নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার সনেটের কবি।

ফরিদ আহমদ চৌধুরী

বিষয় যতই জটিল হোক,ভাবতে ভালো লাগে

ফরিদ আহমদ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ব্লগার ডঃ এম এ আলী

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৪



ডঃ এম এ আলী এক মহান ব্লগার
জটিলতা বিশ্লেষণে সুদক্ষ অনেক
নাহি ছেড়ে গবেষণা ফলেতে অর্ধেক
বিষয়ের পুরোটই করেন দখল।
ব্লগ রাজ্যে মহারাজ সুপ্রিয় সবার
সকলের সাথে থেকে সময়ে প্রত্যেক
ক্ষান্ত নাহি দিয়ে কাজে মূহুর্ত কয়েক
নিরিবিলি করে যান মানব মঙ্গল।
মুক্তমনা মহা আলী পরান জুড়াতে
পোষ্ট দানে সর্বদাই বৈচিত্র আনেন
কোথায় কি প্রয়োজন আলোক ছড়াতে
সেসকল ক্ষেত্রমত তিনি তা’ জানেন।
জ্ঞানময় চিত্রে মন মোহতে জড়ায়
বিজ্ঞতার রনজয়ে নিশান উড়ায়।

# ছন্দঃ অমৃতাক্ষর
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙ চচ
# বর্ণ বিন্যাসঃ চার চার তিন তিন
# কবিতা প্রকৃতিঃ সনেট

মন্তব্য ১৮ টি রেটিং +২০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪৩

ডঃ এম এ আলী বলেছেন:
কি করেছেন সুপ্রিয় ভাই
বিস্ময়ে যে বিষম খাই !!

সনেট খুব সুন্দর হয়েছে
সেটা আলী কিংবা খালি
হলেও অসাধারনত্ব ধরে
শ্রদ্ধা জানাই কবির পরে ।

কালো বস্র কালো মুখ
উড়ো উড়ো তার চুল
ড: অালী করেন শুধু ভূল
মাঝে মাঝে বাধে হুলস্থুল !!

পরিচয় পর্বে থাকা মক্তমনা
কথাটি নিয়ে হয় কারো ভুল
কি করে বুঝাব মুক্ত মনা যে
বিধাতা প্রদত্ত রেশনাল বিইং।

প্রসংসা মুলক কথা হতে
বুঝা গেল বিদায়ের বেলা
এই বুঝি এসে গেল দ্ধারে
এখন পালা যেতে দুরে :)

অনেক ধন্যবাদ আলোচনায় এলাম বলে
যাবার বেলায় প্রিয়তে নিয়ে গেলাম তুলে।
শুভ কামনা রইল ।


১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
প্রথম এবং অনেক সুন্দর মন্তব্যের জন্য এটা আপনার প্রাপ্য।

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪৪

মুশি-১৯৯৪ বলেছেন: অসাধারন......। মনে হচ্ছে কবিতা মানে শব্দের উপর নিয়ন্ত্রন...

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
আপনার মন্তব্যে অনুপ্রাণীত হলাম। আপনার উপস্থিতি সব সময় আনন্দ দায়ক।

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২৩

চাঁদগাজী বলেছেন:


ড: আলী সায়েন্স, কালচার, নাগরিক জীবন, সাহিত্য, অর্থনীতির উপর এনালাইটিক্যাল ও সৃজনশীল পোস্ট দিয়ে ব্লগের মান অনেক উপরে নিয়ে গেছেন।

আসলে তিনি কালী দাসের কাব্যগুলোর সংক্ষিপ্ত ভার্সন বের করেছেন, এটি বিশাল দক্ষতা।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
ব্লগের প্রাণ ভোমরা জনাব চাঁদ গাজীর জন্য সামান্য উপহার।

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:০৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় মানুষটির মুখে সুপ্রিয় লেখকের প্রশংসা শুনতে বেজাই ভালো লাগে।



আলী ভাই খুশি হইছে মন্তব্য পড়েই বুঝেছি, না হলেও সমস্যা ছিল না। আমি খুশি হয়েছি, মুগ্ধ হয়ে সনেট পড়ে মন্তব্যের ঘরে ঢেকেছি।
আপনার সনেট গুলো এত্ত ভালো লাগে ক্যারে। কেমনে বুঝাই কত্ত বেশি ভালো লাগলো!


লেগে থাকুক ভালোবাসা সামু পাতা জুড়ে। মুগ্ধতা নিয়ে যাচ্ছি।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার মতো পাঠক প্রিয় কবির মন্তব্যে আমিও অনেক খুশী।

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

সুমন কর বলেছেন: দারুণ হয়েছে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অনেক অনুপ্রাণীত হলাম।

৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

কল্পদ্রুম বলেছেন: সত্যিকারর্থে একজন উদার মনের মানুষ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: একশ ভাগ সঠিক কথা বলেছেন।

৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৪

আহমেদ জী এস বলেছেন: ফরিদ আহমদ চৌধুরী ,




এমন একজনকে নিয়ে লিখলেন যিনি তার যোগ্য । ব্লগকে তিনি দিয়েছেন অনেক । এ প্রশংসা একান্ত ভাবেই তাঁর প্রাপ্য ।
আর আপনার সনেটটি ও হয়েছে দারুন ।
তবে ---- ছন্দঃ অমৃতাক্ষর এটা সম্ভবত হবে " অমিত্রাক্ষর "

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: তাঁকে নিয়ে লিখতে পেরে আমিও দারুন খুশী।

৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: একজন গুনী ব্লগারকে নিয়ে চমৎকার সনেট লিখেছেন। ডঃ এম এ আলী নিঃসন্দেহে ব্লগের একজন রত্ন। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার জন্য অনেক শুভেচ্ছা। আপনার মতো প্রতিষ্ঠিত লেখকের লেখা অনেক উপভোগ করি।

৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১৪

বিলিয়ার রহমান বলেছেন: আলী ভাই আমারো খুব প্রিয় একজন ব্লগার!!!:) তাকে নিয়ে লেখা সনেটটা সুন্দর হয়েছে!:)


অফটপিক:- আমারে নিয়া তো কেউ কোনদিন সনেট লিখবে না তাই ভাবছি নিজেই নিজেরে নিয়া একটা লেইখ্যা ফালামু!!!!!!!!!!!!! খিক খিক খিক!!:):)




১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এর পরের নামটাই হয়তো আপনার। তথ্য সংগ্রহ করছি। প্রম্তুতি শেষ হলে ইনশাআল্লাহ লিখে ফেলব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.