![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাদা মনের মানুষ মনের সাদায়
ছবি ব্লগের সুদৃশ্য স্বযত্নে আঁকেন
তিনি এসবে এখন সর্বদা আছেন
তাঁকে থামাতে পারেনা কোন কি বাধায়।
বনে বাদাড়ে পহাড়ে ভ্রমণ যাত্রায়
তিনি যখন তখন যেথায় থাকেন
পোষ্টে সেসব প্রকাশ করতে থাকেন
তাঁর সুকর্ম সকলে কত কি জানায়।
দেখে সে রূপ এ মন আনন্দে আকুল
কত অতুল্য ছবির সুরত্ন দূর্লভ
চিন্তা চেতনা মানস আহা কি ব্যাকুল
দেখে যে যার মতন সময়ে সুলভ।
সাদা মনের মানুষ মানসে যে স্তর
সেথা বিরাজে কত কি রতন বিস্তর।
# ছন্দঃ অমৃতাক্ষর
# অন্তমিলঃ কখখক কখখক ঘঙঘঙ চচ
# বর্ণ বিন্যাসঃ দুই তিন তিন তিন তিন
# কবিতা প্রকৃতিঃ সনেট
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২৯
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অনুপ্রণীত হলাম কবি। আপনিও পরিণত হয়ে উঠছেন।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০৩
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনি মুগ্ধ হলেন, কিন্তু লাইকের জায়গা দেখি খালি পড়ে আছে।
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:১৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দোআ করবেন, পাশে থেকে প্রেরণা দিবেন এটুকুইই আমার সফলতা।
ভালোবাসা রইল।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫৮
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার অনেক গুলো কবিতাই পড়া হলো। ভালই লাগলো সব গুলো।
৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৪
ওমেরা বলেছেন: ভাইয়া আমি ব্লগে নতুন তো আপনার ব্লগারদের নি্যে লিখা পড়ে অনেক উনাদের সম্পর্কে জানতে পারছি তার জন্য আপনাকে অনেক ধনয়বাদ ভাইয়া ।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০০
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপুনি মন্তব্যের জন্য আপনাকেও অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:০২
সামিউল ইসলাম বাবু বলেছেন: অনেক ভালোলেগেছে ছনেট
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১৬
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অভি নন্দন আপনাকে।
৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩
সাদা মনের মানুষ বলেছেন: আমাকে নিয়ে কেউ হাইলাইটস করলে আমি সত্যিই বিব্রতবোধ করি। তবু আপনার চমৎকার এই ছন্দের জন্য আন্তরিক শ্রদ্ধা।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১০
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: পোড়া কপাল আমার যার জন্য কবিতা লিখলাম তার কাছ থেকেও একটা লাইক পেলাম না। আমি ব্যার্থ।
৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬
সাদা মনের মানুষ বলেছেন: টুনটুনি আপু কি ছবি দিল ঠিক বুঝলাম না, নাকি এটা আমার সাদা ছবি
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১৫
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: টুনটুনি হয়ত তাই বুঝিয়েছে।
৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮
সাদা মনের মানুষ বলেছেন:
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০৬
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: চা তো পাইলাম তবে কবিতার জন্য একটা লাইক পেলাম না। তারমানে বুঝালেন কবিতা ভাল হয়নি। আমার পরিশ্রম সব জলে গেল!
৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমার সস্তা কবিতাগুলো পড়েছেন জেনে ভালো লাগতেছে। নিজেরে কবি কবি ভাতে লাগছি .... হা হা হা
ভালোবাসা দিয়ে গেলাম প্রিয় মানুষটিকে ++++++
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১১
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: নিজেকে আর কবি ভাবতে হবেনা বরং সত্যি সত্যি আপনি কবি।
৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আসলে কবিতা পড়ে মুগ্ধতায় সোজা মন্তব্যের ঘরে এসেছিলাম ,তাই ফাকা ছিল।
এখন দিয়ে গেলাম।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১৪
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: লাইকের জন্য কবিকে অনেক ধন্যবাদ। নতুবা আমি বুঝতে পারছিলাম না, মানুষ মুগ্ধ হয় কিন্তু লাইক করে না, এটা আবার কেমন মুগ্ধতা?
১০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:২২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এটা একটা সুন্দর কথা বলেছেন।
লাইক দিলে মনে হয় অনেকেই কৃপণতা দেখায়। কারণটা জানিনা
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪৬
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার অনেক গুলো কবিতা আলোচিত পাতায় পেলাম, এতে বুঝাগেল আপনার কবিতা পাঠক প্রিয়তা পেয়েছে। তবে আপনার মধ্যে যথেষ্ট বিনয় রয়েছে।
১১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বিনয়ী থাকাটাই বুঝি আমার জীবনের বড় দোষ।
সবাই বোকা বানিয়ে দেয় সহজেই।
আমি সহজে কাউকে কটু কথা বলি না। আবার রেগে গেলে দিশ পাইনা কোনটা ছাইড়া কোনটা বলে ফেলি। এটা আসলে আমার বড় সমস্যা।
আপনার রসিকতাপূর্ণ মন্তব্য গুলো খুব অনুভব করি।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫৬
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: বিনয়ী থাকা সবচেয়ে বড় গুন। এটা দোষ হওয়ার কোন সম্ভাবনা নেই।
১২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভাসাই দিছেন ভাই। চেষ্টা চলবে আমার। দোআ করবেন যেনো পারি।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১১
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার জন্য অফুরন্ত শুভ কামনা।
১৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১০
চাঁদগাজী বলেছেন:
"# ছন্দঃ অমৃতাক্ষর
# অন্তমিলঃ কখখক কখখক ঘঙঘঙ চচ
# বর্ণ বিন্যাসঃ দুই তিন তিন তিন তিন "
-এটাকে ব্যাখ্যা করে ১টা পোস্ট দেন, আমি এগুলো বুঝি না।
১৪| ২৮ শে জুন, ২০১৮ রাত ৮:১৮
সাদা মনের মানুষ বলেছেন: স্মরণ শক্তি বারটা বেজে গেছে দেখছি
১৫| ২৮ শে জুন, ২০১৮ রাত ৮:১৮
সাদা মনের মানুষ বলেছেন: শোকেসে রাখলাম
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ লিখেছে সনেট।
প্রিয় ভ্রমণ কাহিনী ও ছবি সত্যিই মনোমুগ্ধকর। সাদা মনের মানুষ ভাইয়ের মনটাও বড় সাদা। আপনারও।