![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এ কালের ছড়া কাব্যে আছে কত নাম
বিষয়ের গভীরতা কোথাও কি পাই?
পাঠকের মন জয়ে যেমন যা চাই
এসবের মূল্য কোন নেই কারো কাছে।
অথচ যা ঝরায় যে নিন্দুকের ঘাম
তিনি শুধু এক জন যার তুল্য নাই,
শহিদুল ইসলাম প্রামণিক ভাই
ছড়া ছন্দে সবকিছু আপনার আছে।
প্রামানিকে কি মানিক ছড়া ছন্দ তান
ঝরঝরে ঝরে যেন বসন্তের ফুল
ঢেউ যেন সুর লয়ে করে কোন গান
কিশোরীর কানে যেন দোলে কোন দুল।
হুলস্থুল কান্ড যেন তরু লতা ছায়
প্রামানিক ছড়া ছন্দ মৃদু মন্দ বায়।
# ছন্দঃ অমিত্রাক্ষর
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙ চচ
# মাত্রা বর্ণ বিন্যাসঃ চার চার চার দুই
# কবিতা প্রকৃতিঃ সনেট
১০ ই মার্চ, ২০১৭ রাত ১২:৪৭
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আমিও তাই মনে করি। আপনি বলায় আরো নিশ্চিত হলাম।তাঁকে নিয়ে লেখার অনেক দিনের সখ ছিল আজ সেটা পূরণ হলো। এজন্য অনেক খুশী।
২| ১০ ই মার্চ, ২০১৭ রাত ১২:২২
প্রামানিক বলেছেন: কবিতাটি প্রথমেই দেখেছিলাম কিন্তু ব্লগের সমস্যার কারণে মন্তব্য করতে পারি নাই। এমন একটি কাজ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
১০ ই মার্চ, ২০১৭ রাত ১২:৫১
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার পছন্দ হয়েছে এটা আমার জন্য বড় প্রাপ্তি।
৩| ১০ ই মার্চ, ২০১৭ রাত ২:৪৪
উম্মে সায়মা বলেছেন: প্রামানিক ভাইয়ের ছড়াগুলো আসলেই খুব সুন্দর হয়। আপনি যথার্থ লিখেছেন।
১২ ই মার্চ, ২০১৭ রাত ১০:৫৫
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: তাঁকে নিয়ে কিছু লিখতে পেরে আমারো খুব ভাল লাগছে।
৪| ১০ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:০৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক ভালো লাগা এবারও হে প্রিয় কবি।
প্রামাণিক ভাই ও আপনার জন্য শুভকামনা সবসময়।
মন থেকে ভালোবাসা।
১২ ই মার্চ, ২০১৭ রাত ১০:৫৬
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ প্রিয় কবি।
৫| ১০ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:১৬
ধ্রুবক আলো বলেছেন: প্রথম কমেন্টে সহমত জানালাম খুব জোরালো ভাবে
কবিতায় +++
১২ ই মার্চ, ২০১৭ রাত ১০:৫৭
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনাদের সাথে আমিও একমত।
৬| ১০ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:১৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকে এবং শহিদুল ভাইকে শুভেচ্ছা জানাচ্ছি। শহিদুল ভাইয়ের আরো উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।
১২ ই মার্চ, ২০১৭ রাত ১০:৫৭
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার মন্তব্যে অনেক অনুপ্রাণীত হলাম।
৭| ১০ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:২৮
সাদা মনের মানুষ বলেছেন: গুণী লোকদের কদর সবখানেই আছে
১২ ই মার্চ, ২০১৭ রাত ১০:৫৮
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আর গুনির কদর তাঁর গুনকে আরো উজ্জল করে যাতে মানুষ উপকৃত হয়।
৮| ১০ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৪৪
আহমেদ জী এস বলেছেন: ফরিদ আহমদ চৌধুরী ,
প্রামানিকের ছড়া কাট কাট মার মার,
পাঠকের মাঝে লাগে ধুন্ধুমার.....
যোগ্য বন্দনা ।
১২ ই মার্চ, ২০১৭ রাত ১০:৫৯
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার আগমন আমাকে অনুপ্রাণীত করেছে।
৯| ১০ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৪৪
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ,
বাংলার ছড়ার যাদুকর প্রিয় প্রামানিক ভাই এর প্রতি রইল শুভেচ্ছা।
আপনার প্রতিউ রইল শুভেচ্ছা ।
১২ ই মার্চ, ২০১৭ রাত ১১:০০
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আর আপনার প্রতিও অনেক অনেক শুভেচ্ছা। আপনি হলেন পোষ্টের জাদুকর।
১০| ১০ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৫০
আমির ইশতিয়াক বলেছেন: ব্লগে যারা ছড়া লিখেন তাদের মধ্যে শহিদুল ইসলাম প্রামানিক ভাই আমার দৃষ্টিতে অন্যতম। ওনাকে নিয়ে কবিতা লেখায় আপনাকে ধন্যবাদ। ছড়াকার শহিদুল ইসলাম প্রামানিক ভাইয়ের সাফল্য কামনা করি।
১২ ই মার্চ, ২০১৭ রাত ১১:০১
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: তাঁকে সেরাই বলা যায়।
১১| ১০ ই মার্চ, ২০১৭ রাত ৮:১১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমাদের প্রামানিক ভাই সত্যিই অপূর্ব ছড়া লিখেন। ওনার বন্ধনাতে সনেট লিখার জন্য আপনাে সহস্র অভিবাদন। যাযাকুমল্লাহ খায়রান, রাব্বানা আতি হায়াতে তায়্যেবা ওয়া হাসানা ,আমিন।
১২ ই মার্চ, ২০১৭ রাত ১১:০২
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আল্লাহ আপনাকে জান্নাতের পথে পরিচালিত করুন।
©somewhere in net ltd.
১|
০৯ ই মার্চ, ২০১৭ রাত ৯:২৮
চাঁদগাজী বলেছেন:
প্রামাণিক ছড়ার যাদুকর।