক দলের অভিভাবক না হয়ে সব দলের অভিভাবক হলে ভালো করবে।বড়দের শ্রদ্ধা পেতে ছোটদের স্নেহ করতে জানতে হয়। ভারত যা করে সেটাকে পক্ষপাতিত্ব বলে।

১০| ২৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৪৪

শায়মা বলেছেন: মোদী চা বিক্রেতা আর উনি মানে মিঠুন নিজে ছিল সব্জী বিক্রেতা। এমন তো চাইবেই ......

২৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৩০

মহাজাগতিক চিন্তা বলেছেন: ঠিক তাই। যে যেমন তার মেন্টালিটি সেরকম।

১১| ২৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৫১

ঊণকৌটী বলেছেন: মোদী বলুন আর মিঠুন তারা তো আম জনতা মানে সাধারণ পরিবারের একজন, আপনের দেশে রাজনৈতিক ব্যাক্তি তো সব এলিট পরিবারের, গরীবের দুঃখ তারা কি করে বুঝতে পারবে |

২৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৩১

মহাজাগতিক চিন্তা বলেছেন: আম জনতা হলেও গিট্টু বাজানোর মত কথা বলা ঠিক না।

১২| ২৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১০:০২

ঊণকৌটী বলেছেন: মহাজাগতিক দিল্লির জিঞ্জির পরাতে হয়না, আপনি রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তাই পত্রিকা বা ভাষণে বুঝতে পারবেন না | দিল্লির জিঞ্জির টা নিজেদের স্বার্থে নিজেরাই গলায় পরে নে, ওইসব আপ্নের মত ক্ষুদ্র মস্তিষ্কের মানুষ বুঝতে পারবেন না |

২৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৩৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমরা আমাদের ক্ষুদ্র মস্তিষ্কে মাথা উঁচু করে বাঁচতে চাই। পরাধীনতার মহামস্তিষ্ক আমাদের দরকার নাই।

১৩| ২৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৩৫

কামাল১৮ বলেছেন: ভুল বলে নাই।টিভিতে তার অনেক অনুষ্ঠান দেখে'ছি।বুদ্ধিসুদ্ধি আছে মনে হয়।

২৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৩৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: বুদ্ধি করে কেউ এসব গাঁজাখুরী কথা বলে নাকি?

১৪| ২৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৪৪

ঊণকৌটী বলেছেন: কিছু লোক বিশেষ করে মহাজাগতিক বেশ কিছু দিন ধরে যুদ্ধ যুদ্ধ খেলায় মেতেছে, একটা অশিক্ষিত লোক জানে যুদ্ধ কি কয় প্রকার?

২৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৪০

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমি ভারতীয়দের উস্কানির প্রতিবাদ করি। সেই সাথে তাদেরকে সভ্যতা শিখানোর চেষ্টা করি। তাদের মাথায় সেনিটেশনের ভাবনা আসুক সেই কামনা করি। এরা আমাদের দেশ দখল করলে তাদের ত্যাগের মহিমায় আমাদেরকে অতিষ্ট হতে হবে।

১৫| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১২:২৩

ঊণকৌটী বলেছেন: চালুনি বলে সূচ কে তোর কত বড় ছেঁদ্য, social মিডিয়া তে আসে ঢাকা যে একটা মল মত্রের রাজধানী, যে যেখানে খুশি মুত্র ত্যাগ করছে, রাস্তা ঘাটে মানুষ হাঁটতে পারছে না, মানুষের মতো মানুষ হলে আগে নিজের দেশের জন্য খাটেন,কিছু করেন, অন্যের ছেঁদা না খুঁজে নিজের ছিদ্র মেরামত করেন, চেষ্টা করেন মানুষ হবার | সর্বোপরি যে যতোই বলুক আপনি একটা ফালতু মানুষেরই থেকে যাবেন যার মধ্যে কোন যুক্তি বিচার ইতিহাস জ্ঞান নেই, বর্তমান পরিস্থিতি জানেনা, তার সাথে কথা বলা অর্থহীন |

৩০ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ৭:২৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: মূত্র ত্যাগের চেয়ে মল ত্যাগ অধিকতর জঘণ্য।

১৬| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১২:৪৮

কামাল১৮ বলেছেন: এটা তো চরম সত্যি কথা যদি ভারত চায়।কিন্তু ভারত এমন দেশ না।
চার দিনে কলকাতা দখল করার কথা হলো গাজাখুরি কথা।

৩০ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ৭:২৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: ভারতের ইচ্ছায় বিশ্ব চলে না। এমন কি তাদের ইচ্ছায় তাদের প্রতিবেশীরাও চলে না।

১৭| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১২:৫৮

ঊণকৌটী বলেছেন: এইটাই চরম সত্য, ভারতের মানুষ স্বপ্নই ভাবে না, বাংলাদেশের সাথে ভারত কে মিলবে |

৩০ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ৭:২৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: বেশী অহংকার ভালো না। এ অহংকারের কারণেই প্রতিবেশীদের মধ্যে কেউ বন্ধু নয়।

১৮| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ রাত ২:০৩

চারাগাছ বলেছেন:
মিঠুন চক্রবর্তীর মত অনেকেই সামু ব্লগিং করে, কমেন্ট করে।
চোখ কান খোলা রাখলেই ধরতে পারবেন।

৩০ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ৭:৩০

মহাজাগতিক চিন্তা বলেছেন: মিঠুন নিজেকে মস্ত বড় তাল গাছ মনে করলেও বাস্তবে সে আগাছা।

১৯| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ ভোর ৪:৫৫

জিকোব্লগ বলেছেন:



আপনাকে ভারতের বাংলাদেশকে দখল ও বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ লাগা নিয়ে বেশ একটিভ দেখা যাচ্ছে।
কারণ কি ?

এটার তো হিসেব সহজ, দেশে মীরজাফর না থাকলে , ভারত হাজার চেষ্টা করেও বাংলাদেশ দখলেও নিতে পারবে না ,
সুবিধাও নিতে পারবে না। উল্টা বাংলাদেশ দখলে বিন্দুমাত্র চেষ্টা করলেই, ভারত ভেঙেচুরে চুরমার হয়ে যাবে।

কিন্তু দেশে অনেক বেশি মীরজাফর আছে।তার মানে কী, ভারত বাংলাদেশের দখল নিবে ! এটাতো বোকার চিন্তা।
দখল না করেই যদি দখলের চেয়ে বেশি সুবিধা পাওয়া যায়, দখল করার ঝামেলা নেওয়ার কীবা দরকার! ভারত ঠিক
এটাই অনুসরণ করছে।

৩০ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ৭:৩২

মহাজাগতিক চিন্তা বলেছেন: শেখ হাসিনার ক্ষমতা হারানোয় বিনা দখলে সুবিধা গ্রহণে ছেদ পড়েছে কিছুটা।

২০| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ ভোর ৬:২৯

ইফতেখার ভূইয়া বলেছেন: মোদীর পা চাঁটা কুকুরগুলো খুব বেশী ঘেউ ঘেউ করছে, এর চেয়ে বেশী কিছু নয়। ওসব কথা নিয়ে খুব বেশী মাথা ঘামানোর দরকার আছে বলে আমার মনে হয় না।

৩০ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ৭:৩৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: কিন্তু কুকুর থেকে সাবধান! এ কথা অনেক স্থানে দেখতে পাওয়া যায়।

২১| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:২৩

রূপক বিধৌত সাধু বলেছেন: রাজনীতি করলে উল্টোপাল্টা প্রলাপ বকতে হয়। না হলে আলোচনায় থাকা যায় না। এসব নিয়ে মাথা ঘামানোর কিছু নেই।

৩০ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:৫২

মহাজাগতিক চিন্তা বলেছেন: ওরা আমাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করে এটাই কষ্টের বিষয়।

২২| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৫২

রাজীব নুর বলেছেন: চাচাজ্বী, এটা সিরিয়াস কিছু না। মিঠুন কথার কথা বলেছেন।

৩০ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:৫৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: কথার কথাতেও উস্কানি মূলক কথা বলা ঠিক না।

২৩| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৫৯

অরণি বলেছেন: মিঠুন বাস্তবতাকে সিনেমা ভাবছে; মারবে ভারতে লাশ পড়বে বাংলাদেশে :D :D :D :D :D .....

৩১ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:০১

মহাজাগতিক চিন্তা বলেছেন: ঘটনা সেরকমই মনে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.