![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছড়ায় ছড়ায় ছড়া করে জড়াজড়ি
সে এক অনন্য ছন্দ দেয় উপহার!
এমন কবিকে বলে জাত ছড়াকার
তা’বলি,‘কি করি আজ ভেবে না পাই’কে।
ছড়ায় ছড়ায় যেন রত্ন ছড়াছড়ি
এ ছড়া এ যেন কোন অন্য উচ্চতার
পাঠেতে মিলবে ছবি পাঠ মুগ্ধতার
এ যেন প্রমাণ করে ছন্দ শুদ্ধতাকে।
ছড়ার মালঞ্চে ফুল দেখি নিরিবিলি
সে ছড়া ঝরছে যেন কত ফুলরাজি
কথায় কথায় ছড়া নেই কারসাজি
এ যেন পাঠক দলে করে পুস্প বিলি।
মন্তব্যে উত্তর আসে ছড়া কবিতায়
বিস্ময়ে অবাক হই কি যে বলি তায়!
# ছন্দঃ অমিত্রাক্ষর
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙ চচ
# মাত্রা বর্ণ বিন্যাসঃ তিন তিন দুই দুই চার
# কবিতা প্রকৃতিঃ সনেট
১৭ ই মার্চ, ২০১৭ রাত ৯:৪৯
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: একদম ঠিক বলেছেন। তিনি কথায় কথায় ছড়া বানাতে পারেনন। অবাক করার মতো।
২| ১৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:২৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দুই জনই চমৎকার লেখেন ছন্দের তালে তাল রেখে। আজকের সনেটেও মুগ্ধতা রাখলাম প্রিয় কবি।
দুজনের জন্যই শুভকামনা রইল।
১৭ ই মার্চ, ২০১৭ রাত ৯:৫৭
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় কবি।
৩| ১৭ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১২
চাঁদগাজী বলেছেন:
আপনার সনেটে ব্লগাররা উৎসাহ পাচ্ছেন অনেক।
আমার কিছু সমস্যা আছে, এই ছড়াকার ব্লগে বিশালভাব পপুলার; কিন্তু উনার ছড়াতে কোন না কোনভাবে আমি বিরক্তি অনুভব করি; বোধ হয়, আমার মানিসক!
৪| ১৭ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ক্যান জানি গতকালি
জেগেছিল খটকা;
তুমি চাঁদু দেবে মোরে
এইরাম ঝটকা।
লগিনেই দিল খোশ
চোখ হলো ট্যারা;
দু'বার কচলে নেই
কি মধুর প্যারা!!
যা যা ক'লে শুনে খাই
রীতিমত টাসকি;
লিখলে কি ভুল করে?
নাকি দিলে বাঁশ কি??
এ তুমি আঁকলে কারে?
সবি তোমা অনুমান;
সাফ সাফ কই ভায়া
আমি এক হনুমান।
দৌড়ের উপরে আছি
তাই কই শর্টকাটে;
ভালোবাসা যা দেখালে
জা'গা করে নিলে হার্টে।
আবার আসিব ফিরে
কাজ কাম সব সেরে।
শেষ কথা কয়ে যায়
ঘাটের এই ন্যাড়া;
তুমি ভায়া মোর চেয়ে
শতগুণে সেরা।
১৭ ই মার্চ, ২০১৭ রাত ১০:০৩
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
আপনার ছড়া এভাবে আলো ছড়ায়।
৫| ১৭ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কি কবো,খেলেনা মাথা
আসেনাকো ছন্দ;
পাঠকের রিপ্লাইয়ে
কথা মোর বন্ধ।
এমন ফুলালে ভায়া
উড়ি সোজা আকাশে;
চারপাশে নাক সিঁটি
লাগে সব ফ্যাকাশে।
এভাবেই পিপীলিকা
মারে ঝাঁপ আগুনে;
সকলেই জানে হেথা
আমি এক বে-গুনে।
১৭ ই মার্চ, ২০১৭ রাত ১০:০৬
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
ছড়া মন্তব্যে মুগ্ধ হলাম।
৬| ১৭ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩
দইজ্জার তুআন বলেছেন: +++++++++++++++
১৭ ই মার্চ, ২০১৭ রাত ১০:০৮
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
অনেক গুলো প্লাসের জন্য অনেক ধন্যবাদ।
৭| ১৭ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬
বাঁকখালির বাঁকে বলেছেন: চাঁদগাজী ভাইয়ের সাথে একমত
১৭ ই মার্চ, ২০১৭ রাত ১০:১০
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
আমরা আপনাদের সাথে একমত।
৮| ১৭ ই মার্চ, ২০১৭ রাত ১০:৪৬
নাগরিক কবি বলেছেন: বাহ বাহ বাহ।
১৮ ই মার্চ, ২০১৭ রাত ১২:৩৫
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
মন্তব্যের জন্য প্রিয় কবির প্রতি অনেক শুভেচ্ছা।
৯| ১৭ ই মার্চ, ২০১৭ রাত ১০:৪৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: কি দারুন কি দারুন
পড়ে হই মুগ্ধ
কি করি ভেবে না পাই
সত্যি বিদগ্ধ!
ফোনে কিবা ম্যাসেঞ্জার
ফেবুতে বা চ্যাটে
অবিরল ঝড়ে ছড়া
হাসি খূশি ভাব তার!
মাঝে মাঝে ধরে পাল্লা
খাই শুধু গোল্লা
দত্ত সনে লেগে
হয় মাথা আউলা
দোয়া করি প্রভুৃ সনে
রাখে যেন দেখেশেূনে
সব ভাল হোক তার
কামনা এ অধমের।
১৮ ই মার্চ, ২০১৭ রাত ১২:৩৮
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
অনেক শুভেচ্ছা প্রিয় কবি।
১০| ১৭ ই মার্চ, ২০১৭ রাত ১১:১৮
আমি মাধবীলতা বলেছেন: দারুণ বলেছেন! আসলেই কি করি ভাইয়া জিনিয়াস!সেই সাথে আপনার সনেটও !
১৮ ই মার্চ, ২০১৭ রাত ১২:৪২
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
আপনার জন্য শুভেচ্ছা নিরন্তর।
১১| ১৮ ই মার্চ, ২০১৭ সকাল ১০:১১
প্রামানিক বলেছেন: দুইজনের প্রতিই শুভেচ্ছা রইল।
১৮ ই মার্চ, ২০১৭ দুপুর ২:১৬
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
আপনার জন্যও অনেক শুভেচ্ছা প্রিয় কবি।
১২| ১৮ ই মার্চ, ২০১৭ সকাল ১০:২০
নতুন নকিব বলেছেন:
পাতা ভরা কত ছড়া,
কত কিছু শিখবার।
পড়ে পড়ে লাগে লোভ,
ভাল কিছু লিখবার।
একে একে ধরাশায়ী,
কত জন বাজিমাত।
ফরিদের হাতে হল,
ছড়া-বানে কুপোকাত।
তিনি শুধু লিখে যান,
অপলক যতিহীন।
তার হাতে চমকায়,
সনেটের নয়া দিন।
১৮ ই মার্চ, ২০১৭ দুপুর ২:২৩
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
ছড়া মন্তব্যে অনুপ্রাণীত হলাম প্রিয় কবি। আপনারা বাংলা সহিত্যকে আরো সমৃদ্ধ করবেন বলে মনে হয়। সামুতে বেশ ক’জন ভাল মানের কবি-সাহিত্যিক রয়েছেন।
১৩| ১৮ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৪২
শেয়াল বলেছেন: খেকজ
১৮ ই মার্চ, ২০১৭ দুপুর ২:২৬
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
এটা শেয়াল মামার জন্য। এখন যদি পছন্দ হয়!
১৪| ১৮ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:০৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দুজন কবিই চমৎকার!
আমার সাথে অমত কার?
একজন সত্যেন্দ্র নাথ সত্য,
আরেকজন মধুসুধন দত্ত।
১৮ ই মার্চ, ২০১৭ দুপুর ২:২৮
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
অনেক শুভেচ্ছা প্রিয় লেখক ও কবি।
১৫| ১৮ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:২৫
মোস্তফা সোহেল বলেছেন: তার ছড়া পড়ে
সকলে মজা পান
আপনিও ভাইয়া
কম কিসে যান।
১৮ ই মার্চ, ২০১৭ রাত ১০:২২
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
সুন্দর মন্তব্যের জন্য সুন্দর শুভেচ্ছা।
১৬| ১৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: টু বিদ্রোহী ভ্বগুঃ
ওরে খোদা ভৃগুদারে
আর কবে দেবে বোধ!!
জানিনে সে পামে নেয়
কোন জনমের প্রতিশোধ?
আজাইরা অগাবগা
কি যে সব কওনা?
তোমার জ্ঞানের কাছে
আমি মোটে 'গ' ও না।
এই ব্লগে সবে জানে
তুমি মোর গুরু;
দিয়োনাকো শরম আর
খেলবোনা ধুরু।ওরে খোদা ভৃগুদারে
আর কবে দেবে বোধ!!
জানিনে সে পামে নেয়
কোন জনমের প্রতিশোধ?
আজাইরা অগাবগা
কি যে সব কওনা?
তোমার জ্ঞানের কাছে
আমি মোটে 'গ' ও না।
এই ব্লগে সবে জানে
তুমি মোর গুরু;
দিয়োনাকো শরম আর
খেলবোনা ধুরু।
১৮ ই মার্চ, ২০১৭ রাত ১০:২৩
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
দুই কবির জন্য শুভেচ্ছা।
১৭| ১৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: টু গিয়াস লিটনঃ
জ্বলে যায় পিত্তি
ঢং দেখে তার;
কারুকাজে ঘুরে মাথা
সে কি ছড়াকার!!!
ক'লাইনে মালা গেঁথে
দেখালে যা উস্তাদি;
কান ধরে কই গুরু
দ্যাও মোরে সাগরেদি।
১৮ ই মার্চ, ২০১৭ রাত ১০:২৬
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
প্রিয় কবিদের জন্য অনেক শুভেচ্ছা।
১৮| ১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৫০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গুণের তার নেই সীমা
কত গুণ ক'বো তার,
জেসনতো নয় সে যে
বিনয়ের অবতার!!
১৯ শে মার্চ, ২০১৭ রাত ৮:০৪
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ঠিক বলেছেন, তাঁর কন্ঠ থেকে অবিরত বিনয় ঝরে পড়ে।
১৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ সকাল ৯:৪০
নাইক্যডিয়া বলেছেন: +++++++++++++++
১৬ ই মে, ২০১৭ রাত ১০:৩৬
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অনেক শুভেচ্ছা প্রিয় লেখক
২০| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ১০:৪৫
অপু তানভীর বলেছেন: সনেট ভালা পাইছি । প্লাস দিলাম !
এসএসসির পাঠ্য বইয়ে এই সনেটের সংযোজন চাই !
১৪ ই জুলাই, ২০১৭ রাত ১০:৫০
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: বহুকাল পরে এসে মন্তব্য করলেন। সে জন্য দারুন খুশী। আমি আবার এ স্টাইল আপাতত অপ রেখেছি।
©somewhere in net ltd.
১|
১৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:০৪
অপ্সরা বলেছেন: আমার কি করি ভাইয়া তো ছড়া জিনিয়াস!!!!!!