![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
আমার বড় ভাই আওয়ামী লীগ সাপোটার এবং মেঝভাই জামায়াতের সাথে জড়িত। আব্বার মৃত্যুর পর তাঁর একাউন্টের ষোল লক্ষ টাকা তারা দু’জনে নিয়ে যায়, আমাকে একটাকাও দেয় নাই।মেঝভাইয়ের জামাতা আওয়ামী লীগ। সে এখন অবসর প্রাপ্ত জামায়াতি শ্বশুরের নামে ঠিকাদারী অব্যাহত রেখেছে।আব্বার ব্যাংক একাউন্টের টাকা মেরে দেওয়ার পর এবার বড় ভাই আমার ওয়ারিশি সম্পত্তির টাকা মেরে দেওয়ার উদ্যোগ করলে আমি তা’ ভুন্ডুল করে দেই। এদিকে মেঝভাবি আমার ওয়ারিশি টাকা মেরে দেওয়ার পর জামায়াতি তালিমের নামে আমার গিবত করে বেড়ায়।আমি এবার এ বিষয়ে মেঝভাইকে নোটিস দিয়ে বলেছি অনেক সহ্য করেছি আর না। একটা সাইডের জন্য আমি ছাত্র দল নেতাকে জামাই বানিয়েছি। বিএনপির লোকেরাও ধোয়া তুলুসি পাতা নয়। গড়ে না উঠতেই ভাঙ্গনের মুখে পড়ছে এনসিপি। আওয়ামী শাসন আমলে এক জামায়াত নেতাকে বললাম আপনার সমস্যা হচ্ছে না? তিনি বললেন তিনি আওয়ামী জামাতা সেজন্য তাঁর কোন সমস্যা নাই।বিভিন্ন দলের ক্যানভাসে কান ঝালাপালা।এক লোক সব অপরাধ মূলক কাজে সম্মতি সূচক মাথা নাড়ে। কিন্তু রাজনীতির কথা জিজ্ঞাস করলে সে বলে সে এত খারাপ এখনো হয় নাই।সেজন্য ভোট দিতে মন্দের ভালো বাছাই করতে জনগণকে অনেক হিসাব নিকাস করতে হয়। যারা অংকে কাঁচা তাদের ভোট অবশেষে ভুল জায়গায় পড়ে। অবশেষে ভুল লোক নির্বাচিত হয়ে দেশকে ভুল পথে নিয়ে যায়।
বৃটিশরা দেশের টাকা ইংল্যান্ডে নিয়ে যেত এখন দেশী বৃটিশরা সে দায়িত্ব পালন করছে। তবে এখন শুধু ইংল্যান্ড নয় বিশ্বের অনেক দেশেই দেশের টাকা যাচ্ছে।দেশে টাকা যা আসছে তার কাছাকাছি টাকা দেশ থেকে চলে যাচ্ছে। সেজন্য দেশ চলতে চলতে অচল হয়ে যায়। এখনে সবাই নতুন আশার গল্প শুনায়। তাতে অনেক সময় উম্মাদনা তৈরী হয়ে দেশে একটা ঘটনা ঘটে যায়, লোকেরা আবার সেটাকে বিপ্লব বলে। কেউ চেতনা, কেউ বিপ্লব, কেউ ধর্ম ইত্যাদি বেচে খায়। একাত্তরের চেতনা আওয়ামী লীগের পুঁজি, পঁচাত্তরের ৭ই নভেম্বরের বিপ্লব বিএনপির পুঁজি, চব্বিশকে জামায়ত ও এনসিপি পুঁজি বানাতে চাচ্ছে।সবার মাঝেই খাই খাই নাই নাই অবস্থা। এসেব দেখে দিশেহারা জনগণ।
ইউনুস মন্দ হলে ভালো ঠিক কে? তার নাম কি কেউ বলছে? ইউটিউবের বেশীরভাগ কথায় বিরক্ত হচ্ছি। একদা সমাজতন্ত্রের মাহাত্মের কথা শুনতাম। দেশে এদের নেতারা ঠিক কি করছে সেটা ঠিক বুঝতে পারি না।তন্ত্র-মন্ত্র যা আছে এর যোগ্য চালক নাই। অস্ত্র থাকলেই কেউ জয়ী হবে এমন নিশ্চয়তা নাই। অস্ত্রের সাথে এর যোগ্য চালক দরকার। আমার এক বন্ধু বলেছে, কথা হাঁটে। নানান কথায় অবশেষে মানুষের মাথা নষ্ট হয়ে যায়। অমুক মন্দ তমুক মন্দ কিন্তু ভালোটা কে? তখন সবাই নিরুত্তর। আসলে কে যে ভালো এটা আসলে কেউ জানে না। এমন অবস্থায় এক কবি বলেছেন, মরেগেলে বাঁচি।
০৩ রা আগস্ট, ২০২৫ রাত ১২:০৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: তারা ভালো করলে তাদেরকে স্বাগতম।
২| ০২ রা আগস্ট, ২০২৫ রাত ১১:৪৯
কিরকুট বলেছেন: হা হা হা
০৩ রা আগস্ট, ২০২৫ রাত ১২:১০
মহাজাগতিক চিন্তা বলেছেন: যারা সব সময় খেতে চায় তারা বিভিন্ন দলে ভাগ হয়ে খায়। জামাইকে বললাম তোমার সমস্যা হচ্ছে না? জামাই বলল, লীগের এমপি তার ফুফাত মামা। সেজন্য আওয়ামী লীগ বা পুলিশ তাকে জ্বালাতন করে না।
৩| ০৩ রা আগস্ট, ২০২৫ রাত ১২:২২
রূপক বিধৌত সাধু বলেছেন: তাহলে দেখা যাচ্ছে সবাই মিলেমিশে খাচ্ছে। ভোগান্তিতে আছে যারা খেতে পারছে না।
৪| ০৩ রা আগস্ট, ২০২৫ রাত ১:০১
কলিমুদ্দি দফাদার বলেছেন: না ভোট দিবেন।
©somewhere in net ltd.
১|
০২ রা আগস্ট, ২০২৫ রাত ১১:১৪
সৈয়দ কুতুব বলেছেন: যেখানে ভোট হয় কিনা তার ঠিক নাই সেখানে কাকে ভোট দিবো সেটা ভাবার সময় এখনো আসেনি। United people bangladesh (UP) নামে একটি নতুন দল হয়েছে এনসিপির পাশাপাশি । এরা এনসিপি থেকে ভালো করছে মনে হয় ।