![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
বিএনপির আত্মার সংগীত এখন- ক্ষমতা আজ কত দূরে? ক্ষমতাকে তারা এপ্রিল’২৬ থেকে ডিসেম্বর’২৫ এগিয়ে আনার চেষ্টা করছে, কিন্তু হাইজাকার পক্ষ তাদের থেকে ক্ষমতা হাইজাক করতে অপপ্রচারে লিপ্ত।এরা কারা? এদের একপক্ষ হলো ডক্টর মোহাম্মদ ইউনুসের ভক্ত পক্ষ। এরা ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতেই ক্ষমতা রেখে দিতে চায়। দ্বিতীয় পক্ষ হলো নাহিদের পক্ষ এনসিপি। নাহিদ কমপ্লিট সাট ডাউন কর্মসূচী ঘোষণার পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলায়ন করেন। সেজন্য নাহিদ পক্ষ বিএনপিকে ক্ষমতা বঞ্চিত করে নিজেরাই ক্ষমতা বাগিয়ে নিতে চাচ্ছে। সেটা হলে নাহিদ হবেন বাংলাদেশের সবচেয়ে কম বয়সি প্রধানমন্ত্রী।তৃতীয় পক্ষ হলো জামায়াত। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে বিতাড়নের ক্রেডিট জামায়াতকে দিয়ে ছিলেন। সোনাগাজী বলেছেন জামায়ত আমেরিকা ও পাকিস্তানের ভাড়াটিয়া হিসাবে আওয়ামী লীগ সরকার তাড়িয়েছে।চতুর্থ পক্ষ হলো আওয়ামী লীগ। তারা তাদের হাইজাক হওয়া ক্ষমতা ফিরিয়ে আনতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে টিউলিপ ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠকে বসতে আগ্রহ প্রকাশ করেছে। এ বৃটিশমন্ত্রীকে আমার যথেষ্ট চালাক মনে হয়।ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি করার টোপে আওয়ামী লীগ তাদের হারানো ক্ষমতা ফিরে পাওয়ার চেষ্টা করতে পারে। উক্ত চার পক্ষের কোন এক পক্ষের ষড়যন্ত্র সফল হলে ক্ষমতা আজ কত দূরে? এটি হবে বিনিপির নিত্য বিরহ সঙ্গিত।
আওয়ামী লীগ কাঁটা দিয়ে কাঁটা তোলার অংশ হিসাবে সেনা প্রধান ও রাষ্ট্র পতিকে স্বপদে বহাল রাখার চেষ্টা করছে। তারপর ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাগানো গেলেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপদে বহাল হয়ে যাবেন। তারপর যখন নির্বাচন হওয়ার কথা নির্বাচন তখন হবে। বিএনপির জন্য তখন পুরনো ইতিহাস ফিরে আসবে। সেজন্য জনাব তারেক রহমান হাসিনা বিদায়ের এতদিন পরেও দেশে ফিরছেন না। তিনি ভাবছেন দেশে এসে যদি থাকাই না যায় তবে আর দেশে ফিরে কি লাভ?
আওয়ামী লীগ সরকার এখনো ছোট গল্পের মত। শেষ হয়েও হলো না শেষ! তারা ক্ষমতায় ফিরতে পারলে জাতি একটা অট্টহাসি শুনবে।তাদের সে হাসি থামাতে চাইবে পাকিস্তান। ভারতের সাথে যুদ্ধে তারা তাদের অবস্থান ধরে রাখতে স্বক্ষম হয়েছে। এ ঘটনার নেপথ্যে রয়েছে চীনা অস্ত্র। এ অঞ্চলে চীন হতে পারে ভারতের দুঃখ। দেশটি প্রযুক্তিতে যথেষ্ট এগিয়ে। তারপর তাদের আছে আমেরিকার সাথে টেক্কা দেওয়ার মানসিকতা।এদিকে ডক্টর মোহাম্মদের ইলনমাস্ক নামক ডালটি মনে হয় ভেঙ্গে পড়লো। তারপর তিনি জুন থেকে এপ্রিলে নেমে এলেন। তারপর চীন-জাপান তাঁর সাথে আছে। পালাতে হলে পালানোর স্থানও তিনি পাকাপোক্ত করে রাখছেন। তিনি অনেক রিস্ক নিয়ে বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রে এসেছেন। তাঁর আত্মার সংগীত হলো- এ ক্ষমতা যদি শেষ না হয় তবে কেমন হতো তুমি বলতো! আমি অবশ্য ডক্টর মোহাম্মদ ইউনুসের ভক্ত বৃন্দের এক জন। বাংলার মসনদে বসা সবচেয়ে শিক্ষিত লোক তো তিনিই। তাছাড়া তিনি আমাদের বেতন বাড়াচ্ছেন।এবার ঈদে লম্বা একটা ছুটি দিলেন। কি যে ভালো লাগে!সুতরাং ক্ষমতার আসল দাবীদার বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছেই। তারা ক্ষমতায় এসে আমাদেরকে যদি কিছু দেয়টেয় তবে তখন আমরা তাদের প্রেমে আকন্ঠ নিমজ্জিত হব সে কথা আগাম বলে রাখছি।
১০ ই জুন, ২০২৫ রাত ১২:০৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: ডিসেম্বরে কেন নির্বাচন দিতে পারবে না সরকার তার কোনো ব্যাখ্যা এখনো দিতে পারে নাই এই সরকার। ব্যাখা সাদা-মাটা সহজ-সরল। তাহলে এ সরকারকে চার মাস আগে ক্ষমতা ছাড়তে হবে। আর ক্ষমতা কি কেউ সহজে ছেড়ে যায়? পারলে সবাই ক্ষমতায় দু’দিন বেশী থাকতে চায়। এককালে বিএনপিও সেচেষ্টা করেছে বিচারপতি কেএম হাসানের মাধ্যমে। কিন্তু আওয়ামী লীগের লগি-বৈঠার কারণে সেটা পারে নাই। এখনো মোহাম্মদ ইউনুস আওযামী লীগের সাথে ড্রিলে গেলে কিছুকাল বেশী ক্ষমতায় থাকতে পারবেন। তাতে বিএনপির কপালে কাঁচকলাও জুটতে পারে।
২| ১০ ই জুন, ২০২৫ রাত ১২:২৬
সৈয়দ কুতুব বলেছেন: ড. ইউনূস কেন আম্লিকের সাথে ডিল করবে ? আম্লিকের সাথে ডিল করলে জীবনে মস্ত বড়ো ভুল করবেন। আম্লিক ফিরে আসলে এনসিপি ও জামায়াতের অস্তিত্ব থাকবে না। প্রধান উপদেষ্টা না হয় বাংলাদেশে থাকবেন না। আম্লিক রাজনীতিতে ফিরে কোনোদিন ক্ষমতায় যেতে পারলে কতজন কে ঝুলাবে তার হিসাব রাখতে পারবেন না।
বিএনপি কোন এক কালে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে চেয়েছে তার জন্য ১৭ বছর পরেও এত তীর্যক দৃষ্টি নিক্ষেপের কিছু নেই। জামায়াত-এনসিপি এখন সবচেয়ে বেশি সুযোগ ভোগ করছে। তাদের এসব আরাম আয়েশ থাকবে না।
দেশে যদি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে আসতে না পারে শেখ হাসিনার পতনের কি দরকার ছিলো ? সংস্কারের প্রথম পদক্ষেপ নিরপেক্ষ নির্বাচন।
১০ ই জুন, ২০২৫ রাত ১২:৩৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: কোন এক পক্ষ ক্ষমতায় আসতে কিছু মূলা ঝুলিয়েছে। সেগুলো মূলাই মনে করুন না। ঘটনার নেপথ্যে যদি আমেরিকাই থাকে তবে এনসিপি ও জামায়াতের অস্তিত্বে তাদের কি কাজ? সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে সমিহ করছে এনসিপি ও জামায়াত। বিএনপি সেটা করছে না। তাদের ভোগানোর জন্য তিনি আওয়ামী লীগের সাথে ড্রিল করতে পারেন। বিনিময়ে যদি রাষ্ট্রপতি পদ পাওয়া যায় তবে মন্দ কি? বৃটিশমন্ত্রী যেহেতু কিছু একটা করতে চাচ্ছেন তবে এর পিছনে কিছু একটা তো আছে।
৩| ১০ ই জুন, ২০২৫ রাত ১:১৮
ফেনিক্স বলেছেন:
আপনি এটা বিশ্বাস করেন তো যে, ১৯৫৮ সালে থেকে আজ অবধি মলিটারীই দেশ চলালাচ্ছে?
বাংলাদেশে ১৯৭৫ সাল থেকে আজ অবধি মিলিটারীই সব কিছুর মুলে?
ভারতে কোনদিন মিলিটারী ক_ষমতা নেয়ার চেষ্টা করেনি?
১০ ই জুন, ২০২৫ রাত ২:০৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমাদের দেশে মিলিটারি অনেকটা সময় দেশ শাসন করেছে। বিএনপিও মিলিটারি পরিবার।
৪| ১০ ই জুন, ২০২৫ রাত ১:৫৪
রবিন_২০২০ বলেছেন: অবস্থাদৃষ্টে মনে হচ্ছে BNP মিলিটারি আর আমলাদের আশ্চস্ত করেছে যে , আমরাও আওয়ামী লীগের মতোই দেশ চালাবো, লুটপাট চলবেই, তোমরাও খাবে আমরাও খাবো।
আর পাবলিক!!!! Yes , ওরাও খাবে, তবে সেটা পশ্চাদ্দেশ দিয়ে।
১০ ই জুন, ২০২৫ রাত ২:০৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: পাবলিকের জন্য আশার কিছু দেখা যাচ্ছে না।
৫| ১০ ই জুন, ২০২৫ রাত ২:০৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বিএনপি এখন সঠিক পথেই হাঁটছে।
বিএনপির জন্য শুভ কামনা।
১০ ই জুন, ২০২৫ রাত ২:১৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: কিন্তু তাদের হাতের মোয়া কেড়ে নেওয়ার চেষ্টাও চলছে।
৬| ১০ ই জুন, ২০২৫ রাত ৩:২৭
ফেনিক্স বলেছেন:
নাহিদ ও তার মতো ২০ হাজার ছেলেকে আমেরিকা এবার জল্লদ হিসেবে নিয়োগ দিয়েছিলো; এদের কাজ ছিলো, বেশ পরিমাণ ছাত্রকে হত্যা করে, জনতাকে মাঠে নামানো। ইতিমধ্যে এরা সবাই ডাকাতী করছে। নাহিদ মানুষ হত্যা করা ছাড়া অন্য কিছুর ট্রেনিং পায়নি।
১০ ই জুন, ২০২৫ ভোর ৬:৫৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার কথা সত্য হিসাবে প্রতিষ্ঠিত হয়নি। এটি এখনো ধারণা পর্যায়ে আছে। আপনার কথা সত্য হলে আপনার আমেরিকা ত্যাগ করা উচিৎ। আপনি আমেরিকার খেয়ে তাদের বিরোধীতা করলে সেটা কে মানবে?
৭| ১০ ই জুন, ২০২৫ ভোর ৫:০৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি ৩০০টি সিট পাবে।
১০ ই জুন, ২০২৫ ভোর ৬:৫৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: বড়ই আচানক কথা।
৮| ১০ ই জুন, ২০২৫ সকাল ৯:০৪
রাসেল বলেছেন: সকল পক্ষই গুজব ছড়াইতেছে। বাংলাদেশে এমন কোনো ঘটনা ঘটে নাই যে চোর বাটপারেরা তাদের মানসিকতা পরিবর্তন করবে। কোনো দলই সাধারণ জনগণের ভোটের অপেক্ষায় নাই, সে কারণেই তারা নিজের সতীত্ব বিলিয়ে দিয়ে আন্তজার্তিক সমর্থন পাওয়ার চেষ্টায় লিপ্ত। দায়িত্বশীল ব্যক্তি হিসাবে মন্দের ভাল বেছে নেয়াটা খুব কঠিন।
১০ ই জুন, ২০২৫ বিকাল ৪:৩৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: দশ কথার এক কথা।
৯| ১০ ই জুন, ২০২৫ সকাল ৯:২০
সৈয়দ কুতুব বলেছেন: শুনেন সহজ হিসাব মানিয়া নেন। জামায়াত-এনসিপি আম্লিক না থাকলে বিরোধী দল হিসাবে সংসদে যাবে। ড. ইউনূস সেই চেষ্টা করতে তারেক রহমানের সাথে দেখা করতে গিয়েছেন। বিএনপি যাতে কিছু সিট দেয়।
আমি জামায়াত-বিএনপির নেতা-কর্মীদের মুখে যতদূর শুনেছি তা হলো আম্লিক-জাপা সরকার-বিরোধীদল হিসাবে যে খেলা খেলেছিলো বিএনপি-জামায়াত এবার সেটা খেলবে।
১০ ই জুন, ২০২৫ বিকাল ৪:৩৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার কথা সঠিক হলে বিএনপির জন্য ভালো।
১০| ১০ ই জুন, ২০২৫ সকাল ১০:৩৭
রানার ব্লগ বলেছেন: চোর খেদিয়ে ডাকাতের কোলে বসছি।
১০ ই জুন, ২০২৫ বিকাল ৪:৪৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার কথা কতটা সঠিক সেটা বুঝতে পারছি না। ত্রিশ টাকা দিয়ে কাঠাল এনেছি। বেশ চমৎকার ছিল। কিন্তু ক’দিন আগে একটা কাঁঠাল বিক্রেতা ৬০০ টাকা চেয়েছে। লোকটা মনে হয় আগের সময়ের কথা ভেবেছে।
১১| ১০ ই জুন, ২০২৫ বিকাল ৪:৪১
সাড়ে চুয়াত্তর বলেছেন: বিএনপির তারেক জিয়া নাকি ভালো হয়ে গেছে?
১০ ই জুন, ২০২৫ বিকাল ৪:৪৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: মসনদে বসার ডর সেটা বুঝা যাবে। দিয়ে খায় নাকি না দিয়ে খায়। তাঁর বাবা ছিলেন না খেয়ে দেওয়ার লোক।
১২| ১০ ই জুন, ২০২৫ বিকাল ৫:০৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন সৎ মানুষ ছিলেন। ওনার প্রতি আমার একটা আবেগ আছে। কিন্তু ওনার স্ত্রী আর ছেলের দল এখন না দিয়ে খাওয়ার প্রস্তুতি নিচ্ছে। উনি রাজনীতিবিদদের সফলভাবে সামলাতে পারলেও সেনাবাহিনীর মধ্যে দলাদলি করে এবং বেশী কঠোর পদক্ষেপ নিয়ে ভুল করেছেন।ওনার উচিত ছিল মুক্তিযোদ্ধা সেনাকর্মকর্তাদের পক্ষে থাকা। কিন্তু উনি উল্টাটা করেছেন। পরিস্থিতির কারণে করেছেন কি না এটা অবশ্য আমি জানি না। এরশাদের মত লোককে সেনাপ্রধান করা ওনার উচিত হয় নাই। জেনারেল মঞ্জুর একজন সৎ এবং দেশপ্রেমিক জেনারেল ছিলেন। উনি ১৯৭১ সালে পালিয়ে পশ্চিম পাকিস্তান থেকে ভারতে এসেছিলেন যুদ্ধ করার জন্য (ওনার সাথে মেজর জিয়াউদ্দিন এবং মেজর তাহেরও পালিয়েছিলেন)। কিন্তু জিয়া দলাদলি করে ওনাকে দূরে ঠেলে দিয়েছিলেন। অনেক বিষয়ের সমাধান সামরিকভাবে না করে সমঝোতার মাধ্যমে করতে হয়। এই কারণে অস্ত্রধারী বাহিনীর উপরে একজন প্রজ্ঞাবান লোক থাকা দরকার পরে।
১০ ই জুন, ২০২৫ সন্ধ্যা ৬:১০
মহাজাগতিক চিন্তা বলেছেন: সেনা নিয়ন্ত্রণ করতে না পারায় জিয়া পর্বের শেষ হয়েছে।
১৩| ১০ ই জুন, ২০২৫ রাত ৮:৫৯
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আপনার মেয়ের জামাই বিএনপিতে পদ পেয়েছে কোনো? তার অবস্থা কী বর্তমানে?
১১ ই জুন, ২০২৫ সকাল ৯:০১
মহাজাগতিক চিন্তা বলেছেন: সে যে পদে ছিল সেই পদেই আছে। উন্নতি-অবনতি নাই।
১৪| ১১ ই জুন, ২০২৫ সকাল ১০:২৭
রাজীব নুর বলেছেন: বিএনপি ক্ষমতায় আসবে। আপনি নিশ্চিন্ত থাকুন।
১১ ই জুন, ২০২৫ সকাল ১১:২০
মহাজাগতিক চিন্তা বলেছেন: একদা আপনি বলেছিলেন আওয়ামী লীগ বিএনপির কোমর ভেঙ্গে দিয়েছে। সেই ভাঙ্গা কোমর নিয়ে তারা কিভাবে দেশ চালাবে?
১৫| ১১ ই জুন, ২০২৫ সকাল ১০:৩৫
রাসেল বলেছেন: আমার মতে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পূর্ণাজ্ঞ বিশ্লেষণ করেছেন সাড়ে চুয়াত্তর।
১১ ই জুন, ২০২৫ সকাল ১১:২১
মহাজাগতিক চিন্তা বলেছেন: সহমত।
১৬| ১৩ ই জুন, ২০২৫ সন্ধ্যা ৭:৫৬
আধুনিক চিন্তাবিদ বলেছেন: সামনের নির্বাচনের দিকে তাকিয়ে আছি।
©somewhere in net ltd.
১|
০৯ ই জুন, ২০২৫ রাত ১১:৫৮
সৈয়দ কুতুব বলেছেন: এসব অপপ্রচারে বিএনপির কিছুই হবে না। এনসিপি আর জামায়াত মিলে ১০ সিট পাবে না। ভোটের হিসাব অনেক জটিল। ডিসেম্বরে কেন নির্বাচন দিতে পারবে না সরকার তার কোনো ব্যাখ্যা এখনো দিতে পারে নাই এই সরকার।