![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
ছাত্রদের ডাকে সাড়া দিয়েছে জনতা। তাতে যা ঘটল তাতে বিশ্ব অবাক হয়েছে। তাতে আমেরিকা ২৯ মিলিয়ন ডলার অর্থায়ন করেছে বলে শুনা যাচ্ছে। সাথে যুক্ত ছিল পাকিস্তান-এটাও অনেকের অভিমত। কিন্তু আমি প্রাথমিকের যে ছাত্রদের উল্লাস দেখেছি সেটা একটা ভাববার বিষয়। নিশ্চয়ই তাদের পরিবারে সরকার বিরোধী আলোচনা ছিল। যেটা সরকার দমাতে পারেনি। সেজন্য সরকার পতনে এমন বাধ-ভাঙ্গা উল্লাস দেখা গেছে।
৭৪ এ আমি ছোট ছিলাম। বড়দেরকে বলতে শুনতাম- শেখ মুজিব ভাষন দেয় ভাত দেয় না। একটা ডায়ালগ ছিল- ভাত দে হারামজাদা, না হয় মানচিত্র চাবায়া খাব। ভাত বিহীন মানচিত্র কোন কাজের না। ৭৫ এ জাতির জনকের হত্যার পর জনগণকে কাঁদতে দেখলাম না। আওয়ামী লীগও প্রকাশ্যে কাঁদেনি গণরোষের ভয়ে। বহুকাল পর বহুকাল ক্ষমতায় থেকে আওয়ামী লীগ আবার গণরোষে পড়েছে।এবার তাদেরকে যারা তাড়িয়েছে তাদেরকে ছাত্র-জনতা বলা হচ্ছে। তাদের পক্ষ থেকে একটা দল গঠনের প্রক্রিয়া চলছে। এ ক্ষেত্রে আমার প্রস্তাব-স্টুডেন্ট পাবলিক পার্টি (ছাত্র-জনতা পাটি)- এসপিপি গঠিত হোক। তাদের মার্কা হোক কলম। যে কলম দিয়ে তারা জাতির ইতিহাস নতুনভাবে লিখবে।
আগত নির্বাচনে বিএনপি ও জামায়াত জয়ী হওয়ার বিষয়ে আশাবাদী। সুযোগ পেলে আওয়ামী লীগও জয়ী হওয়ার আশা ছাড়ছে না। জয়ী হতেই ছাত্র-জনতার দল গঠিত হচ্ছে। আমি চাই সুষ্ঠ নির্বাচন। তাতে আওয়ামী লীগ জয়ী হলেও স্বাগত জানাব। জনগণ হাসিনাকে ভোট দিলে কার বাপের কি? অনেক লোক জড় হয়ে হাসিনাকে তাড়া দিয়েছে, জানে বাঁচতে তিনি পালিয়ে গেছেন। তাতে গোটা জাতি তাঁর পক্ষ ত্যাগ করেছেন, এটা প্রমাণ হয় না। একাত্তরে জামায়াত পালিয়ে গিয়েছিল। এখন তারা ক্ষমতার আশা করে। ২০০৯ সালে জামায়াত-বিএনপি জোট আড়াইশ আসন আশা করে পেয়েছে ৩০ টি। এবার উভয় দল একাই দুইশর বেশী আসন আশা করছে। কেউ কেউ বলছে জামায়াত এক শূন্য বাদ দিয়ে ২০ টি আসন পেতে পারে।
আগত নির্বাচনে বিএনপি জয়ী হতে পারে। ছাত্র-জনতা পার্টি ২য় হলে পরের বার তাদের জয়ী হওয়ার সম্ভাবনা থাকবে। জনগণের মনভাব থেকে বুঝা যাচ্ছে তারা বিএনপিকে আরেকটা সুযোগ দিতে চায়। আওয়ামী লীগও বিএনপিকে একটা সুযোগ দিতে চায় বলে তাদের কারো কারো নিকট থেকে শুনলাম।কারণ বিএনপির বিরুদ্ধে আন্দলনে তারা সব সময় সফল। তারা বলছে এবার বিএনপি আসলে পরের বার আবার তারা ক্ষমতায় আসবে। ক্ষমতায় আসা-থাকায় অনেক সমীকরণ মিলাতে হয়। তাতে ভুল হলে ক্ষমতায় আসাও যায় না এবং ক্ষমতায় থাকাও যায় না।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:৫৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: তাদের ছাত্ররা আমাদের ছাত্রদের মত হতাশায় ভোগেনি। সরকার কর্মসংস্থান তৈরী করেনি। ছাত্ররা বেকার ছিল। তারা সরকার তাড়ানোর একটা কাজ পেয়ে ব্যাপক সাড়া দিয়েছে। সরকার পালিয়ে যাওয়ার পর সুযোগ বুঝে তারা দেশ চালাচ্ছে। সামনে নির্বাচনে তারা জয়ী হয়ে তাদের দেশ চালানোর মেয়াদ বাড়াতে চায়। এবার তাদের সে আশা পূরণ না হলেও ভবিষ্যতে তাদের আশা পূরণ হতে পারে। তত দিনে তাদের বয়স বাড়বে এবং কাজে তারা আরো পরিপক্ক হবে।
২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:৫৫
সৈয়দ কুতুব বলেছেন: ছাত্র-সরকার-জনতা পার্টি !
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:৫৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: পার্টির নামে সরকার যুক্ত হওয়া লজিক্যাল নয়।
৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৩৩
ধুলোপরা চিঠি বলেছেন:
যখন ছোট ছিলেন, শুনেছিলেন যে, শেখ ভাত দেয় না; এখনো কি ধারণা ওটাই আছে, নাকি শেখকে নিয়ে ধারণা বদলায়েছে?
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:২৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: তাঁর প্রতি জনরোষ সেকালেও ছিল এবং একালেও আছে। নির্বাচন বিষয়ে তাঁর কন্যার আচরণ অন্য আর সবার মত আমারও ভালো লাগেনি। তাঁর প্রতি আমার ধারণা ভাল, তবে তাঁর দলের প্রতি আমার ধারণা ভাল না। তাঁর দোষ তিনি তাঁর দল নিয়ন্ত্রণ করতে পারেননি। এবার বিএনপি জয়ী হলেও দল নিয়ন্ত্রণ করতে না পারার অপরাধে তাদেরকে আবারও হারতে হবে। এ দলটি একাধারে পাঁচ বছরের বেশী ক্ষমতায় থাকেনি। তবে যারা পাঁচ বছরের বেশী ক্ষমতায় ছিল তাদের সে থাকা ছিল জবরদস্তি থাকা।আর আপনি যে সব প্রশ্ন করছেন আমি এসব প্রশ্নকে কোন দরকারী প্রশ্ন মনে করি না।
৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৪২
ঢাবিয়ান বলেছেন: ২৯মিলিয়ন ডলার ছাত্রদের দিয়েছে কে বলল? এই টাকা পেয়েছে এঞ্জিওগুলো।
ইউ এস এ আইডি টাকা দিয়েছে অনেকগুলো আমেরিকান এনজিওকে যেমন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালকে, এন ই ডিকে, ওয়ার্ল্ড ভিশন, আই আর আই, আই এফ ই এসকে। গত আট বছরে দিয়েছে ২১ মিলিয়ন ডলার।
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, বা আই আর আই, তারা কাদের সঙ্গে কাজ করেছে? ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল কাজ করেছে ববি সিদ্দিকীর সি আর আইয়ের সাথে। আই আর আই জরিপ করেছিলো যা বলেছিলো হাসিনা খুবই জনপ্রিয়।
ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের টাকায় করা সি আর আইয়ের প্রজেক্টের view this link সুত্র ঃ পিনাকি ভট্টাচার্য
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৩০
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমেরিকার অর্থায়ন হাসিনার পক্ষে হয়ে থাকলে, তিনি আমেরিকার বিপক্ষে কথা বলেছিলেন কেন?
©somewhere in net ltd.
১|
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:৫০
ধুলোপরা চিঠি বলেছেন:
জাপান, জার্মানী, কানাডা, সুইডেন, দ: কোরিয়া কি ছাত্ররা চালচ্ছে? ওদের ছাত্ররা কি করে?