নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার সনেটের কবি।

ফরিদ আহমদ চৌধুরী

বিষয় যতই জটিল হোক,ভাবতে ভালো লাগে

ফরিদ আহমদ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

বিবিধ সনেট

১০ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪৭



নারী

নারী ছাড়া এ জীবন আনন্দ বিহীন
তার ছোঁয়া মন-প্রাণ করে যে পবিত্র
তারে বিনা অস্থিরতা বিরাজে সর্বত্র
অকৃতজ্ঞ জন তার বুঝেনা অন্তর।
বিচরণে বিবেকের আলয়ে গহীন
মায়াময় দেখ চেয়ে নারীর সুনেত্র
অসম্মান করে তারে খান্নাছ সুমিত্র
শূণ্যতার মহৌষধ নারীত্ব প্রান্তর।

প্রিয়া হারা পুরুষের মনের ব্যাথায়
সবকিছু মনে হয় আপদ- বিপদ
মা যদিনা থাকে ঘরে কি কষ্ট সেথায়
যার নেই সেই বুঝে মা কি যে সম্পদ।
সমাদরে কন্যা বোন অতুল্য সকল
নারী ছাড়া পুরুষেরা হয়না সফল।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙ চচ
# মাত্রা বর্ণ বিন্যাসঃ চার চার তিন তিন
# কবিতা প্রকৃতিঃ সনেট

রক্তের ঋণ

দারিদ্র তাড়াতে কর সুকঠিন যুদ্ধ
কর্মের হে বীর সাজ নব যুদ্ধ সাজে
সবাই থাকবে ব্যাস্ত নিত্য নিজ কাজে
তবেতো উজ্জ্বল হবে স্বজাতির মুখ।
আলস্য দারিদ্র আনে একথাটি শুদ্ধ
মাদক নেসার ঘোর বদভ্যাস বাজে
বদলে এসব আজ বিবেকের ত্যাজে
ব্যার্থতা বদলে আন অনিবার সুখ।

জনতা সকল করে সরকার আলো
কাজকে এখন বল বলবেনা কাল
স্মরণ নাকর কেহ অতীতের কালো
পতাকা উড়ছে দেখ সবুজেতে লাল।
এমন নিশান কেহ ভুলে কিহে কেউ?
রক্তের ঋণেতে তোল উন্নয়ন ঢেউ।

## ছন্দঃ অমিত্রাক্ষর
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙ চচ
# মাত্রা বর্ণ বিন্যাসঃ তিন তিন দুই চার দুই
# কবিতা প্রকৃতিঃ সনেট

উগ্রতা ও শান্তি

উগ্রতায় অশান্তির বিভৎস গান
তারা সব চিরকাল দলাদলি করে
মারামারি যুদ্ধ করে, মানুষেরা মরে
এমনটা কোনদিন কারো কাম্য নয়।
শান্তিপেতে পরমতে থাকা চাই টান
এমনটা না হলেই শান্তি যায় দূরে,
মিলেমিশে বসবাসে শান্তি আসে ঘরে
সবে যদি এটা বুঝে তা’হলেই হয়।

উগ্রদল এমতের ধারে কাছে নেই
তারা বুঝে নিজমত যে করেই হোক
অপরের মানা চাই কথা সার এই
এরা সব মানুষের রক্ত চোষা জোঁক।
উগ্রমতে বাই বাই সবে দিলে বলে
শক্ত বাঁধ গড়া হবে দু’চোখের জলে।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙ চচ
# মাত্রা বর্ণ বিন্যাসঃ চার চার চার দুই
# কবিতা প্রকৃতিঃ সনেট

কৃষক ও শ্রমিক

কৃষক শ্রমিক শ্রম কর্ম ক্লান্তি ত্যাগে
পৃথিবী আনন্দে ভরা মন্ত্রমুগ্ধ মায়া
সাজানো বাগান বাড়ী বৃক্ষ-তরু ছায়া
এয়ার কুলারে আসে নাকডাকা ঘুম।
সাহেব বাবুর দল পাবে সব আগে
বিলম্বে খুন্তির ছেঁকা প্রাণেবাঁচা দয়া
তাদের পদেতে ধন্য মক্কা কাশি গয়া
যেথায় সাহেব বাবু সেথা পড়ে ধুম।

কৃষক শ্রমিক খাদ্য উৎপাদন করে
বেহায়া সাহেব খায় নাশোকর মনে
যাদের শ্রমেতে তার সব আছে ঘরে
তাদের যে করে ঘৃণা জানোয়ার জনে।
মানব যাদের কষ্টে পাও সব কিচু
তাদের সম্মান কর মাথা করে নীচু।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙ চচ
# মাত্রা বর্ণ বিন্যাসঃ তিন তিন দুই চার দুই
# কবিতা প্রকৃতিঃ সনেট


মন্তব্য ৪৪ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫১

মুহাম্মদ তাজরিয়ান আলম আয়াজ বলেছেন: সমাদরে কন্যা বোন অতুল্য সকল
নারী ছাড়া পুরুষেরা হয়না সফল[/sb
সত্যি কথা

১০ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:১৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মন্তব্যে অনুপ্রণীত হলাম।

২| ১০ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:১৫

চাঁদগাজী বলেছেন:


কথায় ও ভাবনায় পরিপুর্ণ

১১ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:১৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:

৩| ১০ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:২৫

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:

ছন্দ ভাব, সবই আছে, ফরিদ আহমদ ভাই,
এমন আরো কথার ছন্দ, জানতে যেন পাই।

১১ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:১৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:

৪| ১০ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৩৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতা ভাল লাগল ।

১০ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৩১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

৫| ১০ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:২৩

কাউয়ার জাত বলেছেন: ফরিদ ভাই! নারী-পুরুষ, মুসলিম-হিন্দু সব মিলিয়ে সামুতে আপনার কতখানা নিক আছে বলবেন কি? না বললেও সমস্যা নেই আপনার ব্লগে আপনিই রাজা, আমরা প্রজা মাত্র। আপনি সম্ভবত মানসিক সমস্যাগ্রস্ত।

১০ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:

১১ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৪৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আমি যাদের প্রিয় তাদের সব গুলো নিকই আমার। তবে বাস্তব হলো আমার এখানে যে সব নিক থেকে মন্তব্য করা হয় তার প্রত্যেকটি নিকের আলাদা মালিক আছে। আপনি একটা পাখি, তাও আবার নোংরা ভক্ষনকারী, এসব সাদামাটা বিষয় আপনার মাথায় না ঢুকারই কথা।আর আমার শুধুই একটা নিক, তাও আমি আমার আকিকা দেওয়া নাম এবং আল্লাহ প্রদত্ত চেহারা দিয়ে চালাই।আর কাউয়া কারো মানসিক সমস্যার বুঝেটা কি?

৬| ১০ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৩৬

অতঃপর হৃদয় বলেছেন: অসাধারণ!!!!!!!

১০ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৩২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

৭| ১০ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:০০

শাহরিয়ার কবীর বলেছেন:

খুব সুন্দর কবিতা লিখেছেন ভাই ।

১০ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৩২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

৮| ১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৩:৫৪

উম্মে সায়মা বলেছেন: সুন্দর হয়েছে ফরিদ ভাই.....

১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ সায়মাপি।

৯| ১১ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:১৫

স্বপ্ন কুহক বলেছেন: সনেট অন্তপ্রাণ কবি ফরিদ উদ্দিন আহমেদ এর অতীব আলকজ্জল ভাবপ্রবণ নারী বন্দনা কাব্যা আমি মোহিত ! কবিতায় আকুল করা কিছু লাইনে আমার দৃষ্টি আকৃষ্ট হয়েছে ------

বিচরণে বিবেকের আলয়ে গহীন
মায়াময় দেখ চেয়ে নারীর সুনেত্র
অসম্মান করে তারে খান্নাছ সুমিত্র
শূণ্যতার মহৌষধ নারীত্ব প্রান্তর।


এই লাইনগুলিতে নারীর সুনেত্র , খান্নাছ , শূন্যতার মহৌষধ -- সকল পাঠক কে ভাবুক করে তুলবে ।
ধন্যবাদ প্রিয় সনেট কবি। ভাল থাকবেন।

১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত হলাম জনাব। শুভেচ্ছা নিরন্তর।

১০| ১১ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:১৫

স্বপ্ন কুহক বলেছেন: সনেট অন্তপ্রাণ কবি ফরিদ উদ্দিন আহমেদ এর অতীব আলকজ্জল ভাবপ্রবণ নারী বন্দনা কাব্যা আমি মোহিত ! কবিতায় আকুল করা কিছু লাইনে আমার দৃষ্টি আকৃষ্ট হয়েছে ------

বিচরণে বিবেকের আলয়ে গহীন
মায়াময় দেখ চেয়ে নারীর সুনেত্র
অসম্মান করে তারে খান্নাছ সুমিত্র
শূণ্যতার মহৌষধ নারীত্ব প্রান্তর।


এই লাইনগুলিতে নারীর সুনেত্র , খান্নাছ , শূন্যতার মহৌষধ -- সকল পাঠক কে ভাবুক করে তুলবে ।
ধন্যবাদ প্রিয় সনেট কবি। ভাল থাকবেন।

১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত হলাম জনাব। শুভেচ্ছা নিরন্তর।

১১| ১১ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৩০

বাঁকখালির বাঁকে বলেছেন: কি করে যে এত সুন্দর লিখেন ভাই!!!
মাঝে মাঝে কবি বিদ্রোহী ভৃগু,রাবেয়া রহীমদেরও ম্লান লাগে আপনার কাছে

১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সনেট হলেই কবিতা ভাল হবে বিষয়টা এমন নয়। আপনি যাদের নাম বল্লেন তারা যাত কবি। আর আমি কবিতা লেখি সখের বসে।

১২| ১১ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৩৫

বাঁকখালির বাঁকে বলেছেন: মায়াময় দেখ চেয়ে নারীর সুনেত্র
অসম্মান করে তারে খান্নাছ সুমিত্র
শূণ্যতার মহৌষধ নারীত্ব প্রান্তর।


ভাবনাটা যদি এসেই যায় তবে সমাধান কি?
বিশেষ করে কাজী ছবিদের কবিতা কিন্তু আমাদের সেদিকেই ভাবিত করে

১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কাজী ছবি বেশ ভাল কবিতা লেখেন।

১৩| ১১ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৫০

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা +

১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: শুভেচ্ছা নিরন্তর।

১৪| ১১ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:২৫

সুমন চ্যাটার্জী বলেছেন: নারী ছাড়া একজন পুরুষ তার পরিপূর্নতা পায় না । তাই সকল পুরুষের উচিত নারিকে সন্মান করা ।

১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ

১৫| ১১ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:২৪

কাউয়ার জাত বলেছেন: আপনাকে অসম্মান করার কোন ইচ্ছা নেই। আপনার কবিতা সুন্দর। বাকি লেখাগুলো মোটামুটি মানের। ইসলাম বিষয়ে আপনার জানাশোনা যথেষ্ট নয়।
তারপরেও ব্লগে আপনাকে সবাই ভালো জানে।

তাহলে কেন আপনাকে জেনারেল করা হয়েছে? আপনি এ থেকে কোন শিক্ষাই নেন নি।

এক এক পিস ছবি দিয়ে এক একখান কমেন্ট, ধন্যবাদের কপি-পেস্ট দিয়ে পাল্টা কমেন্ট, মন্তব্য বাড়ানোর ফন্দি। এটাকে কি ব্লগিং বলে? না ফাতরামি বলে?

এর আগের পোস্টে হুমকি দিয়েছেন যারা আপনার পোস্টে লাইক কমেন্ট করবেনা তাদের আনফ্রেন্ড করবেন। তারপরও যদি এটা পাগলামি না হয় তবে পাগলামি কোনটা?

মানুষ ভদ্রতার মুখোশ পরে তাই সবাই এড়িয়ে যায়। আমি কাউয়া, আমার উলঙ্গ রাজাকে উলঙ্গ বলাতে ঠোট কাঁপে না।

১১ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:১৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এর আগের পোস্টে হুমকি দিয়েছেন যারা আপনার পোস্টে লাইক কমেন্ট করবেনা তাদের আনফ্রেন্ড করবেন। তারপরও যদি এটা পাগলামি না হয় তবে পাগলামি কোনটা? ব্লগে আনফ্রেন্ড করা মানে আমি আর তার পিছনে ঘুর ঘুর করে ঘুরব না। এর বেশী নয়। আমার লেখা ভাল হয়নি না বলুক মন্দ হয়েছে এটাতো বলা যায়। কিছুই যদি না পেলাম তবে তার পিছে অহেতুক ঘুরাটাইবা হবে কেন? আমিও তার পড়া পড়ে উপকৃত হব তবে ভাল মন্দ কিছু বলবনা, বিষয়টা ঠিক এমন। এতেও কি তবে দোষ হয়েছে? কি জানি আমি আবার অতশত বুঝিনা।

১১ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:১৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ইসলাম বিষয়ে আপনার জানাশোনা যথেষ্ট নয়। আমি ইসলাম সম্পর্কে কম জানি, না আপনি আমার সম্পর্কে কম জানেন, এ বিষয়ে নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার।

১১ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:২০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: তাহলে কেন আপনাকে জেনারেল করা হয়েছে? আপনি এ থেকে কোন শিক্ষাই নেন নি।
শিক্ষা নেওয়ার যোগ্যতা সবার সমান থাকেনা। কেউতো জীবনেও শিক্ষা নিতে পারে না। কারণ সে মোটে শিক্ষা গ্রহণের পাত্রই নয়। তো আমাকে সংগত কারণে জেনারেল করা হয়েছে। আর অযোগ্যতা জনিত কারণে আমি শিক্ষা নিতে পারছিনা। অন্তত আমার তেমনটাই মনে হয়।

১১ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এক এক পিস ছবি দিয়ে এক একখান কমেন্ট, ধন্যবাদের কপি-পেস্ট দিয়ে পাল্টা কমেন্ট, মন্তব্য বাড়ানোর ফন্দি। এটাকে কি ব্লগিং বলে? না ফাতরামি বলে? আমিতো আমার অনেক পোষ্ট মুছে দিয়েছি, যা আগে ছিল এখন নেই। আর ফাতরামি না থাকলেতো ব্লগিংটা ঠিক বুঝা যাবেনা। যেমন দিন বুঝার জন্যই রাতের দরকার। এখন আপনি লোকদের বুঝাতে পারবেন যে, এম এ আলী যা করছে তা’ ব্লগিং আর ফরিদ আহমদ যা করছে তা’ ফাতরামি। কি ঠিক বলেছি কি?

১১ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মানুষ ভদ্রতার মুখোশ পরে তাই সবাই এড়িয়ে যায়। আমি কাউয়া, আমার উলঙ্গ রাজাকে উলঙ্গ বলাতে ঠোট কাঁপে না। শেষমেস নিজের ঢোল নিজে না পিটিয়ে আর থাকতে পারলেন না। মানছি আপনি এক মহান কাউয়া। আর আপনি রাজাকে নেংটা করার কাজে পারদর্শী। অতি উত্তম গুন।

১১ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

১১ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
আপনাকে আপনার খাদ্য মুরগীর বাচ্চা এবং ফুলের শুভেচ্ছা এক সঙ্গে দিলাম, গ্রহণ করুন জনাব।

১১ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মডুটডু হয়ে থাকলে দোষ নিবেন না, একটু মজা করলাম আর কি!

১১ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এভাবেও মন্তব্য সংখ্যা বাড়ানো যায়। কি আর করবেন। কংলা ধুইলে ময়লা যায়না। তবে মডু হয়ে থাকলে যদি সহ্য করেন তবে মন্দের সাথে কিছু ভালোও হয়ত জনগন পেতে পারে। কথায় বলেনা যে খানে দেখিবে ছাঁই উড়াইয়া দেখ তাই পাইলেও পাইতে পার মানিক ও রতন।

১১ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:

১৬| ১১ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩৭

কাউয়ার জাত বলেছেন: নিয়াজ হোসেন আর সুমন চ্যাটার্জি এরা মনে হয় মানিক জোড়। আপনার পোস্টে শুধু মন্তব্য কেমন দেখায় তাই আরো দুয়েক জনের ব্লগে মন্তব্য করিতেছে। যেখানেই যাচ্ছে একত্রে!

১১ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: নিয়াজ হোসেন আর সুমন চ্যাটার্জি এরা মনে হয় মানিক জোড়। আপনার পোস্টে শুধু মন্তব্য কেমন দেখায় তাই আরো দুয়েক জনের ব্লগে মন্তব্য করিতেছে। যেখানেই যাচ্ছে একত্রে! তবে তাদের সবচেয়ে বড় কৃতিত্ব তারা আপনাকে বগল দাবা করে ঘুরাতে পারল। আজকাল টিনএজ ছেলেপুলে গুলো ওরকমই। হাঁসের মতো ঝাঁক বেঁধে চলে। ওরা বাচ্চা ওরা ভুল করতেউ পারে। আপনি ওদের পোষ্টে গিয়ে ওরকম আন যেন না করে তার একটু নছিহত হরে দিলে বড় ভাল হয়। আর ব্লগ চালাতে গেলে সদস্যদের একটু আদটু জ্বালাতন সহ্য না করতে পারলেইবা কেমন হয়?

১৭| ১১ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০৩

জগতারন বলেছেন:
কবিতা পড়ে মুগ্ধ হলাম।
কবির প্রতি অভিন্দন জ্ঞাপন করছি।

১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.