![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই বাঁশ সেই বাঁশ নয়। এক টিউশন স্যার দু’জন ছাত্র-ছাত্রী পড়াতেন। তাদের মধ্যে ছিল ইয়ে ইয়ে ভাব। তো ছাত্র মনে করে ছাত্রী স্যারের পায়ে পা তুলে বসে আছে। বিব্রত স্যার আর কি করবেন? তিনি বল্লেন, তোমরা ট্রান্সিলিশন কর,‘এই পা সেই পা নয়, এই পা কাশেম স্যারের পা’। বেশ, এতেই কাজ হলো। যার বুঝার সে বুঝে নিল। তবে চেহারার রং একটু বদলাল, এই যা! সুতরাং কৃষিতে বাঁশ দিন মানে বাঁশ দিয়ে কৃষি কাজ করুন। প্রচেজটা আমরা দেখিয়ে দিচ্ছি।
১ নং চিত্রঃ
পুরস্কার হিসেবে বুঝে নিনঃ
২ নং চিত্রঃ
পুরস্কার হিসেবে বুঝে নিনঃ
৩ নং চিত্রঃ
পুরস্কার ফলমালাঃ
৪ নং চিত্রঃ
পুরস্কার হিসেবে বুঝে নিনঃ
৫ নং চিত্রঃ
পুরস্কার অনেক আমঃ
১৬ ই মে, ২০১৭ রাত ৮:৪৬
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: তাও একটা কথা।
২| ০২ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৮
বিজন রয় বলেছেন: দারুন ব্যাপার। মাথায় ঢোকালাম। বারান্দায় চেষ্টা করতে হবে।
+++++
০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫২
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: শুভ কামনা রইলো।
৩| ০২ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৫
বিলিয়ার রহমান বলেছেন: বাশময় পোস্ট!
০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:০৩
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ঠিক তেমনটাই।
৪| ০২ রা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪
সাদা মনের মানুষ বলেছেন: চমৎকার পোষ্টের জন্য শুভেচ্ছা
০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:০০
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সাদা মনে বলেছেন বলে খুব ভালো লাগলো।
৫| ০২ রা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪০
ANIKAT KAMAL বলেছেন: সত্যই সৃষ্টি শীল অাপনাকে ধন্যবাদ
০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:০১
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অনিকেত আপনার জন্য অনেক শুভেচ্ছা।
৬| ০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৪৩
চাঁদগাজী বলেছেন:
আমাদের কৃষি মোটামুটি এগিয়েছে; কিন্তু খাদ্যে বিষ মেশানো হচ্ছে; সেটার প্রতিকার দরকার।
০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:২৯
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: একশতে একশ ভাগ সঠিক।
৭| ০৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩
খোলা মনের কথা বলেছেন: তোমরা ট্রান্সিলিশন কর,‘এই পা সেই পা নয়, এই পা কাশেম স্যারের পা’
কৃষিতে যেভাবে বাশঁ দিলেন দেখে ভাল লাগলো। বাংলার ঘরে ঘরে বাঁশের ব্যবহার শিখুক আর কৃষিতে ইচ্ছা মত বাঁশ ব্যবহার করুক। ধন্যবাদ সুন্দর একটি পোষ্ট দেওয়ার জন্য
১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫৪
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
দেখলেনতো পেয়াজের দশা! শন্তব্যের জন্য অনেক শুভেচ্ছা। খোলা মনে বলেছেন বলে অনেক খুশী হলাম।
৮| ০৮ ই জানুয়ারি, ২০১৭ ভোর ৬:২৯
ডঃ এম এ আলী বলেছেন: আমি সকলের পিছনে চলা লোক , তাই অাসতে দেরী হোল । পাল তোলা নৌকা বাতাশের অনুকুলে প্রতিকুলে দুদিকেই যেতে পারে সমানতালে দক্ষ মাঝির গুনে । তেমনি বাঁশকে কৃঁষির উন্নয়নে প্রয়োগ করা যায় বিবিধ প্রকরণে। তবে এ মহুর্তে বাশের নীজেরই চাষের প্রয়োজন । বাঁশের বহুবিধ ব্যবহার ও প্রয়োগ সম্ভাবনার কথাটি বিবেচনায় রেখে এর বিকাশ প্রয়োজন ।
ধন্যবাদ সুন্দর লিখাটির জন্য ।
১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪৯
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
এগুলো আপনার জন্য। আপনার গঠন মূলক মন্তব্য অনেক ভালো লেগেছে। আপনাদের কয়েক জন ব্লগের প্রাণ ভোমরা। আপনারা থাকলে ব্লগে যেন প্রাণ থাকে।
৯| ১৮ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭
পি কে বড়ুয়া বলেছেন: আপনার বাঁশ আমার পছন্দ হয়েছে । বাঁশের ঘরে যেন বাসর রাত ।
১৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:১৫
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
শীতের সময় বলে কথা, তাই একটু শীতের পিঠা। আশাকরি সাদরে গ্রহণ করে কৃতার্থ করবেন।
১০| ২১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১১
পি কে বড়ুয়া বলেছেন: শুধু আপনার বাঁশ নয়, আপনাকেও আমার পছন্দ, তাই বাঁশ নিয়ে চলে যাও যাবে না,আপনার সাথে থাকতে চাই। ভালবাসা রইল ।
২২ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫২
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
বাঁশ যখন নিবেন না তবে এ মাছটা নিন অনেক কষ্টে যোগাড় করেছি।
১১| ২৭ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩১
পি কে বড়ুয়া বলেছেন: শুধু আপনার বাঁশ না, বাঁশ ওয়ালা লোকটাকেও আমার পছন্দ হয়েছে। বলুন।
২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২৪
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: বহু কাল পর আপনার আগমন। বাঁশগুলি যদি অভিব্যাক্তি প্রকাশ করতে পারতো তবে তা’ কেমন হতো সেকথাই ভাবছি!
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০১৭ ভোর ৫:২৩
তারুবীর বলেছেন: একটা গোলাপের গাছ অনেক খেটে বাঁচিয়ে রেখেছি।বাঁশের উপরে বাঁশ দিয়ে এত সব কখন করবে কে?!