নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

ইসরায়েলের সাথে কিছু শক্তিশালী রাষ্ট্র আছে

০৯ ই এপ্রিল, ২০২৫ দুপুর ২:০৪



নেতানিয়াহু বলেছে তাদের সাথে কিছু শক্তিশালী রাষ্ট্র আছে।গাজার মতই তারা মুসলিম রাষ্ট্র সমূহকে দুমড়ে মুছড়ে দিবে।তারপর তাদের অস্ত্র শেষ হবে। তারপর মুসলিমরা একটাও ইহুদী রাখবে না। তাদের বন্ধুরা তখন গর্তে লুকাবে। এমন হয়। ইতিহাসের পালা বদল হয়। মুসলিমদের অস্ত্র নেই তো কি হয়েছে। তারা শত্রুর অস্ত্র দখল করে তাদের অস্ত্র দিয়েই তাদেরকে শেষ করবে।

ফিলিস্তিন গিলতেই এত বছর। আর সব মুসলিমদেশ গিলতে লাগবে কত বছর? মুসলিমদেরকে মারাই তাদেরকে মারার বৈধতার দলিল। গণহত্যার বদলে হবে গণহত্যা। এত বড় একটা জাতিকে ইসরায়েল শেষ করে দিবে সেটা তারা ভাবলো কেমন করে? তারা যত দ্রুত মুসলিম জাতিকে শেষ করার চেষ্টা করবে তারা নিজেরাই তত দ্রুত শেষ হবে। হাতেম তাই গল্পে পড়ে ছিলাম- বদকাজে বদী ফলে, যদি বিশ্বাস না হয় করে দেখ। ইসরায়েল ও তাদের বন্ধুরা বদকাজ করছে তাদের বদ কাজের বদ ফল পাওয়ার জন্য। মুসলিমরা ওদের বসত বাড়ী নষ্ট না করে ওদের বাসিন্দাদের মেরে তারা তাতে বসবাস করবে।

ইসরায়েল-আমেরিকা যা করছে তাতে কোন লজিক নাই। তার জবাবে মুসলিমরা যা করবে তাতেও কোন লজিক থাকবে না। মহানবি (সা.) কিছু ইহুদী শেষ করেছেন তাতে অনেকে তাঁকে দোষ দিয়েছে। হিটলার কিছু ইহুদী শেষ করেছে তাতে অনেকে তাকে দোষ দিয়েছে। এখন তাদের শক্তি হওয়ার পর বুঝা যাচ্ছে তাদেরকে শেষ করা কতটা দরকারী ছিল। সামনে তাদেরকে সম্পূর্ণ শেষ করলেও বলার মত কেউ থাকবে না।

ইসরায়েল দূর্বলের উপর ঝাঁপিয়ে পড়েছে। তারা এখন বেশ আনন্দ পাচ্ছে। মুসলিমরা ঘুরে দাঁড়ানোর পর পৃথিবী থেকে মুছে যাবে ইহুদী জাতি। এখন সময়ের অপেক্ষা। মুসলিম জাতি জীবন দেওয়ার পরোয়া করে না। এটাই তাদের ঘুরে দাঁড়ানোর বড় কারণ হয়। ইসরায়েল যা ভাবছে তাতে তারা থামছে না। তারপর এমন অবস্থা হবে যে চাইলেও তারা আর থামতে পারবে না। শুরু করা যুদ্ধ তাদেরকে চালিয়ে যেতেই হবে।তারপর পতন শুরু হলে সেটা থামবে না। তাদের শেষ চিহ্ন মুছে যাওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ চলবে। এ সংবাদ তারা গাজা থেকেই পেতে পারে। তারা তথাপি লড়ছে। মুসলিম এমনই। যুদ্ধের নেশা ধরলে তারা যুদ্ধ চালাতেই থাকে। তারপর একদিন দেখা যাবে তাদের প্রতিপক্ষ আর নাই। শেষ হাসিটা অবশেষে মুসলিমরাই হাসবে। তারা কোন মুসলিম? তারা সেই মুসলিম যাদের ঈমান খুব মজবুত।

মন্তব্য ৫২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০২৫ দুপুর ২:৪০

কলিমুদ্দি দফাদার বলেছেন: ভোগ-বিলাসে মগ্ন আরব নেতা-বাদশাদের পাপের কিছুটা ফল গাঁজাবাসী ভোগ করছে।
কথায় কথায় ইসরাইলে গালি দিয়া লাভ কী সনেট কবি?

০৯ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৩:২৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: তবে কি ইসরাইলকে চুমু দিতে হবে?

২| ০৯ ই এপ্রিল, ২০২৫ দুপুর ২:৪৫

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: আল্লাহ রহম করুন।

০৯ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৩:২৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: আল্লাহর রহমত আসে পরীক্ষায় পাসের পর।

৩| ০৯ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৩০

ঊণকৌটী বলেছেন: সনেট কবি,অনেক আবেগ পূর্ন ভাষায় আপনে মতামত দিয়াছেন কিন্তু দের বছর আগে হামাস যখন ঘৃণ আক্রমণ করলো তখন তো খুশী তে ভরপুর ছিলেন, হ্যাঁ যে কোন ক্রিয়ার বিপরীত প্রক্রিয়া থাকে, সেইটাই হচ্ছে, আপনার কথার যুক্তি আছে সকল ক্রিয়ার বিপরীত অনুযায়ী 57 টি মুসলিম দেশ মিলে লড়াই করবে ? ভুল এইটা, ধনী দেশ তার স্বার্থে তার দেশের নাগরিকদের জন্য সঠিক সিদ্ধান্ত নেবে হ্যাঁ কিছু পিছনে সারির দেশ সিরিয়া ইয়েমেনন,আফগানিস্তান আফ্রিকার কিছু আর অধুনা বাংলাদেশের আপ্নার মতো যারা শিক্ষা দীক্ষা অর্থনীতি সবদিক থেকে পিছিয়ে আছেন তারাই এইসব বলে বাজার গরম করে, জুতা চুরি করবে |

০৯ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৪২

মহাজাগতিক চিন্তা বলেছেন: কিন্তু দের বছর আগে হামাস যখন ঘৃণ আক্রমণ করলো তখন তো খুশী তে ভরপুর ছিলেন, আমি সেই ঘটনার পক্ষে কোন পোষ্ট দেইনি। কিন্তু সেটাও বিপরীত ক্রিয়া ছিল।

৪| ০৯ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৩৪

ঊণকৌটী বলেছেন: তা ছাড়া আল্লার ইচ্ছা ছাড়া যখন গাছের পাতাও নরেনা ,তখন ধরে নিন না এইটাও আল্লার ইচ্ছেতে হচ্ছে |

০৯ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৪৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: আল্লাহর ইচ্ছা ইহুদী বিহীন বিশ্ব। তার জন্য কিছু অযুহাত তৈরীর দরকার আছে। এখন সেই অযুহাত তৈরী হচ্ছে।

৫| ০৯ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৪০

সাইফুলসাইফসাই বলেছেন: লেখাটা পড়ে মনে শক্তি-সাহস পেলাম

০৯ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৪৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: বিনাশের পূর্বের উড়াউড়িটাই এখন ইহুদীরা করছে। সব কিছুই হাদিসে আছে।

৬| ০৯ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৪৮

ঊণকৌটী বলেছেন: তবে কি ইসরাইলকে চুমু দিতে হবে ভাই চুমু তুমার কাজ নাই ইসরাইলের মানুষ বাংলা বোঝেনা,ওদের দরকার সাহায্য,কিন্তু আপনার আছে জজবা ,আপনি সেনাপতি হয়ে জুতা চোরদের নিয়া একটা বাহিনী তৈরী করেন, ভাই যান যুদ্ধ ক্ষেত্রে, কি লাগবে বলেন ব্লগের সবাই সাহায্য করবে ,ব্লগে কান্না কৈরা পেলেস্টাইনের লাভ কি বলেন সত্য কথা হলো অর্থ সাহায্য করেন চাঁদা তুলে দেন,টাকা তো কেউ দেন না তো নাকী কান্না কৈরা কি লাভ |

০৯ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৫৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: চাঁদা তুলে দেন,টাকা তো কেউ দেন না তো নাকী কান্না কৈরা কি লাভ | আমাদের মসজিদ থেকেও চাঁদা তোলা হয়েছে। ইসরাইলের অতি উৎসাহ তাদের একবারে বিনাশের কারণ হবে।

৭| ০৯ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৪৯

কথামৃত বলেছেন: লাইক গ্রহন করা হয়েছে

০৯ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৫৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: লাইক করার জন্য ধন্যবাদ।

৮| ০৯ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:০৫

ঊণকৌটী বলেছেন: কবি মাত্র নব্বই লাখের দেশ ইসরাইল, মুসলিম বিশ্ব একশো ষাট কোটির, আগের দিনের মতো ঘোড়া দিয়ে আর যুদ্ধ হয়না, হলে কবেই পিষে ফেলতেন,বাস্তবে চিন্তা করেন এখন বোতাম টিপে ড্রোন দিয়া যুদ্ধ হয় ও হ্যাঁ ইসরাইলের কিন্তু সবাই সামরিক ট্রেনিং প্রাপ্ত বুঝুন ওরা নিজেদের কে কি ভাবে তৈরী করেছে |

০৯ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:২৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: আফগানরা ঘোড়া দিয়ে যুদ্ধ করেনি। যখন যুদ্ধ যেমন তখন তেমন যুদ্ধই সবাই করে। ওড়ের আগ্রাসী নীতি ওদেরকে বড় যুদ্ধ ক্ষেত্রে নিয়ে যাবে। তারপর আর তারা যুদ্ধের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে না।

৯| ০৯ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৪২

আহলান বলেছেন: আল্লাহর সাহায্য অবধারিত, সেটা অবশ্যই আসবে। আসবেই আসবে। জুলাই বিল্পবের মধ্য দিয়ে যেমন হটাৎ করে ফ্যাসিস্ট দাম্ভিক পুলিশ আর্মি র্যাব বিডিআর প্রশাসন সর্বস্তরে নিজেদের লোক বল থাকা সত্ত্বেও যেমন হাসিনাকে পালাতে হয়েছে নিতে হয়েছে, ইজরাইলরে সৈন্যদেরকেও তেমন দুঃসহ পরিণতি ভোগ করতে হবে। আল্লাহ আমাদের প্রতি রহম করুন।

০৯ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৫৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: আল্লাহ ওদেরকে সমূলে বিনাশ করার অযুহাত তৈরী করছেন।

১০| ০৯ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:২০

কামাল১৮ বলেছেন: আমরা উৎপাদন আরো বাড়িয়ে দিবো।তখন আর কেই আমাদের শেষ করতে পারবে না।

০৯ ই এপ্রিল, ২০২৫ রাত ১১:১৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপাতত যা আছে এটাই টিকে থাকার জন্য যথেষ্ট। আফগানে অমুসলিমদের পরীক্ষা হয়ে গেছে। ইসরাইলও বহুকাল থেকে যুদ্ধ করছে। ফরাফল তো আর গোপন নয়। উত্থান-পতন এটা ইতিহাসের নিয়ম। মুসলিম আবার ঘুরে দাঁড়াবেই-ইনশাআল্লাহ।

১১| ০৯ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:৩০

আমি নই বলেছেন: আপনি সত্য বলেছেন, অবস্যই আল্লাহর সাহায্য আসবে, শুধু সময়ের অপেক্ষা।

@ঊণকৌটীঃ আপনাদের জানা ইতিহাসের শুরুই ৭ অক্টোবর থেকে। কিন্তু আসলে ইতিহাসের শুরু ১৯৪৮ এ যখন লাখ লাখ ফিলিস্তিনিদের বাস্তুচুত এবং অনেককে হত্যা করে ইসরাইল নামক অবৈধ রাষ্ট্রটিকে জন্ম দেয়া হয়েছিল। ইসরাইলের সাথে এত পিরিতি তাইলে ওদের আপনার দেশে যায়গা দ্যান, তাইলেইতো মিটে যায়।

০৯ ই এপ্রিল, ২০২৫ রাত ১১:১৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: ওদের পাখা গজাচ্ছে শেষ হয়ে যাওয়ার জন্য।

১২| ০৯ ই এপ্রিল, ২০২৫ রাত ১০:১৯

ঊণকৌটী বলেছেন: @ঊণকৌটীঃ আপনাদের জানা ইতিহাসের শুরুই ৭ অক্টোবর থেকে। কিন্তু আসলে ইতিহাসের শুরু ১৯৪৮ এ যখন লাখ লাখ ফিলিস্তিনিদের বাস্তুচুত এবং অনেককে হত্যা করে ইসরাইল নামক অবৈধ রাষ্ট্ দেয়া হয়েছিল। ইসরাইলের সাথে এত পিরিতি তাইলে ওদের আপনার দেশে যায়গা দ্যান, তাইলেইতো মিটে যায়। সত্যি কথাটা বলেছেন,সমস্যা টা কি জানেন আজকের দিনের পৃথিবীটা চলে বিজ্ঞান এর উপরে বিশ্বাস এর উপরে না, পৃথিবীর মধ্যে মাত্র 90 লাখ মানুষ 700 বিলিয়ন মানুষের মধ্যে জ্ঞানে বিজ্ঞানে এতো উন্নতি ভাবা যায়,তাদের সম্মান জানাবো না তো আপনাদের মত সরল সাদা সিদে জুতা চোর দের কে জানাবো | ইসরাইল শুধু যুদ্ধ অস্ত্র নির্মাণ করেনা, কৃষি বিপ্লবে যুগান্তকারী পরিবর্তন এনেছে আজকে তাদের আবিষ্কৃত ফর্মুলা তে ভারতের রাজস্থানের মরুভূমি সুজালা সুফলা হচ্ছে, চিকিৎসা বিজ্ঞান থেকে শুরু করে মহাকাশ ভারত শিখছে এবং ধারাবাহিক ভাবে উন্নতি করছে, ভবিষ্যতের উন্নত পৃথিবী তাদের কাছে কৃতজ্ঞ থাকবে |অবশ্য আপনাদের জগত তো আলাদা পরকাল থেকে ! 72 টা হুর নিয়া মহা আনন্দে থাকবেন কিন্তু আমাদের তো এই পৃথিবী টা নিয়া চিন্তা করতে হবে, যে বড় তাকে বড়ই বলতে হবে |ও হ্যাঁ 1971 আপনাদের স্বাধীনতার যুদ্ধে কিন্তু ইসরাইল আপনাদের পক্ষে সাহায্য করেছিল |

০৯ ই এপ্রিল, ২০২৫ রাত ১১:১৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনাদের রাষ্ট্রটি কিন্তু আফগান ও মোগলরা বহুকাল শাসন করেছে।

১৩| ০৯ ই এপ্রিল, ২০২৫ রাত ১০:২৩

ঊণকৌটী বলেছেন: (ইসরাইলের সাথে এত পিরিতি তাইলে ওদের আপনার দেশে যায়গা দ্যান, তাইলেইতো মিটে যায় )শক্তিশালী দের জায়গা দিতে হয়না, তারা পছন্দ মত নিয়ানে |

০৯ ই এপ্রিল, ২০২৫ রাত ১১:১৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: শক্তিশালী বৃটিশও একদা গুটিয়ে গেছে। আপনাদের দেশ তার প্রমাণ।

১৪| ০৯ ই এপ্রিল, ২০২৫ রাত ১০:৩২

ঊণকৌটী বলেছেন: ভারতের নর্থ ইস্ট অঞ্চলে ধর্ম গত কারণে অনেক ইহুদি বসবাস করে থাকেন কিন্তু ওনারা ইসরাইল ও স্বাগত, আসলে এই জাতিটার সাথে মিলে চললে ওরা আপনার ভাগ্য গড়ে দেবে, শিক্ষায় দীক্ষিত করে দেবে, ভবিষ্যতের উন্নত প্রযুক্তির অংশীদার করে নেবে কিন্তু আঙুল দিলে কি করবে প্রমাণ গাজা

০৯ ই এপ্রিল, ২০২৫ রাত ১১:২১

মহাজাগতিক চিন্তা বলেছেন: গাজা শেষ কথা নয়। সামনে আরো অনেক কিছু হবে। তখন তাদের বন্ধুরা কষ্ট পাবে।

১৫| ০৯ ই এপ্রিল, ২০২৫ রাত ১০:৫৮

নিমো বলেছেন: আহারে ভাই! আল্লাহ আছে বিরাট যন্তৃরণায়। কেন যে আব্রাহামকে পয়দা করছিল। এখন এর বংশধররা নিজে নিজেরা মারামারি করতেছে। মুহাম্মাদও আছে বিরাট যন্ত্রণায়। উনি নিজেতো কিছু রেখে যান নাই। এখন আপনি ও আরও কিছু জাগতিক ও মহাজাগতিক উনার নামে যা খুশি তাই চালিয়ে দিচ্ছেন।

০৯ ই এপ্রিল, ২০২৫ রাত ১১:২৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: মোহাম্মদ (সা) একটা সাম্রাজ্য রেখে গেছেন। মাত্র কিছু কাল ধরে মুসলিম বিরোধীরা একটু বেশী লাফাচ্ছে। নিস্তেজ হওয়ার পূর্বে এমন হয়।

১৬| ০৯ ই এপ্রিল, ২০২৫ রাত ১১:৩৫

নিমো বলেছেন: লেখক বলেছেন: মোহাম্মদ (সা) একটা সাম্রাজ্য রেখে গেছেন।
মনে যা আসল বলে দিলাম। উনি কোন সাম্রাজ্য চেয়েছিল এটা কোথায় পেয়েছেন ? উনার মৃত্যুর সময় পর্যন্ত মুসলিম ও মুমিনের সংখ্যাটা কত ছিল বলুনতো ? ইসলামের নামে সাম্রাজ্য ধারণা উমরের। দয়া করে যা খুশি তাই বলাটা বন্ধ করুন। জ্ঞান ছাড়া আগামী বিশ্বে দাঁড়াতে পারবেন না। দিবা বা রাত কোন স্বপ্নেই কাজ হবে না। বিশ্বযুদ্ধগুলোও আলোচনা ও চুক্তিতেই বন্ধ হয়েছিল। মুহাম্মাদও শেষ পর্যন্ত আলোচনা ও চুক্তিই করেছিল। জিহাদি জোশ কমান, কাজে আসবে, নচেৎ বিলুপ্ত হবার সম্ভাবনা বাড়বে।

১০ ই এপ্রিল, ২০২৫ সকাল ৯:৪৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: সাম্রাজ্য হয় অনেকগুলো দেশ মিলে। মহনবির (সা) অধীনে অনেকগুলো দেশ তো ছিলই। আর মুসলিম জাতি কোন দিন বিলুপ্ত হবে না-ইনশাআল্লাহ। এটা বিশ্ব বিস্তৃত জাতি।

১৭| ০৯ ই এপ্রিল, ২০২৫ রাত ১১:৪১

ঊণকৌটী বলেছেন: বলেছেন: আপনাদের রাষ্ট্রটি কিন্তু আফগান ও মোগলরা বহুকাল শাসন করেছে লজ্জা লাগেনা এই কথা বলার আগে, আপ্নার বাপ কি ইরানি না আরবী, জাস্ট converted sNatani,dna check করেন

১০ ই এপ্রিল, ২০২৫ সকাল ৯:৪৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: বাপ নিয়ে প্রশ্নকরা ঠিক না। পিতা-পুত্র দুই ধর্মের হতে পারে।

১৮| ০৯ ই এপ্রিল, ২০২৫ রাত ১১:৪২

অপু তানভীর বলেছেন: রূপকথার গল্প ভাল রয়েছে। এমন আকাশ কুসুম ভাবনা থাকা ভাল।

ইজরায়েলের পেছনে পুরো পশ্চিম বিশ্বে রয়েছে। এবং এই পশ্চিম বিশ্বের সাথে রয়েছে আপনার মিডিলইস্টের শেখরা। আপনার পেয়ারে সৌদি আরবেরা !

সত্যি কথা বলতে কি, মুসলিম বিশ্ব ইজরায়েলের বালও ছিড়তে পারবে না।

১০ ই এপ্রিল, ২০২৫ সকাল ৯:৪৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: একদা ইংরেজের এমন অবস্থা ছিল। তারপর সব জাতি তাদের বাল ছিঁড়ে তাদেরকে ইংল্যান্ডে প্যাকেট করেছে। চিরকাল কারো একরকম কাটেনা। একদা আব্বাসীয়দের বাল কেউ ছিঁড়তে পারে নাই। এখন তারা বিলুপ্ত। অটোমানদের বালও কেউ ছিঁড়তে পারে নাই, এখন তারা তুরস্কে প্যাকেট অবস্থায় আছে। চেংগিস, মোগল সবাই হারিয়ে গেছে। আফগানরা নিজদেশে প্যাকেট অবস্থায় আছে। এখন যাদের এমন প্রতাপ তারাও একদিন হারিয়ে যাবে।

১৯| ১০ ই এপ্রিল, ২০২৫ রাত ১২:১৭

রূপক বিধৌত সাধু বলেছেন: মুসলিম বিশ্ব নিজেরাই নিজেদের পিছে লেগে আছে। এরা এক হবে মনে হয়? হলেও ইসরায়েল ও তার মিত্রদের কিছুই করার সামর্থ্য তাদের নেই।

১০ ই এপ্রিল, ২০২৫ সকাল ৯:৫২

মহাজাগতিক চিন্তা বলেছেন: ইসরায়েল ও তার মিত্রদের কিছুই করার সামর্থ্য তাদের নেই। এখন নেই কখনও হবে না ঘটনা এমন নয়। আওয়ামী লীগের কিছু করার তওফিক এদেশে কারো ছিল না। কিন্তু এখন তারা অতীত।

২০| ১০ ই এপ্রিল, ২০২৫ রাত ১২:২৫

ঊণকৌটী বলেছেন: ভারতীয় dna আপনার রক্তে ,আপনি তুর্কি বা ইরানি অথবা সৌদী নন, খাস বাঙালি,এই উপ মহাদেশে বসবাস করেন, আপনার কয়েক পুরুষ আগের প্রতিনিধি সনাতন বা যাকে হিন্দু বলেন তাই ছিলেন মুসলিম দের ভারত বর্ষে আগমনের আগে এই দেশে কোন মুসলিম সম্প্রদায় ছিলোনা, এখানে যারা আছে সবাই converted মুসলিম |

১০ ই এপ্রিল, ২০২৫ সকাল ৯:৫৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: সনাতন থাকা জরুরী নয়। নতুন যদি সঠিক হয় তবে সেটাই গ্রহণ করতে হয়। মোহাম্মদ (সা) সনাতনিদের বহু পরের লোক। কিন্তু এখন তাঁর অনুসারী তাদের থেকে বেশী।

২১| ১০ ই এপ্রিল, ২০২৫ রাত ১২:৪৩

ঊণকৌটী বলেছেন: মহাজাগতিক চিন্তা বলেছেন: শক্তিশালী বৃটিশও একদা গুটিয়ে গেছে। আপনাদের দেশ তার প্রমাণ যুগে যুগে এই সমৃদ্ধ সোনার ভারতকে লুটতে মঙ্গল, ব্রিটিশ সাম্রাজ্য এসেছে কিন্তু হাজার বছর আগের সংস্কৃতি মুছতে পারেনি, যুগে যুগে তাই ভারত মহান ,এতো ভাষা এতো সংস্কৃতি, প্রতি 100 কিলোমিটার পরে খাদ্য রুচি পাল্টে যায়, তিন হাজারের উপর ভাষা তারপরেও দেশটা এক, এইখানে কেউই বলেনা আমি বাঙ্গালী, আমি পাঞ্জাবী আমি তামিল, বলে আমি ইন্ডিয়ান, পিছিয়ে গেছেন আপনারা, আমাদের হাজারো বছর আগের সংস্কৃতি নিয়ে আমরা এগিয়ে যাবো কারণ আমরা বিশ্বাস করি শিক্ষা, বিশ্বাস করি পূর্বপুরুষ এর সংস্কৃতি! আর আপনারা বিশ্বাস করেন অতীতের ডাকাত, লুটেরা দের, যারা ভারত কে লুট করতে এসে ছিল হোক মঙ্গল অথবা ব্রিটিশ |

১০ ই এপ্রিল, ২০২৫ সকাল ৯:৫৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার মত সনাতন নিয়ে পড়ে থাকা, আমার মত সঠিকটা গ্রহণ করা। সব কিছুই আপগ্রেড হচ্ছে। সুতরাং আপগ্রেড ছেড়ে সনাতন নিয়ে পড়ে থাকা ঠিক না।

২২| ১০ ই এপ্রিল, ২০২৫ সকাল ৯:১৯

রাজীব নুর বলেছেন: কোটি কোটি মানুষ দোয়া করলো- দোয়ায় কাজ হলো না। দোয়া ফেল মারলো। তারপরও
মুসলমানদের শিক্ষা হয় না। আমাদের দেশের ধার্মিক গুলা অযথাই গলা ফাটাচ্ছে। ইজরায়েল হলো ওস্তাদ। এটা মেনে নিয়ে চুপ থাকা উচিৎ।

১০ ই এপ্রিল, ২০২৫ সকাল ১০:০২

মহাজাগতিক চিন্তা বলেছেন: সব জাতিতে উত্থান-পতন আছে। ইহুদীদের এখন উত্থানের সময় এবং খুব সিগ্র তাদের পতন ঘটবে। শধিু দোয়ায় কাজ হলে মহানবি (সা) ৮৪টা যুদ্ধ করতেন না। সুতরাং মুসলিম যুদ্ধ চালিয়ে যাবে। কোন এক সময় তারা এটা ফল পাবে। আফগানরা ২০ বছর পর সাফল্য পেয়েছে। আমরা ৯ মাসপর সাফল্য পেয়েছি।

২৩| ১০ ই এপ্রিল, ২০২৫ সকাল ১০:০২

নতুন নকিব বলেছেন:



লেখাটিতে এক গভীর ক্ষোভ, হতাশা ও প্রতিশোধস্পৃহা প্রকাশ পেয়েছে—যা যুদ্ধ ও নিপীড়নের দীর্ঘস্থায়ী প্রভাবেরই প্রতিফলন। তবে ইতিহাস আমাদের বলে, শুধু যুদ্ধ নয়, দীর্ঘমেয়াদী পরিবর্তনের জন্য দরকার কূটনীতি, নেতৃত্ব, ঐক্য আর ন্যায়ের ভিত্তিতে দাঁড়ানো একটা কণ্ঠস্বর

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত শুধু অস্ত্রের লড়াই নয়, এটি মানবতা, ন্যায্যতা ও জাতিগত অধিকার নিয়ে একটা দীর্ঘ রাজনীতি। যেকোনো পক্ষ যখন জেনোসাইড বা নির্বিচারে হত্যাকে বৈধতা দেয়, তা শেষমেশ মানব সভ্যতার জন্যই হুমকি হয়ে দাঁড়ায়।

একটা জাতিকে নিশ্চিহ্ন করার মত চিন্তাও যেমন ভয়ানক, তেমনি প্রতিশোধের নামে গণবিনাশের আকাঙ্ক্ষাও নতুন অন্ধকার সৃষ্টি করে।

সবচেয়ে বেশি প্রয়োজন সত্যিকার নেতৃত্বের, যারা রক্তের বদলে শান্তি, ধ্বংসের বদলে পুনর্গঠন এবং ঘৃণার বদলে সহাবস্থানের কথা বলবে। ইতিহাসের পরিবর্তন হয়, কিন্তু কোন পথে—সেটা নির্ভর করে আমাদের সিদ্ধান্তের উপর।

১০ ই এপ্রিল, ২০২৫ সকাল ১০:০৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: ফিলিস্তিনীদেরকেও এখন বাস্তবতা বুঝতে হবে।

২৪| ১০ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:০৩

নকল কাক বলেছেন: আমার লেখা ছোটগল্প "এ্যমবুশ" এর ২য় পর্ব "এ্যমবুশ ২" পড়ার জন্য আমন্ত্রণ রইল।

১২ ই এপ্রিল, ২০২৫ রাত ৮:৫৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: পড়ার আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ।

২৫| ১১ ই এপ্রিল, ২০২৫ রাত ১:০৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


দোয়ায় কোন কাজ হয় না।
কাজ করতে হবে নিজেদেরকেই।

১২ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:০০

মহাজাগতিক চিন্তা বলেছেন: প্রচেষ্টা বিহীন দোয়ায় কাজ হয় না-মুমিনের বিশ্বাস এরকম।

২৬| ১৩ ই এপ্রিল, ২০২৫ রাত ১২:৪৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



ইসরাইলের সাথে বাংলাদেশের কুটনৈতিক সম্পর্ক থাকলে প্রতিবাদ করতে বেশী সুবিধা হতো।

১৩ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১২:৫৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: তবে অসুবিধার মাঝেও মানুষ প্রতিবাদ করছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.