![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্নিগ্ধ পূর্ণিমা বিধৌত জোছনা প্রভায়
শুভ্র চন্দ্রিমা ছড়ানো সাহিত্য গঠন,
মুগ্ধ লেখায় গিয়াস উদ্দিন লিটন
শান্তি জড়ানো কি যেন পরতে পরতে।
চন্দ্র রূপালী ধারার সাহিত্য সভায়
মুক্ত আবহ মায়ার লিখন ধরন,
জ্যোতি যেথায় বিমূর্ত, সর্বত্র ধারন
করে করের নৈপূণ্যে প্রশান্তি জগতে।
বিদ্যা দ্যুতির চমকে নিমিষে আটক
জ্ঞান সন্ধানী মানুষ আকুল গম্ভীর
বিদ্যা মেলায় মহীত আগ্রহী পাঠক
প্রাপ্তি লেখক পুস্তকে সমূদ্র গভীর।
জ্ঞান রত্নের প্রত্যাশী পাঠক সকল
পাঠে গিয়াস সমগ্র কৃতার্থ সফল।
# ছন্দঃ অমিত্রাক্ষর
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙ চচ
# মাত্রা বর্ণ বিন্যাসঃ দুই তিন তিন তিন
# কবিতা প্রকৃতিঃ সনেট
০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অনেক সুন্দর মন্তব্য করেছেন প্রিয় কবি। আপনাকে অনেক ধন্যবাদ।
২| ০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রতিউত্তরে মুগ্ধতা। তবে কবি না বলে আমাকে নাম ধরেই বলবেন, আমি তাতেই মুগ্ধ রবো। আমি কবি হওয়ার যোগ্য নই হে প্রিয় কবি।
শুভকামনা সবসময়
১০ ই মার্চ, ২০১৭ রাত ১:০৭
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনি অররেডি পরিণত কবি। ছোট স্বীকৃতি আসা শুরু হয়েছে। বড় স্বীকৃতি অপেক্ষায় আছে।
৩| ০৮ ই মার্চ, ২০১৭ রাত ৯:৪৫
ডঃ এম এ আলী বলেছেন: সুপ্রিয় লেখকে নিয়ে সুন্দর কবিতা লিখেছেন
তাঁর প্রতি বিনম্র শুভেচ্ছা রইল ।
আপনার প্রতিও রইল শুভ কামনা ।
১০ ই মার্চ, ২০১৭ রাত ১:১০
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আর আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা।
৪| ০৯ ই মার্চ, ২০১৭ সকাল ৮:১৪
চাঁদগাজী বলেছেন:
আপনি তো দেখছি আসল জেনারেল, সৈন্য সামন্ত বাড়ছে ক্রমেই।
১০ ই মার্চ, ২০১৭ রাত ১:১২
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মন্তব্যের জন্য অনেক শুভেচ্ছা।
৫| ০৯ ই মার্চ, ২০১৭ রাত ৯:৩৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমাকে নিয়ে সনেট !!! বিরাট সন্মানিত বোধ করছি কবি।
শুভ কামনা জানবেন ।।
১০ ই মার্চ, ২০১৭ রাত ১:১৮
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: যাক অনেক পরে হলেও আপনি এসেছেন।আমি অনেক খুশী। আপনার জন্য অনেক শুভেচ্ছা।
৬| ১০ ই মার্চ, ২০১৭ রাত ২:৪১
উম্মে সায়মা বলেছেন: এই সনেটটি খুব সুন্দর হয়েছে
১০ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৫০
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
৭| ১০ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:২৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার কাছে প্রিয়, এতেই আমি খুশি!!!!
১০ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৫৩
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
সহ ব্লগারদের সম্মাননা জানিয়ে আমার লেখা সনেটের সর্বাধীক শেয়ারের ট্রপ্রিটা আপনার প্রাপ্য।
১১ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: শেয়ার সংখ্যা সর্বাধীক থাকা সত্ত্বে এ ট্রপি এখানেই থাকবে।
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় লেখককে নিয়ে সনেট সুন্দর লিখেছেন।
প্রিয় এই লেখকের গুণাগুণ একটামাত্র সনেটে শেষ হবার নয়, তবুও যথেষ্ট লেখেছেন।
আপনার সনেট বরাবরই মানসম্পন্ন হয়। আজও হয়েছে। আমার কাছে ভালো লেগেছে।
আন্তরিকতায় ভরে থাকুক সামু পাতা জুড়ে।
অনেক অনেক শুভেচ্ছা জানবেন প্রিয় কবি চৌধুরী ভাই।