|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 মহাজাগতিক চিন্তা
মহাজাগতিক চিন্তা
	একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
 
  
সরল মন, হিংসাবিহীন, সকালের রোদ, দুপুরের ছায়া
বিকালের নদীতির, সন্ধারাতের তারা, জোনাকির আলো
রাতের ঘুম, ভোরের জেগে উঠা, হালকা মেঘ
এক ফসলা বৃষ্টি, শিউল ঝরা ঘাসের শিশির তুমি।    
তোমার হাত ধরে হাটার অর্থ- দীগন্তে অবারিত যাত্রা
পথে পথে কাশফুল, অবিরাম বয়ে চলা ঝর্ণা ধারা
শিশুদের হুল্লোড়, বৃদ্ধের নির্মল হাসি
রাস্তায় ঝরা কাঁঠাল চাঁপা এবং আবারিত শান্তির উৎসব।
তোমার সাথে বসে থাকা সময় অন্তহীন প্রাপ্তি
সার্থক জীবনের পায়রাদের ঝাঁক বেধে উড়া
এখানে সারাটি বছর শুধুই বসন্ত ঋতু
যাতে জমে থাকে সুখ, যা শেষ হয় না কোনক্রমে।
 ৪ টি
    	৪ টি    	 +১/-০
    	+১/-০  ০৮ ই জানুয়ারি, ২০২৫  রাত ৯:১০
০৮ ই জানুয়ারি, ২০২৫  রাত ৯:১০
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার মন্ত্ব্য পেয়ে আমি ধন্য।
২|  ০৯ ই জানুয়ারি, ২০২৫  সকাল ১১:১৬
০৯ ই জানুয়ারি, ২০২৫  সকাল ১১:১৬
সাইফুলসাইফসাই বলেছেন: খুব ভালো লাগলো
৩|  ০৯ ই জানুয়ারি, ২০২৫  সকাল ১১:৪৫
০৯ ই জানুয়ারি, ২০২৫  সকাল ১১:৪৫
রাজীব নুর বলেছেন: চাচাজ্বী কেইসে হে আপ?
©somewhere in net ltd.
১| ০৮ ই জানুয়ারি, ২০২৫  সন্ধ্যা  ৭:১১
০৮ ই জানুয়ারি, ২০২৫  সন্ধ্যা  ৭:১১
খায়রুল আহসান বলেছেন: সুখ সুখ অনুভূতি দিয়ে গেল এই সুখের কবিতাটি। কোমল, মনোরম।