নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার সনেটের কবি।

ফরিদ আহমদ চৌধুরী

বিষয় যতই জটিল হোক,ভাবতে ভালো লাগে

ফরিদ আহমদ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

আরিল্ড ক্লকার হাউ (সামু ব্লগ পিতা)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৫



আরিল্ড ক্লকার হাউ এদেশী জামাই
শ্বশুর দেশের প্রেমে সামুকে গড়েন
একত্রে পত্নীর প্রেমে চরকে চঁড়েন
ঘুরতে ঘুরতে সামু হয়েছে উন্নত।
এধন্য জামাই গুনে সালাম জানাই
কামনা এমন করে আকাশে উড়েন
আবার নতুন কোন সাধনা জুড়েন
যা দেখে নয়ন হবে সুখেতে আনত।

আরিল্ডে সন্ধান করে নেটের পাতায়
জেনেছি অনেক কিছু সে গুনি উচ্চতা
সাজানো ব্লগের পাতা বিচিত্র কথায়
এসব আরিল্ড ছায়া গুনের পূর্ণতা।
জানাপি সে তার সাথে সরব নিরব
সঙ্গিনী আকুল প্রাণ যতটা সম্ভব।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙ চচ
# মাত্রা বর্ণ বিন্যাসঃ তিন তিন দুই তিন তিন
# কবিতা প্রকৃতিঃ সনেট

মন্তব্য ১৬ টি রেটিং +২০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সনেট পড়ে মুগ্ধ, মন্তব্য পড়ে খুশিখুশি।
এর জন্যই তো চৌধুরী ভাইকে বড্ড বেশি ভালোবাসি।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় কবি।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫

চাঁদগাজী বলেছেন:



আরিল্ড'এর জন্য শুভেচ্ছা, সামু একটি বড় অবদান। আপনি আমাদের পক্ষে থেকে উনাকে সন্মান জানিয়ে আমাদেরকে বড় করেছেন।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কিন্তু আমার কোন পোষ্ট নির্বাচিত পাতায় যাচ্ছে না। এতে বুঝা যাচ্ছে আমার পোষ্ট তাদের পছন্দ হচ্ছে না। তাই অবস্থার পরিবর্তন চেয়ে আবেদন করছিনা। কারণ আবেদন নামঞ্জুর হওয়া বরং বেশী কষ্টের। আপনার অনুসারী বলে মনের কথা আপনার সাথে শেয়ার করলাম। আপনার মন্তব্যের জন্য অনেক খুশী। আমার পোষ্ট যখন নিয়মিত নির্বাচিত পাতায় যাবে তখন না হয় সেফ হওয়ার আবেদন করব। তবে লেখার মান নিয়ে আমি নিজেও খুব একটা সন্তুষ্ট নই।

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭

শেয়াল বলেছেন: 8-|
বল্টু ভাইয়া,
বল্টু ভাইয়া,
বানানটা হইব আরিল্ড ক্লকারহগ

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: প্রিয় টক: আরিল্ড ক্লকারহাউ, সিইও, সেলবাজার

বাংলাদেশে এখন ইন্টারনেটভিত্তিক ব্যবসা-বানিজ্যের দ্রুত প্রসার হচ্ছে। একদিকে ইন্টারনেট সাইটগুলো যেমন প্রফেশনাল হয়ে উঠছে, একই সাথে বেশ কিছু ইন্টারনেট ভিত্তিক সেবাও বাংলাদেশে দ্রুত বেড়ে উঠছে। তেমনি একটি সেবা হলো সেলবাজার। ২০০৬ এ এসএমএস সেবার মাধ্যমে সেলবাজার এর যাত্রা শুরু হয় । ২০০৭-এ শুরু হয় ওয়েবসাইটের। বর্তমানে আরিল্ড ক্লকারহাউ (Arild Klokkerhaug) সেলবাজার-এর সিইও। ১৯৯৪ সালে আরিল্ড ক্লকারহাউ নরওয়ে থেকে বাংলাদেশে এসেছিলেন। নিজের দেশ থেকে পুরো ভিন্ন হলেও বাংলাদেশে থাকতে পছন্দ করেন তিনি। ২০১২ তে তিনি যুক্ত হন সেলবাজারের সাথে। তার মতে ইন্টারনেটে বাংলাদেশের সম্ভাবনা অনেক। ইন্টারনেট এবং ইন্টারনেট ভিত্তিক কমার্স নিয়ে তার ধারনা এবং তার জীবনের কিছু অংশ নিয়ে আজকের প্রিয় টক। [video:http://www.youtube.com/watch?v=CP1D-eM9Jfs]
শেয়াল ভাইয়া আমি নামটা এখান থেকে নিয়েছি।

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩৩

কালীদাস বলেছেন: =p~
সেফ হয়েছেন?

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আমি ধর্ম নিয়ে লিখি। আর যারা ধর্ম নিয়ে লেখে বর্তমান সময়ে তারা নিরাপদ নয়। সুতরাং আমি জেনারেল হিসেবে ভাল আছি। তারমানে আমি সেফ হইনি। আপনার উপস্থিতি আনন্দ দায়ক। শুভ কামনা রইল।

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০৫

কালীদাস বলেছেন: লেখক বলেছেন: আমি ধর্ম নিয়ে লিখি। আর যারা ধর্ম নিয়ে লেখে বর্তমান সময়ে তারা নিরাপদ নয়।

আপনার ধারণায় ভুল আছে। কেবল ধর্ম নিয়ে লেখার কারণে কোনদিন কেউ জেনারেল হয়নি এই ব্লগে। সিমিলারলি, কেবল নাস্তিকতার কারণেও কোনদিন কেউ জেনারেল হয়নি এই ব্লগে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: তাহলে সম্ভবত আমার লেখা মান সম্মত নয়। সেফ থেকে জেনারেল করার সময় আমার একটা পোষ্ট মুছে দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল পোষ্টের বক্তব্য স্পষ্ট নয়। আর হুমকি দিয়ে বলা হয়েছিল উহা বা সেই রকম পোষ্ট আর দেওয়া হলে এক্কেবারে বিদায় ঘন্টা বাজিয়ে দেওয়া হবে। সেই থেকে আমি কবে বিদায় হই সেই ভয়ে অস্থির। অনেকে যদিও সেফের জন্য আবেদন করার পরামর্শ দিয়েছিল। আমি ছেড়ে দে মা কেন্দে বাঁচি ভয়ে আবেদন করিনি।

৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৩৭

মুশি-১৯৯৪ বলেছেন:

সনেট ভাল লেগেছে। পলাশমিঞা ভাই যেভাবে ‘জেনারেল’ হয়েছেন আপনিও কি সেভাবে........
আপনি যেহেতু সিনিয়র ব্লগার তাই জুনিয়রদের জন্য কিছু উপদেশ..।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:২০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: পলাশমিঞা ভাইরে খুব মিস করছি....!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:০০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো লাগল

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:২৩

মোস্তফা সোহেল বলেছেন: আরিল্ড ক্লকার সম্পর্কে জানতাম না জেনে ভাল লাগল

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.