![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
অনেকে ভারত প্রেম বেশী করতে গিয়ে দেশের বিরোধীতা করে। অনেকে ভারত বিরোধীতা করতে গিয়ে অনেক বড় প্রতিপক্ষের মোকাবেলার পরিবেশ তৈরী করে।ভারত-আমেরিকার মোকাবেলা করতে গিয়ে আমরা আমাদের কাজটা ঠিক কখন করব? আমরা আমাদের কাজটাই যদি না করি তবে আমাদের উন্নতি ঠিক কিভাবে হবে?
আমাদের দেশটা খুবই ছোট। আমাদের দক্ষ জনবলের বড় অভাব। ভিক্ষুকের জ্বালায় বাজার করতে কষ্ট।আমরা জাস্ট টিকে আছি। বড় প্রতিপক্ষের সাথে লড়াই করে আমাদের কতটা লাভ? অথবা আমরা আমাদের দেশটা কি অন্যকে দিয়ে দেব? তারাতো আমাদের থেকে লাভ করবে। তাহলে তো আমাদের দূরবস্থা আরো বাড়বে। সুতরাং আমাদের লাগবে সমঝোতা।
ইসলামী রাষ্ট্র হতে হলে আমাদেরকে অনেক বেশী শক্তিশালী হতে হবে এবং সেটা সব দিক থেকে।দূর্বল রাষ্ট্র ইসলামী রাষ্ট্র হয় না, এটা আমাদেরকে বুঝতে হবে। ইসলামী রাষ্ট্র চল্লিশ বছর ছিল। তাতেও ফিতনা ছিল নিজেদের মধ্যেই। ইসলামী রাষ্ট্র করার পর অনিসলামী রাষ্ট্র সমূহ আপনাকে পরিত্যাগ করলে আপিন একা চলতে পারবেন তো? আল্লাহ অপারগের উপর কাজের দায় চাপিয়ে দেন না। দেখি কি হয়? আপনার কৌতুহল মিটাতে গিয়ে জাতির বারটা বাজবেন কি? তারচে যা সম্ভব সেটা করা সঠিক নয় কি?
ইসলাম মানে শান্তি। মাথামোটা লোক দিয়ে শান্তি হয় না। আগে শান্তির জন্য যোগ্য লোক তৈরী করুন। তারপর শান্তির চেষ্টা করুন। ইসলাম হলো যতটুকু পারবেন করবেন, এর বাইরে নয়। প্রশাসনে এমন লোক পাঠান যারা ঘুষ খায় না। ঘুষ খোর দিয়ে আপনি কিভাবে ইসলাম কায়েম করবেন? সুতরাং আগে ইনছাফ কায়েম করতে হবে। সেটা হয়ে গেলে তারপর ইসলাম কায়েমের চিন্তা করতে হবে। ইনছাফ কায়েম না হলে ইসলাম কায়েম হবে না।
বৈষম্য বিরোধীতা হচ্ছে। আগে বৈষম্য দূর হোক। তাতেই বলা হচ্ছে অমুক দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। তাহলে আর বৈষম্য দূর হচ্ছে কৈ? আপনি বৈষম্য করে বলবেন আপনি বৈষম্য দূর করছেন, আর আমাকে সেটা মানতে হবে? সুতরাং এভাবে হবে না। যা করবেন সেটা মাথা ঠান্ডা রেখে ঠিকঠাক করবেন। তাহলে তা’ গ্রহণযোগ্য হবে।
১৮ ই মার্চ, ২০২৫ দুপুর ২:১০
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমি কম খরচে ভারত থেকে পণ্য কিনতে পারলে আমি বেশী দাম দিয়ে অন্যদেশ থেকে পণ্য কেন ক্রয় করব? এখন ভারত থেকে পণ্য ক্রয় করার সম্পর্কটাতো থাকা দরকার।
২| ১৮ ই মার্চ, ২০২৫ ভোর ৬:২১
অগ্নিবাবা বলেছেন: কন কি চাচা? প্যাটে ভাত থাক আর না থাক, কাফের মুশ্রিকগো ঘেন্না করনই লাগবো, আপ্নে না জিহাদী? মনে ডর থাকলে কেম্বায় গজওয়াতুল হিন্দ করবেন? জিতলে গনিমতে রস্মিকা মন্দানা পাইবেন, মরলে ৭২ হুর। পোয়া বারো! আপনে সাচ্চা মুসলমান আপনে ডরাইবেন ক্যা? ইসলাম মানে শান্তি, শান্তি কায়েমের উদ্দেশ্যে দুই চাইরটা কাফের নাস্তিকগো ধইরা নাস্তা করতে অসুবিধা কেনু?
১৮ ই মার্চ, ২০২৫ দুপুর ২:১৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: ইসলাম বেদরকারী কাজে উৎসাহ প্রদান করে না। আর গজওয়াতুল হিন্দ একটি চলমান প্রক্রিয়া। দাহির-মোহাম্মদ বিন কাসিম, মোহাম্মদ ঘুরী-পৃথিরাজ, বখতিয়ার-লক্ষণসেন, গৌরগবিন্দ-ইলিয়াছ শাহ, আহমদশাহ আব্দালী-মারাঠা গজওয়াতুল হিন্দ হয়েছে। সামনে হয়ত আরো হবে। আবার হয়ত আর নাও হতে পারে। রাসূলের (সা) যুগের কাছাকাছি সময়ে হয়ে থাকলে সেটি দাহির-মোহাম্মদ বিন কাসিম এর মধ্যে সংঘটিত হয়েছে।
৩| ১৮ ই মার্চ, ২০২৫ ভোর ৬:২৩
অগ্নিবাবা বলেছেন: কাঁউটাল এর মা বোনরে কোন ভারতীয় ধর্সন করসে, জানতে মঞ্চায়।
১৮ ই মার্চ, ২০২৫ দুপুর ২:২১
মহাজাগতিক চিন্তা বলেছেন: ভারত আমাদের উপকার করেছে। সঠিকভাবে হ্যান্ডলিং করতে পারলে তাদের দ্বারা আরো উপকৃত হওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে নেপাল ও ভূটানের সাথে সড়ক যোগাযোগে ভারত আমাদের জন্য দরকারী। সার্ককে শক্তিশালী করতে ভারত লাগবেই।
৪| ১৮ ই মার্চ, ২০২৫ সকাল ৮:১৬
চাষী২০২৫ বলেছেন:
১৯ কোটী বাংগালীর মাঝে ১ জন মানুষও নেই, যেজন ভারতকে পছন্দ করে। সোস্যাল মিডিয়ার ইডিয়টরা মানুষকে খাট করার জন্য ভারত-প্রেমী ইত্যাদি বলে।
১৮ ই মার্চ, ২০২৫ দুপুর ২:২২
মহাজাগতিক চিন্তা বলেছেন: বাংলাদেশে ভারত প্রেমী মানুষের অভাব নাই। আপনি সেটা না জানলেও আমি সেটা জানি।
৫| ১৮ ই মার্চ, ২০২৫ সকাল ৯:২৩
ঢাবিয়ান বলেছেন: বাংলাদেশের এখন দরকার বিশুদ্ধ ইউএসএ প্রেম । সেখানকার ক্ষমতায় ট্রাম্প থাকুক আর বাইডেন যেই থাকুক না কেন, বাংলাদেশের উচিত কেবলই আমেরিয়ার সাথে সুসম্পর্ক রাখা। কেন বললাম কথাটা? সিঙ্গাপুরের ক্ষেত্রে এই বিষয়টা খুব দেখেছি। সিঙ্গাপুরের অন্যতম মিত্র হচ্ছে আমেরিকা । চারপাশে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া দিয়ে পরিবেষ্টিত দেশটি তাই খুবই নিরাপদ। একই সাথে চাইনিজ জাতির উংস মেইন ল্যন্ড চায়না , চাইনিজ অধ্যূষিত হংকং ও তাইওয়ানের উপড় ছড়ি ঘুরাতে সমর্থ হলেও সিঙ্গাপুরের দিকে তাকানোরও সাহস পায় না।
ডঃ ইউনুসও বর্তমানে এই কাজটাই করার চেষ্টা করছে। আমাদের তরুনদের মাঝেও এই বোধটা সৃষ্টি করতে হবে যে , দেশকে উন্নত করতে হলে সম্পর্ক রাখতে হয় উন্নত ও সভ্য দেশের সাথে এবং অনুসরন করতে তাদের ইতিবাচক দৃষ্টান্ত।
১৮ ই মার্চ, ২০২৫ দুপুর ২:২৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: পৃথিবীতে অন্য দেশ ছাড়া কোন দেশ ভালোভাবে চলতে পারে না। সেজন্য সবদেশের সাথে বন্ধুত্বের নীতি ভালো।
৬| ১৮ ই মার্চ, ২০২৫ সকাল ১০:১২
কামাল১৮ বলেছেন: বৈষম্য দিয়েই করতে চায় বৈষম্য দুর।
১৮ ই মার্চ, ২০২৫ দুপুর ২:২৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: এটা ঠিক না।
৭| ১৮ ই মার্চ, ২০২৫ সকাল ১০:১৪
সৈয়দ কুতুব বলেছেন: ঢাবিয়ান@ইউএসএর সাথে বেশি প্রেম হলে চায়না প্রব্লেম করতে পারে।
১৮ ই মার্চ, ২০২৫ দুপুর ২:২৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: চায়নার বড় একটা ক্রেতা বাংলাদেশ। তারা আমাদের সঙ্গ ছাড়বে না।
৮| ১৮ ই মার্চ, ২০২৫ সকাল ১০:১৬
সৈয়দ কুতুব বলেছেন: ভারত বিরোধিতা এখন তেমন কেউ করছে না। কিন্তু ভারত যেচে পরে বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা চালালে বাংলাদেশ অবশ্যই রিয়াকশান দেখাবে। পাকিস্তানের সাথে বাণিজ্য ব্যতীত আর কোনো রিলেশন দরকার নেই।
১৮ ই মার্চ, ২০২৫ দুপুর ২:৩১
মহাজাগতিক চিন্তা বলেছেন: ভারতের সাথে অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে। তবে কিছু ছাড় দিয়ে সমঝোতা করলেও করা যায়।
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০২৫ ভোর ৬:১২
কাঁউটাল বলেছেন: ছুপা ভারতপ্রেমী ছাড়া এই ধরণের কনসেপ্ট নিয়ে লেখা সম্ভব না। আপনার লেখাটা এইভাবে লেখেন তাইলে বুঝে আসবে আপনি আসলে কি লিখেছেন - আমার মা-বোনের ধর্ষকের প্রেম/বিরোধীতা- কোনটাই অতিরিক্ত করার দরকার নাই