নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

চিরায়ত প্রেমের স্নিগ্ধ আলপনা

০৪ ঠা মার্চ, ২০২৫ দুপুর ২:১৯



সেই তার ভাবনা যেন এক ঝাঁক চঞ্চলা সুন্দরী ললনার দল
আমি উদ্ভ্রান্তের মত তাদের সাথে ছুটে চলি প্রেমের কাননে
সম্মহনের রঙ্গিন প্রজাপতি উড়ে সেথা এ ফুল ও ফুল দলে
ভালোলাগার ভ্রমরের গুঞ্জনে নিজেরে হারাই তার সৌরভে।

একাই সে যেন শত জনের রূপের পসরা মেলে আমায় ডাকে
কাছে আস কাছে আস কাছে আস না- রেশম পালক তার
স্বরের আবহে প্রেম কাননের ফুলের পাপড়ী ঝরে অবিরত
মুগ্ধতায় আমি মূর্চিত হয়ে পড়ে থাকি সেথায় অনেক সময়।

সে যখন থাকে তখন আমার সুখ সাগরের জল আছড়ে পড়ে
শান্তির সৈকতে- সেথায় আনন্দের বালুচরে ঝিনুকের মুক্তা
আহরিত হয় শত শত। তাদের মালায় তাকে সাজিয়ে দেখি
দৃষ্টি থেমে থাকে তার মাঝে চিরায়ত প্রেমের স্নিগ্ধ আলপনায়।

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০২৫ দুপুর ২:৩৩

সৈয়দ কুতুব বলেছেন: দারুণ হয়েছে।

০৫ ই মার্চ, ২০২৫ সকাল ১০:৩৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: উৎসাহ প্রদানের জন্য ধন্যবাদ।

২| ০৪ ঠা মার্চ, ২০২৫ বিকাল ৩:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা

০৫ ই মার্চ, ২০২৫ সকাল ১০:৩৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: উৎসাহ প্রদানের জন্য ধন্যবাদ।

৩| ০৫ ই মার্চ, ২০২৫ রাত ১:৩২

কামাল১৮ বলেছেন: গাজী সাহেবের মন্তব্য আশা করছিলাম।

০৫ ই মার্চ, ২০২৫ সকাল ১০:৪০

মহাজাগতিক চিন্তা বলেছেন: এটি তাঁর দৃষ্টি এড়িয়ে গেছে কিনা কে জানে?

৪| ০৫ ই মার্চ, ২০২৫ ভোর ৬:৫৪

সামিয়া বলেছেন: ভালো লাগলো

০৫ ই মার্চ, ২০২৫ সকাল ১০:৪১

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার ভালোলাগলো জেনে আমারো ভালো লাগলো।

৫| ০৫ ই মার্চ, ২০২৫ সকাল ১০:২৮

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

০৫ ই মার্চ, ২০২৫ সকাল ১০:৪১

মহাজাগতিক চিন্তা বলেছেন: উৎসাহ প্রদানের জন্য ধন্যবাদ।

৬| ০৫ ই মার্চ, ২০২৫ দুপুর ২:০৪

এইচ এন নার্গিস বলেছেন: চমৎকার ।

৭| ০৫ ই মার্চ, ২০২৫ দুপুর ২:৪৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: বাহ সুন্দর কাব্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.