নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার সনেটের কবি।

ফরিদ আহমদ চৌধুরী

বিষয় যতই জটিল হোক,ভাবতে ভালো লাগে

ফরিদ আহমদ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ব্লগার জানা (সামু ব্লগ মাতা)

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৫



জানার উপায় জানা, জানায় জানাতে
কানায় কানায় পূর্ণ ব্লগের প্রান্তর
এ কাজে নিবেদি মন নিবেদি অন্তর
এখন জানা’র দৃষ্টি সকল দীগন্তে।
সৃষ্টির এমন রূপ সুন্দর্য আনাতে
জানা’পি চাঁদের মতো আলোক অপার
তাড়াতে নিপূণ হাতে অজ্ঞতা আঁধার
তিনিতো পূর্ণিমা চাঁদ ধরায় দিনান্তে।

জোছনা করুক ওরে সর্বত্র বিরাজ
এ সামু সুন্দর থাক আপির ছোঁয়ায়
দূরেতে বিদায় হোক অকাজ কূকাজ
সে সব হারিয়ে যাক জ্ঞানের ধোঁয়ায়।
আপু’নি রতন মনি জানাই সালাম
সৌভাগ্যে আমরা জানা আপিকে পেলাম।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙ চচ
# মাত্রা বর্ণ বিন্যাসঃ তিন তিন দুই তিন তিন
# কবিতা প্রকৃতিঃ সনেট

মন্তব্য ৩৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১০

চাঁদগাজী বলেছেন:



টেকনোলজির এ যুগে, বাংলাদেশের প্রেক্ষাপটে, সামু একটি বড় আলোক-বর্তিকা; সামুতে ব্লগার জানা'র অবদান প্রশংসনীয়।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার অবদানও কম প্রসংশনীয় নয়। কারণ সকলের মতো আমিও আপনার মন্তব্য উপভোগ করি।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১৬

অরুনি মায়া অনু বলেছেন: ব্লগার জানাকে নিয়ে সুন্দর একটি কবিতা।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৫৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ সুপ্রিয় ব্লগার।

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২৪

গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ

দারুণ!!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৫৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার খুশীতে আমিও খুশী মাননীয় গেমু ভাই।

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:৩৯

ওমেরা বলেছেন: ভাল হয়েছে ভাল লেগেছে ধন্যবাদ ভাইয়া ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার জন্য অনেক শুভেচ্ছা।

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৬:৩২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার সনেট গুলো দিনদিন পরিপক্ব হচ্ছে।
আজের সনেটি আমি আপনার যে কয়েকটি পড়েছি সেগুলোর মধ্যে সর্বোত্তম সনেট। একদম খাঁটি সনেট।

আপনার সনেট লেখার দক্ষতা দেখে আমি মুগ্ধ। মুগ্ধ হয়তো অনেকেই।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার সনেট গুলো দিনদিন পরিপক্ব হচ্ছে। দোয়া করেন যেন ঝইরা না পড়ে।

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৬:৩৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: জানা আপুকে নিয়ে লেখা সনেট পিয়তে না থাকলে কেমনে চলে! !! তাই লাইক দিয়ে প্রিয়তে।

প্রত্যাশা রইলো আপনার সনেটটি জানা আপা একবার দেখুক এসে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অনেক শুভেচ্ছা প্রিয় কবি।

৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৬:৩৯

ভীনদেশী বলেছেন: সনেট সুন্দর হয়েছে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনি ভীনদেশী তাই আপনার মন্তব্যে অনেক বেশী খুশী হলাম।

৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:২৫

সাদা মনের মানুষ বলেছেন: জানাপু আমাদের বেশীর ভাগ ব্লগারদের অজানাই থেকে যাচ্ছে........আপুকে নিয়ে কবিতা লেখায় শুভেচ্ছা ফরিদ ভাইকে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: তাইতো সাদামনে জানিয়ে দিলাম। আপনার উপস্থিতি আমার জন্য মহা আনন্দের বিষয়। আহা আপনার ছবি ব্লগ দেখে প্রাণ জুড়িয়ে যায়। অনেক দরদ দিয়ে সব কিছু সাজিয়ে উপস্থাপন করেন, আর আমরা ঘরে বসে ভ্রমণের আনন্দ পাই। আল্লাহ আপনাকে অনেক দিন স্বাস্থ্য-সুখে বাঁচিয়ে রাখুন-আমিন।

৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:২৬

সাদা মনের মানুষ বলেছেন:

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: চা’তে মন ভরে গেল।

১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৩

নতুন নকিব বলেছেন:



আবারও সনেট!

ধন্যবাদ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: গুনীজন সম্বর্ধনায় উপযুক্ত মনে করি তাই। যারা পুস্তক রচনা করেন তাদের পুস্তকে স্থান পেলে খুমী হব।

১১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৩

সামিউল ইসলাম বাবু বলেছেন:
সনেট লিখতে থাকুন।

ধন্যবাদ ভাই

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ। ছাতাটা বর্ষা কালে মাঝে মাঝে একটু দিয়েন।

১২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:১৩

বিলিয়ার রহমান বলেছেন: শেষে কিনা জানাপুকে তের নম্বরে!! আইমিন তাকে নিয়ে ১৩ নম্বর সনেট!:)


কবি ও ব্লগমাতা দুজনকেই অভিনন্দন!:)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ১৪ তে তাঁর হাজব্যান্ড। আর জানেনতো ১৩ আর ১৪ পদ্যের অন্তমিল এক হয়। আর স্ত্রী আগে হয়।

১৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর এই সনেটটি ব্লগমাতার তরে নিবনে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জানাপু আমাদের এক সাথে করার সুযোগ করে দিয়েছেন ওনার জন্য দোয়া রইল।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অনেক সুন্দর মন্তব্য। নেটে দেখলাম অনেকে তাদের সমালোচনা করছে ইসলাম নিয়ে যারা লেখছে তাদের সুযুগ দেওয়ার কারণে। কাজেই তাদের নিরপেক্ষতা অবশ্যই প্রশংসা যোগ্য।

১৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাই এক শ্রেনির চুলকানী হল ইসলাম। ওদের বিকেকে এটুকু আসেনা ইসলাম একগোষ্টির মিথলজি, জীবন ব্যবস্থা। যে মানেনা সে তার দল নিয়ে থাকুক। যারা মানে তাদের মানতে দিক। আমি আলহামদুলিল্লাহ আমার ধর্ম বিশ্বাস নিয়ে মরতে চাই। আর যারা মননে উন্নত তারা কোন কালে একপক্ষ অবলম্বন করতে পারে না।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আমি মুক্তমনায় গিয়ে ছিলাম। ওরা আমকে লিখতে দিলনা। প্রথমে মন্তব্য করতে দিলেও পরে সেটাও বন্ধ করে দিল। আর এভাবে আমি ওদেরকে প্রমাণ করে দিলাম ওরা আসলে মুক্তমনা নয়। ওরা আসলে নাস্তিক মনা। কিন্তু সামু তেমন নয়। নোংরামি না করলে এরা সবাইকেন লিখতে দেয়। নাস্তিককেও দেয় ইসলাম পন্থিকেও দেয়।

১৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৪০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সামুতে প্রথম দিক দিয়ে ওদের অত্যাচার অনেক ছিল ভাই। একজনকে কতজন মিলে এ্যাটাক করতো। কোন কথা বলা যেতো না সত্যর পক্ষে। কয়েক বছর হলো সবাই কিছুটা শান্ত হয়েছে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মাশাআল্লাহ আপনিতো বেশ ভাল কবিতা লেখেন। দেখে এলাম। আর আপনি অনেক সিনিয়র ব্লগার। আর আমাকে এখানে ওরাই তাড়িয়ে এনেছে। আমাকে যে এনছে সে মহাসম্বয় নিকে ব্লগ করে। নাম মেহেদী হাসান ইমরান। অনেক দিন নতুন পোষ্ট নেই।

১৬| ১৬ ই মার্চ, ২০১৭ রাত ১২:৫২

জানা বলেছেন: à¦

১৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:

১৭| ১৬ ই মার্চ, ২০১৭ রাত ১:০১

জানা বলেছেন: ব্লগারদের কাছে শুনেছি তা হলো ' এই প্ল্যাটফর্মটি তো আর আপনাদের নয়; এটি সম্পূর্ণ আমাদের। এটি যেকোন কারণে সামান্য সময়ের জন্যে বন্ধ থাকলে আমাদের অস্বস্তি হয়, দম বন্ধ হয়ে আসে"। এটা বড় আনন্দের, আমার জন্যে বড় পাওয়া।

যত্নে তৈরী একটি বাগান যেমন ফুলে-ফলে সেজে ওঠে, সৌরভ এবং সৌন্দর্য বিকাশ করে তেমনি আগাছাও জন্মে। কীট-পতঙ্গও আসে। সঠিক পরিচর্যায় আবার এসব অদরকারী জিনিষগুলোর ক্ষয় হয়, বিলুপ্তি হয়। কিন্তু সৌন্দর্য আর সত্যের ক্ষয় নেই, মৃত্যু নেই, জয় অনির্বায।

আমরা সবাই যেন আমাদের দায়িত্বটুকু থেকে সরে না যাই। ভাল থাকবেন সবসময়। মঙ্গল হোক।

১৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার মন্তব্যের চেয়ে আমার সনেটের ওজন কম হয়ে গেল মনে হয়। সৈয়দা গুলশান ফেরদাউস জানা আপনার মন্তব্য আপনার নামের মতই সুন্দর। আমি আপনার কাছ থেকে অনেক কিছু শিখছি। অনেক কৃতজ্ঞতা জানবেন।
আপনার সৃষ্টি সামু জ্ঞানের বাতিঘর। এখানে সবার জন্য জ্ঞান রয়েছে। আর আপনার ব্লগে গেলে কিছুনা কিছুতো মিলবেই। তো কলমটা আর তুলে রাখবেন না। আবার একটু লিখুন। হয়তো তা’হতে পারে নতুন বছরে নতুন কিছু। আর কিন্নরি সম্পর্কে আরো কিছু জানতে ইচ্ছে করে। ক্ষুদে জিনিয়াস এখন কি করে?
আপনার নীড় ও আঙ্গিনা হোক সুখের মালঞ্চ।

১৮| ১৬ ই মার্চ, ২০১৭ রাত ৮:৫১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কাঠাল সেকী রঙ আর স্বাদ। সুন্দর ছবিগুলো ঝকঝকে নিবদনে অনেক অনেক ধন্যবাদ প্রিয় ফরিদ ভাই।



কাঠাল সেকী রঙ আর স্বাদ। সুন্দর ছবিগুলো ঝকঝকে নিবদনে অনেক অনেক ধন্যবাদ প্রিয় ফরিদ ভাই।



১৬ ই মার্চ, ২০১৭ রাত ৯:১০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
এটা আপনার জন্য প্রিয় কবি।

১৯| ১৬ ই মার্চ, ২০১৭ রাত ৮:৫৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন:
খেজুর মদিনার বাগানের ।



১৬ ই মার্চ, ২০১৭ রাত ৯:০৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
দেশী পেয়ারা প্রিয় কবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.