![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
মায়ানমার ভাঙ্গার দারপ্রান্তে বিদ্যমাণ। সেখানে আরাকান নামে একটা দেশ হতে যাচ্ছে। ভারতেও কিছু এলাকা প্রদেশ হতে দেশ হওয়ার চেষ্টায় আছে।খালিস্তান এর অন্যতম। ইদানিং মনিপুরেও একই ঘটনা দেখা গেছে। এভাবে একদা সোভিয়েত রাশিয়া ভেঙ্গে গিয়েছিলো।আমাদের দেশেও কিছু লোক ভারত ভাঙ্গার ইচ্ছা পোষণ করে বলে মনে হয়। তাদের উদ্দেশ্য বড় শক্তির চেয়ে ছোট শক্তিকে প্রতিবেশী হিসাবে পাওয়া। বড় শক্তি একটা সমস্যা। বড় শক্তি রাশিয়া খামছে ইউক্রেনের কিছু অংশ মুখে পুরে বসে আছে। এদিকে আমেরিকা গ্রিনল্যান্ড ও গাজা চাচ্ছে। পুচকে গাজা ইসরায়েলের গ্রাস হতে আমেরিকার গ্রাসে পরিণত হয় কিনা দেখার বিষয়। আমাদের এখানেও ভারতের গ্রাসে পরিণত হওয়ার ভয়ে কিছু লোক ভারত বিরোধী। এ অযুহাতে কিছু লোক একাত্তরে স্বাধীনতা চায়নি। এতকাল জনগণ এদেরকে প্রতিহত করেছে। সুযোগ বুঝে আওয়ামী লীগ এদেরকে নির্মূলের মিশন বাস্তবায়ন করার চেষ্টা করেছে। কিন্তু জনগণ আওয়ামী লীগকে পরিত্যাগ করায় উল্টা তারা আওয়ামী লীগ নির্মূলের মিশন বাস্তবায়ন করার চেষ্টা করছে।
এক লেংড়া লোক হেঁটে বাড়ি যেতে পারছিল না বলে রামের নিকট একটা ঘোড়া চাচ্ছিল। বৃটিশ অফিসারের ঘুড়ী বাচ্চা দেওয়ায় সে তার ঘুড়ীর বাচ্চা লেংড়া লোকটার ঘাড়ে চাপিয়ে দিল। লেংড়া তখন কেঁদে কেঁদে বলছিল, উল্টা চমজিলিওরে রাম।আমাদের দেশে এমন উল্টা-পাল্টা কান্ডই ঘটছে। গণতন্ত্রের মানস কন্যা-জননেত্রী শেখ হাসিনা, গণতন্ত্রের যা হাল করলেন, তার জন্য তাঁকে দেশ ছেড়ে পালিয়ে ভারতে যেতে হয়েছে। তারপর তিনি ভারতে বসে যা বলছেন, তাতে দেশে অনেক ভঙ্গা-ভাঙ্গী চলছে। ভারতের উপর ক্ষোভে তাদের কেউ কেউ ভারত ভাঙ্গার চিন্তা করছে।
আওয়ামী লীগ ও ভারত ট্রাম্পের অপেক্ষায় ছিল। এখন ট্রাম্প ভারতীয়দেরকে হাতে হ্যান্ডকাপ ও পায়ে শেকল পরিয়ে ভারতে পাঠাচ্ছে। এরা ভারতকে তৃতীয় শ্রেনীর দেশ বানিয়ে দিল। এদিকে শেখ হাসিনার হুংকারের প্রতিধ্বনি হয় না। তাঁর হুংকার এখন হারিয়ে গিয়ে বিরোধী শিবিরে পড়ে তাঁর সমর্থকদের বারটা বাজায়।অভিনেত্রী শাওন আছেন সেই সমস্যায়। অদ্ভুত আঁধার এক আওয়ামী লীগকে ঘিরে ধরেছে। কেউ কেউ শেখ হাসিনাকে আয়না ঘরে পাঠানোর কথা বলছে। কেউ কেউ বলছে তাঁকে ধরা দেওয়া উচিত। কিন্তু তাতে জেল হত্যার আশংকা আছে। পঁচাত্তরে এমন ঘঠনা এদেশেই ঘটেছে।
অনেকে অনেক কথা বলছেন। তাঁদের কথায় মন্তব্য করা কঠিন। কারণ অতীতে আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়ে ছিল। অনেকে বলছে এবার আর তারা ঘুরে দাঁড়াতে পারবে না।সময়ে দেখা যাবে ঘটনা আসলে কি হয়? কারণ মানুষের চিন্তার বাইরেও অনেক কিছু ঘটে।
০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৮:১২
মহাজাগতিক চিন্তা বলেছেন: বুলডোজার কোথা থেকে এল এ বিষয়ে আমার মনে একটা প্রশ্ন ছিল। আওয়ামী লীগ বিএনপির উপর অনেক অত্যাচার করেছে। সেই প্রতিক্রিয়ার অংশ হয়ত এ বুলডোজার। এরা এতগুলো বছর মা ছেলেকে মিলতে দেয় নাই। আওয়ামী লীগ যা করেছে তার কিছু রিটার্ন তারা পেলে কি আর করা যাবে?
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১:০৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ভারত কি বাংলাদেশ ভাঙ্গার স্বপ্ন দেখছে?
০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৮:১৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: ভারত বাংলাদেশ না ভেঙ্গে পুরোটাই নিয়ে নিতে চায়। বাংলাদেশকে দেখলে মনে হয় কেউ ভারতের মানচিত্র থেকে কিছু অংশ খেয়ে নিয়েছে।
৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১:১৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সৈয়দ কুতুব ভাই@
জানার আগ্রহ থেকে জানতে চাইছি, ৩২ নম্বর ভাঙচুরের ঘটনায় বিএনপি নেত্রীর বুল্ডোজার সরবরাহ, ঘটনায় বিএনপির লিড দেয়ার তথ্য আপনি কোথা থেকে পেলেন? আমি গতকাল থেকেই টিভি, ইউটিউব দেখছি, অনলাইনেও চোখ রাখছি, কোথাও বিএনপির নাম শুনি নি। আপনার কমেন্ট দেখার পর ইউটিউব ও অনলাইন খুঁজেও পেলাম না, বরং পেলাম - গণতন্ত্রকে ধ্বংস করতে ও আগামী দিনে গণতন্ত্রের যাত্রার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে এ ধরনের বিশৃঙ্খলা। এর পেছনে ভারতের কোনো হস্তক্ষেপ আছে কিনা তা দেখতে হবে। (বিএনপির মেজর হাফিজের বক্তব্য)। লিংক। এর বাইরে আমি কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপে আছি, যেখানে এ ধরনের খবর আলোচিত হয়, সেখানেও পাই নি।
আমি কোনো রাজনৈতিক দলের কর্মী না, সমর্থকও না, যেটা ন্যায় ও উচিত বলে মনে করি, সেটা বলার চেষ্টা করি। আমার স্ট্যান্ড থেকেই জানতে চাওয়া। ধন্যবাদ।
০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৮:১৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: ক্রিয়ার প্রতিক্রিয়া থাকে, এটা বিজ্ঞানের কথা।
৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১:২৯
সৈয়দ কুতুব বলেছেন: সোনাবীজ@ আপনার জানার অধিকার আছে। বিএনপি নেত্রী আয়শা আক্তার দিনা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর নারায়নগঞ্জের সিটি করপোরেশন থেকে বুলডোজার সরবরাহ করেছেন। তিনি ১০,১১ ও ১২ নং ওয়ার্ড এর মহিলা কাউন্সিলর।
সোনাবীজ@বিএনপির একটি পেইজে আমি দেখেছি সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন দায়িত্ব নিয়েছিলেন বূলডোজার আনার। বিএনপির গ্রীন সিগন্যাল ছাড়া কেউ ভাঙতে যায় নি। আজকে নারায়ণ ডিসি অফিস সহ সারাদেশে অনেক ভাংচুর হয়েছে বিএনপি নেতৃত্বে।
০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৮:১৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: অনেক ক্ষেত্রে মন্তব্য করা কঠিন হয়ে পড়ে।
৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ ভোর ৪:৫৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৮:২০
মহাজাগতিক চিন্তা বলেছেন: তৃণমূল আওয়ামী লীগ মনে করেছে, একবার ক্ষমতা ছাড়া দরকার, কিন্তু হাই কমান্ড সেটা মনে করেনি। ফলাফল ক্ষমতা থেকে বিতাড়িত।
৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:৪১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সৈয়দ কুতুব ভাই@
রিপ্লাইয়ের জন্য অনেক ধন্যবাদ। আমাকে কি একটু খবরের লিংকগুলো দেবেন প্লিজ?
০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: বিএনপির বেহিসাবে কোন কাজ করা ঠিক হবে না।
৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:০৭
রাজীব নুর বলেছেন: মন্তব্য না করাই উত্তম।
০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: মন্তব্য না করে ভালোই করেছেন।
৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৩৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
তিনি বাংলাদেশের ইতিহাসে সব চেয়ে বড় ফ্যাসিস্ট হয়ে দেখা দিয়েছেন।
কোন আমলেই এতো বেশী অরাজকতা আর খারাপ কাজ হয়নি।
উনার জন্য একরাশ ঘৃণা।
০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: শেখ হাসিনা/ইউনুস, কার কথা বললেন?
৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:১১
সাড়ে চুয়াত্তর বলেছেন: বাংলাদেশীরা নিজেরা নিজেরা কামড়াকামড়ি না করে দেশকে অর্থনৈতিকভাবে ভারতের চেয়ে এগিয়ে নিয়ে যেতে পারলে ভারত আমাদের ব্যাপারে নাক গলানোর হিম্মত দেখাবে না। হাসিনার মত নতুন কেউ ভারতের কাছে দেশ বিক্রি করে দিতে চাইলে জাতীকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করতে হবে।
০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমাদের প্রতি দিল্লির শকুন দৃষ্টি চিরকাল ছিল, আছে এবং থাকবে।
১০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৪২
সাড়ে চুয়াত্তর বলেছেন: ভারত কাগজের বাঘ। হাসিনার কারণে তারা এতো কিছু করতে পেড়েছে। আমরা ঠিক থাকলে ভারত কিছুই না। ভারতের সমস্যার অন্ত নাই।
০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৫০
মহাজাগতিক চিন্তা বলেছেন: ভারত কাগজের বাঘ। তাদের হুংকার থেকে আপনি কি মিউ ধ্বনি শুনতে পাচ্ছেন?
১১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৫৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: ভারতের দৌড় ঐ হুঙ্কার পর্যন্তই। এতো ভয় পেলে চলবে না।
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৫৭
সৈয়দ কুতুব বলেছেন: আওয়ামী লীগ শেখ পরিবারের নেতৃত্বে আর ঘুরে দাড়াতে পারবে না। ফ্রেশ কেউ আসলে তখন দেখা যাবে। বিএনপির নেত্রী বুলডোজার সরবরাহ করেছেন। বিএনপির কি দরকার ছিলো গতকালের ঘটনায় লিড দেয়ার? ক্ষমতায় গেলে প্রশাসন দিয়ে সাইজ করতে পারতো নাম এত অস্থির কেন?