![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
ছাত্র-জনতার তাড়া খেয়ে নৌকা বহর এখন ছত্রভঙ্গ। নৌকা বহর যেন কুলে ভিড়তে না পারে সেজন্য কুলের পাহারায় আছে ছাত্র-জনতা। ছ’মাসেও ছত্রভঙ্গ নৌকা বহরের কোন উন্নতি নাই। পলাতক মাঝিদের ঘর-দোর এখন ভেঙ্গে ফেলা হচ্ছে। আগে তারা বলেছে মদি তাদেরকে কুলে ভিড়িয়ে দিবে। পরে তারা বলেছে ট্রাম্প তাদেরকে কুলে ভিড়িয়ে দিবে।সময়ের সাথে তাদের আশাগুলো কাল্পনিক মনে হচ্ছে।
১৯ বছর আগে লগি বৈঠার বীরত্ব দেখা গিয়েছিলো। তারপর থেকে তাদের বিরোধীরা মৃতপ্রায় অবস্থায় ছিল।লগি-বৈঠার লোকেরা খেলা হবে খেলা হবে বহুবার বললেও কেউ তাদের সাথে খেলতে আসেনি। তারপর ছাত্র-জনতা খেলতে আসলে তারা পালিয়ে প্রাণে বাঁচে। তাদেরকে গর্ত থেকে বের করতে তাদের ঘর-দোর ভাঙ্গা হচ্ছে। কিন্তু তারা তাদের বিরোধীদের মতই মৃত প্রায় অবস্থায় বিদ্যমাণ। এতকাল খেলার জন্য এত্ত হাঁকাহাঁকি করার পর এখন তারাই খেলতে আসছে না। সম্ভবত তাদের বীরত্বের সেই সব লগি-বৈঠা ঘুনেধরে নষ্ট হয়ে গেছে। সেই জন্য তারা এখন খেলতে আসতে সাহস পাচ্ছে না। সুতরাং সাহসী মাঝি এবং নতুন লগি-বৈঠা প্রয়োজন। তাহলে কুলে এসে ছাত্র-জনতার সাথে ফাইট করে কুলে উঠা যাবে।
কিছু সংখ্যক নৌকার মাঝি বস্তা বস্তা টাকা নিয়ে সরে পড়েছে। প্রধান মাইয়া মাঝি এখন ভারতে পলাতক। ছিঁচকাদুনে সে মাঝির চোখের জলে আগে অনেক কাজের কাজ হয়েছে। এখন ছাত্র-জনতার প্রচুর রক্ত ঝরার কারণে চোখের জলে আর কোন কাজ হচ্ছে না। এখন রক্তের বদলে রক্ত ঢালা দরকার। কিন্তু বস্তাভরা টাকার চোরেরা রক্ত ঢালতে নারাজ। তারা ভাবছে তারা রক্ত ঢাললে তাদের চোরাই টাকা কে খাবে? চোরাই টাকা ভাগ যারা পায়নি তারা ভাবছে তারা কেন রক্ত ঢালবে? সুতরাং ছাত্র-জনতার সাথে খেলায় তারা অবিরত গো-হারা হারছে।
তাদের হাতে বেসুমার টাকা। সেই টাকা দিয়ে তারা প্রচুর নতুন লগি-বৈঠা সংগ্রহ করে কিছু সাহসী মাঝির হাতে তুলে দিতে পারলে ছাত্র-জনতার সাথে তারা খেলায় সামিল হতে পারে। জয়-পরাজয় পরের হিসাব। মালেক উকিল একসময়ে নৌকার হাল ধরে ছিল। কিন্তু পরে তাঁর কথা কেউ মনে রাখেনি। এমন অবস্থার অবতারণা করা হয়েছিল যে যেন একজন একাই সব করেছে। কিন্তু নৌকা বহর একজন মাঝি দ্বারা সম্ভব নয়। দিনে দিনে জমেছে বহু দেনা এখন করতে হবে শোধ। পাওনা দারের হট্টগোলে পলাতক সকল মঝি। লগি-বৈঠার কোন খবর নাই। জনাব কাদের একবার বলে ছিলেন, এমন অবস্থা হলে একশত বছরেও উদ্ধার হবে না। পাশের দেশ নোয়াখালীতে জন্ম নেওয়া সেই মহামনিষীর কথাই কি অবশেষে ফলতে চলেছে? তাহলে এখন যারা পলাতক তারা আর কোন দিন সুদিন দেখবে না।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:১১
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমি পরিস্থিকি পর্যবেক্ষণ করছি। ভাগ্নে যুবলীগ নেতা বলেছিল, মামা আমাদেরকে একবার ক্ষমতা থেকে নামতে হবে। তাই বলে তাদের এমন দূরবস্থা হবে সেটা ভাবতে পারিনি। বিষয়টা ওবায়দুল কাদের বুঝতে পেরেছেন।
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:০৫
সৈয়দ কুতুব বলেছেন: ছোট কালে নির্বাচনী মৌসুমে স্লোগান শুনতাম " লা ইলাহা ইল্লাহ নৌকার মাঝি তুই আল্লাহ "। কিন্তু আমার ব্যক্তিগত মতামত আল্লাহ তাদের প্রতি নাখোশ আছেন এখন।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:১২
মহাজাগতিক চিন্তা বলেছেন: রক্ত ঝরলে আল্লাহ নাখোশ হন।
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৩৪
এ পথের পথিক বলেছেন: লগি, বৈঠা, লৌকা সাথে তাদের লৌকার মাঝি লেত্রি সব ঝৈ বাংলা হয়ে গেছে ।
১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:৩৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: এমন অবস্থা তাদের আগেও হয়েছে।
৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ ভোর ৫:২৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ছাত্র-জনতা বলতে আপনি কী বুঝেন?
১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:৩৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: যাদের কারণে সাবেক মাননীয় প্রধানমন্ত্রী ভারতে বেড়াতে যেতে বাধ্য হয়েছেন তারাই ছাত্র জনতা।
৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৮:৪৯
অগ্নিবাবা বলেছেন: আওয়ামীলীগ ক্ষমতাচ্যুত হইয়া প্রমান করিল যে বাংলাদেশে আওয়ামীলীগের বিকল্প আর কোনো দল নেই।
১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:৩৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: তাহলে এরা ক্ষমতা চ্যূত হলো কেন?
৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:২৩
রাজীব নুর বলেছেন: চাচাজ্বী আপনি আসলে কি বলতে চাচ্ছেন?
১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৪৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমি বলতে চাচ্ছি আওয়ামী লীগের সুদিন ফিরে আসা জটিল হিসাবের মধ্যে রয়েছে।
৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:১৪
অগ্নিবাবা বলেছেন: চাচাজী, বোঝেন নাই, একটু অন্যভাবে বলি তাহলে, আওয়ামীলীগকে ক্ষমতাচ্যুত করিয়া এই ছয়মাসে আপনারা প্রতিনিয়ত কামড়াকামড়ি করে বুঝাইয়া দিতাছেন যে আপনাগো শান্ত করতে একজন ঘাড়কাত ফ্যাসিস্ট হাসিনাই লাগবো। আর ছয়মাস আপনাগো হাতে ক্ষমতা থাকলে আপনারা গৃহযুদ্ধ শুরু করবেন। এই ফাকে র আর পাকিরা কয়েক ট্রাক অস্ত্র আপনাগো উপহার দিলে তো কথাই নাই, নারায়ে তাকবির হইয়া হজ্ঞলে বেহস্তের দিকে ফাল দিবেন।
১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৫১
মহাজাগতিক চিন্তা বলেছেন: গৃহ যুদ্ধের সম্ভাবনা দেখছি না।
৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৫৬
আমি ব্লগার হইছি! বলেছেন: কিছু করা লাগবে না। দেশের মানুষ বুঝুক আওয়ামীলীগ ছাড়া কেমন দেশ চলে। যদি ভালো চলে তাহলে কোন কথা নেই, আর যদি আগের চেয়ে খারাপ অবস্থা হয় তাহলে মানুষ ই তাদের ডেকে নিয়ে আসবে। কবে কে কোটার জন্যে গুলি খেয়েছিলো মানুষ মনে রাখবে না। বিএনপির আমলে সারের জন্যে, বিদ্যুতের জন্যে মানুষ গুলি খেয়ে মরেছিলো মানুষ কি মনে রেখেছে? মৌলবাদিদের দেশ ব্যাপী বোমা হামলার প্রতিবাদ করে গিয়ে আওয়ামীলীগের জনসভায় রাস্ট্রীয় ব্যাবস্থাপনায় গ্রেনেড হামলা করে ওদের নেতাকর্মীকে হত্যা করা হয়েছিলো, মানুষ কি এখন ঐসব চিন্তা করে? ভালো করে দেশ চালাতে পারেলে আওয়ামীলীগ নিয়ে আতংকিত হওয়ার কিছু নেই।
১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৫৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: সুন্দর মন্তব্য।
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:৫৪
আদিত্য ০১ বলেছেন: কুলে যেহেতু ভিড়তে পারছে না, আপনার মতই মহাজাগতিক মাঝি কিন্তু মহাজগতের পাওয়ার দিয়ে কুলে ভিড়াতে পারেন। কারন আপনার আসলেই টান আছে।