নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার সনেটের কবি।

ফরিদ আহমদ চৌধুরী

বিষয় যতই জটিল হোক,ভাবতে ভালো লাগে

ফরিদ আহমদ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ব্লগার বিলিয়ার রহমান

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪২



বিলিয়ার রহমান বিলায় দেদার
সাহিত্যের রত্নরাজি লেখনি ছোঁয়ায়,
আহা সেকি মুগ্ধময় আকর ধোঁয়ায়
মন রাজ্য জুড়ে যেন চাঁদের জোছনা।
বারে বারে পাঠ করে সুপদ্য সম্ভার
সে সকল এ আমায় আবেশে জড়ায়
অমৃতের আলোরশ্মি নিমিশে ছড়ায়
স্বরতন্ত্রে ছুটে চলে সুরের মূর্ছনা।

লোভে পড়ে আসে চোর শিক্ষিত আপদ
চুরিকরে লেখা মালা কেমন বজ্জাত!
তারপর ধরাপড়ে দেখে কি বিপদ
মান কুল সব যায় খোয়ায় ইজ্জত।
বিলিয়ার কিলিয়ার গোয়েন্দা বিশাল
চোর ধরা পুলিশের আলোর মশাল।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙ চচ
# মাত্রা বর্ণ বিন্যাসঃ চার চার তিন তিন
# মাত্রা সংখ্যাঃ চার
# কবিতা প্রকৃতিঃ সনেট

মন্তব্য ৪২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৯

বিলিয়ার রহমান বলেছেন: হে কবি লজ্জায় লাল করে দিলেন
এ অধমকে নিয়ে কবিতা!!!!!

এ ভালোবাসা পরম যত্নে হৃদয়ের মনি কোঠায় তুলে রাখলাম!!!:)


লাইক, প্লাস এবং অবশ্যই প্রিয়তে!!:)

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
প্রথম এবং সুন্দর মন্তব্যের জন্য এটা আপনার প্রাপ্য।

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০১

বিলিয়ার রহমান বলেছেন: পোস্টাতো প্রথম পাতায় আসেনি ভাই!!!!!!!

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আমি প্রথম পাতায় খুব একটা ছিলাম না। কেউ এস কষ্ট করে লাইক দিয়ে গেলে মাঝে মাঝে আলোচীত পাতায় উঠি। তবে কবিতা তেমন আলোচীত পাতায় উঠেনা। তবে বিনা সুযুগে কেউ খোঁজ করে এস যখন পড়ে তখন বেশী ভাললাগে। কারণ প্রতিকূলতার সাফল্য বেশী আনন্দ দায়ক।

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লিখেছেন প্রিয় কবিকে নিয়ে।
বিলিয়ার ভাইয়ের জন্য শুভকামনা রইল।

আপনার প্রতিও কৃতজ্ঞতা।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনিও প্রিয় কবি। বাস্তব কথা হলো আমি প্রিয় ব্লগারদের স্মৃতি কবিতায় ধরে রাখতে চাই। প্রথমত নিজের জন্য লিখি। তবে অন্যরাও যখন পড়ে তখন ভাল লাগে।

৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আজ আর ভুল হয়নি, লাইক দিয়েছি।

সহব্লগারদের প্রতি আন্তরিকায় মুগ্ধতা জানবেন।
আল্লাহ আপনাকে সুস্থ রাখুক।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
প্রিয় কবিকে ফুলের শুভেচ্ছা।

৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা হ্যা, চালিয়ে যান পাশে আছি, থাকবো। আপনার কবিতা ভালো লাগে আমার।
শুভকামনা আপনার জন্য।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
প্রিয় কবিকে ফলের শুভেচ্ছা।

৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার বাড়িতে বেড়াতে আসলে কিছু না খেয়ে আর যেতে দিলেন কবে, খেতেই হয়।

আপ্যায়নে সন্তুষ্ট হইলাম।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
এটা আপনার জন্য কবি।

৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:০৬

বিলিয়ার রহমান বলেছেন: বিলিয়ার রহমান বিলায় দেদার
সাহিত্যের রত্নরাজি লেখনি ছোঁয়ায়,
আহা সেকি মুগ্ধময় আকর ধোঁয়ায়
মন রাজ্য জুড়ে যেন চাঁদের জোছনা।



আমার লেখাগুলো এখনো যে সাহিত্যের রত্নরাজি হয়ে ওঠেনি সে আমি নিশ্চিত!:) তবে কেউ কেউ যে এত মুগ্ধ হন (আমার ঐ সকল শুভাকাঙ্ক্ষিরা যারা প্রতিনিয়ত কবিতা লেখার জন্য আমাকে অনুপ্রাণিত করে যাচ্ছেন) সে রকম একটা বিশ্বাস আমার মধ্যেও আছে!!!!!!

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৪১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আমার লেখাগুলো এখনো যে সাহিত্যের রত্নরাজি হয়ে ওঠেনি সে আমি নিশ্চিত! স্বীকৃতি পাননি বলে আপনার এমনটা মনে হয়েছে। বাস্তবতা হলো অযত্নে অনেক রত্নও নষ্ট হয়। আপনার বেলায় যেন তেমনটা না ঘটে সেই কামনা থাকল।

৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:০৮

বিলিয়ার রহমান বলেছেন: বারে বারে পাঠ করে সুপদ্য সম্ভার
সে সকল এ আমায় আবেশে জড়ায়
অমৃতের আলোরশ্মি নিমিশে ছড়ায়
স্বরতন্ত্রে ছুটে চলে সুরের মূর্ছনা।


কিছুটা সত্যি তবে অধিকাংশ কথাকেই আমি বলব কবির স্বাধীনতা !:):)

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার মন্তব্যের পর আবারো আপনার কবিতা পড়ে আসলাম। কিছু ভুল লিখেছি বলে মনে হয়নি।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কিছুটা সত্যি তবে অধিকাংশ কথাকেই আমি বলব কবির স্বাধীনতা ! বাস্তব হলো স্বীকৃতি এখনো তেমন আসেনি বলে আপনার এমনটা মনে হয়। তবে স্বীকৃতি এসে গেলে আর এমনটা মনে হবেনা।

৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:১১

বিলিয়ার রহমান বলেছেন: লোভে পড়ে আসে চোর শিক্ষিত আপদ
চুরিকরে লেখা মালা কেমন বজ্জাত!



এ সম্পর্কে আর কি বলব!!!! এ এক বিরাট সমস্যা এবং তা কেবল আমার একার নয়!! আপনি আমি সহ অন্যান্য ব্লগারেরাও শঙ্কিত!!

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: বাস্তব কথা বলেছেন।

১০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:১৩

বিলিয়ার রহমান বলেছেন: তারপর ধরাপড়ে দেখে কি বিপদ
মান কুল সব যায় খোয়ায় ইজ্জত।



যারা মান খুইয়েছেন তাদের জন্য কেন যেন মায়া হচ্ছে!:) যদিও ওটা তাদের প্রাপ্য ছিল!

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:১০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অবশ্য যার মোটে মান ইজ্জত থাকেনা তার আবার সেটা যাওয়ার ভয়ও থাকেনা।

১১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:১৪

আমির ইশতিয়াক বলেছেন: অনেক সুন্দর হয়েছে।

১২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:১৫

বিলিয়ার রহমান বলেছেন: বিলিয়ার কিলিয়ার গোয়েন্দা বিশাল
চোর ধরা পুলিশের আলোর মশাল।


আমি একে বারেই কোন গোয়েন্দাগোছের কেউ নই!:) বলতে পারেন একরকম চাপে পড়েই সব চোরের বিরুদ্ধে লেগেছিলাম!:)

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এতে আমরা আনন্দীত, কারণ অবশেষে চোর ধরা পড়েছে।

১৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:১৮

বিলিয়ার রহমান বলেছেন: পরিশেষে আপনার প্রতি কৃত্জ্ঞতা জানিয়ে আপনার এহেন ভালোবাসাকে মাথায় করে রাখলাম!:)

ভালোথাকুন নিরন্তর!:)

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার জন্য অনেক শুভ কামনা।

১৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:১৯

বিলিয়ার রহমান বলেছেন:

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:

১৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৮

বিজন রয় বলেছেন: ফরিদ আহমদ চৌধুরী এবং বিলিয়ার রহমান দুজনেই এই ব্লগের রত্ন।
দুজনকেই হৃদয় থেকে শুভকামনা।

আশাকরি আজীবন তারা এই ব্লগে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখবেন।

ভাল থাকুন দুজনেই।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৩৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মন্তব্যে অনুপ্রণীত হলাম প্রিয় কবি জনাব বিজন রায়।

১৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫২

সামিউল ইসলাম বাবু বলেছেন:
অনেক সুন্দর কবিতা।

দুই কবিকেই অনেক শুভেচ্ছা রইলো।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মন্তব্যে অনুপ্রণীত হলাম প্রিয় কবি জনাব সামিউল ইসলাম বাবু।

১৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৫

বিজন রয় বলেছেন: এটি আপনার ১০০তম পোস্ট। ১০০তম পোস্টে শুভেচ্ছা।

দেখলাম..........
১. রাবেয়া রাহীম
২. বিলুনি
৩. চাঁদগাজী
৪. নতুন
৫. বিদ্রোহী ভৃগু
৬. ভ্রমরের ডানা
৭. অরুনি মায়া অনু
৮. শায়মা
৯. খায়রুল আহসান
১০. ড. এম এ আলী
১১. সাদা মনের মানুষ
১২. বিলিয়ার রহমান

এখন পর্যন্ত উপরের ১২ জনকে খুঁজে পেয়েছি যাদের নিয়ে আপনি সনেট লিখেছেন।
সবগুলোই পড়লাম।

সবগুলো ভাল হয়েছে।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
শুভেচ্ছা জানবেন প্রিয় কবি।

১৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫০

শামীম সরদার নিশু বলেছেন: জিনিয়াস ব্যক্তিকে নিয়ে জিনিয়াস লেখা।
অতি চমৎকার।
লাইক :P

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
প্রিয় শামীম সরদার নিশু মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

১৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:




রতনে রতন চিনে, লেখন চিনে কবি।
অম্লান হয়ে থাক ফরিদ ভাইয়ের ছবি,
মানুষ সে বড় রসিক সকলে তা জানি,
শ্রদ্ধা ভালোবাসায় যেন সবসময় স্মরি।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
অনেক শুভেচ্ছা প্রিয় কবি।

২০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: গুনী ব্লগার বিলিয়ার রহমানকে নিয়ে লেখা কবিতা ভালো লাগলো। ধন্যবাদ ভাই ফরিদ আহমদ চৌধুরী।

আচ্ছা, এই কবিতাটা চুরি হবে না তো?

চুরি হলে হোক, চোর ধরার জন্য বিলিয়ার রহমান সাহেব তো আছেনই। হাঃ হাঃ হাঃ।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
অনেক শুভেচ্ছা প্রিয় লেখক। আপনার মন্তব্যে অনেক মজা পেলাম।

২১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

প্রামানিক বলেছেন: বিলিয়ার রহমানকে নিয়ে চমৎকার কবিতা। ধন্যবাদ

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
অনেক শুভেচ্ছা প্রিয় প্রামানিক ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.