| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহাজাগতিক চিন্তা
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
একাত্তরে ভারত তাদের পেটের রোগের চিকিৎসা করতেই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছে। সেবার বাংলাদেশ স্বাধীন হয়েছে।ভারত আবার এখানে যুদ্ধ করতে আসলে বাংলাদেশের স্বাধীনতা টিকবে কিনা বলা মুশকিল। এখানে তারা আবার জয়ী হলে এখানে তাদের পুতুল সরকারও প্রতিষ্ঠিত করতে পারে। সাদ্দাম আমেরিকার বিরুদ্ধে যে হুংকার দিয়েছে এর পরিনাম ইরাকে পুতুল সরকার। দেশ সমূহ তাদের সুরক্ষায় কি করে তা’ একান্তই তাদের নিজস্ব বিষয়।
সূরাঃ ৮ আনফাল, ৬০ নং আয়াতের অনুবাদ-
৬০। তোমরা তাদের মোকাবেলার জন্য যথাসাধ্য শক্তি ও অশ্ব-বাহিনী প্রস্তত রাখবে। এর দ্বারা তোমরা সন্ত্রস্ত রাখবে আল্লাহর শত্রুকে, তোমাদের শত্রুকে, এছাড়া অন্যদেরকে যাদের সম্পর্কে তোমরা জাননা, আল্লাহ জানেন।আল্লাহর পথে তোমরা যা ব্যয় করবে এর পূর্ণ প্রতিদান তোমাদেরকে দেওয়া হবে এবং তোমাদের প্রতি জুলুম করা হবে না।
* আমাদের শত্রুকে সন্ত্রস্ত রাখার শক্তি সঞ্চয়ে আমরা সক্ষম হইনি। একাত্তরেই পাকিস্তান আমাদেরকে ভারতের হাতে ছেড়ে গেছে। এখন তারা আমাদেরকে ভারতের হাত থেকে রক্ষায় এগিয়ে আসবে কি? আমাদের এখানে অফুরন্ত অভাব। যা আমাদেরকে শত্রুর মোকাবেলায় টেকসই হতে দিচ্ছে না। সেজন্য ভারতের মত শক্তিশালী রাষ্ট্রকে আমাদের শত্রু না বানানোই উত্তম। যারা ভারত বিরোধী জজবা দেখাচ্ছেিআমি তাদেরকে বুদ্ধিমাণ মনে করি না। ভারতের ক্ষেত্রে আমার নীতি প্রভুত্ব নয় বন্ধুত্ব। খ্রিস্টান রাষ্ট্র ইথিওপিয়ার সাথে রাসূল (সা.) বন্ধুত্ব রক্ষা করে চলতেন। অমুসলিমদের মধ্যে মুসলিমদের তাদের সাথে শত্রুতা হবে যারা মুসলিমদের সাথে শত্রুতা করে। সেজন্য খুব সমস্যা না হলে তাদের সাথে আমাদের ঝামেলায় জড়ানোর দরকার নাই।
সুসলিমদেশ বিধায় আল্লাহর শত্রু বাংলাদেশের শত্রু হতে পারে।আত্মরক্ষায় আমাদেরকে নিজের শত্রু, আল্লাহর শত্রু ও জীবাণূ শত্রুর বিরুদ্ধে যথাযথ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে। আমাদের দেশে ভারতের অনেক সমর্থক রয়েছে। সেজন্য ভারতের ক্ষেত্রে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্ত হওয়া দরকার। খুব একটা শক্তিশালী রাষ্ট্র নয় বিধায় আমাদেরকে যুদ্ধে না জড়িয়ে এড়িয়ে চলতে হবে।কেউ আমাদেরকে অসম্মান না করলেই সেটা আমাদের জন্য যথেষ্ট মনে করতে হবে।আমাদের পররাষ্ট্র নীতিতে কোন ভুল থাকা চলবে না। আবেগ সব সময় মঙ্গল বয়ে আনে না। সেজন্য ভালো থাকার জন্য বিবেকটাই বেশী প্রয়োজন। আগামী নির্বাচনে আমাদের ভোটারগণ অনেক কিছুই বিবেচনায় রাখবে। একজন ব্লগার হাদীকে মস্তবড় বেয়াদব বলেছেন। সে বেঁচে না থাকায় আমি তার এ সংক্রান্ত আলোচনা এগিয়ে নিতে আগ্রহী নই।
১৯ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:২২
মহাজাগতিক চিন্তা বলেছেন: আল্লাহ মানুষের ইচ্ছাও গুরুত্ব দিয়ে থাকেন।
২|
১৯ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১:০৫
আদিত্য ০১ বলেছেন: আপনি জামাতের একনিষ্ঠ ভক্ত। এভাবে অন্ধ হইলে বেশিদিন লাগবে না মাথায় মগজ গু হইতে
১৯ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:২৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনি কথাটা ঠিক কোন হিসাবে বললেন? আমি তো সরাসরি বললাম আমি বিএনপিকে ভোট দেব।
৩|
১৯ শে ডিসেম্বর, ২০২৫ রাত ২:১৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
প্রথম আলো, ডেইলি স্টারে
আগুন জ্বালানো কি ভালো কাজ হলো?
১৯ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:২৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: সন্ত্রাসী কার্যক্রম সঠিক হতে পারে না। এসব হলো মব। আর মব সমর্থনযোগ্য নয়।
৪|
১৯ শে ডিসেম্বর, ২০২৫ ভোর ৬:৩২
আলামিন১০৪ বলেছেন: ভারতের দালালেরা হুশিয়ার সাবধান!
১৯ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:২৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: তারা সাবধানে কাজ করেই পার পেয়ে যাচ্ছে।
৫|
১৯ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৭:৫৪
অগ্নিবাবা বলেছেন: চাচা, ভারতের হাত থেকে আপনি আসলে কী থেকে রক্ষা চান?
১৯৭১ সালের পর থেকে কি ভারত বাংলাদেশে সেনা মোতায়েন করে রেখেছে?
অথচ জাপানে এখনো আমেরিকার সেনা ঘাঁটি রয়েছে—এটা তো বাস্তবতা।
আমরা ভারতীয়রাই চাই আপনাদের দিক থেকে নিরাপত্তা নিশ্চিত হোক।
আমরা চাই না বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতের বিচ্ছিন্নতাবাদীরা কোনো কর্মকাণ্ড চালাক।
হাসিনা এই বিষয়ে কথা রেখেছিলেন, তাই তিনি সুরক্ষা পেয়েছেন।
এবার বিএনপি বা জামাত যদি একইভাবে কথা রাখে, তারাও সুরক্ষা পাবে—কথাটা সোজা।
আর হাসিনা যে তথাকথিত ‘নতজানু চুক্তি’ ভারতের সঙ্গে করেছেন বলে বলা হয়,
সেগুলো বাস্তবে মিথ্যা প্রমাণিত হয়েছে।
১৯ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:২৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার মন্তব্যটি ঠিক আছে।
৬|
১৯ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৮:০৩
নিমো বলেছেন: ভুলে লাইক পড়ে গেছে।
১৯ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:২৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমিও সেটা রিমোভ করতে পারছি না।
৭|
১৯ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:৪৪
নতুন নকিব বলেছেন:
পোস্ট পাঠ করলাম। ভালো লিখেছেন। সহমত।
৮|
১৯ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:২০
রাসেল বলেছেন: লাশের রাজনীতি। দেশের হতভাগ্য জনগণের প্রতি আমাদের মহান নিষ্পাপ দেশপ্রেমিক রাজনীতিবিদ; মহাজ্ঞানী, মহাজন প্রশাসক; আইন তার নিজের গতিতে চালানো বিচারব্যবস্থা; শান্তিশৃঙ্খলা রক্ষক; বুদ্ধিজীবী; দেশের প্রতিটা ইঞ্চি রক্ষাকারীদের প্রতীকী উপহার।
৯|
১৯ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:১৮
রাজীব নুর বলেছেন: যারাই রাজনীতি করতে আসিবে, তাদের কপাল পুড়িবে। তাদের করুন পরিণতি হবে।
©somewhere in net ltd.
১|
১৯ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১২:৫২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সবই মহান আল্লাহ তায়ালার ইচ্ছা।