নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
২০০৬ সালে যারা রাজপথে পিটিয়ে মানুষ মেরেছে লগি-বৈঠার সেই লড়াকু সৈনিকেরা এখন কোথায়? ১৯ বছর ব্যাবধানে তারা সব কোথায় হারিয়ে গেল? তাদের হাত ধরে ১/১১ এর সরকার এসে বিএনপির কোমর ভেঙ্গে দিল।তারপর আপা এসে আগষ্ট বিপ্লবের বীর সেনানীদের পাখির মত মেরে ফেল্লেন। তারপর জামায়াত নেতাগণ একে একে হারিয়ে গেলেন।২০২৪ এ আপা ভারতে বেড়াতে গেলেন। এদিকে কারা যেন ধানমন্ডি ৩২ নম্বর ভেঙ্গে ফেলল।এত ঘটনার পরেও ২০০৬ সালের লগি-বৈঠার দেখা মিলল না।
কেউ কেউ বলছে তারা আসবে গুটি গুটি পায়। এদিকে কারা যেন তাদের পিতার বাড়ী ভাঙ্গার পর তাদের পিতার মাজার ভাঙ্গার স্বপ্ন দেখে। তারা জাতির পিতা কথাটায় তাদের পিতার নাম নিলে ক্ষেপে যায়। তারা বলছে, আপা হাজার হাজার ছাত্র-জনতা মেরেছে, হাজার হাজার ছাত্র-জনতাকে পঙ্গু করেছে। কিন্তু আপা বলছেন, তিনি কি দোষ করেছেন? কেউ কেউ বলছে অন্যরা দোষ করে আপার ঘাড়ে দোষ চাপাচ্ছে। এত কিছুর পরেও লগি-বৈঠার খোঁজ নাই।
লগি বৈঠার লোকেরা ভেবেছে একটা বদলে অনেক লগি-বৈঠা পাওয়া যাবে। নতুন লগি-বৈঠায় ঘটবে নতুন বিপ্লব। কিন্তু আপার লোকেরা সব টাকা মেরে খেয়েছে।লগি বৈঠার লোকেরা নতুন লগি-বৈঠা পায় নাই। পুরাতন লগি-বৈঠাও ঘুনে খেয়ে নিয়েছে। সেজন্য ২০২৪ এ রাস্তায় লগি-বৈঠার দেখা মিলেনি। আপার লোকেরা মনে করেছে লগি-বৈঠা আর লাগবে না। দরকার প্রয়োজনে মদি আছেন। কিন্তু বার্ধক্যে ধরা মদি আপার আতিথ্য নিয়ে ব্যস্ত। তিনি হয়ত ভাবছেন আপার পিতার বাড়ী ও মাজার দরকার প্রয়োজনে আপা পরে বানিয়ে নিবেন। আপার তো টাকার অভাব নাই।
আপার লোকেরা পরে বলল, যা করার ট্রাম্প করবেন। কিন্তু জনাব ট্রাম্প গ্রীনল্যান্ড নিয়ে ব্যস্ত। আপা ভাবলেন তিনি আবার হুংকার দিলে লগি-বৈঠা রাস্তায় নামবে। কিন্তু উল্টা বুলডোজার রাস্তায় নেমে তাঁর পিতার বাড়ী ভেঙ্গে দিল। বুলডোজার চালক দল বলছে ভাঙ্গা-ভাঙ্গী চলবে। কেউ কেউ বলল, তারপর কি ভাঙবে? কেউ কেউ বলল, তাপর ভারত ভাঙবে। ভারত বলল, যা বলার আপা বলেছে, ভারত বলেনি। এখন ভারত ভাঙ্গা বিষয়ে গবেষণা চলছে। কেউ কেউ বলছে। ভারত ভাঙ্গা কঠিন। হয়ত তাদের কথা ঠিক। কারণ কেউ জোর দিয়ে তাদের কথার বেরোধীতা করছে না।
অনেকে বলছে লগি-বৈঠার লোকেরা ঘুমিয়ে আছে। তারা জেগে উঠে বিরোধী পক্ষের বারটা বাজাবে। আপা তাদেরকে জাগানোর চেষ্টা করছে। কিন্তু আপার জাগানোর চেষ্টায় বুলডোজার পার্টি জাগছে। কতকাল এমন চলবে আল্লাহ মালুম। এদিকে অনেকে লগি-বৈঠার অপেক্ষায় আছে। তারা বলছে, ভাসবে আবার নৌকা। বিরোধী পক্ষ বলছে নৌকার কবর হবে, কারণ নৌকা ভাসলে তাদের খবর আছে।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৫০
মহাজাগতিক চিন্তা বলেছেন: ইতিহাস বিদায় বলে না, ইতিহাস বলে আবার দেখা হবে। ২০২৪ যেন ২০০৬ এর উল্টা হয়ে ফিরে এসেছে।
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৩৬
সৈয়দ কুতুব বলেছেন: আপা মুক্ত না হলে আওয়ামী লীগের সামনে করুণ পরিণতি অপেক্ষা করছে।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৫২
মহাজাগতিক চিন্তা বলেছেন: আওয়ামী রীগ আপা মুক্ত হতে পারবে কি? সোহেল তাজ মনে হয় চেষ্টা করছেন। তবে তাঁর সাফল্যের বিষয়ে আমি নিশ্চিত না।
৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:২৪
সাইফুলসাইফসাই বলেছেন: আমি দেখেছি লগি বৈঠার বর্বরতা
ধ্বংস হোক ডুবে যাক চিরতরে এই নৌকা
০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৪০
মহাজাগতিক চিন্তা বলেছেন: অবশেষে খুন উৎসবের পর তাদের পতন হলো।
৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৪৭
কলিমুদ্দি দফাদার বলেছেন: লগি-বৈঠা একটি নিষ্ঠুর রাজনৈতিক আন্দোলন ছিল! বিএনপির লাগাতার দুর্নীতি, হাওয়া ভবন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নির্বাচন নিয়ে টালবাহানা, ভুয়া ভোটার তালিকা জামাতের নিরব ভুমিকা এবং বিরোধী দলের নেতা কর্মীদের উপর হামলা মামলা আওয়ামী লীগ কর্মীদের এই পাশবিক নির্মম আন্দোলন করে। কিন্তু সাধারণ জনগন রাস্তায় না নামলে ও এক রকম সায় ছিল। এই জন্য ওয়ান ইলেভেন সরকার আওয়ামী নেতা কর্মীদের বিরুদ্ধে তেমন কোন একশেন নেয় নী।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:১৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: তারপর তারা যেটার বিরুদ্ধে আন্দোলন করে ছিল সেটা তারা নিজেরাই করে ছিল। তারপর অতিষ্ট জনগণ রাস্তায় নামলে তারা তাদেরকে পাইকারী হত্যা ও আহত করে ছিল। এখন চলছে সেইটার প্রতিক্রিয়া।
৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৫০
গহীনে রক্তক্ষরণ বলেছেন: লগি-বৈঠার এই কু-রাজনীতি যারা প্রতিষ্ঠিত হতে দিয়েছিল, সেই গাদ্দারগুলো ১/১১ এর কুশীলব বলে পরিচিত । তারা সবাই কিন্তু চিহ্নিত । অথচ আজ পর্যন্ত তাদেরকে বিচারের মুখোমুখি করা হয়নি । ১/১১ এর কুশীলবরাই বাংলাদেশে হাসিনার ফ্যাসিবাদ কায়েম হতে দিয়েছে । এই দেশকে ভারতের পদতলে পিষ্ট হতে সহায়তাকারী সেইসব কুশীলবরা এই বাংলার মাটিতে কি করে এখনো বুক ফুলিয়ে চলছে ? আওয়াজ তুলুন । ওদরেকে ধরে সাইজ করা হলে দেখবেন, এখনো যেসব কুকুরগুলো ঘেউ ঘেউ করছে, তাদের ঘেউ ঘেউ বন্ধ হয়ে যাবে । এই রাষ্ট্র যারা পরিচালনা করেছে, তারা বার বার ভুল করেছে । আর কোন ভুল হতে দেবে না এখনকার জনগন । বড়ই সজাগ আছে জাতি ।
৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:৩৮
কামাল১৮ বলেছেন: প্রতিক্রিয়ারও প্রতিক্রিয়া আছে।একটি পক্ষ সম্পূর্ণ নিশ্চিহ্ন না হওয়া পর্যন এই চক্র চলতেই থাকবে।৭৫ এর পর থেকে এটাই দেখে আসছি।গনতন্ত্র আর আমরা পেলাম না।
৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:০৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: শেখ হাসিনা পুনরায় ক্ষমতায় আসতে হলে সামরিক ক্যু করে আসতে পারে। কিন্তু মনে হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে সেটা সম্ভব হবে না। আরেকটা রাস্তা হল নির্বাচনে জিতে। কিন্তু শেখ হাসিনা আর তার পাণ্ডারা এখন যা করছে সেটা চালিয়ে গেলে নির্বাচন করে ক্ষমতায় আসা সম্ভব হবে না। হাসিনা আরেকটা জিনিস চাচ্ছে সেটা হ্ল দেশে গৃহযুদ্ধ লাগিয়ে দিয়ে বাইরের রাষ্ট্রের (ভারত বা আন্তর্জাতিক শক্তি সমুহ) হস্তক্ষেপ। কিন্তু সে এখানে হিসাবে ভুল করেছে। বাঙালিকে তার বাবাও চিনতে পারেনি সেও পারেনি। বাঙ্গালীকে সে এবং তার বাবা সব সময় আন্ডারএসটিমেট করেছে। বাঙ্গালী জাতে মাতাল তালে ঠিক। এই দেশে হাসিনা এবং তার পাণ্ডারা গৃহযুদ্ধ লাগাতে পারবে না। আসলে হাসিনার মাথা খারাপ হয়ে গেছে।
৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৫৬
আদিত্য ০১ বলেছেন: কাগু এই লগি বৈঠার আগের ঘটনা ভুলে গেছেন, আপনার বয়স হইছে কিন্তু ভুলে যান যেইটার উত্তর আপনি দিতে পারবেন না। ২০০৪-এ আপনার প্রিয় জামাত বিএনপি যে আওয়ামীলীগের ওপর বোমা মারলো, শত শত আওয়ামীলীগ কর্মী নেতা মারা গেলো, ঐটা আপনি ভুলে গেছে, বাহ কাগু বাহ,২০০৬ আপনার প্রিয় নেত্রী খালেদা ও আপনার প্রিয় নেতা রাজাকার পাকি দোসর দেইল্ল্যা , নিজামীরা তাদের মসনদ ছেড়ে নির্দলীয় তত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা দিতে চাইলো না। তাদের আজ্ঞাবহ গোলাম রাষ্ট্রপতি ইয়াজুদ্দিনকে তত্বাবধায়কে মসনদে বসায় দিলো, বিএনপি জামাতের আজ্ঞাবহ গোলাম রাষ্ট্রপতি ইয়াজুদ্দিন নিজেকে তত্বাবধায়ক সরকার প্রধান ও রাষ্ট্রপতি ঘোষনা করলো, আর ওইদিকে আপনার প্রিয় আপোষী ভণ্ড নেত্রী নির্বাচনী প্রচারে বের হইলেন। থাকবে নির্দলীয় তত্বাবধায়ক সরকার, কিন্তু আপনার প্রিয় আপোষী ভণ্ড নেত্রী নিজের আজ্ঞাবহ গোলাম রাষ্ট্রপতি ইয়াজুদ্দিনকে রেখে নির্বাচনে জয়ী হোয়ার পায়তারা শুরু করলেন।
এগুলা কাগু কেমনে ভুলেন? নিজের বেলায় শোল আনা। বয়সে চুলে পাকলেও নিজের তাল গাছ ঠিকই চিনেন। এগুলা উত্তর দেন। ২০০১-২০০৬ আপনার বয়স ৪০-৫০ ছিলো। সেই সময় ভুলে গেছেন। ভুলবেনই আপনার প্রিয় মানুস ছিলো,
আমার প্রশ্নের উত্তর দিবেন, লগি বৈঠা সাধে আইছে।
৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৫৯
জুল ভার্ন বলেছেন: লগি-বইঠা বাহিনী এখন ইন্ডিয়া বসে আবারও চেষ্টা করছে- সেই পরিস্থিতি তৈরি করতে।
১০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:০৩
আদিত্য ০১ বলেছেন: আপনাদের ভন্ডামী দেখলে আসলেই মনে হয় আপনারা ফেরেশতা, কোন দিন কিছু করেন নাই, ৩/৪ দিন ধরে যে ঘরে আগুন দিতেছে, এইটা আপনাদের কোন কিছু মনেই হয় না। তাইনা। অন্যায় হইলে আইন বিচার আছে, কিনুত লাগাতার আগুন দিচ্ছে্, আরও ঘড় বাড়ি পুড়িয়ে দিচ্ছে, স্থাপনা ভেঙ্গে ফেলছে। মানে এগুলা আপনাদের কাছে খুব ভালো, তাইলে বিচার ব্যবস্থা রাখছেন কেন, বিচার ব্যবস্থা বাদ দিইয়ে আপনাদে লেলিয়ে দেওয়া কুকুর দিয়ে সব শেষ করেন। শেষ তো করতেছেনই। সব কিছুর শেষ আছে।
এই কয় দিন কি হইছে। আওয়ামীলীগ ৫ বছর হোক আর ১০ বছর হোক বা ২০ বছর হোক, ক্ষমতায় আসলেই তখন এর প্রতিশোদ কিভাবে নিবে। ৩২ ভাংলো কেন, ঐটা কি ক্ষতি করছে। এরপর আওয়ামীলীগ ক্ষমতায় এসে যখন জিয়ার কবর বা শফিকে বাড়ি বা খালেদার বাড়ি ভাঙ্গবে, আগুন দিইয়ে পুড়াবে তখন কেমন লাগবে?
©somewhere in net ltd.
১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:২৫
এ পথের পথিক বলেছেন: যারা লগি বৈঠার বর্বরতা দেখেনি তাদের জন্যঃ ২৮ অক্টোবর ২০০৬ আওয়ামী তান্ডব (লগি বৈঠা) পর্ব-১
২৮ অক্টোবরঃ ২৮ অক্টোবর বর্বরতা