![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হে কবি বিদ্রোহী ভৃগু দ্রোহের অনলে
পুড়িয়ে করুন ছাঁই সকল অন্যায়
কবিতা খঞ্জরে করে পশুত্বে বিদায়
সকলে জানিয়ে দিন সঠিক কি কাজ।
নিজের দোষের কথা মানুষ জানলে
ছাড়বে বিপথ নিজ বিবেক ঘেন্নায়
ফিরবে সুপথে সবে আলোর বন্যায়
আনন্দে গড়বে শেষে শান্তির সমাজ।
আপনি সকলে জানি আপন ভাবেন
বুঝিকি কবির মনে কিআছে সবি তা’
সুচিন্তে অনেক পূণ্য, আপনি পাবেন
তাইতো সবার জন্য লিখেন কবিতা।
এপড়ে মোহীত সব পাঠক অন্তর
আমিও দেখেছি সেই শোভীত সুন্দর।
# ছন্দঃ অমৃতাক্ষর
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙচচ
# কবিতা প্রকৃতিঃ সনেট
০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩৩
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: বাস্তবেই তাঁর কবিতা আমার ভালো লেগেছে। আর তিনি কোন দল করলেন এটা বিবেচ্য বিষয় নয়। কোন্দল না করলেই হলো। আর শিল্পী সাহিত্যিকরা কোন দল করলে আমি সেটা অপরাধ মনে করিনা।
০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩৬
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: বড় কবিরাও গজল লিখেন, যেমনঃ নজরুল।বড় শিল্পীরাও গজল গায় যেমন, লতা মুঙ্গেশকর।
২| ০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ৭:৩৪
চাঁদগাজী বলেছেন:
আর আপনি যে, গজল টজল না লিখে কবিতা ইত্যাদি লিখছেন, ফিরে যাবার প্ল্যান বাদ নাকি?
০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ১০:৪২
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ফিরে যাবার প্লানের কথা কখন বল্লাম?তবে ভাবছি ক’দিন একটু জ্ঞান অর্জন করব। গুরু হিসেবে আমার গাজী সাহেবকেই বেশী পছন্দ!
৩| ১৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১৬
অতৃপ্তচোখ বলেছেন: আপনার সনেট পড়ে মুগ্ধ হলাম
হে প্রিয় সু-লেখক,
শ্রদ্ধা আর ভালো লাগা রাখিলাম
কবি কবিতা'র সেবক।।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০৯
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার মন্তব্য পেয়ে ধন্য হলাম।
৪| ১১ ই জুন, ২০১৮ রাত ১০:১৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রিয় সনেট কবি ভায়া
আপনিতো ঋনি করে দিলেন! আর অতীব দু:খিত বিষয়টি আগে চোখেই পড়েনি। ক্ষমা করবেন!
আপনার প্রত্যাশার সিকিভাগও যদি পূরণ করতে পারি ধন্য মনে করব নিজেকে।
ব্লগার চাঁগাজী মাঝে মাঝে আলাভোলায় বেশ সত্যও বলে থাকেন। উনার "বিদ্রোহী ভৃগু" ছিলেন আল্লাহ ও রসুলের রাজনীতির প্রচারক" এইটুকু আমার পরকালের বিশাল সম্বল বলেই ধরে নিতে পারি। যদিও আমি মনে করি আমি গোনাহগার, শুধু সন্ধানে রত সেই মহামহিম অমর সত্যের।
দুষ্টুলোকর মন্দ কথায় পাপ মোচন হয়। তাই কেউ গালি দিলে আর রাগ করিনা এখন। বরং ভাবি আমার কোন ছোটখাট অপরাধ ক্ষমা পেল হয়তো
মহান আল্লাহর দরবারে আপনার জন্য অন্তহীন শুভকামনা!
©somewhere in net ltd.
১|
০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ৭:২৯
চাঁদগাজী বলেছেন:
আমার জানামতে ব্লগার "বিদ্রোহী ভৃগু" ছিলেন আল্লাহ ও রসুলের রাজনীতির প্রচারক ও বেগম জিয়ার গণতন্ত্রের ধারক ও বাহক। সম্প্রতি কবিতা লিখছেন দেখছি, এবং আপনি বলছেন দ্রোহের কবিতা? আমি ভাবছি, উনি সর্বাধিক "গজল" অবধি নামবেন।