নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

জাশি বিরোধী ঐক্য জাশিকে হারাতে পারে

১৪ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:০৮



জাশি বিরোধী ঐক্য জাশিকে হারাতে পারে, এর জন্য প্রয়োজন কাস্টিং ভোটের ৫০% ভোট না পেলে দ্বিতীয় দফা ভোটের বিধান। ডাকসুতে শিবিরের সাদিক কায়েম কাস্টিং ভোটের প্রায় ৪৮% ভোট পেয়েছেন। এতে ছাত্র দলের আবিদুল ইসলাম খান দ্বিতীয় হয়েছেন। দ্বিতীয় দফা ভোটে শিবির বিরোধী ঐক্য আবিদকে ভোট দিলে আবিদের জয়ী হওয়া সম্ভব ছিল। যে ২০% প্রথম দফায় ভোট দেয় নাই। তারাও দ্বিতীয় দফায় ভোট দিলে আবিদের বড় জয় সম্ভব ছিল।

জাতীয় নির্বাচনে কাস্টিং ভোটের ৫০% ভোট না পেলে দ্বিতীয় দফা ভোটের বিধান করলে জাশি বিরোধীরাই সংখ্যায় বেশী সীটে জয়ী হয়ে একক বা কোয়ালিশন সরকার গঠন করতে পারবে। জাশি বিরোধীরা ঐক্যবদ্ধ না হলে এবং কাস্টিং ভোটের ৫০% ভোট না পেলে দ্বিতীয় দফা ভোটের বিধান করা না হলে জাশির জয় ঠেকানো অসম্ভব হতে পারে। জাশি ফিল্ডের অবস্থা বুঝে। সেজন্য তারা জয়ের জন্য মরিয়া। বিভিন্ন চেতনা, পাকিস্তান এসব কথা দিয়ে এখন আর জাশিকে ঠেঁকানো যাচ্ছে না। এখন সারা বিশ্ব দুর্নীতি বিরোধী। দুর্নীতির গন্ধ জনতা যার গায়ে পাচ্ছে তাকেই ত্যাগ করছে। জাশি এর সুফল পাচ্ছে।

দুর্নীতিই জনতার বঞ্চনার কারণ বলে জনতা মনে করছে। জাশির গায়ে জনতা সেই গন্ধ কম পাচ্ছে। অথবা জনতা একবার তাদেরকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করতে চায়। জাশির হঠাৎ অস্বাভাবিক ভোট বৃদ্ধির কারণ সেটা।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:১২

প্রামানিক বলেছেন: মানুষ এখন দুর্নীতিমুক্ত নেতা চায়

১৪ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:১৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: অনেকটা সেরকম। জেনজিকে চেতনা, পাকিস্তান এসব বলে অন্য দিকে ঘুরানো যাচ্ছে না।

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:২২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



দিনের পর দিন খালি নির্বাচন করতেই হবে?
প্রথমবার ৫০% ভোট না পেলে আবার নির্বাচন?
পড়াশোনা নাই?
খালি নির্বাচনই করবে?

১৪ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:৪৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: নিখাঁদ গণতন্ত্রের ন্য এটা প্রয়োজন।

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:০৯

জেনারেশন একাত্তর বলেছেন:



গাজাবাসী মনে করেছিলো হামাস সৎ; হামাস যে জংগী সেটা তারা জানতো; জংগীরা সৎ হতে পারে না; কারণ, তারা দানব।

১৪ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৪৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: ইহুদী কি সৎ?

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৩৬

বিজন রয় বলেছেন: সঠিক নির্বাচন হলে কি আপনার এই শিরোণাম দিয়ে এই লেখা লিখতে হতো?
আপনিও বুঝতে পারছেন ইলেকশান ইঞ্জিনিয়ারিং হবে।

৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৪১

জেনারেশন একাত্তর বলেছেন:


লেখক বলেছেন: ইহুদী কি সৎ?

-ইহুদীরা মুসলমানদের চেয়ে অনেক অনেক সৎ

৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৪২

জেনারেশন একাত্তর বলেছেন:



লেখক বলেছেন: ইহুদী কি সৎ?

ইহুদীদের ৬০ ভাগ সৎ, মুসলমানদের ৫ ভাগ সৎ হতে পারে।

৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৪৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আওয়ামীপন্থীরা নির্বাচন সুষ্ঠু হয়নি নির্বাচন সুষ্ঠু হয়নি বলে ম্যাতকার করছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.