![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
সূরাঃ ৫৯ হাসর, ২২ নং আয়াতের অনুবাদ-
২২। তিনিই আল্লাহ, তিনি ছাড়া কোন ইলাহ নেই।তিনি আলেমুল গাইবে ওয়াশ শাহাদা (অদৃশ্য ও দৃশ্যমানের আলেম); তিনি রাহমানুর (মেহেরবান) রাহিম (দয়াময়)।
সূরাঃ ৫৫ রাহমান, ১ নং ও ২নং আয়াতের অনুবাদ-
১। আর রাহমান (পরম মেহেরবান)।
২। তিনিই শিক্ষা দিয়েছেন কোরআন।
সূরাঃ ২ বাকারা,৩১ নং থেকে ৩৩ নং আয়াতের অনুবাদ-
৩১। আর তিনি আদমেকে (আ.) সব জিনিসের নাম শিখালেন। তারপর সেগুলো ফেরেশতাদের সামনে হাজির করলেন। তারপর বললেন, যদি তোমরা সত্যবাদী হও তবে আমাকে এসব বস্তুর নাম বলে দাও।
৩২। তারা বলেছিলো, আপনি মহান পবিত্রময়। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন এর বাইরে আমাদের কোন জ্ঞান নেই। নিশ্চয়ই আপনি সর্ব জ্ঞানী, মহাকৌশলী।
৩৩। তিনি বললেন হে আদম! তুমি তাদেরকে ঐসবের নাম বলে দাও!এরপর যখন সে তাদেরকে ঐগুলোর নাম বলে দিলো, তখন তিনি (আল্লাহ) বললেন, আমি কি তোমাদেরকে বলিনি যে, নিশ্চয়ই আমি আকাশ ও পৃথিবীর অদৃশ্য বিষয় সম্পর্কে জানি। আর তোমরা যা প্রকাশ কর এবং যা গোপন কর আমি তাও জানি।
সূরাঃ ১৮ কাহফ, ৬৫ নং আয়াতের অনুবাদ-
৬৫। অতঃপর তারা সাক্ষাৎ পেল আমাদের বান্দাদের মধ্যে একজনের।যাকে আমরা আমাদের নিকট হতে অনুগ্রহ দান করে ছিলাম এবং আমরা তাকে আমাদের নিকট হতে শিক্ষা দিয়ে ছিলাম এক বিশেষ জ্ঞান।
সূরাঃ ৩১ লোকমান, ১২ নং আয়াতের অনুবাদ-
১২। আমরা লোকমানকে হিকমাত দান করেছিলাম এবং বলেছিলাম যে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কর।যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তো তা’ করে নিজের জন্য। আর কেউ অকৃতজ্ঞ হলে আল্লাহ তো ধনি ও প্রশংসিত।
সূরাঃ ৬২ জুমুআ, ২ নং আয়াতের অনুবাদ-
২। তিনিই উম্মীদের মধ্যে একজন রাসুল পাঠিয়েছেন তাদের মধ্য হতে, যে তাদের নিকট আবৃত করে তাঁর আয়াত সমূহ; তাদেরকে পবিত্র করে এবং শিক্ষা দেয় কিতাব ও হিকমত; এর আগে তো এরা ছিল ঘোর বিভ্রান্তিতে।
সূরাঃ ২৮ কাসাস, ৭ নং আয়াতের অনুবাদ-
৭। আমরা মুসার মায়ের নিকট ওহী পাঠালাম তাকে দুধপান করাতে। যখন তুমি তার বিষয়ে কোন আশংকা করবে তখন তাকে দরিয়ায় নিক্ষেপ করবে। আর ভয় করবে না ও দুঃখ করবে না।আমি অবশ্যই তাকে তোমার নিকট ফিরিয়ে দেব।আর তাকে রাসুলদের একজন করব।
সূরাঃ ৩৫ ফাতির, ২৮ নং আয়াতের অনুবাদ-
২৮। এভাবে রং বেরং- এর মানুষ, জন্তু ও আন’আম রয়েছে। নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে (ওলামা) আলেমরাই তাঁকে ভয় করে।নিশ্চয়্ই আল্লাহ পরাক্রমশালী ক্ষমাশীল।
সূরাঃ ২৯ আনকাবুত, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩।এসব দৃষ্টান্ত আমি মানুষের জন্য পেশ করে থাকি, যেগুলো কেবল আলেমরাই বুঝে থাকে।
সূরা: ৯ তাওবা, ১২২ নং আয়াতের অনুবাদ-
১২২। আর মু’মিনদের এটাও উচিৎ নয় যে (জিহাদের জন্য) সবাই একত্রে বের হয়ে পড়বে। সুতরাং এমন কেন করা হয় না যে, তাদের প্রত্যেক বড় দল হতে এক একটি ছোট দল (জিহাদে) বের হয় যাতে অবশিষ্ট লোক ফিকাহ (দীনের গভীর জ্ঞান) অর্জন করতে থাকে। আর যাতে তারা নিজ কওমকে ভয় প্রদর্শন করে, যাতে তারা সাবধান হয়।
* আল্লাহ ও রাসূল (সা.) আলেম ও মোয়াল্লেম। আল্লাহ ও রাসূল (সা.) সরাসরি ও ওহীর মাধ্যমে এলেম শিক্ষা দিয়েছেন। এখন আল্লাহ হযরত মুসার (আ.) মাকে যে ওহী করেছেন সে ওহীর মাধ্যমে এলেম শিক্ষা দেন। এছাড়াও আল্লাহ ও রাসূল (সা.) স্বপ্নযোগে এলেম শিক্ষা দিয়ে থাকেন। তাঁদের থেকে যাঁরা এলেম শিক্ষায় মনযোগী হয়েছে তারা আলেম হয়েছে। তারা আল্লাহর কথা বুঝে এবং তারা তাঁকে ভয় করে।আল্লাহর ছাত্র হযরত আদম (আ.), ফেরেশতা, হযরত খিজির (আ.) ও হযরত লোকমান (আ.) প্রমুখ।ইমাম আবু হানিফাও (র.) আল্লাহর ছাত্র। তিনি স্বপ্নে আল্লাহর দিদার প্রাপ্ত হয়েছেন। আল্লাহ তাঁকে হিকমাত তথা ফিকাহ শিক্ষা দিয়েছেন।যারা আল্লাহ ও রাসূলের (সা.) ছাত্র নয় তারা আলেম নয়। তারা ত্বলেবে এলেম। বেকুবেরা তাদেরকে আলেম তো বলেই, আবার এদের কোন কোন জনকে এরা আল্লামাও বলে। যেখানে আল্লাহ আলেম সেখানে তাঁর চেয়ে বড় খেতাব আল্লামা খেতাব এরা কেমন করে পায়? এসব আল্লামা ও তাদের ভক্তগণ মানুষকে বিভ্রান্ত করে। এদের থেকে সাবধান।
আপনি যাকে আলেম ভাবছেন তিনি আল্লাহ ও রাসূলের (সা.) দিদার পেয়েছেন কি? উত্তর ‘না’ হলে তাঁকে আলেম মনে করা বাদ দিন। বরং তাকে ত্বলেবে এলেম ভাবুন। অনেকে কবর পর্যন্ত ত্বলেবে এলেম থাকে, আলেম আর হয় না। কারণ আলেম হতে আল্লাহ ও তাঁর রাসূলের (সা.) দিদার লাগে।
১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৭:১৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: আল্লাহ কিভাবে শিক্ষা প্রদান করেন সেটা পোষ্টে বলা আছে।
২| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৬:৫১
জেনারেশন একাত্তর বলেছেন:
আল্লাহ খৃষ্টানদের জ্ঞানী কথা শিখান, আর মুসলমানদের জন্য রেখেছেন তলোয়ারের ভাষা
১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৭:১৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: যে ছাত্র য শিক্ষার যোগ্য তাকে সেটা শিক্ষা দেওয়াই ভালো।
৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:১০
রাজীব নুর বলেছেন: হুজুর আসসালামু আলাইকুম।
আলেম দিয়ে দেশ বা সমাজের উপকার সম্ভব? অতীতে যত আলেম ছিলো তাদের ভূমিকা কি ছিলো??
©somewhere in net ltd.
১|
১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৬:৪৩
কামাল১৮ বলেছেন: আল্লাহর মাদ্রাসাটি কোথায়?যেখান থেকে লোক শিক্ষা গ্রহন করবে।