![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামুর ব্লগেতে এসে দেখেছি নতুন
নতুন নামের এক ব্লগার ভাসায়
জ্ঞানের সাগরে নাও স্বদেশী ভাষায়
দেখেছি বিস্তৃত তার জ্ঞানের প্রান্তর।
প্রবাসে থেকেই তিনি করেন যতন
স্বদেশী মানুষ জনে ব্লগের নেশায়
ভুলিয়ে মনের ব্যাথা, সুন্দর লেখায়
সকলে আপন তাঁর কিস্নিগ্ধ অন্তর।
এমন মানুষ পাওয়া সৌভাগ্য অনেক
সকলে সাক্ষাত দেয় হোক সে অখ্যাত
জ্ঞানের সেতারে তার সময়ে প্রত্যেক
সুরের ঝঙ্কার তোলে প্রশান্তি যে কত!
নতুনে নতুন তাই করছি এ দাবী
আসুন একত্রে গড়ি নতুন পৃথিবী।
# ছন্দঃ অমৃতাক্ষর
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙচচ
# বর্ণ বিন্যাসঃ তিন তিন দুই তিন তিন
# কবিতা প্রকৃতিঃ সনে
২৫ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:২২
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ‘সব মানুষের ইচ্ছার কাছে খুব যেন কাছে আসি’ - কবির এ ইচ্ছা আমায় অনুপ্রাণীত করে।কতভালো হতো মানুষ যদি খেয়ে পরে শান্তিতে বাঁচতে পারতো! যদি এমন কোন কথা লিখতে পারতাম যা মানুষের কাজে লাগতো। আপনি ভাবেন মানুষদের নিয়ে। অনেক কষ্ট করেন। মানুষদের নিয়ে যাদের ভাবনা, তাদের নিয়ে আমার ভাবনা।আমার কথা হলো মতভেদ থাকে থাকুক, তথাপি সবাই যেন মিলেমিশে থাকে।
২| ২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:৩৭
ভ্রমরের ডানা বলেছেন:
আপনি সনেটকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন। চালিয়ে যান। আরো সনেট চাই! শুভকামনা সুপ্রিয় লেখক!
২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৫৯
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আমি আপনার একজন ভক্ত। ভালো লিখেন। আমাকেও উৎসাহ দিলেন। সেই জন্য অনেক শুভেচ্ছ, অভিনন্দন ও শুভ কামনা রইল।
৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৩৪
ANIKAT KAMAL বলেছেন: সত্যিই অাপনি অনন্য
১৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:০৯
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অনুপ্রাণীত হলাম। তবে একটু বেশীই বলেছেন মনে হয়।
৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৫০
নতুন বলেছেন: বাহ আপনি তো বিরাট কবি.... নতুন নাম নিয়েই বিশাল কবিতা লিখে ফেলেছেন
এটা কি আমার জন্য বিরাট সম্মানের ব্যাপার।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৭
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনাকে নিয়ে কবিতা লিখলাম ২৫ শে অক্টোবর। আর আপনি মন্তব্য দিলেন ১০ ফেব্রুয়ারী। এর মাছে ২০১৬ শেষ। কবির ভাষায় তাই লিখতে হয়, এতো দিন কোথায় ছিলেন?
৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২৪
নতুন বলেছেন: ব্যস্ততা আমায় দেয়না অবসর.... তাই করা হয়না ব্লগিয় নিয়মিত...
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৪৬
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: তথাপি এসেছেন। খুশী হয়েছি।
©somewhere in net ltd.
১|
২৫ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:০৬
চাঁদগাজী বলেছেন:
কি হচ্ছে, হঠাৎ ছন্দ নিয়ে ব্যস্ত?