নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

একদিন সোনা ঝরা রোদে

১০ ই মার্চ, ২০২৫ দুপুর ২:১৮



এভাবেই একদিন সোনা ঝরা রোদে
হেঁটেছি দু’জন পাশাপাশি খানিকটা পথ
হঠাৎ বৃষ্টি এসে ভিজিয়ে দু’জনে
একরাশ ভালো লাগা হৃদয়ে জড়ায়।

তুমি তাকালে এমন করে ভাবছি সে চোখ
দেখেছি এমন আর মনেই পড়ে না
সে দৃষ্টির স্নিগ্ধতায় আলোড়ন তোলে
আমায় ভাসিয়ে নেয় শান্তির সাগরে।

দু’জন ভাসছি স্রোতে উথালপাথাল
বাতাস বুলায় গায়ে কোমল পরশ
তোমায় দেখছি যত বিমহিত হই
সুন্দরী এমন হলে বাঁধা পড়ে মন।

মন্তব্য ১০ টি রেটিং +৬/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০২৫ দুপুর ২:২৭

খায়রুল আহসান বলেছেন: বাহ, বেশ তো!
মনোরম, স্নিগ্ধ কবিতা।

১০ ই মার্চ, ২০২৫ দুপুর ২:৪৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার মন্তব্য আমার জন্য অনেক বেশী প্রেরণার।

২| ১০ ই মার্চ, ২০২৫ দুপুর ২:৪৩

সৈয়দ কুতুব বলেছেন: দারুণ হয়েছে কবিতা।

১০ ই মার্চ, ২০২৫ দুপুর ২:৪৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: উৎসাহ প্রদানের জন্য ধন্যবাদ।

৩| ১০ ই মার্চ, ২০২৫ দুপুর ২:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো

১০ ই মার্চ, ২০২৫ দুপুর ২:৫০

মহাজাগতিক চিন্তা বলেছেন: বিতার আসরে আপনার উপস্থিতি আসরের সৌন্দর্য বৃদ্ধি করে।

৪| ১০ ই মার্চ, ২০২৫ বিকাল ৪:৪২

রূপক বিধৌত সাধু বলেছেন: দারুণ হয়েছে।

বিমোহিত সংশোধন করে নিন।

১০ ই মার্চ, ২০২৫ রাত ৮:১৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: সংশোধন করে দিয়েছি।

৫| ১০ ই মার্চ, ২০২৫ রাত ৮:০২

কাঁউটাল বলেছেন: কাকার যৌবন কালের কাহিনী

১০ ই মার্চ, ২০২৫ রাত ৮:১৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: স্পাউজের গুরুত্ব সবসময় সমান থাকতে হয়। নতুবা বুড়ো কালেও ডিভোর্স কান্ড ঘটে যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.