![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
আকাশে উড়েই তারা ক্রমাগত চলে
আরোহী চালক যাত্রা ঠিকানা বিহীন
লক্ষ্য অলক্ষ্যে হারায় এমনি স্বাধীন
তারা সব গুণধর ধরার উপর।
অপরে তাড়িয়ে তারা কত কথা বলে
সর্বত্র ছড়িয়ে দেয় কামনা রঙ্গীন
ক্রমাগত বেজে চলে ভাবনার বীন
বাস্তব এখনো শূন্য ফানুস বহর।
এখানে বাঘের মত বিড়ালের দল
দেখায় যেমন হোক মিউ মিউ ডাক
অকাজের কাজী দেখি তাদের সকল।
মুর্তি ও ছবির প্রতি আক্রশের হাঁক
দিয়ে তারা কলকলে করে কলরব
তাতেই কতেক সুখ করে অনুভব।
# কবিতা প্রকৃতি: অন্তমিল সনেট
# অন্তমিল: কখখগ কখখগ ঘঙঘঙ চচ
০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৪৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: ওটুকু হলেই তো চলে না। কাজের কাজ তো কিছু করতে হবে।
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৫৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সাধু, সাধু, সাধু।
অসাধারণ হয়েছে।
০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৫৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার অনুরোধে লিখলাম।
৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:০৭
সৈয়দ কুতুব বলেছেন: দারুণ লিখেছেন। প্রতিটি শব্দ বর্তমান বাস্তবতার সাথে মিলে যায়।
০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:১৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: এখানে প্রতিনিয়ত কাল্পনিক গল্প তৈরী হয়। সেই সব গল্প বাস্তবতার মুখ দেখে না।
৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:১৮
রানার ব্লগ বলেছেন: বিড়ালের পশমে ডিপথেরিয়া হয় । আঁচরে জলাতংক হতে পারে ।
০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:৩১
মহাজাগতিক চিন্তা বলেছেন: দেখা যাক শেষতক কি হয়? এদেশে ভালো কিছু হতেই চায় না।
৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:১৩
আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর এক সনেট কবি দা
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:৩৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: উৎসাহ প্রদানের জন্য ধন্যবাদ কবি।
৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:৫৮
শায়মা বলেছেন: বাঘের মত বিড়াল!!
ঠিকই আছে তো! বিড়াল তো বাঘের মাসী। একই গোত্রের।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:৩৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: কিন্তু বিড়াল ও বাঘের ডাকে হেরফের আছে।
©somewhere in net ltd.
১|
০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: আক্রোশ তো ন্যায্য ।
সুন্দর হয়েছে।