নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার সনেটের কবি।

ফরিদ আহমদ চৌধুরী

বিষয় যতই জটিল হোক,ভাবতে ভালো লাগে

ফরিদ আহমদ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ব্লগার গেম চেঞ্জার

০৬ ই মার্চ, ২০১৭ রাত ১১:২৭



কেমন কি করে চলে কি গেম চেঞ্জার?
ব্লগ দেখি শতরূপা কি গুন অনন্য
গদ্য পদ্যে কি বৈচিত্র নৈপূণ্যে প্রাধান্য
কীর্তি তার দেখে দেখে জুড়ায় দু’চোখ!
গেমু কথা কলি ফুলে বিলুপ্ত ডেঞ্জার
দলে বলে তার ব্লগে সকলে সেজন্য
মন্তব্যের ঝরাফুলে প্রকাশে সৌজন্য
রত্নখচা পোষ্টে তার প্রাপ্তির কি সুখ!

কতকথা কতরূপে গেমু যে সাজায়
জ্ঞান গুন বিনোদনে শোভায় উজ্জ্বল
সে শোভায় মনে যেন সেতার বাজায়
তথাপিও গেমু যেন চঞ্চল উচ্ছল।
ভাগ্যগুনে সামু ব্লগে গেমুকে পেলাম
প্রতিভার দিনমনি গেমুকে সালাম।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙ চচ
# মাত্রা বর্ণ বিন্যাসঃ চার চার তিন তিন
# কবিতা প্রকৃতিঃ সনেট

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৫২

গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ

আপনার সাথে তো আমার অনেক মতভেদ! আস্তিক নাস্তিক দ্বন্ধও! আমাকে যা যা বানিয়ে দিলেন তা কি সত্যিই আমার মধ্যে আছে দেখেছেন!!!!!!!!

আমি তো মনে করি নাই।

আর গিয়াস ভাইকে নিয়ে লিখলে আরো খুশি হতাম আমি।

শুভকামনা!!!!!

০৭ ই মার্চ, ২০১৭ দুপুর ২:১৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কবিতাতে সবচেয়ে প্রয়োজন ভাব। সেটা গেমুকে নিয়ে এসেগেল। কবিতাও হয়েগেল। আমিখুশী। আর সামুতে কারো সাথে আমার দ্বন্ধ টের পাইনি। প্রত্যেকে নিজের কথা লিখে আমি আমার কথা লিখি। বাদ প্রতিবাদ স্বাভাবিক ব্যাপার। পৃথিবীর সব মানুষ আমার মতের হবে এটা জরুরী বিষয় নয়। জরুরী বিষয় হলো এখানে আমাদেরকে শান্তিতে বসবাস করতে হবে।

২| ০৮ ই মার্চ, ২০১৭ সকাল ৮:৪৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: সনেটের জন্য ধন্যবাদ কবিকে।

০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মন্তব্যের জন্য কবি সামিউল ইসলাম বাবুকে অনেক ধন্যবাদ।

৩| ০৮ ই মার্চ, ২০১৭ সকাল ৮:৫৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: সম্মানিত কবিকে মৌলিক লেখা লেখার অাহবান করছি।

অাপনার মেধাকে মৌলিক সাহিত্য রচনায় কাজে লাগালে অাশা করি অনেক ভালো সাহিত্য সৃষ্টি হবে।

অামার অযাচিতো মন্তব্যের জন্য দুঃখিত।

০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আমি কবিতা লেখি সখের বশে। কবিতা নিয়ে এখনো তেমন কিছু ভাবিনা। আপনার আবেগকে সম্মান জানাই।

৪| ০৮ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৪০

চাঁদগাজী বলেছেন:


গেমু এক বিচিত্র ব্লগার, গল্প, কবিতা, পোস্টের গ্রেডিং, ফানী পোস্ট, অনেক কিছুতে আছেন।

০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: গেমুর ব্লগ বৈচিত্র ময়। গেমু পারে সব। আপনি এসেছেন সে জন্য অনেক খুশী। আর আপনি এক জন শ্রেষ্ঠ বিশ্ব রাজনীতি বিশ্লেষক।
কাজেই আপনি অনেক গুনী। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৫| ০৮ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৫৪

নাগরিক কবি বলেছেন: ;)

০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ধন্যবাদ

৬| ০৮ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:০৮

বিজন রয় বলেছেন: গেম চেঞ্জার.......... আমারে কাছে একজন বিস্ময়কর ব্লগার। ব্লগ নিয়ে তার অনেক সময় আর ভাবনার ব্যয় হয়ে।

গেম চেঞ্জার আর আপনাকে, দুজনকেই শুভকামনা রইল।

০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার মন্তব্যের সাথে আমি সম্পূর্ণ এক মত। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৭| ০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:২০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ সনেট। ভালো লাগা রেখে গেলাম প্রিয় কবি।

দুই প্রিয়'র প্রতিই শুভকামনা রইল।

০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.