নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

আওয়ামী রাজনীতির গতিপথ

২৫ শে মে, ২০২৫ দুপুর ১:৩৬



আওয়ামী উত্থান হতে হতে পতন এবং অবশেষে পলায়ন।সেলপি তুলেও বাইডেন থেকে রক্ষা পাওয়া গেল না।ট্রাম্পে ফিরে আসার প্রত্যাশা থাকলেও সেইটা এখন মরিচিকা। বিচার বাঞ্চালে বিএনপির উপর ভর করা হচ্ছে। কিন্তু নির্বাচনে থাকা হবে জামায়াতের পক্ষে। কারণ বিএনপিকে সাথে নিয়ে জামায়াতকে তাড়ানো সহজ। বিএনপি তাড়াতে জামায়াতকে সাথে পাওয়ার সম্ভাবনা কম।

আওয়ামীর এখন কাজ ইউনুস তাড়ানো। সেজন্য তাঁকে কষে গাল দেওয়া হচ্ছে। কিন্তু বাইডেনের ইউনুস গেলে ট্রাম্পের কেউ একজন আসবে। ট্রাম্পের লোক থাকতে না পারলে পাকিস্তানের কেউ একজন আসবে। পাকিস্তানের লোক থাকতে না পারলে নিরপেক্ষ কেউ আসবে। তারপর নিরপেক্ষ নির্বাচনে বিএনপি আসার কথা। কিন্তু এ হতচ্ছাড়াদেরকে তাড়ানো আবার মুশকিল হবে। সেজন্য জামায়াতকে নির্বাচনে জিতিয়ে আনার চিন্তা। কিন্তু এবার খেলাটা ঠিক জমছে না।

খেলার জন্য আওয়ামী লীগ আহবান করেছে বহুবার। শেষতক নাহিদের পঁচা শামুকে পা কাটলো তাদের। বুড়ো ইউনুস তাদেরকে চুবাচ্ছে আর উঠাচ্ছে। বহু আন্দোলনের ফাঁক গলে বুড়োটা শুধু বেরিয়ে যাচ্ছে। শেষমেস পদত্যাগের কথা বলে সব ষড়যন্ত্র ঘুটে দিল বুড়োটা। সেজন্যই মহাখেদে তাঁকে বাটপার বলা হচ্ছে। অথচ এ ইউনুসকে ঘাটাতে গিয়েই জনগণ তাদের উপর মহাবিরক্ত।

ডক্টর মোহাম্মদ ইউনুছ নিপাট ভদ্রলোক।তার গায়ে যতই কালি লাগানো হয় নিমিশে সব কালি উদাও হয়ে যায়। ইউনুসের গায়ে কালিমাখানো মিশনে সোনাগাজী অবশেষে রসাতলে গেলেন। মহাপরিশ্রমের পর তাঁর পাশে শুধু রানুকে পাওয়া গেল। তাঁর সমাজতন্ত্রকে কোন মন্ত্রে জীবিত করা যাচ্ছে না। বাংলাদেশে ফুটো থাকা সমাজতন্ত্রের বলে যত হাওয়া দেওয়া হয় তত সে হাওয়া বলের ফুটো দিয়ে বেরিয়ে যায়।

খেলতে খেলতে বিএনপি এখন ঘর্মাক্ত। আত্মঘাতি গোল খায় কিনা সেটাও এক চিন্তা। এবারের মত ক্ষমতার আশা জামায়াত আগে কখনো করেনি। এনসিপিও ক্ষমতা চায়। ফিরে আসার জন্য আওয়ামী লীগও ফাঁক-ফোঁকর খুঁজছে। কিন্তু বুড়োটা দেশের জন্য কিছু একটা করতে চায়। নোবেলের পর সেইটা করতে পারলে তাঁর সাফল্যের ষোল কলা পূর্ণ হয়। শুনা যাচ্ছে মোহাম্মদ ইউনুস সুদ খায়। দেশের আর সবাই ভাত খায়। বেকুবের মত কথা বললে কে শুনে? গেল গেল যতই বলে জনগণ তা’ শুনে না। কারণ বলদদের কথা শুনার কার দায় পড়েছে? সবাই এখন রাতে ঘুমিয়ে সকালে উঠে যার যার কাজে ব্যস্ত থাকে। রেজওয়ানা অন্তত মমতাজের চেয়ে অনেক ভালো। কোন মুখে কে কি বলে সে অনুযায়ী জনগণ তাদের কথা মূল্যায়ন করে।

ভোলা লক্ষ্মীপুর সেতুটা হোক। নিস্তেজ দেশটা এখনো বেঁচে আছে সেটাইবা কম কিসে? ডক্টর ইউনুসের বিরুদ্ধে যারা বলে তারা কি ভালো মানুষ? উত্তর ‘না’ হলে তাদের কথা শুনার দরকার কি? ভুতের মুখে রাম নাম কি রাম ভক্তরা শুনতে চায়? সব তো চেনা মুখ। তারা দুধ বললে জনগণ মুত শুনে কেন? তাদের গালের দোষ নাকি জনতার কানের দোষ? মাত্রতো ছয়মাস বেশী সময় চাচ্ছে সংস্কারের জন্য। বিএনপি তাতে আপত্তি না করলেও পারে। কারণ জনগণ তাদের প্রতি বিরক্ত হলে তাদের কপাল খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। তারপর কোন রকমে আপা ফিরতে পারলে ভাইদের কি অবস্থা হয় বলা মুশকিল।

মন্তব্য ৩৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০২৫ বিকাল ৩:৪৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি ভালো রম্য লিখতে পারেন।

সব রাজনৈতিক নেতা, আমলা, আর্মি থাকে ডালে ডালে আর ডঃ ইউনুস থাকে পাতায় পাতায়। এটা বুঝতে ওদের আরও সময় লাগবে।

২৫ শে মে, ২০২৫ বিকাল ৫:৪৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: জাতি তাঁর সমালোচনায় বিরক্ত।

২| ২৫ শে মে, ২০২৫ বিকাল ৪:৪১

ফেনিক্স বলেছেন:




আপনার নিজের জীবনটা দেখেন, প্রফেশানেলী ছিলেন মওলানা; থাকার কথা মসজিদে, মাদ্রাসায় কিংবা মক্তবে। কোরিয়ানরা কম্প্যুটার শিখানোতে সন্মানী ১টা প্রফেশান পেয়েছেন। সুরার এরজমা করেন কেহ পড়ে না; কবিতা লেখেন আপনার অনেক পাঠক হয়; কোন পড়ালেখা আপনাকে সন্মান দিয়েছে?

২৫ শে মে, ২০২৫ বিকাল ৫:৫১

মহাজাগতিক চিন্তা বলেছেন: জন্ম থেকেই আদরে আদরে বড় হয়েছি। এখনো সে ধারা বজায় আছে। বস কলিগ ছাত্র-ছাত্রী জনতা সবাই পজেটিভ। স্বপ্নে আল্লাহ ও রাসূলের (সা) দিদার পাচ্ছি। অন্তহীন শান্তি। যাঁর দয়ায় সকল প্রাপ্তি তাঁর শুকরিয়া সবার আগে দরকার।

৩| ২৫ শে মে, ২০২৫ বিকাল ৪:৪৬

ফেনিক্স বলেছেন:



আপনার ষ্ট্রোকের সময়, আপনার ইডিয়ট সুপারভাইজার আপনার বেতন দেয়নি; অথচ, ঐ সময় আপনি বেতন ও আরো কিছু ডিপার্টমেন্টাল সাহায্য পাবার কথা ছিলো; বাবার দেয়া জমি বিক্রয় করে ভালো আছেন, নিজে জমি কিনতে পেরেছেন? যাদের বাবা জমি রেখে যায়নি তাদের ষ্ট্রোকের চিকিৎসা বাংলাদেশে কে করে?

সোস্যালিষ্ট দেশের সব মানুষ সরকার থেকে শিক্ষা, চাকুরী, ঘর ও চিকিৎসা ফ্রি পেয়েছিলো।

২৫ শে মে, ২০২৫ বিকাল ৫:৫৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: তথাপি সোস্যালিষ্টরা আমাদের দেশে সাফল্য পায় না। কারণ ধার্মিকের দেশে তারা ধর্মের অবমাননা করে। ম্যাক্সিম গোর্কির মা মনোযোগ দিয়ে পড়েছি। তারা ধর্মের আলোচনা খুব একটা করতো না। কিন্তু জয়ী হওয়ার পর ধর্মের পিছনে লাগতে গিয়ে তারা উৎখাত হয়ে গেছে।

৪| ২৫ শে মে, ২০২৫ বিকাল ৪:৫২

ফেনিক্স বলেছেন:



শেখ হাসিনা পড়ালেখায় ভালো ছিলো না; ইহা ইন্দিরা নন; সেজন্য বাবা বিয়ে দিয়ে সংসারী করে দিয়েছিলেন। বাবা ও পরিবারকে জিয়া হত্যা করার পর, ইন্দিরা গান্ধী শেখ হাসিনাকে শক্ত করে গড়ে তোলেন; দেশে এসে, হত্যাকারী অফিসার ও রাজাকার নেতাদের বিচার করেছেন।
মুক্তিযোদ্ধা ও গরীব বয়স্কদের ভাতা দিয়েছেন; আমেরিকা উনার বাবাকে হত্যা করেছিলো, উনাকেও ৪৫ ছর পর দেশ ছাড়া করেছে। কিন্তু উনার সময় আপনি সন্মানী চাকুরী পেয়েছেন, না'হয় জীবন কাটতো আজান দিয়ে।

২৫ শে মে, ২০২৫ সন্ধ্যা ৬:০০

মহাজাগতিক চিন্তা বলেছেন: একলা নিজের জীবন নিয়ে ভাবা হলো স্বার্থপরতা। গুমের কথা ভাবতে গেলে তাঁর প্রতি শ্রদ্ধার লেবেলটা কমে যায়।

৫| ২৫ শে মে, ২০২৫ বিকাল ৫:১২

রিফাত হোসেন বলেছেন: ছবিটিতে বর্তমানে অবৈধ একটি দলের প্রতীক ব্যবহার করেছেন। তারা জেল খেটে শুদ্ধ হয়ে আসুক আপত্তি নাই। নিজ জাতির উপর যে মৃত্যুর রোলার কোস্টার তুলে দিতে দ্বিধাবোধ করে না, তার জন্য... ফাঁসি কম হয়ে যাবে।

২৫ শে মে, ২০২৫ সন্ধ্যা ৬:০২

মহাজাগতিক চিন্তা বলেছেন: ফাঁসি আগে হোক। বেশীর ভাবনা তার পরে না হয় ভাবা যাবে। দলের প্রতিক দলের পরিচয়বাহী।

৬| ২৫ শে মে, ২০২৫ বিকাল ৫:২৯

ফেনিক্স বলেছেন:



@রিফাত হোসেন ,

শেখ হাসিনা রাজাকারদের ফাঁসি দিয়েছিলো; আপনি উনার ফাঁসির ঘোষণা দিয়ে দেন।

২৫ শে মে, ২০২৫ সন্ধ্যা ৬:০৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: যাদের আপন জনের প্রাণ গেছে তারা তাঁর ফাঁসি অবশ্য কামনা করবে।

৭| ২৫ শে মে, ২০২৫ বিকাল ৫:৪৯

সৈয়দ কুতুব বলেছেন: জামায়াতে ইসলামী ১০ টার উপর কোনো সিট পাবে না। যারা সেক্যুলার মানসিকতা রাখে তারা কেউ ভোট দিবে না। আবার আওয়ামী লীগের ২০ ভাগ ভোটার যাবে না ভোট কেন্দ্রে ! আপনি এত অভিজ্ঞ মানুষ খেলাটা ঠিক ধরতে পারছেন না যে কেন ড. ইউনূস দীর্ঘদিন থাকতে চান। কেন আম্লিক কে নিষিদ্ধ করা হলো ! তিনি যে প্যাচের মধ্যে আছেন সেটা উনি কারো সাথে শেয়ার করতে পারছেন না।

যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকতো আর রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য থাকতো তবে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দরকার পড়তো না।



২৫ শে মে, ২০২৫ সন্ধ্যা ৬:১০

মহাজাগতিক চিন্তা বলেছেন: কেন্দ্র দখলের হিসাব এসে গেলে সিটের হিসাব ঠিক থাকে না। পুলিশ, প্রশাসন, বাহিনী সবই তো আওয়ামী লীগ। এক পুলিশ বলে ছিলো হাসিনারে চুম্ম দেওয়া দরকার। এক মড়া বলেছিল নিম তলাও চিনি, বেল তলাও চিনি, শুধু মড়া বলে কিছু বলতে পারছি না। তো আওয়ামী লীগ শুধু মড়া বলে কিছু বলতে পারছে না। এন্টি আওয়ামী লীগের ঐক্য ভাংতে পারলেই তারা মড়া থেকে জীবিত হয়ে উঠতে পারে। সেজন্য এখনি আমি আওয়ামী লীগকে হিসারে খাতা থেকে বাদ দিতে নারাজ।

৮| ২৫ শে মে, ২০২৫ বিকাল ৫:৫০

অল্প বিদ্যা ভয়ংকর বলেছেন: মনে হচ্ছে আওয়ামীলীগের পরিণতি জাতীয় পার্টির মতো হবে।

২৫ শে মে, ২০২৫ সন্ধ্যা ৬:১২

মহাজাগতিক চিন্তা বলেছেন: আওয়ামী লীগের ভোট ব্যাংক নষ্ট হয়েছে বলে মনে হয় না। তাদেরকে জাতীয় পার্টি ভেবে বসে থাকলে ভুল হবে।

৯| ২৫ শে মে, ২০২৫ বিকাল ৫:৫৭

ফেনিক্স বলেছেন:



আওয়ামী লীগকে আইয়ুব, জিয়া, এরশাদ ও বেগম জিয়া থামাতে পারেনি; ড: শঠ কিভাবে থামাবে?

২৫ শে মে, ২০২৫ সন্ধ্যা ৬:১৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: ডক্টর ইউনুসকে অসম্মান করে আপনার সম্মান বাড়বে না। সবার কাজের যোগ্যতা এক রকম থাকে না। ডক্টর মোহাম্ম ইউনুসের বুদ্ধির কাছে আপনি এখনো শিশু।

১০| ২৫ শে মে, ২০২৫ সন্ধ্যা ৬:৩৯

ফেনিক্স বলেছেন:




ড: ইউনুস থেকে আপনি "সুদে" টাকা ঋণ নেননি; আপনার ষ্ট্রোকের সময়, আপনার স্ত্রী ঋণ চাইলেও পেতো না;সেই সুদখোরকে আপনার মতো মওলানা এত সাপোর্ট করছেন

২৫ শে মে, ২০২৫ সন্ধ্যা ৭:৪৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমাদের রাষ্ট্র ইসলামী রাষ্ট্র নয়। এদেশের সকল নাগরিক কোন না কোনভাবে সুদের সাথে জড়িত। সুতরাং সুদ বিষয়ে ডক্টর ইউনুসকে একলা দোষ দিয়ে লাভ নাই।

১১| ২৫ শে মে, ২০২৫ সন্ধ্যা ৬:৪১

ফেনিক্স বলেছেন:




ড: ইউনুস থেকে আপনি "সুদে" টাকা ঋণ নেননি; আপনার ষ্ট্রোকের সময়, আপনার স্ত্রী ঋণ চাইলেও পেতো না;সেই সুদখোরকে আপনার মতো মওলানা এত সাপোর্ট করছেন *কোন কারণে?

উহাকে নিজের জীবনের সাথে মিলায়ে দেখেন।

২৫ শে মে, ২০২৫ সন্ধ্যা ৭:৫২

মহাজাগতিক চিন্তা বলেছেন: একেক জন একেক ভাবে দোষী। রাষ্ট্র নায়কের ব্যক্তিগত দোষ দেখার বিষয় নয়। রাষ্ট্র পরিচালনায় তাঁর যোগ্যতা দেখা হলো আসল বিষয়।

১২| ২৫ শে মে, ২০২৫ সন্ধ্যা ৭:৫৭

ফেনিক্স বলেছেন:



উহা রাষ্ট্রের শত্রু, আমেরিকান এজেন্ট। কবিতার বাইরে আপনার অবস্হা মওলানাদের মতো।

২৫ শে মে, ২০২৫ রাত ৯:৪৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: জাতি আপনার সাথে একমত নয়। তবে রানু আপনার সাথে একমত হতে পারে। কারণ সে আপনার অন্ধ ভক্ত।

১৩| ২৫ শে মে, ২০২৫ রাত ১১:৪৮

নূর আলম হিরণ বলেছেন: ড. ইউনুসের বিরুদ্ধে যারা বলে তারা খারাপ মানুষ!
আর যারা পক্ষে বলে তারা কি?

২৬ শে মে, ২০২৫ ভোর ৫:৪৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: যারা তাঁকে দেওয়া দায়িত্ব পালনে পর্যাপ্ত সময় দেওয়ার পক্ষে তারা ভালো মানুষ। জুন’২৬ পর্যাপ্ত সময় নিয়ে আর টানা হেঁচড়ার দরকার নাই। ফখরুদ্দিনও দু’বছর সময় নিয়ে কাজ করেছেন। তারপর কেটে গেছে প্রায় দেড় যুগ। বেজম্মার দেশে আবার ডক্টর ইউনুস এলেন। তাঁকে দু’বছর সময় না দিলে চরম অবস্থা হয়ত সীগ্র চলে আসতে পারে।

১৪| ২৬ শে মে, ২০২৫ রাত ১২:৩৩

সৈয়দ কুতুব বলেছেন: @হিরণ সাহেব, বাঙালির পক্ষ-বিপক্ষ, প্রশংসা-নিন্দা চায়নার পণ্যের মতো। বেশিদিন টিকে না।

২৬ শে মে, ২০২৫ ভোর ৫:৫১

মহাজাগতিক চিন্তা বলেছেন: দলীয় সরকারের বাইরে দু’বছর থাকলে এমন কি অসুবিধা? মানুষ ক’দিন শান্তিতে নি:শ্বাস ফেলুক। ওরা আসলেই তো দূর্নীতির মহোৎসব শুরু হয়ে যায়। দলীয় সরকার ক্ষমতায় এসে কি করবে সেটা তো সবার জানা। একজন বলল, সে বেতন নিবে কোন কাজ করা ছাড়া। জনগণের করের টাক সে বিনা কাজে গিলে ফেলবে। কি ভয়ংকর কথা!

১৫| ২৬ শে মে, ২০২৫ সকাল ৮:০২

ফেনিক্স বলেছেন:




লেখক বলেছেন: জন্ম থেকেই আদরে আদরে বড় হয়েছি। এখনো সে ধারা বজায় আছে। বস কলিগ ছাত্র-ছাত্রী জনতা সবাই পজেটিভ। স্বপ্নে আল্লাহ ও রাসূলের (সা) দিদার পাচ্ছি। অন্তহীন শান্তি।

-ষ্ট্রোক থেকে বের হয়ে কি লিখেছিলেন, ভুলে গেছেন?

২৬ শে মে, ২০২৫ সকাল ১০:০৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: সেই বস এখন অবসরে। মাঝে মাঝে অফিসে আসেন। আমি তাঁকে এড়িয়ে চলি। অবশ্য তাঁর দ্বারাও আমার অনেক উপকার হয়েছে। তিনি কায়দা মত আমাকে সেসবের খোঁটা দেন।

১৬| ২৬ শে মে, ২০২৫ সকাল ৯:২৫

রাজীব নুর বলেছেন: দিদার মানে কি?
স্বপ্নে আল্লাহ রসূলের দিদার পাচ্ছেন এই কথার মানে কি?
অলৌকিক কিছু পাচ্ছেন? স্বপ্নযোগে ক্যান্সারের ওষুধ পেয়েছেন? বা এই টাইপ কিছু?

২৬ শে মে, ২০২৫ সকাল ১০:৪৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: স্বপ্নে আল্লাহর দিদারে আমি তাঁকে দেখিনি তবে কথা শুনেছি। আমি দেখেছি হাসরের মাঠে আল্লাহ, আরশ ও ফেরেশতার অবস্থানে আল্লাহ, আরশ ও ফেরেশতা অদৃশ্য। সেই স্থানের অদৃশ্য বেরিকেটের সাথেই আমি দাঁড়ান। সেই স্থান থেকে দূরে পূর্ব দিকে গভীর গর্তে জাহান্নাম। জাহান্নামের উত্তর পাড়ে বাঁশের তৈরী বেড়ার এবং টালির চালের বস্তি ঘরের বিরাট এলাকা। অদৃশ্য বেরিকেটের এলাকায় এক দল লোককে ধরে আনা হল। যারা তাদেরকে ধরে আনলো তাদেরকে দেখা যায় না। তবে বুঝা যায়। যাদেরকে ধরে আনা হলো আল্লাহ তাদেরকে বললেন, তোমাদের জন্য জাহান্নাম বরাদ্ধ। তবে ইচ্ছা করলে তোমরা বস্তি ঘরের এলাকায় থাকতে পার। তারপর ফেরেশতারা তাদেরকে ছেড়ে দিলে তারা হুড়মুড় করে বস্তি এলাকার ঘর সমূহে ঢুকে পড়ে। তারপর সেই এলাকা সহ জাহান্নামে নেমে যায়। আমি তখন বল্লাম এটা কি হলো? জাহান্নাম থেকে বাঁচতে লোক গুলো বস্তি ঘরে ঢুকলো, আর তাদের ঘর নেমে গেল জাহান্নামে। তখন আল্লাহ বললেন, ওরা আমার সাথে তামাশা করতো আমিও ওদের সাথে তামাশা করলাম। তখন আল্লাহর কথাগুলো আমি অত্যন্ত চমৎকার শুনছিলাম। আমি দেখলাম আল্লাহ এবং আমার মাঝে অন্য কেউ নেই। এভাবে আরো অনেক বার স্বপ্নে আল্লাহর সাথে আমার কথা হয়েছে। আর রাসূলের (সা) ক্ষেত্রে তিনি বলেছেন, তিনি সাইয়েদুল মুরসালিন। আমি তাঁকে সালাম দিয়েছি, তাঁর সাথে মোছাফাহা করেছি। তাঁর সাথে কথা বলেছি। আমার বিছানায় তাঁকে আমি শুইয়ে রেষ্ট নিতে দিয়েছি। এভাবে অনেকবার আমি তাঁকে স্বপ্নে দেখেছি। আমার স্ত্রী, বড় ও ছোট কন্যা অনেকবার মহানবিকে (সা) স্বপ্নে দেখেছে।

১৭| ২৬ শে মে, ২০২৫ সকাল ১০:০৪

রাজীব নুর বলেছেন: চাচাজ্বী হাসিনা ফিরবে।
দেরী হোক যায়নি সময়।

২৬ শে মে, ২০২৫ সকাল ১০:৫১

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার কথা সত্য হওয়ার সম্ভাবনা আছে। আবার এটা সঠিক নাও হতে পারে।

১৮| ২৬ শে মে, ২০২৫ দুপুর ১২:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

নির্বাচনে সবারই অংশ নেয়া দরকার।
নির্বাচন বয়কট করলে কোন লাভ।
আলীগ নির্বাচনে অংশ নেবে বলেই তাকে নির্বাচন থেকে দূরে রাখা হলো।
তাহলে যে নির্বাচন হবে তাতে দেশের প্রায় ৩৫% মানুষের অংশগ্রহণ থাকবে না।
এ ধরনের নির্বাচন কোন ইন্টেরিম সরকার করলে সেটা প্রশ্নবিদ্ধ হবে।
এটা কেউ বুঝতেন চাইছেন না।





নিয়ম হচ্ছে- হাকিম নড়বে তবু তাঁর হুকুম নড়বেনা।
কিন্তু এই দেশে হাকিম নড়ার সাথেই তাঁর হুকুমও নড়ে যায়।

২৬ শে মে, ২০২৫ দুপুর ১২:৫৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: আওয়ামী লীগ কাদের সিদ্দিকীকে সমর্থন দিয়ে আপদকালিন সময়ে নির্বাচনের মাঠে থাকতে পারে।

১৯| ২৭ শে মে, ২০২৫ ভোর ৪:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখক বলেছেন: আওয়ামী লীগ কাদের সিদ্দিকীকে সমর্থন দিয়ে আপদকালিন সময়ে নির্বাচনের মাঠে থাকতে পারে।

না। এটা হবে না।
এরকম হলে আলীগ নির্বাচনে আসবে না।
৫ বছর অপেক্ষা করবে।

২০| ২৭ শে মে, ২০২৫ ভোর ৫:০০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

যে রকম ভাবে মামলা করেছে তাতে শেষ পর্যন্ত কিছুই হবে না।
আপনি স্মরণ করে দেখতে পারেন গ্রেে নড হামলার মামলার রায় কি হয়েছিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.