নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

কেউ জাহান্নামে যাবে না

১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৫:৩৬




সূরাঃ ২১ আম্বিয়া, ১০৭ নং আয়াতের অনুবাদ-
১০৭। আমিতো তোমাকে বিশ্বজগতের প্রতি কেবল রহমত রূপেই প্রেরণ করেছি।

সূরাঃ ৫১ যারিয়াত, ৫৬ নং আয়াতের অনুবাদ-
৫৬। আমি জিন ও মানুষকে এ জন্য সৃষ্টি করেছি যে, তারা আমারই ইবাদত করবে।

সূরাঃ ১ ফাতিহা, ২ নং আয়াতের অনুবাদ-
২। যিনি অনন্ত দয়াময়, অন্তহীন মেহেরবান।

সূরাঃ ৭ আ’রাফ, ৪৪ থেকে ৪৮ নং আয়াতের অনুবাদ-
৪৪। জান্নাতবাসিগণ অগ্নিবাসিদিগকে ডেকে বলবে, আমাদের রব আমাদের সাথে যে ওয়াদা করেছেন আমরা তা’ সত্য পেয়েছি। তোমাদের রব তোমাদের সাথে যে ওয়াদা করেছেন তা’ কি তোমরা সত্য পেয়েছ? তারা বলবে, ‘হ্যাঁ’।তারপর ঘোষক তাদের মধ্যে ঘোষণা করে বলবে,যালিমদের উপর আল্লাহর লানত।
৪৫। (তারা যালিম)যারা আল্লাহর পথে বাধা সৃষ্টি করত।আর তাতে বক্রতা তালাশ করত। আর তারা আখিরাত বিষয়ে অবিশ্বাসী।
৪৬। উভয়ের মাঝে পর্দা আছে।আর আরাফে কিছু লোক থাকবে যারা প্রত্যেককে তাদের লক্ষণ দ্বারা চিনবে।আর তারা জান্নাকবাসীদেরকে ডেকে বলবে, তোমাদের শান্তি হোক। তারা তখনও জান্নাতে প্রবেশ করেনি, কিন্তু তারা এ বিষয়ে আশ্বস্ত।
৪৭। যখন তাদের দৃষ্টি অগ্নিবাসীদের দিকে ফিরিয়ে দেওয়া হবে তখন তারা বলবে, হে আমাদের রব আমাদেরকে যালিমদের সাথী বানিয়ে দিবে না।
৪৮। আরাফবাসীগণ যে লোকদেরকে লক্ষণ দ্বারা চিনবে তারা তাদেরকে ডেকে বলবে, তোমাদের দল ও তোমাদের অহংকার কোন কাজে আসল না।

সূরাঃ ২, বাকারা। ১০৬ নং আয়াতের অনুবাদ-
১০৬। আমরা কোন আয়াত মানসুখ বা রহিত করলে অথবা ভুলে যেতে দিলে তা’হতে উত্তম বা তার সমতুল্য কোন আয়াত আমরা প্রদান করে থাকি।তুমি কি জান না যে আল্লাহ সর্ব বিষয়ে সর্ব শক্তিমান।

* রাসূলকে (সা.) শুধু রহমত রূপে প্রেরণ করা হয়েছে, আর মানুষ ও জ্বীনকে ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে।সুতরাং মানুষ ও জ্বীনের অপরাধের শাস্তি হবে রহমত কম-বেশী।বেশী রহমত প্রাপ্তরা জান্নাতে যাবে, আর কম রহমত প্রাপ্তরা আরাফে থাকবে।আরাফ থেকে কিছু লোক জান্নাতে যাবে। অন্যরা চিরস্থায়ী আরাফে থেকে ইবাদত-বন্দেগী করবে। জাহান্নাম দেখারপর কেউ আল্লাহর ইবাদত কবুল না করে জাহান্নাম কবুল করবে না। নতুন ব্যবস্থার সাথে গরমিল আয়াত সমূহ আল্লাহ মানসুখ করে সেসব স্থান তিনি নতুন ব্যবস্থার সাথে সংগতিপূর্ণ আয়াত দ্বারা প্রতিস্থাপন করবেন।জান্নাতিরা তাদের স্বজনদের জাহান্নাম পছন্দ করবে না বিধায় রাহমানুর রাহিম তাদের ইচ্ছায় এ নতুন ব্যবস্থা চালু করবেন।জান্নাতবাসী ও আরাফবাসীর মধ্যে পার্থক্য হবে জান্নাতিবাসীগণকে কাজ করে খেতে হবে না, কিন্তু আরাফবাসীকে কাজ করে খেতে হবে।এটাই হবে তাদের চিরস্থায়ী শাস্তি। লোকদের চিরস্থায়ী ইবাদতের ব্যবস্থা দ্বারা কোরআনের হুকুম চির বিদ্যমাণ হবে। আল্লাহ চির বিদ্যমান, সুতরাং তাঁর কোরআনের হুকুমও চির বিদ্যমাণ হবে। সংগত কারণে এখানে যা বলা হলো মূলত এটাই ঘটবে।

মন্তব্য ৩০ টি রেটিং +১/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৮:০২

আলামিন১০৪ বলেছেন: “كل بدعة ضلالة وكل ضلالة في النار”

১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:৪৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: আল্লাহর ইচ্ছায় কোরআন ও হাদিস সবই মানসুখ হয়। তিনি সর্বশক্তিমান।

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৮:২৫

Spirit বলেছেন: রাহমান (অতি দয়ালু) যেমন আল্লাহ তায়ালার গুণবাচক নাম। তেমনি মুযিল্ল (অপদস্থকারি)
ও আল্লাহ তায়ালার গুণবাচক নাম। সুতরাং শুধু একটা দেখে অন্যটা না দেখা কানার হাতি দেখার মতো। এখন প্রশ্ন হতে পারে তাইলে দ্বিতীয়টি প্রথমটির বিপরীত কেন?
উত্তর হচ্ছে, আল্লাহ তায়ালা মুযিল্ল (অপদস্থকারি) পরকালে কাফেরদের ক্ষেত্রে।
কুরআনে এসেছে, 'আহলে কিতাবদের মধ্যে যারা কাফের' এবং মুশরিকরা চিরকাল জাহান্নামে থাকবে। (সূরা বায়্যিনাহ)

১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:৪৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: আল্লাহর ইচ্ছায় কোরআন ও হাদিস সবই মানসুখ হয়। তিনি সর্বশক্তিমান।

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৮:২৮

Spirit বলেছেন: তবে যাদের পূণ্য কিছুটা কম তারা আরাফে থাকবে। তবে সবাই না।

১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:৪৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: সেটা এ সময়ের হিসাব। আল্লাহর ইচ্ছায় পরে হিসাব অন্য রকম হওয়া সম্ভব।

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:৪২

রাজীব নুর বলেছেন: আমি জাহান্নামে যেতে চাই ।

১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:৪৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: জাহান্নাম দেখারপর কেউ জাহান্নামে যেতে চাইবে না।

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৪১

বিজন রয় বলেছেন: আলামিন১০৪ বলেছেন: “كل بدعة ضلالة وكل ضلالة في النار”......... এই আরবী লাইনের বাংলা মানে কি?

১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৩৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: এর অর্থ- সকল বিদয়াত পথভ্রষ্টতা , আর সকল পথভ্রষ্টতা অগ্নি বাসিন্দা। এটা হাদিস। কিন্তু আল্লাহ কোরআন ও হাদিস মানসুখ বা রহিত করার ক্ষমতা রাখেন।

৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




জেনারেশন একাত্তর বলেছেন:



আপনার পায়খানা-রোবোটিক্স ফ্যাক্টরী কি আপনার বাসায়?

১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৬:১৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: জেনারেশন একাত্তরের ভিতরে হতাশা কাজ করছে। কারণ তাঁর নেতৃত্বে জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে না।

৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:১৮

কামাল১৮ বলেছেন: জাহান্নাম থাকলেতো যাবে?

১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৬:১৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: যারা জাহান্নাম আছে বলে বিশ্বাস করে এ পোষ্ট তাদের জন্য।

৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:২৭

Spirit বলেছেন: হাজাগতিক চিন্তা বলেছেন: এর অর্থ- সকল বিদয়াত পথভ্রষ্টতা , আর সকল পথভ্রষ্টতা অগ্নি বাসিন্দা। এটা হাদিস। কিন্তু আল্লাহ কোরআন ও হাদিস মানসুখ বা রহিত করার ক্ষমতা রাখেন।

জ্বি রাখেন। ক্ষমতা রাখেন বলে রহিত করবেন; এটা আপনাকে কে বলেছে? বরং কুরআনে তো এর বিপরীতটা আছে। আর যে বিষয়ে আপনার জানা নাই, সে বিষয়ে কথা বলেন কেন? তাছাড়া এখানে হাদিসের অনুবাদ করেছেন ভুল। খুব সম্ভব এআই কিংবা গুগল দিয়ে করছেন।

১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৬:১৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমার কথা যে সব কথার ভিত্তিতে বলা হয়েছে পোষ্টে সেসব কথা উপস্থাপিত আছে। আমার অনুবাদ ভুল হলে শুদ্ধ অনুবাদ প্রদান করতে আপনাকে কে মানা করেছে?

৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৩:৩৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



আপনি কোথায় যাবেন?
জান্নাতে ৭২ হুরী নিয়ে আপনি কী করবেন?
আপনার বিবি জান কী করবেন?

১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৬:২৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমার মা বলেছেন জান্নাতে সতিনের হিংসা থাকবে না। এত্ত বড় জান্নাতে একা একজন নারীর ভালো লাগবে না। সেজন্য হুর নারী-পুরুষ উভয়কে দেওয়া হবে। উভয়ে উভয়ের হুর কি কাজে লাগাবে এটা তাদের বিষয়। নারীরা সখি-বান্ধবী খুব উপভোগ করে সেটা পৃথিবীতেই দেখা যাচ্ছে। সেজন্য হুরের কারণে নারীরা ইসলাম ছাড়ছে না।

১০| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: view this link

১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:৩১

মহাজাগতিক চিন্তা বলেছেন: এ নামে রাসূলের (সা) কোন স্ত্রী নেই। তিনি তাকে জোর করে বিয়ে করেননি। আর তাঁর প্রস্তাব প্রত্যাখাত হওয়ার পরেও তিনি তাকে গিফট দিয়েছেন, বিষয়টি ভালো লেগেছে।

১১| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

দেখুন, মুফতি সাহেব কি সুন্দর আলোচনা করেছেন। উনার আলোচনা থেকে শিক্ষা নিন।



১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:৩৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: প্রত্যেকের বুঝ এক রকম নয়। আমি বুঝেছি মহানবি (সা) জোর করে মেয়েটিকে বিয়ে করেননি। সুতরাং জোর করে বিয়ে করা নবির (সা) সুন্নত নয়।

১২| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:৫৭

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৩৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: ধন্যবাদ।

১৩| ২১ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৭:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



আমি অলস নই।
আমি কাজ করে খেতে চাই।

২১ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:৩৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: ঠিক আছে।

১৪| ২১ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৮:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


হুরের লোভে মুরুব্বীরা যখন ধর্ম কর্ম করে তখন দেখতে খুব নোংরা লাগে।

২১ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:৪০

মহাজাগতিক চিন্তা বলেছেন: সময় কাটানোর জন্য তারা বেশ চমৎকার হবে।

১৫| ২২ শে সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৬:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


হুররা হবে জেলি ফিসের মতো দেখতে।
এমন কদাকার প্রাণীর সাথে সেক্স করতে কার মন চাইবে বলুন?

২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:৪১

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার ধারণা সঠিক নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.