নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার সনেটের কবি।

ফরিদ আহমদ চৌধুরী

বিষয় যতই জটিল হোক,ভাবতে ভালো লাগে

ফরিদ আহমদ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

সামহোয়্যার ইন ব্লগে আমার এক বছর

৩১ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:১৮



সামহোয়্যার ইন ব্লগে আমার এক বছর পূর্ণ হলো এ মাসে।মডারেশন ষ্ট্যাটাসে আমি ওয়াচ থেকে জেনারেলে উন্নিত হয়েছি। একদা কোন একদিন আমি সেফ ছিলাম।অতঃপর অবোধ্য আখ্যাদিয়ে আমার একটা পোষ্ট মুছে দেওয়া হলো (এবং আমাকে সেফ থেকে ডিমোশন করে জেনারেল করা হলো)। সেই সাথে বলা হলো ফের যদি ঐপোষ্ট দেওয়া হয় তবে ব্লক করে দেওয়া হবে। সেই থেকে প্রতি নিয়ত ব্লক হওয়ার ভয়ে ছিলাম। তথাপি কি করে যেন এক বছর কেটে গেল, এখনো আমি ব্লক হইনি। আহ কি শান্তি!
যাক আমার মতো অনেকেই আছে যাদের লেখা প্রথম পাতায় যায় না।আমরা প্রথম পাতা বঞ্চিত ঐক্য সমিতি গঠন করতে পারি।এতে আমরা সমিতির সদস্যদের ব্লগে নিয়মিত যাতায়তের রেওয়াজ চালু করতে পারি। সেই সাথে লাইক কমান্ড ও প্রিয় তালিকায় যুক্ত করার রেওয়াজটাও চালু করা যেতে পারে।কারণ আমাদের সবার সব পোষ্টতো আর মন্দ নয়। তাতে করে আমাদের কোন কোন ভাল পোষ্ট হয়তো আলোচিত পাতায় যুক্ত হতে পারে।অতঃপর যিনি সেফ ষ্টেটাস পেয়ে যাবেন তিনি একটু সেটা জানালে ভাল হবে।
একবছরে আমার সবচেয়ে বড় পাওয়া মহান ব্লগার, ব্লগজগতের পথিকৃত জনাব চাঁদগাজীকে আমি সব সময় পাশে পেয়েছি। এ জন্য তাঁর প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা।তাঁর প্রতিটি মন্তব্য আমি উপভোগ করি।
সামহোয়্যার ইন ব্লগের প্রতিষ্ঠাতা সৈয়দা গুলশান ফেরদাউস জানাকে নিয়ে একটা কবিতা লিখেছিলাম তাঁর থেকে পাওয়া মন্তব্যটি আমি আমার এক বছরের সেরা প্রাপ্তি মনে করি। নিম্নে তা হুবহু তুলে ধরা হলো-



নিম্নে তাঁর পরিচয় তুলে ধরা হলো-
সৈয়দা গুলশান ফেরদৌস জানা ‘সামহোয়ার ইন ব্লগ’ নামের বাংলা ভাষার জনপ্রিয় ব্লগ সাইটের প্রধান এবং অন্যতম প্রতিষ্ঠাতা৷ বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি জগতে সৈয়দা জানা’র ২০ বছরের অভিজ্ঞতা রয়েছে৷ জনগোষ্ঠীর কথা শোনা, যোগাযোগ করা এবং সংশ্লিষ্ট কাজে তাদেরকে সক্রিয়ভাবে সম্পৃক্ত করার ক্ষেত্রে তাঁর পারদর্শিতার কারণেই এই ব্লগ সাইটটি ইতিমধ্যে অভূতপূর্ব সাফল্য পেয়েছে৷ বিশেষ করে সৈয়দা জানা এই ব্লগ সাইটটিকে একটি মানবিক রূপ দিতে সক্ষম হয়েছেন এবং এর জনপ্রিয়তাকে বাড়িয়ে দিয়েছেন বহুগুণ৷ এক্ষেত্রে তিনি জাতীয় ভাষার গৌরব এবং মর্যাদা বাড়িয়ে তোলা এবং বিভিন্ন বিষয়ে জাতীয় ও সামাজিক প্রভাব বিস্তারে ব্লগ গোষ্ঠীর সদস্যদেরকে সম্পৃক্ত করার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন৷ তিনি নিজেও একজন ব্লগার ৷ জানা দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, গোষ্ঠী ভিত্তিক ব্লগ কার্যক্রম একটি শক্তিশালী উপকরণ এবং উন্নয়নশীল দেশসমূহে সামাজিক প্রভাব ফেলতে এটির অসাধারণ ক্ষমতা রয়েছে৷
# আমার এক বছরের প্রত্যাশা, প্রতিষ্ঠাতার প্রত্যাশা অনুযায়ী সামু মানব মঙ্গলে এগিয়ে চলুক অনিবার।

মন্তব্য ৪১ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:২৯

চাঁদগাজী বলেছেন:


বর্ষপুর্তির অভিনন্দন।

আপনি খুবই একটিভ ব্লগার, আপনার লেখা প্রথম পাতায় থাকলে ভালো হতো, আরো বেশী পাঠক পড়ার সুযোগ পেতেন।
প্রত্যেক ব্লগারের নিজস্ব এলাকা থাকে, নিজের বক্তব্য থাকে; সেদিক থেকে আপনার নিজস্ব ভুবন আছে, এবং মনে হয়, তা ব্লগিং'এ খুবই গ্রহনযোগ্য।

'জেনারেল' ষ্ট্যাটাসে থেকেও আপনি ব্লগিং'এ খুবই সফলতা অর্জন করেছেন, আপনার পাঠক আছেন; আপনি অন্যদের লেখা পড়ছেন।

আমার ধারণা, সামু আপনার অবদান ও উৎসাহকে মুল্যায়ন করবেন, এবং আপনাকে পুর্ণ ব্লগিং করার ক্ষমতা দেবেন।



৩১ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
সুন্দর পৃথিবীর প্রত্যাশায় আপনার জীবন হয়ে উঠুক আরো সুন্দর।

২| ৩১ শে মার্চ, ২০১৭ রাত ১০:০১

মিঃ আতিক বলেছেন: বর্ষপুর্তির শুভেচ্ছা
বর্ষপুর্তির শুভেচ্ছা

০১ লা এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার সুন্দর একটি সুন্দর একটি গোলাপের শুভেচ্ছায় আমি মুগ্ধ হলাম। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।

৩| ০১ লা এপ্রিল, ২০১৭ রাত ১২:৩৬

সচেতনহ্যাপী বলেছেন: বর্ষপূর্তিতে অভিনন্দন।। কামনা করি যেন ফিল্ড মার্শালের পদটা শীঘ্রই পেয়ে যান।।

০১ লা এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনি একদিক দিয়ে সচেতন আরেক দিক দিয়ে সুখী। অভিনন্দনের জন্য শুভেচ্ছা নিরন্তর। আর দোয়া যা করেছেন তা’এক কথায় অতুলনীয়।

৪| ০১ লা এপ্রিল, ২০১৭ রাত ১২:৪৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা

০১ লা এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: প্রিয় কবি প্রিয় কুমড়ো ফুলের শুভেচ্ছা জানিয়ে অনেক আন্দ দিলেন। ও বস্তু যতবার দেখি ততবার ওটা ডিমদিয়ে ভেজে খেতে ইচ্ছে করছে। কিন্তু মাত্র একটা ফুল, তা’কি আর ভেজে খাওয়া যাবে? তাই হতাশ হতে হয়। সে যাই হোক আপনার কবিতা মাঝে মাঝে বেশ উপভোগ করি।

৫| ০১ লা এপ্রিল, ২০১৭ রাত ১২:৫৯

সাদা মনের মানুষ বলেছেন:
বর্ষপুর্তির জন্য শুভেচ্ছা

০১ লা এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: যেমন মানুষ তেমন তাঁর শুভেচ্ছা, এক কথায় অতি চমৎকার। খুশী না হওয়ার কোন সুযুগ নেই। আর আপনার পোষ্টগুলোও যথেষ্ট উপভোগন করি। অনেক যত্ন সহকারে আপনি পোষ্ট দিয়ে থাকেন। সুন্দর না হয়ে উপায় থাকেনা। ভারতের আমিরখানের সিনেমার মতো আপনার সব পোষ্ট হিট হয়ে থাকে। আর সহ ব্লগারদের আপনার চা পরিবেশন যদি কারো নজর কেড়ে না থাকে তবে বুঝতে হবে তার নজরে ত্রুটি রয়েছে। আপনার জন্য শুভেচ্ছা নিরন্তর।

০৬ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:

৬| ০১ লা এপ্রিল, ২০১৭ রাত ৩:১৩

ভবঘুরের ঠিকানা বলেছেন: টমাটু খান, টুনটুনি০৪, সাহিদা সুলতানা শাহী .. এই নিকগুলো নিয়ে কেমন যেন সন্দেহ হয় ! আপনার প্রতিটি পোস্টের প্রথমেই দেখি এদের কমেন্ট !! আরও কিছু ব্যাপার- স্যাপার আছে .....


ভালো মানের পোস্ট দিন, প্রথম পাতায় আপনি সবসময়ই থাকবেন !!

শুভকামনা রইল।

০১ লা এপ্রিল, ২০১৭ দুপুর ২:০১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: টমাটু সালাদ তৈরীর উপকরন, টুনটুনি একটি পাখির নাম, সাহিদা সুলতানা একটি মেয়ের নাম। তো নিকগুলো নিয়ে আপনার সন্দেহ যথেষ্ট আশংকার বিষয়। আর ভালোমানের পোষ্ট এ যাবত যেহেতু দিতে পারিনি তবে কবে আর দিতে পারব? সে যাই হোক সামুতে ভালোমানের পোষ্ট দেওয়া লোকের অভাব নেই। বিশেষ করে ডঃ এম এ আলীর প্রতিটি পোষ্ট শুধু মান সম্পন্ন নয় বরং মান উত্তীর্ণ।আমি বিনে পয়সায় তাদের সুন্দর পোষ্ট থেকে উপকৃত হচ্ছি সামু আমাকে সে সুযুগ দিচ্ছে। এটাওতো কম নয়। সে জন্য সামুর প্রতি আমি কৃতজ্ঞ। আর ক্ষমাচাচ্ছি মডুদের কাছে, কারণ আমার পোষ্টের মান যাচাই করতে গিয়ে তাদের মূল্যবান সময়ের অপচয় হচ্ছে। আর এ জন্য আমি লজ্জিতও বটে। তাদের জানার জন্য বলছি আমি আমার পোষ্টগুলো নিজে পড়ার জন্য এখানে রাখি। সে সুযুগ টুকু যদি আমার থাকে তবে আমি অনেক খুশী থাকব। আমার এর চেয়ে বেশী কিছু চাই না।

০১ লা এপ্রিল, ২০১৭ দুপুর ২:০৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ডিমোশন পেলে অনেক ব্লগার ব্লগ ছেড়ে যান আমি কিন্তু যাইনি, হয়তো যাব না যদি তাড়িয়ে দেওয়া না হয়। কারণ আমি সামুকে এবং আমার সহ ব্লগারদের ভালবেসে ফেলেছি। আর সহ ব্লগাররাও আমার ত্রুটিগুলো সহ্য করেন। তেমনি যদি আমরা সবাই জনাব চাঁদগাজিকে ভালবাসতে পারি তবে মন্দ হবেনা। বেচারা সবাইকে ভালবাসেন। খোঁচা যা দেন তা ভালোর জন্যই দেন, তথাপি অনেক সময় আমরা তাঁকে ভুল বুঝি। একটা লোক সারা বিশ্বের মানুষের সুখের কথা সব সময় ভাবে বিষয়টা বিসম্য় কর। আমি তাঁর বিপরীত মতের মানুষ কিন্তু তাঁর প্রচেষ্টাকে আমি সাদুবাদ জানাই।

০১ লা এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: পোষ্ট প্রথম পাতায় না আসলেও তেমন অসুবিধা নেই। সহব্লগারদের পোষ্টে পঞ্চাশটা মন্তব্য করলে পাঁচটা অন্তত ফেরৎ পাওয়া যায়।

০১ লা এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: তবে মডারেশন কারো প্রতি অবিচার করছে বলে আমার মনে হয়না।

০১ লা এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনি যে নিকগুলোর কথা বলছেন এ গুলো আমার নিক নয়। তবে এরা আমার দূরের কেউ নয়। পোষ্ট যেতেু প্রথম পাতায় যায়না তাই হয়তো তাদের বলি একটা পোষ্ট দিয়েছি সময় পেলে একটু দেখে দিও। তো যেহেতু পোষ্ট প্রথম পাতায় যায়না তো প্রথমেই তাদের কমেন্ট থাকাটাইতো স্বভাবিক। সামুতে অনেকের একাধিক নিক রয়েছে। সেক্ষেত্রে এটা দোষের হয় কি?

৭| ০১ লা এপ্রিল, ২০১৭ রাত ৩:২৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন।
সামুতে একবছর পূর্তি আলোচনা ভালো লাগলো।

মাঝখানে একদিন আপনার পোষ্ট প্রথম পাতায় পেয়েছিলাম। কিন্তু, পরেরদিন থেকেই আর পাইনি।

আপনি জেনারেল থেকে নেমে আসুন এমনটাই প্রত্যাশা।
শুভকামনা সবসময়। শুভেচ্ছা রইল।

১০ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৪৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

৮| ০১ লা এপ্রিল, ২০১৭ ভোর ৫:৩৭

মামুন ইসলাম বলেছেন: চমৎকার বর্ষপূতি পোস্ট। প্রথম বর্ষপূর্তিতে অভিনন্দন আপনাকে।

১০ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৪৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

৯| ০১ লা এপ্রিল, ২০১৭ সকাল ১০:১০

আহা রুবন বলেছেন: ‌এক বৎসর আপনাকে পেয়েছি মজার মানুষ রূপে। বর্ষপুর্তিতে অনেক অনেক শুভেচ্ছা।‌এক বৎসর আপনাকে পেয়েছি মজার মানুষ রূপে। বর্ষপুর্তিতে অনেক অনেক শুভেচ্ছা।

০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:২৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সচিত্র সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

১০| ০১ লা এপ্রিল, ২০১৭ সকাল ১১:১৬

সুমন কর বলেছেন: বর্ষপুর্তির শুভেচ্ছা.....

১০ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৪৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

১১| ০১ লা এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫৯

মুশি-১৯৯৪ বলেছেন:
বর্ষপুর্তির শুভেচ্ছা, ফরিদ ভাই ।
বিষাদসিন্ধুর তীরে যাহাদের প্রথম পাতা হইতে উচ্ছেদ করা হইয়াছে তাহাদেরই নাম প্রলেতারিয়েত বা সর্বহারা। আপনার প্রস্তাবটি ভেবে দেখার মত। কেননা এই উচ্ছেদকে আমি অন্যায় মনে করি। আর অন্যায় ও সাম্রাজ্যবাদকেও আমি সমার্থক মনে করি।

১০ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৪৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

১২| ০১ লা এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০২

নতুন নকিব বলেছেন:



বর্ষপূর্তিতে নয়, শুভেচ্ছা অহর্নিশ।

ছবি দু'টো যুক্ত করাটা কি খুব প্রয়োজন ছিল!

নিরন্তর ভাল থাকার কামনা।

১০ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৪৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৩| ০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪৮

সামিয়া বলেছেন: সামহোয়্যার ইন ব্লগে আপনার এক বছর পূর্ণ হওয়ার শুভেচ্ছা।
হুম জানা আপুর কাছে আমাদের অশেষ কৃতজ্ঞতা। উনি আমাদের গর্ব।

১০ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৪৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৪| ০২ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪৮

সিনবাদ জাহাজি বলেছেন:
শুভেচ্ছা।
কেন জানিনা অনেক সুন্দর ফুলের চেয়ে এই বুনো কলমি ফুলের সৌন্দর্য আমাকে মুগ্ধ করে বেশি।
তাই শুভেচ্ছা জানাতে এই ফুলটিই ব্যবহার করলাম।

০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:২৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সচিত্র সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৫| ০৩ রা এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩৩

ওমেরা বলেছেন: ভাইয়া বর্ষপূর্তিতে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা ভাইয়া বর্ষপূর্তিতে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা

০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:২৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সচিত্র সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৬| ০৩ রা এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩৫

ওমেরা বলেছেন: আমার ভাইয়ার বর্ষপূর্তিতে কোন খাওয়া হবে না তাই কি হয় !!!!! এই নেন আমি সবার জন্য খাবার নিয়ে এসেছি আমার ভাইয়ার বর্ষপূর্তিতে কোন খাওয়া হবে না তাই কি হয় !!!!! এই নেন আমি সবার জন্য খাবার নিয়ে এসেছি

০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৩০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সচিত্র সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৭| ০৩ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১৯

আহমেদ জী এস বলেছেন: ফরিদ আহমদ চৌধুরী ,




বর্ষপূর্তির শুভেচ্ছা ।
আপনার মনোবাসনা পূর্ণ হোক ।

১০ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৪৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৮| ০৩ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫০

ওমেরা বলেছেন: ভাই আমার পোষ্ট যদি প্রথম পাতায় যেন দেখতেন আপনার বর্ষপূর্তিতে আমি কত্ত বড় অনুষ্টান করতাম ব্লগে ।।।মডারেটররা তো বুঝতাছে না আমি কেমন মেয়ে !!

১০ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৪৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.